গুগল ক্রোম অ্যাপ এর ১৫টি অসাধারণ ফিচার

হাসিবুর
লিখেছেন -
0

গুগল ক্রোম অ্যাপ এর ১৫টি অসাধারণ ফিচার — বর্তমানে মোবাইল ব্রাউজিং করার জন্য অসংখ্য অ্যাপ থাকলেও কম্পিউটারের মতো মোবাইল ব্রাউজিং মার্কেটেও ক্রোম ব্রাউজারের আধিপত্য লক্ষণীয়। গুগলের প্রোডাক্ট হওয়ার কারণে অন্যান্য ওয়েব ব্রাউজার অ্যাপ থেকে অনেক বেশি উন্নত ফিচার পাওয়া যাওয়া এই গুগল ক্রোম ব্রাউজারে। চলুন জেনে নেই, গুগল ক্রোম অ্যাপের এমন অসাধারণ ১৫টি ফিচার যা আমাদের দৈনন্দিন জীবনে আপনার মোবাইল ব্রাউজিং এর অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে তুলবে।

গুগল ক্রোম অ্যাপ এর ১৫টি অসাধারণ ফিচার

সোয়াইপ এর মাধ্যমে ট্যাব পরিবর্তন

ক্রোম ব্রাউজারে একটি ট্যাব থেকে অন্য আরেকটি ট্যাবে যেতে সাধারণত ট্যাবে ক্লিক করে তারপর ইচ্ছাকৃত ট্যাবটি বাচাই করতে হয়। এই প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ বলা চলে। তবে ট্যাব পরিবর্তনের ক্ষেত্রে একটি সাধারণত জেশ্চার ব্যবহার করে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। অ্যাড্রেস বারে বাম অথবা ডান দিকে সোয়াইপের মাধ্যমে বর্তমান ট্যাবের পূর্ববর্তী এবং পরবর্তী ট্যাবগুলোতে যেতে পারবেন। এছাড়াও অ্যাড্রেস বার থেকে নিচের দিকে সোয়াইপ করলে সব ওপেন করা ট্যাব আপনার সামনে প্রদর্শিত হবে।

ডার্ক মোড

অন্যসকল আন্ড্রয়েড বা আইওএস অ্যাপের মতো গুগল ক্রোম ব্রাউজারে আছে ইনটিগ্রেটেড ডার্ক মোড। ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করতে –

  • Chrome অ্যাপে প্রবেশ করুন
  • টপ রাইট/বটম কর্নারে থাকা থ্রি-ডট মেন্যুতে ক্লিক করুন
  • সেটিংসে ক্লিক করুন
  • নিচের দিকে স্ক্রোল করে Theme সেকশনটি খুজে বাহির করে প্রবেশ করুন
  • Dark মোড অপশনটি সিলেক্ট করলে ক্রোম ব্রাউজার ডার্ক মোডে চলবে

লাইট মোড

যদি আপনার ইন্টারনেট প্যাক লিমিটেড হয়ে থাকে, তবে গুগল ক্রোম ব্রাউজারের লাইট মোড আপনার জন্য দারুণ কাজে আসবে। এই ফিচারটি ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে ৬০ শতাংশ পযর্ন্ত ডাটা সাশ্র‍য় করে। ক্রোম ব্রাউজারে লাইট মোড চালু করার জন্য –

  • ক্রোম অ্যাপে প্রবেশ করে টপ রাইট/বটম কর্নারে থাকা থ্রি-ডট মেন্যুতে প্রবেশ করুন
  • সেটিংস অপশনটিতে প্রবেশ করুন
  • Lite mode লাইট মোড সেকশনে ঢুকে সুইচ Toggle করে দিলেই লাইট মোড অপশন অন হয়ে যাবে

ওয়েবসাইট শর্টকাট

মোবাইলফোনে থাকা যেকোন অ্যাপের মতোই করে যেকোনো ওয়েবসাইট শর্টকাট আইকোন ক্রোম ব্যবহার করে হোমস্ক্রিনে অ্যাড করা সম্ভব। কোনো ওয়েবসাইটের শর্টকাট হোমস্ক্রিনে অ্যাড করার জন্য–

  • ক্রোম ব্রাউজার ওপেন করে উক্ত সাইটে প্রবেশ করুন
  • টপ রাইট/বটম কর্নারে থাকা থ্রি ডট মেন্যুতে ক্লিক করুন
  • Add To Homescreen অপশন সিলেক্ট করে শর্টকাটের নাম দিয়ে Add অ্যাড বাটনে ক্লিক করলেই শর্টকাট হোমস্ক্রিনে চলে আসবে।

প্যারালাল ডাউনলোড

ক্রোম ব্রাউজারে কোনোকিছু বা কোন ফাইল, অডিও, ভিডিও ডাউনলোড করার সময় ভালো স্পিড পেয়ে থাকেন না? সেই জন্য ব্যবহার করে দেখতে পারেন প্যারালাল ডাউনলোডিং নামের এই অ্যাডভান্সড ফিচারটি। ক্রোম ব্রাউজারে প্যারালাল ডাউনলোডিং চালু করার জন্য –

  • ক্রোম ব্রাউজারে প্রবেশ করে অ্যাড্রেস বারে chrome://flags টাইপ করে এন্টার বাটন চাপুন
  • তারপরে যে পেজটি চলে আসবে তার সার্চবারে গিয়ে Parallel Downloading লিখে সার্চ করুন
  • এরপর আপনি যে অপশনটি দেখতে পারবেন সেটির অপশন থেকে তা Enable করে দিন
  • ডিসপ্লে নোটিস থেকে ক্রোম অ্যাপে Relaunch করলেই প্যারালাল ডাউনলোডিং অপশন এক্টিভ হয়ে যাবে

ট্রান্সলেট

সম্প্রতি সময়ে ক্রোম ব্রাউজারের সকল ওয়েব পেজের জন্যই যুক্ত হয়েছে ট্রান্সলেট এর ফিচারটি। কোন ওয়েবপেজের রিয়েল টাইম ট্রান্সলেশনের জন্য সাইটটিতে প্রবেশ করে গুগল ক্রোম অ্যাপের টপ রাইট/বটম কর্নারে থাকা থ্রি ডট মেন্যু থেকে Translate অপশনে প্রবেশ করুন। ট্রান্সলেট ফিচারটি ব্যবহার করে আপনি যেকোন ওয়েবপেজকে আপনার ইচ্ছামতো যেকোনো ভাষাতেই ট্রান্সলেট করার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ ল্যাপটপের ব্যাটারি ভালো রাখার উপায়

ডেস্কটপ সাইট

কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোর নির্দিষ্ট কন্টেন্ট শুধুমাত্র কম্পিউটারের জন্য প্রদর্শিত হয়। অনেকের কাছে কম্পিউটার না থাকায় সেই সাইট সমূহের সুবিধাগুলো ভোগ করতে পারেন না। তবে ক্রোম ইউজারদের মোবাইল ফোনে যেকোনো ওয়েবসাইটের ডেস্কটপ ভার্সন ব্যবহার করার সুযোগ পাবেন। মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার থেকে কোনো ওয়েবসাইটের ডেস্কটপ ভার্সন দেখার জন্য –

  • ক্রোম অ্যাপটি ওপেন করে আপনার কাঙ্খিত সেই ওয়েবসাইটে প্রবেশ করুন
  • তারপর থ্রি ডট মেন্যু থেকে Desktop Site অপশনটি টিক চিহ্ন করে দিন

কুইক সার্চ

ক্রোমের ফিচারগুলোর মাঝে সবথেকে দরকারি বলা চলে কুইক সার্চ ফিচারটিকে। এই ফিচারের মাধ্যমে যেকোন ওয়েবসাইটে থাকা অবস্থায় সেই সাইটের যেকোন টেক্সট ব্যবহার করে সার্চ ইঞ্জিনে দ্রুততার সাথে সার্চ করা যায়। এই পদ্ধতিতে বিভিন্নভাবে লেখা কপি পেস্ট করে সার্চ করার প্রয়োজন হয়না। যেকোনো লেখা দিয়ে সার্চ করতে স্ক্রিনের যে অংশে কাঙ্খিত টেক্সট আছে সেখানে ট্যাপ করে ধরে রাখলেই অপশনগুলো প্রদর্শিত হবে। প্রয়োজনীয় লেখাটি সিলেক্ট করে অপশন থেকে Web Search ওয়েন সার্চে ক্লিক করলে উক্ত টেক্সট দ্বারা প্রাপ্ত সার্চ রেজাল্ট প্রদর্শিত হবে। 

দ্রুত ট্যাব ক্লোস

কোনো ট্যাব খুব দ্রুত বন্ধ করতে অ্যাড্রেস বারের পাশে থাকা ট্যাব বাটনে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রেখে Close Tab অপশনটি ব্যবহার করুন।

হোম বাটন সেটিংস পরিবর্তন

২০১৮ সালে সব মোবাইল এবং ট্যাবের ক্রোম অ্যাপে হোম বাটন অ্যাড করা হয়। তবে আপনি চাইলেই হোম বাটনের সেটিংস চেঞ্জ, এমনকি এটি সম্পূর্ণভাবে ডিলিট ও করতে পারবেন। হোম বাটন সেটিংস চেঞ্জ করতে –

  • ক্রোম অ্যাপে প্রবেশ করুন এবং থ্রি-ডট মেন্যু থেকে Settings সেটিংস অপশনে প্রবেশ করুন
  • তারপর নিচের দিকে থাকা Homepage হোমপেজ সেকশনে প্রবেশ করুন
  • আপনার সামনে প্রদর্শিত পেজ থেকে আপনার হোম বাটনের ওয়েব অ্যাড্রেস পরিবর্তন করার পাশাপাশি এটিকে বন্ধও করে দিতে পারবেন

পেজ পিডিফ হিসেবে সেভ

ক্রোম ব্রাউজার ব্যবহার করে যেকোন ওয়েবসাইটের যেকোনো ওয়েবপেজকে পিডিএফ ফাইল আকারে সেভ করতে পারবেন। কোন ওয়েবপেজকে পিডিএফ হিসেবে সেভ করার জন্য –

  • ক্রোম অ্যাপে আপনার কাঙ্ক্ষিত ওয়েবপেজটি ওপেন করুন
  • তারপর থ্রি ডট মেন্যু থেকে Share শেয়ার অপশনটি সিলেক্ট করে নিন
  • এরপর Print অপশন সিলেক্ট করুন
  • তারপর প্রদর্শিত পেজে থাকা Select Printer অপশনে ক্লিক করলে আপনি Save as PDF এই অপশনটি দেখতে পারবেন

ওয়েবসাইটে জুম

কিছু কিছু ওয়েবসাইটে আছে যেগুলাে জুম করা যায়না। সকল ওয়েবসাইটের জুম করার ফিচারটি চালু করার জন্য –

  • ক্রোম অ্যাপের থ্রি ডট মেন্যু থেকে Settings অপশনে প্রবেশ করুন
  • তারপরে Accessibility সেকশনের মধ্যে প্রবেশ করুন
  • Force Enable Zoom অপশনটিতে টিক চিহ্ন করে দিন

কুইক স্ক্রলিং

কোনো ওয়েব পেজের নির্দিষ্ট সেকশনে স্ক্রোল করতে Settings মেন্যু থেকে Find In Page অপশনটি আপনি ব্যবহার করতে পারেন।

অডিও অটো-প্লে বন্ধ

কিছু কিছু ওয়েবসাইটে আছে যেগুলোতে ভিজিট করলে আপনা আপনি সাউন্ড বাজতে শুরু করে। এই রকম পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য –

  • ক্রোমের থ্রি ডট মেন্যু হতে Settings সেটিংস সেকশনে প্রবেশ করুন
  • নিচের দিকে একটু স্ক্রোল করে Site Settings সাইট সেটিংসে প্রবেশ করুন
  • Sound সাউন্ড সেকশনে প্রবেশ করে সাউন্ড বন্ধ করে দিন 

সার্চ ইঞ্জিন পরিবর্তন

ডাউনলোড করার পর ক্রোম ব্রাউজারে ডিফল্টভাবে গুগল সার্চ ইঞ্জিন হিসেবে যুক্ত হয়ে থাকে। তবে সার্চ ইঞ্জিন ইউজারকারীরা চাইলেই পরিবর্তন করে নিতে পারেন। গুগল ক্রোম ব্রাউজারে সার্চ ইঞ্জিন পরিবর্তন করার জন্য –

  • ক্রোম অ্যাপের থ্রি-ডট মেন্যু থেকে Settings অপশনে যান
  • Basics সেকশনের প্রথমেই থাকা Search Ingine সার্চ ইঞ্জিন সেকশনে প্রবেশ করুন
  • লিস্টে থেকে আপনার পছন্দের সার্চ ইঞ্জিন টিকে বেচে নিন। তাছাড়াও Recently Visited নামের একটি আলাদা সেকশনে আপনি সম্প্রতি ভিজিট করা ওয়েবসাইট গুলোর সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করার অপশন থাকবে

উল্লেখ্য যে, উপরোক্ত কিছু ফিচার শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজারের মোবাইল অ্যাপের আপডেটেড ভার্সনে পেয়ে যাবেন। মোবাইলে ব্রাউজিং করার জন্য আপনি কোনো অ্যাপটি ব্যবহার করেন? সেটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন।

আপনার মতামত জানান এখানে

0 কমেন্ট

আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

কমেন্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!