রমজানের ক্যালেন্ডার ২০২৪ - ২০২৪ সালের রমজানের ক্যালেন্ডার

হাসিবুর
লিখেছেন -

২০২৩ সালের রমজান মাসের ক্যালেন্ডার - আজ আমরা আপনাদের সামনে ২০২৪ সালের পবিত্র মাহে রমজানের সময়সূচি বা রমজান মাসের খুশির তারিখ নিয়ে এই পোস্টে আলোচনা করবো। ২০২৪ সালের রমজানের রোজার ক্যালেন্ডার এবং সেহরি ও ইফতার এর সময়সূচি নিয়ে সেরা একটি আন্ড্রয়েড স্মার্টফোন অ্যাপ হচ্ছে Muslims Day। আপনি যদি ২০২৪ সালের রোজার ক্যালেন্ডার বা সময়সূচি ইত্যাদি লিখে সার্চ করে সময় নষ্ট না করে আপনি আপনার প্রয়োজনে বা কাজের এই Muslims Day অ্যাপ ডাউনলোড করে নিন।

রমজান মাসের ক্যালেন্ডার ২০২৪

(toc) #title=(এক নজরে সম্পূর্ণ লেখা পড়ুন)

২০২৪ সালের রমজানের ক্যালেন্ডার | রোজার ক্যালেন্ডার ২০২৪ | মাহে রমজান ২০২৪ | রমজান ২০২৪ কত তারিখে | রমজান ২০২৪ সময় সূচী

রমজান মাস হচ্ছে ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী নবম মাস। এই মাসে পুরো বিশ্বের মুসলমানগন রোজা রাখেন। রমজান মাসে রোজা পালন করা ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে হচ্ছে তৃতীয় স্তম্ভ। রমজান মাসে তারিখ অনুযায়ী রোজা ২৯ দিন অথবা ৩০ দিন রোজা রাখা হয় আর এটি ইসলামের হাদিস দারা প্রমাণিত।

রমজান মাসে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক বাক্তির উপর রোযা ফরজ করা হয়েছে তবে অসুস্থ রোগী, গর্ভবর্তী মহিলা এবং ঋতুবর্তী নারীদের জন্য রমজান মাসে রোযা শিথিল করা হয়েছে।

রমাজান মাসে রোজা হলো সুবহে সাদিক হতে সূর্য সূর্যাস্ত যাওয়া পর্যন্ত যেকোন প্রকার খাবার খাওয়া, যেকোন প্রকার গুনাহের কাজ করা এবং নানা রকম অশ্লীল কাজ অথবা স্ত্রী এর সাথে যৌ-ন কাজে লিপ্ত হওয়া যাবে না বা এই সকল কাজ থেকে বিরত থাকতে হবে।

এই রমজান মাসে আল্লাহ তায়ালা অনন্য সময় বা অন্য তারিখ ও মাস এর তুলনায় এই রমজান মাসে নেকি ও সওয়াব এর পরিমান বৃদ্ধি করে দেয়। এই রমজান লাইলাতুল কদর নামে রাতে আল্লাহ তায়ালা কুরআন শরিফ নাযিল করেছেন। তাই এই রাতকে আল্লাহ তায়ালা হাজার মাসের এর উপেক্ষা শ্রেষ্ঠ বলেছেন।

কেউ যদি এই রাতে ইবাদত বন্দেগি করে তাহলে আল্লাহ তায়ালা হাজার মাস এর তুলনায় অধিক বেশি নেকি বা সওয়ার তার আমল নামে লিখে দেয়। রমজান মাসে ২৯ দিন অথবা ৩০ দিন রোযা রাখার পর শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল-ফিতর পালন করে থাকে মুসলমানগন। মুসলমানদের ২টি ধর্মীয় উৎসব এর মধ্যে এই ঈদুল-ফিতর একটি।

Ramadan বা রমজান মাস আসলেই ২০২৪ সালের রোজার ক্যালেন্ডার এবং সময়সূচির Android App খুঁজতে থাকে লোকজন এবং প্রযুক্তি প্রেমিকরা। বর্তমান সময়ে লক্ষ্যে করলে দেখা যায় গুগল প্লে স্টোরে (Google Play Store) ২০২৪ সালের রমজান মাসের রোজার ক্যালেন্ডার লিখে সার্চ করলে অনেক অ্যাপ দেখা যায়। কিন্তু দুঃখের বিষয় হলো সেগুলির মধ্যে অনেক গুলা কোন কার্যকর না।

অনেক রমজান বা রোজার ক্যালেন্ডার ২০২৪ আছে সেগুলি একদম বাজে। আমি আজকের এই রমজান মাসের রোজার ক্যালেন্ডার ২০২৪ পোস্টটি লেখার সময় কমপক্ষে ৩০টি অ্যাপ বিশ্লেষণ করেছি। এই ৩০টি রমজান মাসের রোজার ক্যালেন্ডার হিসেবে আমার কাছে যেটা সবচেয়ে সেরা মনে হয়েছে আমি সেই অ্যাপ আপনাদের সামনে তুলে ধরেছি।

আরো পড়ুন: সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪ ইসলামিক ফাউন্ডেশন

রমজান মাসের ক্যালেন্ডার ২০২৪ | রমজানের ক্যালেন্ডার ২০২৪ | রমজানের সেহরি ও ইফতারির সময়সূচী

রমজান মাসের ক্যালেন্ডার ২০২৪

২০২৪ সালের রমজান মাসের রোজার ক্যালেন্ডার ও সময়সূচী দেখার জন্য অ্যাপটির নাম হলো Muslims Day। এই অ্যাপটি ব্যাবহার করা খুব সহজ। Muslims Day অ্যাপটির সাইজ হচ্ছে ৯ মেগাবাইট। এই Muslims Day অ্যাপটি Google Play Store থেকে ১০ লাখের বেশি বার ডাউনলোড করা হয়েছে। 

Muslims Day অ্যাপটি সর্বনিম্ন আন্ড্রয়েড ভার্সন ৪.৪ থেকে সাপোর্ট করবে। এই অ্যাপটি আপডেট সর্বশেষ গত কয়েকদিন আগে আপডেট হয়েছে। এই অ্যাপটির বৈশিষ্ট বা ফিচার সমূহ গত রমজান মাসে তুলে ধরা হয়েছিলো। রমজান মাসের ক্যালেন্ডার ২০২৪ এই অ্যাপটির ৪.৮ রেটিং রিভিউ দিয়েছে ৭৫০০০+ লোকজন। Muslims অ্যাপে প্রবেশ করার পর আপনি নিচে থেকে ক্যালেন্ডার অপশনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় রমজান মাসের ক্যালেন্ডার সাথে নামাজের সময় সূচি বিস্তারিত জেনে নিতে পারবেন।

(getButton) #text=(Muslims Day অ্যাপ ডাউনলোড করুন) #icon=(download)

Muslims App এর বৈশিষ্ট্য | রমজানের ক্যালেন্ডার ২০২৪ | রমজানের সময় সূচি ২০২৪

রমজান মাসের ক্যালেন্ডার ২০২৪

  • এই অ্যাপ ব্যাবহার করার ফলে আপনার জেলা অনুসারে সারা বছরের এবং ২০২৪ সালের রমজান মাসের রোজার ক্যালেন্ডার ও সময় সূচি ইফতার এর শেষ সময় এবং সেহরি এর সময় সূচি এই অ্যাপ এর মাধ্যমে জানা যাবে।
  • Muslims Day অ্যাপ ব্যাবহার করার ফলে আপনি সারাবছরের নামাজ এর শুরু এবং শেষ ওয়াক্ত সম্পর্কে জানা যাবে।
  • এই অ্যাপ ব্যাবহার করার ফলে আপনি জানতে পারবেন ২০২৪ সালের রমজান মাস কত তারিখ থেকে শুরু হবে। এছাড়া Muslims Day অ্যাপ ব্যাবহার করার ফলে আপনি ২০২৪ সালের রমজান মাস কবে সেটি জানতে পারবেন। তবে হ্যাঁ সম্ভবত ২০২৪ সালের ১২ মার্চ মাসে রমজান শুরু হবে।
  • Muslims Day অ্যাপ ব্যাবহার করার ফলে আপনি বিশ্বের সেরা ২০ জন ক্বারির কন্ঠে গাওয়া কুরআন মাজিদের তিলাওয়াত শুনতে পারবেন অডিও ফাইল আকারে।
  • ইসলামিক ফাউন্ডেশন এর তথ্য অনুযায়ী যেকোন জেলার ইফতার সেহরি সময় সূচি জানা যাবে এই Muslims Day অ্যাপ ব্যাবহার করার মাধ্যমে।
  • Muslims Day অ্যাপে সেহরি এবং ইফতার এর সময় সূচি কাউন্টডাউন টাইমার Countdown Timers আকারে দেখানা হয়েছে।
  • রমজান মাসের ক্যালেন্ডার ২০২৪ এই অ্যাপে আরও দেখানো হয়েছে রমজান মাসের খাদ্যভাস এর বিস্তারিত আলোচনা।
  • Muslims Day অ্যাপ ব্যাবহার করার ফলে আপনি কোন রকম খরচ বা ইন্টারনেট ছাড়া প্রতিদিন একটি করে হাদিস এর নোটিফিকেশন পেয়ে যাবেন।
  • এসব সুবিধা ছাড়াও এই অ্যাপে আরও অনেক কয়েকটি সুবিধা প্রদান করেছে। যেমন; তসবীহ, যাকাত, কুরআন মাজিদ ও হাদিসের কিছু অংশ, রোজা, ফিতরা ইত্যাদি আর্টিকেল ও মাসয়ালা রয়েছে।
  • রমজান মাসের রোজার ক্যালেন্ডার ২০২৪ Muslims Day অ্যাপে আপনি সেটিংস থেকে জেলার নাম, নোটিফিকেশন ইত্যাদি পরিবর্তন করার সুযোগ রয়েছে এই অ্যাপে।
  • রমজানের ক্যালেন্ডার ২০২৪ ব্যাবহার করে সারাবছর এর প্রতিদিন নামাজের নিষিদ্ধ সময়সূচি জানা যাবে Muslims Day অ্যাপ ব্যাবহার করে।

রমজানের সময় সূচি 2024 | রমজানের ক্যালেন্ডার ২০২৪ | রমজান ২০২৪

  • Muslims Day রমজান মাসের ক্যালেন্ডার ২০২৪ সহ এই অ্যাপটি সারা বছর ব্যাবহার উপযোগী।
  • Muslims Day app ব্যাবহার করে আপনার এলাকার ইফতার ও সেহরির সময় সূচি জানতে পারবেন।
  • রমজান মাসের ক্যালেন্ডার ২০২৪ Muslims Day অ্যাপ ব্যাবহার করে সারা বছরের ৫ ওয়াক্ত ছালাত এর সময় সূচি জানা যাবে এই অ্যাপ্লিকেশন ব্যাবহার করে।
  • রমজান মাসের ক্যালেন্ডার ২০২৪ Muslims Day app ব্যাবহার করে বিশ্বের যেকোন প্রান্তের পশ্চিম দিক বা কিবলা মুখি নির্ণয় করতে পারবেন।
  • বাংলা সন এর তারিখ সহ হিজরি তারিখ এই অ্যাপ ব্যাবহার করে জানতে পারবেন।
  • বিভিন্ন ইসলামিক দিন সহ নফল রোজা ইত্যাদি সম্পর্কে লাইভ আপডেট পেয়ে যাবেন পুশ নোটিফিকেশন এর মাধ্যমে এই রমজান মাসের রোজার ক্যালেন্ডার Muslims Day অ্যাপ এর মাধ্যমে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!