২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে ফোন ২০২১ | ২৫ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২১

হাসিবুর
লিখেছেন -

আপনি যদি বাংলাদেশে ২৫০০০ টাকা দামের মধ্যে সেরা স্মার্টফোন কিনতে চান তাহলে আপনি আজকের এই আর্টিকেল দেখে যেকোন একটি স্মার্টফোন কিনতে পারবেন। আসলে আমরা এখানে আপনাদের জন্য ২৫০০০ টাকা দামের মধ্যে বাংলাদেশে সেরা ১০টি স্মার্টফোনের বিষয়ে বলবো। তাহলে চলুন কোন কোন স্মার্টফোন এই তালিকায় রয়েছে তা দেখে নেই।

২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে ফোন ২০২১

1.REDMI NOTE 10 PRO MAX

Redmi Note 10 Pro Max এই স্মার্টফোনে 6.67-ইঞ্চি Super AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন 1080 পিক্সেল ও পাঞ্চহোল এবং 120 গিগাহার্জ রিফ্রেশ রেট আছে। প্রসেসর এর কথা বললে Redmi Note 10 Pro Max স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 732G প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোন মেমোরি স্টোরেজে হিসেবে এই স্মার্টফোনে আছে 8GB RAM এবং 128GB ROM দেওয়া আছে।

Redmi Note 10 Pro Max স্মার্টফোনটিতে ক্যামেরা সেটআপে পিছন ক্যামেরাতে একটি ১০৮ মেগাপিক্সেল মেইন সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল মাইক্রো লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরা সেটআপে থাকছে Redmi Note 10 Pro Max স্মার্টফোনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। ব্যাটারি ব্যাকআপের বিষয়ে কথা বলতে গেলে Redmi Note 10 Pro Max স্মার্টফোনটিতে 5020mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে থাকে।

 SPECIFICATION

 Screen Size

 6.67"  inch (1080 x 2400)

 Camera

 ১৬ MP | ১০৮ + ৮ + ৫ + ২

 Processor

 Octa-core

 RAM

 6 GB

 Soc

 Qualcomm   Snapdragon 732G

 Operating system

 Android

 Battery

 5020 mAh

 মূল্য

 26,500 টাকা

2.REALME 8 PRO

Realme 8 Pro এই স্মার্টফোনে 6.4 ইঞ্চির ফুলএইচডি+ Full HD+ (2400x1080 পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে। স্পিড এবং মাল্টিটাস্কিংয় এর জন্য এই Realme 8 Pro স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর এর সঙ্গে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো 618 GPU ব্যবহার করছে।Realme 8 Pro স্মার্টফোন টিতে 8GB RAM LPDDR4x RAM ও সাথে 128GB UFS 2.1 ROM রয়েছে। রিয়েলমি 8 প্রো স্মার্টফোন এর ক্যামেরা সেটআপে পিছনে 108 মেগাপিক্সেল এর Samsung HM2 ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে অ্যাপারচারটি F/1.8। 

সঙ্গে ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড আঙ্গেল লেন্সের সাথে অ্যাপারচার F/2.25, ২-মেগাপিক্সেল ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট পোর্ট্রেট লেন্স অ্যাপারচার F/2.4 এবং ২-মেগাপিক্সেল ম্যাক্রোক্যামেরা ও অ্যাপারচার f/2.4 সেন্সর ব্যবহার করা হয়েছে। ফন্ট ক্যামেরা সেটআপে Realme 8 Pro স্মার্টফোনে একটি 16-মেগাপিক্সেল Sony IMX471 ফ্রন্ট ক্যামেরা সেন্সর, অ্যাপারচার f/2.45 আছে। এই রিয়েল্মি ৮ প্রো স্মার্টফোনে ক্যামেরা অ্যাপে আছে এআই কালার পোর্ট্রেট, টিল্ট-শিফট, এচডিআর, আল্ট্রা ওয়াইড, আল্ট্রা 108MP মোড, পোর্ট্রেট মোড, সুপার নাইটস্কেপ, এক্সপার্ট, আল্ট্রা ম্যাক্রোর মতো আরও অনেক ফিচারস পাওয়া যাবে এই Realme 8 Pro স্মার্টফোনে।

Realme 8 Pro স্মার্টফোনে ব্যাটারি সেটআপে ব্যবহার করা হয়েছে 4500mAh ব্যাটারি। যা 50W সুপারডার্ট চার্জ সাপোর্ট করে। Realme এর দাবি করে যে তাদের এই ফোন ব্যাটারি মাত্র 17 মিনিটে 50% এবং মাত্র 47 মিনিটের মধ্যে 0-100% চার্জ সম্পূর্ণ হবে।

 SPECIFICATION

 Screen Size

 6.4" inch (1080 x 2400)

 Camera

 ১৬ MP | ১০৮ + ৮ + ২ + ২

 Operating system

 Android

 Soc

 Qualcomm SM7125   Snapdragon 720G

 Processor

 Octa-core

 RAM

 6 GB

 Battery

 4500 mAh

 মূল্য

 25,650 টাকা

3.POCO X3 PRO

Poco X3 Pro এই স্মার্টফোনের ক্যামেরা সেটআপে ব্যাক ক্যামেরাতে ৪৮-মেগাপিক্সেল এর মেইন Sony IMX582 ক্যামেরা সেন্সর অ্যাপারচার f/1.79 আছে। সাথে ৮-মেগাপিক্সেল এর আল্ট্রা-ওয়াইড আঙ্গেল লেন্স এর অ্যাপারচার f/2.2 ও ২-মেগাপিক্সেল এর দুইটি ক্যামেরা সেন্সর ম্যাক্রো ও ডেপথ ব্যবহার করা হয়েছে। ফন্ট ক্যামেরা সেটআপে 20-মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে অ্যাপারচার f/2.2 আছে। Poco X3 Pro স্মার্টফোনটিতে ব্যাটারিতে থাকছে 5160mAh ক্ষমতা সম্পূর্ণ ব্যাটারি রয়েছে আর সাথে এই ফোনে 33 ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

 SPECIFICATION

 Screen Size

 6.67" inch (1080 x 2400)

 Camera

 ২০ MP | ৪৮+ ৮

 Operating system

 Android

 Processor

 Octa-core

 Soc

 Qualcomm   Snapdragon 860

 RAM

 6 GB

 Battery

 5160 mAh

 মূল্য

 25,000 টাকা


4.VIVO V20 SE
Vivo V20 SE এই স্মার্টফোনে আছে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস full-HD+ (1080x2, 400 pixels) অ্যামেলেড ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9। এই ফোন ডুয়াল-সিম সাপোর্টেড। Vivo V20 SE স্মার্টফোনটি চলবে অপেরাটিং সিস্টেম Android 10-এর Funtouch OS 11এর সাহায্যে। এই ফোনটিতে 8GB RAM রয়েছে সেই সাথে স্মার্টফোনটিতে থাকছে octa-core Qualcomm Snapdragon 665 SoC

এই ফোনের ক্যামেরা সেটআপ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। Vivo V20 SE ফোনে ক্যামেরাতে সেটআপে আছে Triple Rear Camera একটি 48MP (f/1.8 lens) মেইন সেন্সর আছে। এছাড়াও আছে একটি ৮MP f/2.2 wide-angle lens সেন্সর ও আরও একটি ২MP f/2.4 lens bokeh effect সেন্সর। ফন্ট ক্যামেরা সেটআপে একটি ৩২MP সেলফি ক্যামেরা সাথে রয়েছে f/2.0 লেন্স। Vivo V20 SE স্মার্টফোন এর ব্যাটারি 4100mAh। যেটি ৩৩W ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

 SPECIFICATION

 Screen Size

 6.44" inch (1080 x 2400)

 Camera

 ৩২ MP | ৪৮ + ৮ + ২

 Operating system

 Android

 Processor

 Octa-core

 Soc

 Qualcomm SDM665   Snapdragon 665

 RAM

 8 GB

 Battery

 4100 mAh

 মূল্য

 24,990 টাকা

5.SAMSUNG GALAXY M31S

Samsung Galaxy M31s স্মার্টফোনে 6000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Samsung গ্রাহকদের কথা মাথায় রেখে এই ফোনটি বাজারে আনছে যারা বেশি বেশি ফোন ব্যবহার করে। Samsung Galaxy M31S ফোনে একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আছে।

 SPECIFICATION

 Screen Size

 6.5" inch (1080 x 2400)

 Camera

 ৩২ MP | ৬৪ + ১২ + ৫ + ৫

 Operating system

 Android

 Soc

 Exynos 9611

 Processor

 Octa-core

 RAM

 6 GB

 Battery

 6000 mAh

 মূল্য

 25,500 টাকা

6.REDMI NOTE 9 PRO

Redmi Note 9 Pro এই স্মার্টফোনে 6.67 ইঞ্চির ফুলএইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। Redmi Note 9 Pro স্মার্টফোনে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 720G টিপসেট। RAM সেটআপে থাকছে 6 GB LPDDR 4X র‌্যাম এবং 128 GB ROM। এছাড়াও Redmi Note 9 Pro স্মার্টফোনটি ডুয়াল সিম কার্ড ব্যবহার করার সুবিধা আছে। এই স্মার্টফোনে অপেরাটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10 এর উপরের কোম্পানির MIUI 11 স্কিন। 

Redmi note 9 pro পিছনের ক্যামেরা সেটআপে থাকছে চারটি ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরাতে 48 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। সেই সাথে আছে ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা ৫ মেগাপিক্সেল ম্যাক্রোক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফন্ট ক্যামেরা সেটআপে থাকছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। Redmi Note 9 Pro স্মার্টফোনে শক্তিশালী 5,020 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে সঙ্গে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট।

 SPECIFICATION

 Screen Size

 6.67" inch (1080 x 2400)

 Camera

 ১৬ MP | ৪৮ + ৮ + ৫+ ২

 Operating system

 Android

 Soc

 Qualcomm   Snapdragon 720G

 Processor

 Octa-core

 RAM

 6 GB

 Battery

 5020 mAh

 মূল্য

 27,999 টাকা

7.POCO M3

Poco M3 স্মার্টফোনে 1080x2340 পিক্সেল রেজুলেশন সহ 6.53 ইঞ্চির Full HD+ ডিসপ্লে আছে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে যেটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 19.5:9 আছে। 6 GB RAM এবং 128 ROM স্টোরেজ সহ এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 662। সুন্দর ফটোগ্রাফির কথা বলতে গেলে এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে। এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর সহ ২ মেগাপিক্সেল এর ম্যাক্রোলেন্স আছে। ফন্ট ক্যামেরা সেটআপে থাকছে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটিতে ব্যাটারিতে থাকছে 6000mAh ক্ষমতা সম্পূর্ণ ব্যাটারি যা ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট করে। কানেক্টিভিটির জন্য থাকছে ফোনে 4G VoLTE, IR ব্লাস্টার, ওয়াই-ফাই ছাড়াও সমস্ত কিছুই আছে।

 SPECIFICATION

 Screen Size

 6.53" inch (1080 x 2340)

 Camera

 ৮ MP | ৪৮ + ২ + ২

 Operating system

 Android

 Processor

 Octa-core

 Soc

 Qualcomm SM6115   Snapdragon 662

 RAM

 6 GB

 Battery

 6000 mAh

 মূল্য

 16,499 টাকা

8.REALME X7

Realme X7 এই স্মার্টফোনে একটি 6.4 ইঞ্চি Full HD+ Super AMOLED Display আছে যেটির পিক্সেল রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। Realme X7 স্মার্টফোন প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এ MediaTek Dimensity 800U চিপসেট। যেটি পেয়ার করা আছে 8GB RAM ও 128GB ROM অপশনের সাথে। এই ফোনে ক্যামেরা সেটআপে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা যার প্রাইমারি ক্যামেরা 64 মেগাপিক্সেলের। এছাড়াও আছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড সেন্সর ও আরও একটি ২MP ম্যাক্রোসেন্সর। ফন্ট ক্যামেরা সেটআপে থাকছে এই ফোনে থাকছে একটি ১৬মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। স্মার্টফোনটিতে ব্যাটারিতে থাকছে 4310mAh ব্যাটারি যা 50W ফাস্ট চার্জিং সাপোর্টেড।

 SPECIFICATION

 Screen Size

 6.40" inch (1080 x 2400)

 Camera

 ৩২ MP | ৬৪ + ৮ + ২+ ২

 Operating system

 Android

 Processor

 Octa-core 

 Soc

 MediaTek MT6873   Dimensity 800U 5G

 RAM

 6 GB

 Battery

 4300 mAh

 মূল্য

 30,000 টাকা

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!