Bkash Live Chat Support সেবাটি গ্রহণ করবেন যেভাবে, সেটা আজকের এই আর্টিকেলে আলােচনা করা হয়েছে। তাছাড়াও বিকাশ লাইভ চ্যাট হেল্পলাইনে কথা বলার জন্যে লাইভ চ্যাট বাটন আছে। বন্ধুরা আঁশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে বিকাশের সঙ্গে লাইভ চ্যাটে কথা বলা যায় সে সম্পর্কে বিস্তারিত।
অনেকেই আছেন যাদের বিকাশ হেল্পলাইনের সঙ্গে কথা বলার প্রয়োজন হয় এবং বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য এবং বিকাশ সম্পর্কে নতুন কিছু জানতে বা বিকাশ অফার ২০২৪ সম্পর্কে জানতে। তো তাদের জন্যই মূলত আজকের এই আর্টিকেল। যেখানে আমি আপনাদেরকে দেখাবো বিকাশ লাইভ চ্যাটে কাষ্টমার কেয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। চলুন আর রোবোটিক কথাবার্তা না বলে মূল আলোচনা যাওয়া যাক। আজকের আর্টিকেলে যা যা থাকছে।
- Bkash chat live
- Bkash live customer care
- Bkash helpline number
- Bkash problem fix chat
- Bkash helpline 2024
তাহলে চলুন এইবার দেখে নেওয়া যাক কিভাবে বিকাশের সঙ্গে লাইভে কথা বলা যায়।
(toc) #title=(এক নজরে সম্পূর্ণ লেখা পড়ুন)
বিকাশ লাইভ চ্যাট সম্পর্কে কিছু কথা
বিকাশ লাইভ চ্যাট হল বিকাশের একটি গ্রাহকসেবা সার্ভিস। কেননা বিকাশে আছে হিউজ পরিমাণে গ্রাহক। এই সকল গ্রাহকের কোনও না কোনও সমস্যা থাকবে এটাই স্বাভাবিক বিষয়। তবে এসকল সমস্যা সমাধানের জন্য গ্রাহকদের বিকাশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার দরকার হয়। মুলত এই সমস্যা সমাধানের সহজ উপায় হিসেবে বিকাশ কর্তপক্ষ চালু করেছে বিকাশ হেল্প লাইন। বিকাশ কাস্টমার কেয়ার সেন্টার, বিকাশ লাইভ চ্যাট।
আরো পড়ুন: বিকাশ সিম হারিয়ে গেলে করণীয়
বিকাশ গ্রাহকসেবা নাম্বার ১৬২৪৭ অথবা ০২-৫৫৬৬৩০০১
বিকাশ গ্রাহকরা তাদের সমস্যা সমাধানের জন্য বিকাশ কতৃক একটি নির্দিষ্ট নাম্বারে (১৬২৪৭ অথবা ০২-৫৫৬৬৩০০১) ফোন দিয়ে যোগাযোগ করতে পারবে এবং কাস্টমার কেয়ারে তাদের সমস্যার কথা জানাতে পারবে এবং সমস্যার সমাধান সহজেই নিতে পারবে।
বিকাশ ইমেইল ঠিকানা support@bkash.com
বিকাশ তাদের গ্রাহক পরিষেবা নিশ্চিত করতে একটি সাপোর্ট মেইল বা ইমেইল আইডি দিয়েছে। উপরে উল্লেখিত ইমেইল আইডিতে ইমেইল করে আপনার সমস্যার কথা জানাতে পারেন। ফিরতি রিপ্লেতে আপনার সমস্যার সমাধানটি বলে দেয়া হবে। তবে হ্যাঁ মনে রাখবেন, এটি কিন্ত একটি সময় সাপেক্ষ ব্যাপার। এটার চেয়ে বেটার আপনি লাইভ চ্যাট অথবা সরাসরি কল করে সমস্যা সহজেই সমাধান করতে পারবেন।
Bkash Live Helpline - বিকাশ লাইভ চ্যাট
বিকাশের কাস্টমার কেয়ারের সঙ্গে লাইভে কথা বলার জন্য প্রথমে নিচে দেওয়া "Live Chat" লাইভ চ্যাট বাটনে ক্লিক করুন। তারপরে আপনাকে বিকাশের অফিসিয়াল সাইটে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আপনাকে "ক্লিক করে লাইভ চ্যাট করুন" বাটনে ক্লিক করতে হবে।
এরপর নিচের দিকে একটা পপআপের মতো বিকাশ লাইভ চ্যাটের উইডজেট ওপেন হয়ে যাবে। সেখানেই মূলত আপনি বিকাশের সঙ্গে লাইভে কথাবার্তা বলতে পারবেন।
যদি আপনার ওপরে দেওয়া সিস্টেমটি বোঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে। তবে আপনার চিন্তার কোনো কারন নেই। সরাসরি বিকাশ লাইভ চ্যাট হেল্পলাইন সাপোর্ট এ কথা বলতে এখানে ভিজিট করুন। অথবা এখানে দেয়া ভিডিওটি দেখে সহজেই বুঝতে পারবেন আশা করছি।
আশাঁ করি আজকের এই আর্টিকেল থেকে আপনি নিজে নিজেই বিকাশের কাস্টমার কেয়ারের সঙ্গে লাইভ চ্যাট করতে পারবেন, কারও সাহায্য ছাড়াই। হতে পারে আপনার কোন বন্ধু বিকাশ লাইভ চ্যাট হেল্পলাইন সাপোর্ট এর সঙ্গে লাইভ চ্যাটে কথা বলতে চায়। তাই হ্যাঁ অবশ্যই আর্টিকেলটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে এই ব্যাপারে জানার সুযোগ করে দিন।
আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।