২৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ

হাসিবুর
লিখেছেন -
0

২৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ — পূর্বে ল্যাপটপ কেনাটা সহজ ব্যাপার ছিলো না, এটাকে একটি বিলাসবহুল আইটেম হিসেবে ধরা হতো। তবে বর্তমানে ২০২১ সালে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। ওয়ার্ক ফ্রম হোম বর্তমানে নিউ নর্মালে পরিণত হয়ে গিয়েছে, ল্যাপটপ আমাদের বর্তমান জীবনে প্রয়োজনীয় একটি ডিভাইস হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি ২৫ হাজার টাকায় মধ্যে ল্যাপটপ বা আপনি যদি ২৫ হাজার টাকার মধ্যে একটি ভালো ল্যাপটপ এর সন্ধান করেন তাহলে এই আর্টিকেলে উল্লেখ করা ৩টি ল্যাপটপ আপনার পছন্দ হতে পারে। 

বলে রাখা ভালো ২৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ ল্যাপটপগুলো ভালো হার্ডওয়্যার সরবরাহ করেনা তবুও মিড-বাজেটের ট্যাবলেটগুলোর চেয়ে ভালো পারফর্মেন্স প্রদান করে। সাধারণ ব্রাউজিং করার জন্যে ২৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ গুলো ভালো। চলুন জেনে নেই 25,000 টাকার মধ্যে ৩টি ল্যাপটপ সম্পর্কে। ২৫,০০০ টাকার মধ্যে সেরা ল্যাপটপ।

২৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ

২৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ

 HP 14q-cy0009au (1G133PA)

 29000

 Asus VivoBook 15 X540NA-GQ285T

 28000

 Lenovo IdeaPad S145 (81ST0028IN)

 26000

১। HP 14Q-CY0009AU (1G133PA)

২৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ

 OS

 WINDOWS 10 HOME

 DISPLAY

 14" (1366 X 768)

 PROCESSOR

 AMD A4-9125 DUAL-CORE A4 | 2.3GHZ

 MEMORY

 256 GB SSD/4 GBGB DDR4

FULL SPECS OTHER HP LAPTOPS

HP 14p ডুয়াল কোরটি AMD Athlon A4 দ্বারা চালিত হয় এবং এই ল্যাপটপটির বাজার মুল্য ২৫ হাজার টাকার মধ্যে রাখা হয়েছে। এই ল্যাপটপে 14 ইঞ্চির ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে, যার রেজুলেশন 1366x768 পিক্সেল দেওয়া হয়েছে। এই ল্যাপটপের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ২৫৬ জিবি এসএসডি কার্ড। ল্যাপটপে 4GB DDR4 মেমোরি রয়েছে এবং ল্যাপটপটির ওজন 2 কেজি।

স্পেসিফিকেশন

 OS

Windows 10 Home

 Display

14" (1366 x 768)

 Processor

AMD A4-9125 Dual-Core A4 | 2.3GHz 

 Memory 

256 GB SSD/4 GBGB DDR4 

 Weight 

1.5 

 Dimension 

32.4 x 22.6 x 2 

 Graphics Processor 

AMD Radeon R3 

২। ASUS VIVOBOOK 15 X540NA-GQ285T

 OS

 WINDOWS 10

 DISPLAY

 15.6" (1366 X 768)

 PROCESSOR

 INTEL CELERON N3350 | 1.1 GHZ

 MEMORY

 1 TB HDD/4 GBGB DDR4

FULL SPECS OTHER ASUS LAPTOPS

Asus VivoBook 15 X540 ল্যাপটপটি Intel Celeron N3350 সহ বাজারে পাওয়া যাবে। ডুয়াল-কোর প্রসেসর এন্ট্রি-লেভেলের ল্যাপটপের জন্যে সেরা। ল্যাপটপটিতে 4GB DDR3 মেমোরি এবং 1TB হার্ড ডিস্ক ড্রাইভ রয়েছে। ল্যাপটপটিতে 1366x768 পিক্সেলের রেজুলিউশন সহ 15.6 ইঞ্চি ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। Asus VivoBook 15 উইন্ডোজ ১০ হোম সংস্করণ সহ প্রিলোড হয়েছে।

স্পেসিফিকেশন

OS

Windows 10 Home

 Display

15.6" (1366 x 768)

 Processor

Intel Celeron N3350 | 1.1 GHz

 Memory 

1 TB HDD/4 GBGB DDR4 

 Weight 

2

 Dimension 

25.1 x 38.1 x 2.7

 Graphics Processor 

Intel Integrated HD

৩। LENOVO IDEAPAD S145 (81ST0028IN)

২৫ হাজার টাকার মধ্যে ল্যাপটপ

 OS

 WINDOWS 10 HOME

 DISPLAY

 14" (1920 X 1080)

 PROCESSOR

 AMD DUAL-CORE A4 APU | 2.3 GHZ

 MEMORY

 1 TB SATA/4 GBGB DDR4

FULL SPECS OTHER LENOVO LAPTOPS

লেনোভোর IdeaPad S145 তার ব্র্যান্ড ভ্যালুসহ বাজারে একছত্র টিকে আছে। এই ল্যাপটপের অনেকগুলো সংস্করণ আছে। তবে হ্যা ২৫ হাজার টাকায় এটির বেস ভেরিয়েন্টটি একটি AMD Athlon A4 ডুয়াল-কোর প্রসেসর সহ পাওয়া যাবে এবং এই ল্যাপটপটিতে 4GB র‌্যামের সাথে যুক্ত আছে।

স্পেসিফিকেশন

OS

Windows 10 Home

 Display

14" (1920 x 1080)

 Processor

AMD Dual-Core A4 APU | 2.3 Ghz

 Memory 

1 TB SATA/4 GBGB DDR4 

 Weight 

1.6

 Dimension 

32.7 x 24.1 x 2

 Graphics Processor 

AMD Radeon R3


আপনার মতামত জানান এখানে

0 কমেন্ট

আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

কমেন্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!