অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

হাসিবুর
লিখেছেন -
0

বর্তমান সময়ে অনেক এর কর্মব্যস্ততার মধ্যে কেউ লাইনে দাড়িয়ে ট্রেনের টিকিট আর নিতে চান না।আর এই জন্য আপনার জন্য রয়েছে দারুন একটি সুবিধা তা হচ্ছে অনলাইন টিকিট। আর এই চলমান ২০২০ সালে বাংলাদেশ রেলওয়ে আপনাকে ট্রেন এর টিকিট কাটার জন্য নানা রকম বিশেষ সুযোগ সুবিধা। অনলাইনে ট্রেনের টিকেট 

এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আপনি কিভাবে ট্রেন এর টিকিট কিনে নিবেন, কিভাবে বিকাশ এর মাধ্যমে ট্রেনের টিকিট কিনবেন? 

আমরা আজকের এই এই পোস্টে তুলে ধরবো কিভাবে আপনি ট্রেন এর সিট প্লান এবং ছবি সহ কিভাবে অনলাইনে ট্রেন এর টিকিট কিনবেন সে সকল তথ্য। আমাদের এই পদ্ধতি অনুসরণ করে আপনি ঘরে বসে সিট প্লান দেখে আপনার পছন্দ মতো ট্রেন এর সিট নিতে পারেবন। এই কাজটি আপনি খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে মোবাইল এর মাধ্যমে অনলাইনে ট্রেন এর টিকিট কিনতে পারেবন। আর এই সহজ কাজটি আপনি বিকাশ, রকেট, নগদ এর মাধ্যমে পেমেন্ট করতে পারেবন। ট্রেনের টিকিট কাটার অ্যাপস। বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট 

আর আপনার জন্য বাংলাদেশ সরকার বানিয়েছে রেল সেবা মোবাইল অ্যাপ। যা আপনার টিকিট কাটার সময়কে আরও বেশি সুন্দর করে তুলেছে। তো আর বেশি কথা বলে চলুন বিস্তারিত জেনে নেয়া যাকঃ 

অনেক এই আছেন যারা দূরপাল্লার ভ্রমণ এর জন্য ট্রেন সেবাই অনেক ভালো সাচ্ছন্দবোধ করেন। কিন্তু ট্রেন এর টিকিট আগে কিনে নেয়া ছিলো খুব দূরসাধ্য ব্যাপার ছিলো। আর সেই বিশাল লাইনে দাড়িয়ে থেকে টিকিট কাটা এবং দূরসাধ্য ব্যাপার কে সহজ করে নিতে পারেন আর নানা রকম সমস্যা থেকে বাচতে পারেন এই ই-টিকেটিং সিস্টেম এর মাধ্যমে। আর এই কাজটি করার জন্য আপনার অনেক কিছু এর প্রয়োজন হবে। তা আমরা এই পোস্টে তুলে ধরবো। অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২০।অনলাইনে ট্রেনের টিকিট 

অনলাইনে টিকিট কাটার নিয়ম

আপনাকে সর্বপ্রথম https://esheba.cnsbd.com/ এই সাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইট ব্যবহার করার ফলে আপনি খুব অল্প সময়ে কোন রকম ঝামেলা ছাড়াই ট্রেন এর টিকিট নিতে পারবেন। অনলাইনে ট্রেন এর টিকিট আপনি রাত দিন ২৪ ঘন্টা কিনতে পারবেন। অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম।

অ্যাকাউন্ট খোলা | অনলাইন টিকিট কাটার নিয়ম ২০২০ | সিট সিলেকশন ২০২০

অনলাইন টিকিট এর অ্যাকাউন্ট খোলার জন্য যা যা প্রয়োজন হবে 
  • মোবাইল এর মাধ্যমে ট্রেন এর টিকিট কাটার জন্য (ক্রম ব্রাউজার, ওপেরা মিনি বাউজার, মজিলা ফায়ার ফক্স, সাফারি ইত্তাদি যেকোন ধরনের ব্রাউজার হলে হবে) অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় ২০২০ 
  • টিকিট কাটার জন্য আপনার মোবাইল নম্বর এর প্রয়োজন হবে। রেল সেবা টিকিট কাটার নিয়ম 
বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে যদি আপনার কোন অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনাকে "SIGN UP" বাটনে ক্লিক করে এখানে সাইন আপ করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সকল ইনফরমেশন সঠিক ভাবে দিতে হবে। আর এসকল কাজ সঠিক ভাবে সম্পূর্ণ শেষে আপনাকে মোবাইল ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। "SIGN UP" করার সময় আপনি যে মোবাইল নাম্বারটি (যেমনঃ০১৭০০০০০০০) দিয়েছেন সেই নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে। আর এই ৬ ডিজিট এর কোড দিয়ে আপনাকে ভেরিফাইড করতে হবে। আর এই পদ্ধতি ব্যবহার করার ফলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভাবে সচল হয়ে যাবে। অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় 

আর যদি আপনার আগে থেকে কোন অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনাকে "SIGN IN" সাইন ইন করে নিতে হবে। সাইন করার জন্য আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে সাইন ইন বা লগ ইন করতে হবে। মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম 

নলাইন ট্রেন টিকিট অ্যাকাউন্ট আপডেট

ট্রেন টিকিট কিনার সময় অ্যাকাউন্টটি আপডেট করতে হয়। অ্যাকাউন্ট আপডেট করার জন্য যা যা প্রয়োজন হবে;
  • জন্ম নিবন্ধন তথ্য অথবা জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড 
  • একটি অ্যাকাউন্ট 
অ্যাকাউন্ট আপডেট করার জন্য আপনাকে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনাকে একটি অ্যাকাউন্ট আপডেট করার জন্য একটি ফ্রম দেয়া হবে। আর এই ফ্রমে আপনি আপনার সকল ইনফরমেশন যেমন জন্ম তারিখ অথবা ভোটার আইডি কার্ড সঠিক তথ্য দিয়ে ফ্রম পুরন করতে হবে। এছাড়া আপনার এলাকার জিপ কোড ZIP CODE টি ব্যবহার করতে হবে। সকল তথ্য দেয়ার পর আপনাকে আপডেট প্রোফাইল Update Profile বাটনে ক্লিক করে দিতে হবে। অনলাইনে ট্রেনের টিকিট। ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম 
এসব ধাপ সম্পূর্ণ হওয়ার পর আপনি আপনার ড্যাশবোর্ড দেখতে পারবেন। আর আপনি এই ড্যাশবোর্ড থেকে আপনি ট্রেন এর টিকিট কিনতে পারবেন। 

টিকিট কেনা

অনলাইনে ট্রেন এর টিকিট কেনার জন্য আপনি রকেট, নগদ, বিকাশ যেকোন কার্ড এর মাধ্যমে পেমেন্ট করে ট্রেন এর টিকিট কিনতে পারেবন। অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২০ 

অনলাইনে টিকিট কেনার জন্য আপনাকে মোবাইল ফোন বা কম্পিউটার এর ব্রাউজারে গিয়ে ই- টিকেট এর ওয়েবসাইটে যেতে হবে 

এরপর আপনার সকল তথ্য যেমন কোথা থেকে কোথায় জাবেন , কত তারিখ জাবেন ইত্তাদি সঠিক ভাবে পুরন করে "Find" ফাইন্ডে ক্লিক করতে হবে 


এরপরে আপনার ট্রেন এর তালিকা দেখে আপনার যে ট্রেনটি ভালো লাগে সেটি সিলেক্ট করতে হবে এবং সেটির পাশে থাকা ডিটেইলস (Details) বাটনে ক্লিক করতে হবে


এরপর সব কিছু দেখে আপনার পছন্দ মতো টিকিট নিয়ে নিবেন বা "purchase" করতে হবে। অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম ২০২০ 
এসকল কাজ করার পর আপনার মোবাইল ফোন বা কম্পিউটারে একটি নতুন স্ক্রিন চলে আসবে এবং সেখানে "Buy Ticket" ক্লিক করে "Agree" বাটনে ক্লিক করতে হবে। অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম 


এর পরের ধাপ হচ্ছে পেমেন্ট এর। আপনার সামনে একটি পেমেন্ট মেথড এর অপশন আসবে আপনি এখানে আপনার পছন্দ মতো পেমেন্ট মেথড দিয়ে পে করলেই আপনি আপনার কাঙ্খিত ট্রেন এর টিকিট পেয়ে যাবেন। ট্রেনের টিকেট কাটার নিয়ম। ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম ২০২০ 

এসকল কাজ এর পর ওয়েবসাইট থেকে আপনাকে আপনার মেইলে একটি অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন আর তা প্রিন্ট আউট করে ট্রেন এর টিটিই কে দেখালেই আপনি ভ্রমণ করতে পারবেন 
প্রশ্ন উত্তর
প্রশ্নঃ অনলাইনে ট্রেন এর অগ্রিম টিকিট কত দিন আগে পাওয়া যায়?
উত্তরঃ সাধারনত ট্রেন এর অগ্রিম টিকিট ৯ দিন আগে অনলাইনে ছাড়া হয়ে থাকে। এই একই পদ্ধতি টিকিট কাউন্টারে ব্যবহার করে থাকে।
প্রশ্নঃ মোবাইল দিয়ে ট্রেন এর টিকিট কাটা যায় কি?
উত্তরঃ মোবাইল ফোন যে কোন ব্রাউজার দিয়ে ট্রেন এর টিকিট কিনতে পারবেন। আর বাংলাদেশ রেলওয়ে তারা তাদের ট্রেনের টিকিট কিনার জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন। যা আপনার কাজকে আরও সহজতর করে দিয়েছে। 
প্রশ্নঃ ওয়েবসাইট এর প্রব্লেম 
উত্তরঃ অনেক সময় দেখা যায় বাংলাদেশ রেলওয়ে এর ট্রেন এর টিকিট কিনার সময় তারা তাদের ব্রাউজারে ভিপিএন VPN ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে তাদের ওয়েবসাইটে লগইন হতে প্রব্লেম বা সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে এই রকম সমস্যা দেখা দিলে ভিপিএন VPN ব্যবহার করা থেকে বিরত থাকেবন। 

আপনার মতামত জানান এখানে

0 কমেন্ট

আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

কমেন্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!