২০২১ সালের এসএসসি পরীক্ষার সাজেশন | এসএসসি পরীক্ষার সাজেশন ২০২১

হাসিবুর
লিখেছেন -

২০২১ সালের এসএসসি পরীক্ষার সাজেশন — জীবন মানে সংগ্রাম। আর সংগ্রাম শব্দটির অর্থ হলো ‘যুদ্ধ করা’। জীবনকে উন্নতি করতে চাইলে জীবন যুদ্ধে অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের এই মানব জীবন কয়েকটি ধাপে বিভক্ত। প্রতিটি ধাপেই হার না মানা ইচ্ছাকে কাজে লাগিয়ে জীবনকে সঠিকভাবে পরিচালনা করে যেতে হবে। তবেই জীবন সার্থক হবে। আর সেই ধাপগুলির মধ্যে শিক্ষা জীবন হচ্ছে সবচেয়ে সোনালি, আনন্দময় ও পরিশ্রমের প্রথম ক্ষেত্র।

২০২১ সালের এসএসসি পরীক্ষার সাজেশন

আর সেই শিক্ষা জীবনের অন্যতম এক গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে এসএসসি পরীক্ষা। করোনা মহামারির কারণে হয়তো অনেক শিক্ষার্থী ভেবে থাকবে যে তাদের পরীক্ষা হবেনা। কিন্তু বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরকার স্বশরীরে পরীক্ষার গ্রহণের সকল প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা দেয়া হয়েছে। আগামী কয়েকদিন পরেই ১৪ ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। 

স্বল্প সময়ে শিক্ষার্থীদের শর্ট সিলেবাসের ওপর গুরুত্বপূর্ণ কিছু টপিক যেগুলো আসার সম্ভাবনা খুবই বেশি। প্রিয় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আজকের এই আর্টিকেলে আমরা সেই সাজেশন নিয়ে কথা বলব। আজকেরে আর্টিকেলে আমরা এসএসসি বিজ্ঞান বিভাগের সাজেশন এবং এসএসসি ব্যবসা বিভাগের সাজেশন নিয়ে কথা বলবো।

বিজ্ঞান বিভাগ 

বিজ্ঞান বিভাগের জন্য ৩টি গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক বিষয়ের উপর পরীক্ষা হবে। এগুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান এবং জীববিজ্ঞান। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো যে অনেকের আবার আবশ্যিক বিষয় উচ্চতর গণিত। এক্ষেত্রে যার আবশ্যিক বিষয় উচ্চতর গণিত তার জন্য পদার্থবিজ্ঞান ও রসায়নের পাশাপাশি জীববিজ্ঞানের পরিবর্তে উচ্চতর গণিত পরীক্ষা হবে। স্বল্প সময়ে নিজেকে পরিপূর্ণ প্রস্তুত করতে যেসকল টপিক পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা খুবই বেশি তা সংক্ষেপে নিচে দেয়া হলঃ 

পদার্থবিজ্ঞান | ২০২১ সালের এসএসসি পরীক্ষার পদার্থ সাজেশন

অধ্যায়-2 (গতি) 

✅বিভিন্ন প্রকার গতি(যেমন স্থিতি, ঘূর্ণন গতি প্রভূতি) 

✅দূরত্ব ও সরণ দ্রুতি ও বেগ এর পার্থক্য 

✅ত্বরণ ও মন্দন এর যাবতীয় গাণিতিক সমস্যাবলী 

✅গতির সমীকরণ ভিত্তিক গাণিতিক সমস্যাবলী 

✅পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গতিসূত্রের সমীকরণ এর গাণিতিক সমস্যাবলী 

✅সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি (Hmax)।

অধ্যায়-4 (কাজ শক্তি ও ক্ষমতা) 

✅কাজ নির্ণয় 

✅শক্তি ও শক্তির বিভিন্ন রূপ 

✅গতিশক্তি ও বিভব শক্তির পারস্পারিক রূপান্তর 

✅কত উচ্চতায় গতিশক্তি বিভবশক্তির 

✅দ্বিগুণ, অর্ধেক, তিনগুণ, এক চতুর্থাংশ প্রভূতি হবে 

✅শক্তির নিত্যতা এবং রূপান্তর 

✅অনবায়নযোগ্য ও নবায়নযোগ্য শক্তি 

✅ভর ও শক্তির সম্পর্ক, ক্ষমতা ও কর্মদক্ষতা নির্ণয়। 

অধ্যায়-8 (আলোর প্রতিফলন) 

✅আলোর প্রকৃতি, প্রতিফলন ও প্রতিফলনের সূত্র 

✅আয়না বা দর্পণ, প্রতিবিম্ব, গোলীয় আয়না ও উত্তল আয়নায় প্রতিবিম্ব চিত্রসহ গঠন 

✅বাস্তব ও অবাস্তব চিত্রসহ প্রতিবিম্ব গঠন 

✅উত্তল ও অবতল আয়নায় চিত্রসহ প্রতিবিম্ব গঠন 

✅বিবর্ধন এর যাবতীয় গাণিতিক সমস্যাবলী। 

অধ্যায়-11 (চলো তড়িৎ) 

✅পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী সম্পর্কে ধারনা 

✅তড়িৎ এর সিস্টেম লস ও লোডশেডিং এর ধারণা 

✅ওহমের সূত্র ব্যবহার করে কারেন্ট নির্ণয় করা 

✅শ্রেণি বর্তনী ও সমান্তরাল বর্তনীর তুল্য রোধ নির্ণয় করা 

✅তড়িৎ ক্ষমতা নির্ণয়, বিদ্যুৎ বিল খরচ হিসাব। 

রসায়ন | ২০২১ সালের এসএসসি পরীক্ষার রসায়ন সাজেশন

অধ্যায়-3 (পদার্থের গঠন)

✅পরমাণুর ও অণুর মধ্যে পার্থক্য মধ্যে পার্থক্য 

✅আণবিক সংখ্যা ভরসংখ্যা আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক আণবিক ভর নির্ণয় 

✅আইসোটোপ ও তেজস্ক্রীয় আইসোটোপের ব্যবহার 

✅রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা 

✅শক্তিস্তর উপশক্তিস্তর ইলেকট্রন বিন্যাস 

✅আউফবাউ নীতি ও ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম। 

অধ্যায় -4 পর্যায় সারণি

✅পর্যায় সারণির প্রথম 30 টি মৌলের ইলেকট্রন বিন্যাস এবং তাদের অবস্থান (গ্রুপ ও পর্যায় নির্ণয়) নির্ণয়। পর্যায় সারণির বৈশিষ্ট্য ও সুবিধা নিয়ে ধারণা 

✅মৌলের পর্যায়বৃত্ত ধর্ম (গ্রুপ ভিত্তিক ও পর্যাবৃত্তিক) 

✅পর্যায় সারণিতে অবস্থিত কয়েকটি বিশেষ গ্রুপ সমূহের মৌল যেমন ক্ষার ধাতু, ধাতব মুদ্রা, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, অবস্থান্তর মৌল 

✅অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। 

অধ্যায়-5 (রাসায়নিক বন্ধন) 

✅যোজ্যতা ও যোজনীর মধ্যে পার্থক্য

✅যৌগমূলকের যোজনী নির্ণয় 

✅যৌগের আণবিক সংকেত ও গাঠনিক সংকেত 

✅দুই ও অষ্টক নিয়ম 

✅বিভিন্ন প্রকার বন্ধন গঠন ব্যাখ্যা যেমন সমযোজী আয়নিক ধাতব বন্ধন 

✅আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। 

অধ্যায়-11 (খনিজ সম্পদ জীবাশ্ম) 

✅পেট্রোলিয়াম এর ব্যবহার 

✅হাইড্রোকার্বন এর শ্রেণীবিভাগ 

✅সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুতি 

✅অ্যালডিহাইড অ্যালকোহল ও জৈব এসিড প্রস্তুতি 

✅পলিমার প্রস্তুতি 

✅জৈব ও অজৈব যৌগের পার্থক্য 

✅অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রমাণ। 

জীববিজ্ঞান | ২০২১ সালের এসএসসি পরীক্ষার জীব বিজ্ঞান সাজেশন

অধ্যায় 2 জীবকোষ ও টিস্যু 

✅উদ্ভিদ ও প্রাণী কোষের লেবেলিং সহ চিত্র অংকন 

✅উদ্ভিদ ও প্রাণী কোষের বিভিন্ন অঙ্গানুর কাজ চিত্রসহ 

✅টিস্যু অঙ্গতন্ত্র কোষের সংগঠন 

✅জাইলেম ও ফ্লোয়েম টিস্যু ব্যাখ্যা 

✅উদ্ভিদ ও প্রাণী কোষের ব্যাখ্যা 

✅অঙ্গ ও তন্ত্রের বিভিন্ন প্রকার কাজ 

✅টিস্যুতন্ত্রের কাজ। 

অধ্যায়-4 জীবনীশক্তি

✅সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ও এর গুরুত্ব 

✅সালোকসংশ্লেষণে ক্লোরোফিল, আলো, প্রভাবক এর ভূমিকা 

✅শাসন এর প্রকারভেদ গুরুত্ব 

✅শাসন এর প্রভাবক সমূহ 

✅শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন মোট এটিপি হিসাব 

অধ্যায়-11 জীবের প্রজনন 

✅জীবের প্রজনন এর ধারণা ও গুরুত্ব 

✅উদ্ভিদের প্রজনন (পরাগায়ন ও নিষেক) প্রক্রিয়া ও এর গুরুত্ব 

✅একটি আদর্শ ফুলের গঠন চিত্র 

✅মানব ভ্রূণের বিকাশ ও প্রক্রিয়া 

✅প্রজননে হরমোনের ভূমিকা 

✅প্রজনন সংক্রান্ত রোগ (যেমন-এইডস) 

✅বহিঃনিষেক না অন্তঃনিষেক এর পার্থক্য। 

অধ্যায়-12 জীবের বংশগতি ও বিবর্তন

✅জীবের বংশগতি বস্তু (যেমন ক্রোমোজোম ডিএনএ আরএনএ জিন) প্রক্রিয়া ও গুরুত্ব 

✅ডিএনএ অনুলিপন, ডিএনএ টেস্ট 

✅আরএনএ, রেপ্লিকেশন, ট্রানস্ক্রিপশন, ট্রানসলেশন 

✅মানুষের লিঙ্গ নির্ধারণের প্রক্রিয়া 

✅জেনেটিক ডিসঅর্ডার, বর্ণান্ধতা ও থ্যালাসেমিয়া। 

উচ্চতর গণিত | এসএসসি উচ্চতর গণিত সাজেশন ২০২১

অধ্যায়-৭ (অসীম ধারা) 

✅অনুক্রম সম্পর্কে ধারণা 

✅অসীম ধারা ও গুনোত্তর ধারা 

✅অসীম ধারার সমষ্টি নির্নয় 

✅গুনোত্তর ধারার সমষ্টি নির্নয় 

✅আবৃত দশমিক সংখ্যাকে অনন্ত গুনোত্তর ধারায় রূপান্তর 

✅আবৃত দশমিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। 

অধ্যায়-৮ (ত্রিকোণমিতি) 

✅রেডিয়ান কোণ পরিমাণ, রেডিয়ান কোণ ও ডিগ্রির মধ্যে সম্পর্ক 

✅চারটি চতুর্থভাগে ত্রিকোণমিতি অনুপাতসমূহের চিহ্নিত 

✅থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত শনাক্তকরণ 

✅পূর্ণসংখ্যার কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা 

✅ত্রিকোণমিতি সমীকরণ সমাধান।

অধ্যায়-৯ (সূচকীয় ও লগারিদমীয় ফাংশন) 

✅মূলদ ও অমূলদ সূচক ধারনা 

✅সূচক সম্পর্কিত বিভিন্ন সূত্রের ধারণা ও প্রয়োগ 

✅সূচকীয় লগারিদমীয় ও পরমমান ফাংশন এর লেখচিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য নির্ণয় 

✅লগা‌রিদমীয় ভি‌ত্তি প‌রিবর্তন। 

অধ‌্যায়-11 (স্থানাঙ্ক জ‌্যাম‌ি‌তি)

✅কার্ত‌ে‌সীয় স্থানাঙ্ক 

✅যে‌কোন দু্ইটি বিন্দুর মধ‌্যবর্তী দূরত্ব নির্ণয় 

✅সরলরেখার ঢাল, সমীকরন নির্ণয় ‌‌

✅লেখ‌চি‌‌ত্রে ত্রিভূজ, চতুর্ভূজ অঙ্কন ও ক্ষ‌‌‌েত্রফল ‌নির্ণয় 

✅সরলরেখার লেখচিত্র অঙ্কন। 

এসএসসি ব্যবসায় বিভাগের সাজেশন 2021 

প্রিয় শিক্ষার্থী, স্বল্প এই সময়ে নিজেকে সর্বোচ্চ প্রস্ততির শিখরে দাঁড় করাতে পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব না। এই পৃথিবীটা খুবই কঠিন। এখানে হার না মানা ইচ্ছা নিয়ে হাড়ভাঙ্গা পরিশ্রম করে, একাগ্রতার সাথে কাজ করে যেতে হয় তবেই সফলতার স্বর্ণ শিখরে পৌঁছা সম্ভব। ঘড়ির কাঁটার সেকেন্ড যতই সামনে এগোচ্ছে ততোই তোমাদের পরীক্ষা সন্নিকটে আসছে। আর কিছুদিন পরে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর তাই তোমাদের কল্যাণ চিন্তা করে বরাবরের মতো এই ওয়েবসাইটে আমরা গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দিয়ে আসছি। গত আর্টিকেলে আমরা বিজ্ঞান বিভাগের সাজেশন দিয়েছিলাম। এবার আজকের এই আর্টিকেলে আমরা ব্যাবসায়িক বিভাগের সাজেশন দিব। 

এসএসসি হিসাব বিজ্ঞান সাজেশন ২০২১

অধ্যায়:-2 (লেনদেন) 

✅লেনদেনের প্রকৃতি ও বৈশিষ্ট্য 

✅লেনদেন চিহ্নিতকরণ 

✅হিসাব সমীকরণ ও সমাধান। 

✅ব্যবসায়িক লেনদেনের উৎস এবং এতদসংক্রান্ত দলিলপত্রাদির বৈশিষ্ট্য। 

অধ্যায়:-3 (দুতরফা দাখিলা পদ্ধতি) 

✅লেনদেনের দ্বৈত সত্তা নীতি ব্যাখ্যা করা। 

✅দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য বর্ণনা 

✅দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা 

✅ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী সম্পর্কে জানা। 

✅হিসাব চক্রের বিভিন্ন ধাপ সম্পর্কে জানা। 

✅হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি। 

✅একতরফা দাখিলা পদ্ধতি। 

অধ্যায়:-6 (জাবেদা) 

✅জাবেদার গুরুত্ব ও শ্রেণীবিভাগ। 

✅বাট্টা ও তার প্রকারভেদ। 

✅লেনদেনের ক্ষেত্রে সাধারণ জাবেদা দাখিলা প্রদান করা। 

✅চালানোর ভিত্তিতে ক্রয় ও বিক্রয় জাবেদা সম্পর্কে জানা। 

✅ডেবিট নোট এর ভিত্তিতে ক্রয় ফেরত জাবেদা সম্পর্কে জানা। 

✅ক্রেডিট নোট এর ভিত্তিতে ক্রয় ফেরত জাবেদা সম্পর্কে জানা। 

অধ্যায়:- 7 (খতিয়ান) 

✅খতিয়ান এর বৈশিষ্ট্য ও গুরুত্ব। 

✅জাবেদা ও খতিয়ানের পার্থক্য। 

✅খতিয়ান ভূক্তকরণ বা পোস্টিং। 

✅সাধারণ খতিয়ান ও সহকারী খতিয়ান এর পার্থক্য ও বৈশিষ্ট্য। 

✅সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুতকরণ। 

✅খতিয়ান উদ্বৃত্ত দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই। 

অধ্যায়:- 9 (রেওয়ামিল) 

✅রেওয়ামিলের উদ্দেশ্য নমুনা ছক ও প্রস্তুত প্রণালী। 

✅খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত ও ক্রেডিট উদ্বৃত্ত রেওয়ামিলের অন্তর্ভুক্তিকরণ এর মাধ্যমে রেওয়ামিল প্রস্তুতকরণ। 

✅অনিশ্চিত হিসাবে প্রয়োজনীয়তা ব্যাখ্যা। 

✅হিসাব লিখনের ভুলগুলো বিশ্লেষণ কর। 

✅অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার উপায় বিশ্লেষণ করা। 

অধ্যায়:-10 (আর্থিক বিবরণ) (আংশিক) 

✅বিশদ আয় বিবরণী কি? বিশদ আয় বিবরণী উদ্দেশ্য ও এর বিবরণী প্রস্তুত করা। 

✅মালিকানার ভিত্তিতে পরিবর্তন বিবরণী প্রস্তুত প্রণালী। 

✅সম্পদ ও দায়ের শ্রেণীবিভাগ এর প্রয়োজনীয়তা। 

✅আর্থিক বিবরণী প্রস্তুত করনে হিসাববিজ্ঞানের নীতিমালা প্রয়োগ। 

ব্যবসায় উদ্যোগ:- 

অধ্যায়:-1 (ব্যবসায় পরিচিতি) 

✅ব্যবসায়ের ধারণা উৎপত্তি ও ক্রমবিকাশ। 

✅ব্যবসায় প্রকারভেদ ও এর গুরুত্ব। 

✅শিল্প-বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার প্রকারভেদ ও গুরুত্ব। 

✅ব্যবসায়ের জন্য উপযুক্ত পরিবেশ। 

অধ্যায়:-2 (ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা) 

✅উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ এর মধ্যে পার্থক্য। 

✅ব্যবসায় উদ্যোগ এর বৈশিষ্ট্য ও গুণাবলী ও এর গুরুত্ব। 

✅ব্যবসার উদ্যোগ ও ঝুঁকি এর মধ্যে সম্পর্ক। 

✅ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ ও বাংলাদেশের এর উন্নয়নে বাধা ও উন্নয়নের বাধার দূরীকরণের উপায় সমূহ। 

অধ্যায়:-3 (আত্মকর্মসংস্থান) 

✅আত্মকর্মসংস্থানে ধারণা ও প্রয়োজনীয়তা। 

✅আত্মকর্মসংস্থান উদ্যোগের মধ্যে সম্পর্ক। 

✅আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। 

✅বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় আত্ম-কর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র। 

✅আত্মকর্মসংস্থানে উপযুক্ত ক্ষেত্র নির্বাচন। 

✅আত্মকর্মসংস্থান এর সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের দক্ষতা ও প্রয়োজনীয়তা। 

অধ্যায়:-4 (মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী) 

✅মালিকানার ভিত্তিতে ব্যবসায় প্রকারভেদ। 

✅একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য ও উপযুক্ত ক্ষেত্র সমূহ। 

✅অংশীদারি ব্যবসায়ের গঠন ও বৈশিষ্ট্য। 

✅অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ ও বিলোপ সাধন। 

✅অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র ও বৈশিষ্ট্য নিবন্ধন। 

✅যৌথ মূলধনী ব্যবসায় এর প্রকারভেদ ও গুরুত্ব। 

✅সমবায় সমিতি এর বৈশিষ্ট্য ও প্রকারভেদ ও গঠন প্রক্রিয়া 

✅রাষ্ট্রীয় ব্যবসায় বৈশিষ্ট্য ও প্রকারভেদ ও কার্যাবলী। 

অধ্যায়:-8 (ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা)

✅ব্যবস্থাপনার ধারণা ও গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। 

✅পরিকল্পনার ধারণা ও গুরুত্ব। 

✅নেতৃত্বের প্রকারভেদ। 

✅আদর্শ নেতার গুণাবলী। 

✅অর্থায়নের উৎস। 

অধ্যায়:-9 (বিপণন) 

✅বিপণনের ধারণা ও কার্যাবলী। 

✅বন্টন প্রণালী ও বিভিন্ন পণ্যের বিপণন। 

✅বিজ্ঞাপনের ধারণা ও গুরুত্ব।

✅বিক্রয়িতার ধারণা। 

আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। 

▰ফিন্যান্স ও ব্যাংকিং: 

অধ্যায়:-1 (অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন) 

✅অর্থায়নের শ্রেণীবিভাগ। 

✅কারবারি অর্থায়নের নীতি ও গুরুত্ব। 

✅আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। 

✅অর্থায়নে ক্রমান্বয়ে ধারা। 

অধ্যায়:-3 (অর্থের সময় মূল্য) 

✅অর্থের সময় মূল্য ধারণা গুরুত্ব ও সূত্র। 

✅অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে সম্পর্ক নির্ণয়। 

✅প্রকৃত সুদের হার নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে জানা। 

✅বছরে একাধিকবার চক্রবৃদ্ধি করণের মাধ্যমে ভবিষ্যৎ নির্ধারণ। 

অধ্যায়:-4 (ঝুকি ও অনিশ্চয়তা) 

✅ঝুকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য। 

✅ঝুকির উৎস ও তাৎপর্য। 

✅ঝুকিমুক্ত আয় ও ঝুঁকি বহুল আয়। 

✅ঝুকি ও অনিশ্চয়তার পরিমাপ। 

অধ্যায়:-5 (মূলধনী ও আয় ব্যয় প্রাক্কলন) 

✅মূলধন বাজেটিং কি? ও এর গুরুত্ব। 

✅মূলধন বাজেটিং এর প্রয়োগও প্রক্রিয়া। 

✅মূলধন বাজেটিং এর পদ্ধতি সমূহ। 

✅মূলধন বাজেটিং এর সীমাবদ্ধতা। 

অধ্যায়:-9 (ব্যাংকিং ব্যবসায় ও তার ধরণ) 

✅ব্যাংকের সূচনা ও ব্যাংকের উদ্দেশ্য। 

✅ব্যাংকের গঠন ও ব্যাংকিং ব্যবসা এর মূলনীতি। 

✅ব্যাংক এর শ্রেণীবিন্যাস। 

✅সরকারি ও বেসরকারি ব্যাংকের পার্থক্য। 

অধ্যায়: 10 (বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি) 

✅বাণিজ্যিক ব্যাংকের সূচনা ও এর এর উদ্দেশ্য। 

✅বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। 

✅বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস। 

✅বাণিজ্যিক ব্যাংকের আয়ের এর উৎস সমূহ। 

✅বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের উৎস। 

বিশেষ দ্রষ্টব্য

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা এসএসসি বিজ্ঞান শাখার সংক্ষিপ্ত সাজেশন এবং এসএসসি ব্যবসা বিভাগের সাজেশন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী আর্টিকেলে আমরা পর্যায়ক্রমে মানবিক বিভাগের সাজেশন নিয়ে আলোচনা করব। আর তাই পরবর্তী আপডেট পেতে চাইলে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!