জীবনকে সঠিক পথে, শান্তির পথে এবং ইসলামের পথে পরিচালনা করার জন্য মাদ্রাসার কোনো বিকল্প নেই। প্রত্যেক মাতা পিতা চান তার সন্তানকে দ্বীনের পথে আনতে। সন্তান যেন মা বাবার বাধ্য হয়, যথার্থ শ্রদ্ধা ও সম্মান করে এবং মানুষের মতো মানুষ হয়।
কিন্তু ছোটকাল থেকে সন্তানকে সঠিক ও উপযুক্ত শিক্ষা না দেওয়ার কারণে শেষমেষ পিতামাতাকে যেতে হয় বৃদ্ধাশ্রম। আর এই বৃদ্ধাশ্রমের প্রেরণ করেন তার আদরের প্রিয় সেই সন্তান। এগুলো ভাবতেও অবাক লাগে। যে সন্তানকে ছোটকাল থেকে এত কষ্ট করে খেয়ে না খেয়ে সন্তানের পেছনে নিজের জীবনকে বিলিয়ে দিল আজ সে সন্তানই তাদের কাছে সব থেকে দূরের মনে হয়।
প্রিয় পাঠক, এগুলোই আজকের বাস্তবতা। আর তাই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তার নৈতিক ও ধর্মীয় শিক্ষায় একান্ত যা জানা জরুরি। এর জন্য সন্তানের ছোটকাল থেকেই তার প্রতি বিশেষ যত্ন নিতে হবে।
ছোটকাল থেকে তাকে নৈতিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা দিতে হবে। আর এর জন্য একটি আদর্শ মাদ্রাসার বিকল্প নেই। স্কুল কলেজ ভার্সিটি এই প্রতিষ্ঠানগুলো যেমনি ভাবে শুধুমাত্র দুনিয়ার শিক্ষা শিখানো হয় তেমনি ভাবে একটি আদর্শ মাদ্রাসায় দুনিয়া নয় বরং দুনিয়া এবং আখিরাতের কিভাবে সফলকাম হওয়া যাবে তা শিক্ষা দেওয়া হয়।
আমরা অনেকেই আমাদের সন্তানকে কোন মাদ্রাসায় দেব তা ভাবছি কিন্তু সঠিকভাবে বুঝে উঠতে পারছিনা। আর তাই প্রিয় পাঠকদের উদ্দেশ্যে আজকেরে এই আর্টিকেলে আমরা বাংলাদেশের সেরা মাদ্রাসার তালিকা নিয়ে কথা বলবো। চলুন তাহলে বাংলাদেশের সেরা ১০টি মাদ্রাসা সম্পর্কে জেনে নেই:
(toc) #title=(সুচিপত্র)
মাদ্রাসা কি?
মাদ্রাসা (আরবি: مدرسة, madrasah বহুবচনে مدارس, madāris) আরবি শব্দ দারসুন থেকে উদ্ভূত যার অর্থ ‘পাঠ’। মাদ্রাসা হচ্ছে মূলত মুসলমানদের অধ্যয়ন গবেষণা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। সাধারণ অর্থে মাদ্রাসা হচ্ছে আরবি ভাষা ও ইসলামি বিষয়ে অধ্যয়নের প্রতিষ্ঠান। মাদ্রাসার প্রাথমিক স্তর মক্তব, নূরানি বা ফোরকানিয়া মাদ্রাসা নামে অভিহিত। চলমান মাদরাসা আবার দুই ধরনের কওমি এবং আলিয়া মাদ্রাসা।
কওমি মাদ্রাসা বলতে কি বোঝায়
কওমি মাদ্রাসা বাংলাদেশে প্রচলিত প্রধান দুই ধারার মাদ্রাসার মধ্যে একটি। আহলে সুন্নাত ওয়াল জামাত ও দারুল উলুম দেওবন্দের আদর্শ, মূলনীতি ও মত পথের অনুসরণে মুসলিম জনসাধারণের আর্থিক সহায়তায় আলেমদের মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামি শিক্ষাকেন্দ্রকে কওমি মাদ্রাসা বলা হয়।
১৮৬৬ সালে দারুল উলুম দেওবন্দের গোড়াপত্তনের মাধ্যমে এই ধরনের শিক্ষা পদ্ধতির সূচনা হয়। দারুল উলুম দেওবন্দের অনুসরণে ১৯০১ সালে দারুল উলুম হাট হাজারী প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষার সূত্রপাত ঘটে।
কওমি মাদ্রাসা সমূহের দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান আইন, ২০১৮-র মাধ্যমে কওমি মাদ্রাসা শিক্ষাকে সরকারি স্বীকৃতি প্রদান করা হয়। আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ। এর অধীনে সরকার স্বীকৃত ছয়টি শিক্ষাবোর্ড আছে।
আলিয়া মাদ্রাসা অর্থ কি
আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ভারতীয় উপমহাদেশের ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গঠিত এক আধুনিক ইসলামি শিক্ষা ব্যবস্থা, যা ভারতে ব্রিটিশ শাসনের শুরুর পরে উপমহাদেশের মধ্যে সবচেয়ে প্রাচীন শিক্ষা পদ্ধতি বলে বিবেচিত হয়ে থাকে।
১৭৮০ সালে বাংলার ফোর্ট উইলিয়ামের গর্ভনর ওয়ারেন হেস্টিসং কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থার প্রচলন ঘটান। পরবর্তী সময়ে এই কলকাতা আলিয়া মাদ্রাসার আদলে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে বহু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, মূলত এই শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকেই আলিয়া মাদ্রাসা বলা হয়।
আরও জানুন- বাংলাদেশের সেরা ১০ টি আলিয়া মাদ্রাসা
আলিয়া মাদ্রাসায় কুরআন, হাদিস, বিজ্ঞান, গণিত, ইংরেজি সহ সকল সাধারণ বিষয় পড়ানো হয়। এইজন্য আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। পাঠ্যক্রম অনুযায়ী আলিয়া মাদ্রাসায় ইবতেদায়ী বা প্রাথমিক শিক্ষায় ৫ বছর, দাখিল বা মাধ্যমিক শিক্ষায় ৫ বছর, আলিম বা উচ্চ মাধ্যমিক শিক্ষায় দুই বছর, ফাজিল বা স্নাতক শিক্ষায় দুই বছর এবং কামিল বা স্নাতকোত্তর শিক্ষায় দুই বছর ব্যয় করতে হয়।
সবমিলিয়ে ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত মোট ১৬ বছরের কোর্সে পরিচালিত হয়। বর্তমানে বাংলাদেশের আলিয়া মাদ্রাসার ইবতেদায়ী, দাখিল ও আলিম স্তর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অন্তর্ভুক্ত রয়েছে এবং ফাজিল ও কামিল স্তর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রয়েছে।
বাংলাদেশের সেরা মাদ্রাসার তালিকা সমূহ
আসুন নীচের তালিকায় বাংলাদেশের সেরা ১০টি মাদ্রাসা (কওমি এবং আলিয়া) সম্পর্কে বিস্তারিত জেনে নেই-
- আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাট হাজারী মাদ্রাসা)
- আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া
- আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি
- আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর
- জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া (যাত্রাবাড়ী মাদ্রাসা)
- জামিয়া ইসলামিয়া আরাবিয়া, ইসলামপুর
- আল জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম চারিয়া (চারিয়া মাদ্রাসা)
- আল জামিয়া আল ইসলামিয়া কাসেমুল উলুম বগুড়া (জামিল মাদ্রাসা)
- আল জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জ
- আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী
- সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা
- আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
- জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা
- আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ
- জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম (উমরগঞ্জ মাদ্রাসা)
- জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া
- জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা
- জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম, বড় কাটরা
- জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ
- তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা
- সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা
- সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা
- দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা
- জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা
- মুহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা
- ধীপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা
- ছারছিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা
- ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা
- খুলনা আলিয়া কামিল মাদরাসা
- টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা
- জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা
- চরমোনাই আহসানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসা
- বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা
বাংলাদেশের সেরা কওমি মাদ্রাসার তালিকা
- আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা (হাটহাজারি মাদ্রাসা)
- জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া (যাত্রাবাড়ী মাদরাসা)
- আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি
- জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর (গহরপুর মাদ্রাসা)
- জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া
- জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস
- জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা
- জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ
- জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ
- জামেয়া মাদানিয়া ইসলামিয়া (কাজির বাজার মাদ্রাসা)
- জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা (বারিধারা মাদ্রাসা)
- জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া, নানুপুর
- আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ
- ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ
- আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট
- জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া
- জামেয়া রশীদিয়া ফেনী
- জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ
- আল- জামেয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা)
- জামিউল উলূম মাদরাসা মিরপুর-১৪ ঢাকা।
১। আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা (হাট হাজারী মাদ্রাসা)
আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসাটি সংক্ষেপে হাটহাজারী মাদ্রাসা নামে বহুল পরিচিত। এই মাদ্রাসাটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠা করা হয়। এর অবস্থান বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের একটি অন্যতম সুপ্রাচীন ও শ্রেষ্ঠতম ইসলামিক বিদ্যাপীঠ। এই শিক্ষা প্রতিষ্ঠানটি দারুল উলুম দেওবন্দের পাঠ্যসূচি দ্বারা শিক্ষা কার্যক্রম প্রচলিত হয়।
এটি বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের উম্মুল মাদারিস তথা মাদ্রাসা সমূহের মা হিসেবে পরিচিত।শিক্ষা সেবা ও জাতীয় সামাজিক পর্যায়ে অবদান এর ফলে হাটহাজারী মাদ্রাসাটি বিতর্কহীনভাবে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মাদ্রাসায় পরিণত হয়েছে। প্রতিবছরই হাজার হাজার আলেম এই মাদ্রাসা থেকে বের হয়। আর তাই বলা যায় ইসলামের খেদমত এই মাদ্রাসাটির অবদান অপরিসীম।
যোগাযোগ
মুহতামিম (পরিচালক)
হযরতম মাও: মুফতী খলীল আহমদ কাসেমী দা: বা:
01819-323601 (মাদ্রাসার অফিসিয়াল নাম্বার)
দফতরে তা’লীমাত (শিক্ষা পরিচালনা বিভাগ)
01819-323603
সনদ, মার্কসিট, চারিত্রিক সনদ, প্রতয়্যনপত্রের বিষয়ে জানতে
01823-535857 (হোয়াটসঅ্যাপে লিখে দিন)
01811-323393 (হোয়াটসঅ্যাপে লিখে দিন)
সনদ ও যেকোন প্রয়োজনে (হোয়াটস্যাপ) সকাল ০৯.০০ থেকে ১২.৩০, বিশেষ প্রয়োজনে আছরের পর থেকে এশা।
হিসাব বিভাগ
01819-323602
ওয়েবসাইট: darululoomhathazari.com
২। আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া
আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া সংক্ষেপে পটিয়া মাদ্রাসা। এটি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় অবস্থিত। জমিরুদ্দিন আহমদের নির্দেশে আজিজুল হক ১৯৩৮ সালে এটি প্রতিষ্ঠা করেন। একটি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় হিসেবেও এর পরিচিতি রয়েছে।
আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া প্রতিষ্ঠিত হয় ১৯৩৮ সালে। এই মাদ্রাসাটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও শ্রদ্ধেয় মাদ্রাসা হিসেবে বিবেচিত। প্রতিষ্ঠাকালীন সময়ে এটি ইসলামি জ্ঞান চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং এখনও তা অব্যাহত রয়েছে।
বাংলাদেশে ইসলাম প্রচার, কওমি মাদ্রাসা সমূহকে এক সিলেবাসের অধীনে অন্তর্ভূক্তকরণ, আলেমদের আধুনিক ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই মাদ্রাসার ভূমিকা রয়েছে। একই ধরনের প্রতিষ্ঠান হিসেবে হাটহাজারী মাদ্রাসার অনেক পরে প্রতিষ্ঠিত হলেও অনেকের মতে এটি অনেক ক্ষেত্রে হাটহাজারী মাদ্রাসাকেও ছাড়িয়ে গেছে। এই মাদ্রাসার তাজবীদ ও হিফজ বিভাগদ্বয় সমগ্র বাংলাদেশে দুটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। এটি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের অধিভুক্ত। মাসিক আত তাওহীদ এই মাদ্রাসার মুখপত্র।
মাদ্রাসায় কুরআন, হাদিস, ফিকাহ, আরবি সাহিত্য, এবং অন্যান্য ইসলামি বিষয়ে উচ্চতর শিক্ষা প্রদান করা হয়। বিভিন্ন স্তরের ছাত্ররা এখানে পড়াশোনা করে, প্রাথমিক থেকে উচ্চতর ডিগ্রি পর্যন্ত। মাদ্রাসাটি দারুল উলুম দেওবন্দ মডেল অনুসরণ করে এবং তাদের পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা প্রদান করে।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে কয়েক হাজার ছাত্র পড়াশোনা করে। এখানে উচ্চ যোগ্যতাসম্পন্ন শিক্ষকবৃন্দ রয়েছেন, যারা তাদের বিদ্যা ও প্রজ্ঞা দিয়ে ছাত্রদের সঠিক পথে পরিচালিত করেন।
আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসলামি শিক্ষায় অসামান্য অবদান রেখেছে। এর অনেক প্রাক্তন ছাত্র বর্তমানে বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
মাদ্রাসাটির একটি বৃহৎ ক্যাম্পাস রয়েছে, যেখানে মসজিদ, পাঠাগার, আবাসিক সুবিধা এবং অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। ছাত্রদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমও পরিচালিত হয়।
মাদ্রাসাটি বর্তমানে আধুনিক প্রযুক্তি এবং অনলাইন শিক্ষা কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এছাড়া, সমাজসেবা এবং দাতব্য কার্যক্রমেও তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য স্থানের মুসলিমদের মধ্যে ইসলামি শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে।
যোগাযোগ
পরিচালক: আল্লামা আবু তাহের কাসেমী নদভী (হাফিজাহুল্লাহ)
মোবাইল: 01819624074
হিসাব বিভাগ
মোবাইল: +88 01819 346 165
Bank: Al-jamia Al-Islamia Patiya
Account No: 1521310000017
Branch: Patiya, First Security Islami Bank Limited Bangladesh.
শিক্ষাবিভাগ: মুফতি জসীমুদ্দীন কাসেমি দা: বা:
মোবাইল: +88 01811 610 554
ওয়েবসাইট: jamiahislamiahpatiya.com
৩। জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া (যাত্রাবাড়ী মাদরাসা)
বাংলাদেশে ইসলামিক জ্ঞান প্রচার ও প্রসারের ক্ষেত্রে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এটি ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত। অনেকে একে যাত্রাবাড়ী মাদ্রাসা নামেও চিনেন। বিশ্ববিখ্যাত মাদারে ইলমী দারুল উলূম দেওবন্দের সিলেবাসভুক্ত আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ ভিত্তিক বৃহত্তর একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতি বছরই এই মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম বের হচ্ছে। এই মাদ্রাসাটিতে শিশু শ্রেণী থেকে শুরু করে দাওরায়ে হাদীস তথা মাস্টার্স পর্যন্ত এখানে পড়ানো হয়। এটি খুবই ভালো মানের একটি মাদ্রাসা। আপনার সন্তানকে সঠিক পথে, শান্তির পথে এবং ইসলামের পথে পরিচালনা করার জন্য এই মাদ্রাসায় পড়াতে পারেন।
জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিভাগসমূহ
- মকতব বিভাগ
- হিফজুল কুরআন বিভাগ
- কিতাব বিভাগ
- আত-তাখাসসুস ফি উলুমিল কুরআন (তাফসীর ও কুরআন গবেষণা অনুষদ)
- আত-তাখাসসুস ফি উলুমিল হাদীস (উচ্চতর হাদীস গবেষণা অনুষদ)
- আত-তাখাসসুস ফি ফিকহিল ইসলামি (ফতওয়া ও গবেষণা অনুষদ)
- দাওরাতুল লুগাতিল আরাবিয়্যাহ(আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স)
- কেরাতে সাবআ ও কেরাতে হাফস বিভাগ
- নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স
- দাওয়াত ও তাবলীগ
- রচনা ও প্রকাশনা বিভাগ
৪। আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি
আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি সংক্ষেপে জিরি মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার জিরি গ্রামে অবস্থিত একটি প্রাচীন ও সুপরিচিত কওমি মাদরাসা। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম কওমি মাদ্রাসা।
দারুল উলুম দেওবন্দের শাখা হিসেবে হাট হাজারী মাদ্রাসার পর দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ১৯১০ সালে শাহ আহমদ হাসান এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। এবং এটি দেশের অন্যতম প্রধান কওমি মাদ্রাসা হিসেবে পরিচিত। হাটহাজারী মাদ্রাসার পর এখানেই সর্বপ্রথম হাদিস শিক্ষার ব্যবস্থা করা হয়।
প্রতিবছর দেশ-বিদেশ থেকে অসংখ্য ছাত্র এই মাদ্রাসায় ভর্তি হয়। মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এই প্রতিষ্ঠানটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধিভুক্ত।
৫। জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর
জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর (সংক্ষেপে গহরপুর মাদ্রাসা) সিলেটের বালাগঞ্জ উপজেলায় গহরপুর এলাকায় বড়বাঘা নদীর তীরে অবস্থিত খুবই পরিচিত একটি কওমি মাদ্রাসা। তৎকালীন সময়ে এলাকায় উচ্চতর মানসম্মত মাদ্রাসা না থাকায় বিখ্যাত আলেম নুরু উদ্দিন গহরপুরী এলাকাবাসীর সহযোগিতায় দারুল উলুম দেওবন্দের মূলনীতির আলোকে ১৯৫৭ সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
মাদ্রাসাটি প্রতিষ্ঠার এক বছর পরেই দাওরায়ে হাদীস তথা মাস্টার্স চালু করেন। এই মাদ্রাসাটি সিলেটবাসীর জন্য পরবর্তীতে খুবই কল্যাণ বয়ে আনে।
এই মাদ্রাসাটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশর অধিভুক্ত। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় কয়েকটি বিভাগ রয়েছে:
কিতাব বিভাগ: এটি মাদ্রাসার মূল বিভাগ। বিভাগটি মোট পাঁচটি স্তরে বিভক্ত। ইবতিদাইয়্যাহ (প্রাথমিক), মুতাওয়াসসিতাহ (মাধ্যমিক), সানুবিয়্যাহ উলয়া (উচ্চ মাধ্যমিক), ফযীলত (ডিগ্রী) ও তাকমীল (মাষ্টার্স)। সময়কাল মোট ১৪ বছর।
হিফজুল কুরআন বিভাগ: কুরআন শরীফ নাযেরা ও মুখস্থকরণ।
ইফতা কোর্স: দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপনকারীদের জন্য ফিকহ শাস্ত্রের উচ্চতর গবেষণা কোর্স।
৬। জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া
জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, এটি 'ব্রাহ্মণবাড়িয়া ইউনুসিয়া মাদ্রাসা' নামেও পরিচিত। এটি বাংলাদেশ এর অন্যতম কওমি জামিয়া মাদ্রাসাগুলোর মধ্যে একটি। মাদ্রাসাটি কওমি শিক্ষা ব্যবস্থার আওতায় পরিচালিত হয় এবং এখানে হাদিস, ফিকহ, তাফসিরসহ বিভিন্ন ইসলামিক বিষয়ে শিক্ষাদান করা হয়। ছাত্ররা প্রাথমিক থেকে উচ্চতর ইসলামিক শিক্ষা গ্রহণ করতে পারে। মাদ্রাসার মূল লক্ষ্য হলো সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন আলেম তৈরি করা, যারা সমাজের নেতৃত্ব দিতে সক্ষম হবে।
৭। জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস
এই মাদ্রাসাটিও সিলেটের কানাইঘাট থানা সদরে সুরমা নদীর তীরে অবস্থিত। ১৯১৭ সালে প্রখ্যাত আলেম মনছুর আহমদ এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৫৩ সালে মোশাহেদ আহমদ মাদ্রাসাটিতে দাওরায়ে হাদিস (মাস্টার্স) চালু করেন। এরপর তিনি মাদ্রাসাটির সাথে নতুন নাম হিসেবে যুক্ত করেন দারুল উলুম দারুল হাদিস। আর এর জন্য থাকে বর্তমানে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতাও বলা হয়।এই মাদ্রাসাটিতে শিক্ষার মান ও শিক্ষকদের আন্তরিকতার সকলের কাছে খুবই পরিচিত মাদ্রাসা হিসেবে গণ্য হয়েছে।
৮। আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট
আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট যা নাজিরহাট বড় মাদ্রাসা নামে সর্বাধিক পরিচিত, বাংলাদেশের একটি প্রাচীন কওমি মাদ্রাসা। প্রতিষ্ঠানটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার নাজিরহাট এলাকায় অবস্থিত। এটি ধর্মীয় শিক্ষায় উচ্চমানের পরিবেশ ও সুযোগ-সুবিধা প্রদান করে।
১৯১২ সালে দারুল উলুম হাটহাজারীর আদলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে আশরাফ আলী চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এটি প্রতিষ্ঠা করেন সুফি আজিজুর রহমান। বর্তমানে মাদ্রাসার মহাপরিচালক হাবিবুর রহমান কাসেমী এবং মোতাওয়াল্লি ইয়াহইয়া আলমপুরী।
এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামি শিক্ষা ও গবেষণার প্রসার এবং ধর্মীয় নেতৃত্ব তৈরির লক্ষ্যে। এখানে কোরআন, হাদিস, ফিকহসহ বিভিন্ন ইসলামি বিষয়ের গভীর অধ্যয়ন করানো হয়।
মাদ্রাসায় প্রাথমিক থেকে উচ্চস্তর পর্যন্ত ইসলামি শিক্ষার ব্যবস্থা রয়েছে। এখানে তালিম ও তারবিয়াতের মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাটে আধুনিক শ্রেণিকক্ষ, লাইব্রেরি, আবাসন সুবিধা, এবং খেলাধুলার জন্য প্রশস্ত মাঠ রয়েছে। এসব সুবিধা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।
এটি চট্টগ্রামের অন্যতম প্রধান ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত এবং এখান থেকে প্রচুর আলেম ও ইসলামি চিন্তাবিদ বের হয়েছেন যারা দেশে ও বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন।
আরও জানুন: দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম অর্থসহ: সেরা নামের তালিকা
মাদ্রাসাটি তার শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানার্জনের পাশাপাশি সমসাময়িক বিশ্বে উপযোগী করে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের লক্ষ্য হলো সমাজে নৈতিক ও শিক্ষিত নেতৃত্ব তৈরি করা।
৯। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা বাংলাদেশের একটি সুপরিচিত কওমি মাদরাসা। এই মাদ্রাসাটি ঢাকার গেণ্ডারিয়ায় ফরিদাবাদে অবস্থিত। এটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত করা হয়। মাদ্রাসাটি সকলের কাছেই খুবই পরিচিত একটি মাদ্রাসা। এখানে দক্ষ ও উপযুক্ত আলেম দ্বারা মাদ্রাসাটিতে পড়ানো হয়। বর্তমানে প্রায় ৩৫০০ এরও বেশি ছাত্র মাদ্রাসাটিতে অধ্যায়নরত আছে।
এখানে ছাত্ররা কুরআন, হাদিস, ফিকহ, এবং অন্যান্য ইসলামিক শিক্ষার উপর গভীর অধ্যয়ন করে থাকে। মাদরাসাটি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্রদের আকর্ষণ করে এবং তারা এখানে ইসলামের গভীর জ্ঞান লাভ করে। জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা একটি শক্তিশালী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, যা ইসলামিক মূল্যবোধ এবং ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১০। জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া
জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া বাংলাদেশের প্রসিদ্ধ কওমি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি দারুল মাআরিফ নামেও জনপ্রিয় এবং দেশের অন্যতম পুরনো এবং বৃহত্তম কওমি মাদরাসা হিসেবে পরিচিত। মাদ্রাসাটি চট্টগ্রামের বহদ্দারহাটের হাজীরপুলে অবস্থিত। এর প্রধান উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা প্রচার এবং কোরআন-হাদিসের গভীর জ্ঞানার্জন।
জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। এটি শুরুর দিকে একটি ছোট মাদরাসা হিসেবে শুরু হলেও সময়ের সাথে সাথে এর পরিধি বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।
ছাত্রদের ইসলামি শিক্ষা প্রদানে জামেয়া দারুল মাআরিফ ছাত্রদেরকে প্রাথমিক পর্যায় থেকে উচ্চতর শিক্ষা পর্যন্ত দিয়ে থাকে। ইসলামি জ্ঞানের পাশাপাশি এতে ইংরেজি এবং বাংলা ভাষা, আরবি, উর্দু, ফার্সি, গণিত, ভূগোল, ইতিহাস, সামাজিক বিজ্ঞান এবং সাধারণ বিজ্ঞান পড়ানো হয়। এছাড়া মাধ্যমিক স্তরে ছাত্রদের জন্যে আধুনিক জ্ঞান শিক্ষা দেয়ার ব্যবস্থা রয়েছে।
জামিয়া দারুল মাআ'রিফে নিম্নলিখিত বিভাগগুলো রয়েছে:
- হিফজুল কুরআন বিভাগ।
- শুবাতুল লুগাতিল আরাবিয়্যা বা উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য বিভাগ।
- ইসলামি আইন ও গবেষণা বিভাগ।
- ইসলামিক স্টাডিজ অ্যান্ড দাওয়াহ বিভাগ।
- ইবতেদায়ী বা প্রাথমিক স্তর।
- ইদাদিয়্যাহ বা মাধ্যমিক স্তর।
- সানাবিয়্যাহ বা উচ্চ-মাধ্যমিক স্তর।
- কুল্লিয়্যাহ বা উচ্চতর স্তর।
জামেয়ার নিজস্ব ক্যাম্পাস রয়েছে যেখানে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন শ্রেণীকক্ষ, গ্রন্থাগার, আবাসিক হল এবং মসজিদ। শিক্ষার্থীদের জন্য রয়েছে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা।
জামেয়ার প্রধান লক্ষ্য হলো কোরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের আদর্শবান মুসলিম হিসেবে গড়ে তোলা। এছাড়াও ইসলামী মূল্যবোধ প্রচার ও প্রসার এবং সমাজের মধ্যে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করাও এর অন্যতম উদ্দেশ্য।
জামেয়ায় বিভিন্ন ধরণের ধর্মীয় ও সামাজিক কার্যক্রমও পরিচালিত হয়। যেমন: সেমিনার, আলোচনা সভা, কোরআন প্রতিযোগিতা ইত্যাদি।
আরও জানুন: সাহাবীদের নামের তালিকা অর্থসহ: ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ
জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া বাংলাদেশের ইসলামি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এখানে থেকে অনেক আলেম, মুফতি, এবং ইসলামী চিন্তাবিদ তৈরি হয়েছে যারা দেশে ও বিদেশে ইসলামের সেবা করছেন।
১১। জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ
জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ কওমি মাদরাসাটি বিশাল বড় একটি মাদ্রাসা। এই মাদ্রাসাটি ১৯৭০ সালে প্রতিষ্ঠা করা হয়। মাদ্রাসাটির পরিচালক হযরত মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া (দা.বা.)। এই মাদ্রাসাটির ছাত্র সংখ্যা প্রায় ১৩০০ এর চেয়েও বেশি। এখানে শিক্ষকগণ তার ছাত্রদেরকে খুবই আন্তরিকতার সাথে ইসলামের জ্ঞান প্রচার ও প্রসার করে থাকেন।
১২। জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ
এই মাদ্রাসাটি পুরান ঢাকার লালবাগ এলাকায় অবস্থিত। পুরান ঢাকা বাসীর জন্য এই মাদ্রাসাটি নেয়ামত স্বরূপ। এখানে প্রতি বছর এই অসংখ্য আলেম এলমে দ্বীন অর্জন করে বের হন। এই মাদ্রাসাটি অনেক আগের একটি মাদ্রাসা। এটিও ১৯৫০ সালে প্রতিষ্ঠা করা হয়। এই মাদ্রাসাটির পরিচালক হলেন হযরত মাওলানা আব্দুল হাই (দা:বা:)।
১৩। জামিয়া ইসলামিয়া আরাবিয়া, ইসলামপুর
জামিয়া ইসলামিয়া আরাবিয়া, ইসলামপুর পুরান ঢাকার ইসলামপুরে অবস্থিত একটি প্রখ্যাত কওমি মাদ্রাসা। এটি ইসলামী জ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছে। ১৯২০ সালে ঢাকার নবাব বাড়ির প্রাঙ্গণে হাকিমুল উম্মত খ্যাত আশরাফ আলী থানভী এই মাদ্রাসার ভিত্তি স্থাপন করেন। তৎকালে নবাবদের পৃষ্ঠপোষকতায় এটি পরিচালিত হত।
প্রতিষ্ঠালগ্ন থেকেই এখানে দাওরায়ে হাদিস (মাস্টার্স) চালু করা হয়। ১৯২৫ সালে থানভীর পরামর্শে ইসহাক বর্ধমানী এখানে হাদিসের শিক্ষাদান শুরু করেন। প্রথমদিকে নবাব বাড়ীর গেটের দোতালায় এর কার্যক্রম চালু ছিল। ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নবাব বাড়ীর প্রাঙ্গন থেকে মাদ্রাসাটি ইসলামপুর আমপট্টির পিছনে শাহাজাদা লেনে নির্মিত বিশাল দালানে স্থানান্তর করা হয়।
তৎকালে ঢাকা শহরে এটি ছাড়া উল্লেখযোগ্য কোন মাদ্রাসা ছিল না। মাঝখানে মাদ্রাসাটিতে কিছুকাল শিক্ষা-কার্যক্রম বন্ধ ছিল। ময়মনসিংহ অধিবাসী আশিকে মুসতাক এ মাদ্রাসার মুহতামিম এবং মাহমুদুল হাসান শায়খুল হাদিস হিসেবে কর্মরত আছেন।
জামিয়া ইসলামিয়া আরাবিয়া প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী শিক্ষার বিস্তার ও প্রচারের লক্ষ্যে। এটি দীর্ঘদিন ধরে ইসলামী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জামিয়ায় বিভিন্ন স্তরের ইসলামী শিক্ষা প্রদান করা হয়, যা সাধারণত হাদীস, ফিকহ, তাফসীর, আরবী ভাষা ইত্যাদি বিষয়গুলির উপর ভিত্তি করে।
জামিয়ার শিক্ষকেরা অত্যন্ত যোগ্য ও অভিজ্ঞ, যারা ছাত্রদের ইসলামী শিক্ষায় পুষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা করেন।
জামিয়ায় ছাত্রদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত পরিবেশ প্রদান করা হয় যাতে তারা উন্নত মানের শিক্ষা গ্রহণ করতে পারে।
আরও জানুন: উটের দুধের উপকারিতা ও জেনে নিন উটের দুধ কেন এতো দামি
জামিয়া ইসলামিয়া আরাবিয়া থেকে অসংখ্য ছাত্র প্রায়োরিত হয়ে দেশের বিভিন্ন স্থানে ইসলামী শিক্ষা প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১৪। জামেয়া মাদানিয়া ইসলামিয়া, কাজির বাজার, সিলেট
জামেয়া মাদানিয়া ইসলামিয়া, কাজির বাজার, সিলেট (সংক্ষেপে কাজির বাজার মাদ্রাসা) সিলেটের কাজির বাজার এলাকায় অবস্থিত একটি কওমি মাদ্রাসা। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর স্মৃতি বিজড়িত সিলেটের ঐতিহ্যবাহী এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশের বৃহত্তম ইসলামিক ইউনিভার্সিটি হিসেবে মর্যাদা অর্জন করেছে। এখানে একেবারে শুরু থেকেই মাস্টার্স পর্যন্ত যত সকল পর্যায়ে আছে প্রতিটি পর্যায়ে মধ্যেই এখানে পাঠদান করা হয়। প্রায় হাজার শত ছাত্রদের মাঝে প্রায় ৮০০ ছাত্রেরই বিনামূল্যে লিল্লা বডিং এর ফান্ড থেকে ইসলামের জ্ঞান প্রদান করা হয়।
১৫। জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া, নানুপুর
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর সংক্ষেপে নানুপুর মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে অবস্থিত একটি কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাটি অনেক আগে প্রতিষ্ঠা করা হয়। মাদ্রাসাটির প্রতিষ্ঠাকাল হলো ১৯৫৭ সাল। মাদ্রাসাটির পরিচালক হলেন আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরী। বিশাল বড় এই মাদ্রাসাটিতে প্রায় সাড়ে সাত হাজারের বেশি ছাত্র অধ্যায়ন করে। মাদ্রাসাতে অভিজ্ঞ আলেম ইলমে দ্বীন অর্জনকারী হাফেজ ছাত্রদেরকে শিক্ষা দেয়া হয়। এই মাদ্রাসাটি সকলের কাছে বহুল পরিচিত একটি মাদ্রাসা।
যোগাযোগ
- MD.Salahuddin saheb
- Mobile no.01819-343980
- MD.Rafiq saheb
- Mobile no.01816-355952
- ওয়েবসাইট: jionanupur.com
১৬। চরমোনাই আহসানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসা
এই মাদ্রাসাটি বরিশাল জেলায় চরমোনাই গ্রামে অবস্থিত। এটি ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতেই এটি আলিয়া মাদ্রাসা হিসেবে চালু করা হয়। পরবর্তীতে ১৯৮২ সালে সৈয়দ ফজলুল করিম মাদ্রাসা থেকে কওমি বিভাগ চালু করেন। বর্তমানে মাদ্রাসাটিতে আলিয়া এবং কওমি দুটি শাখাই রয়েছে। সারা বাংলাদেশে এই মাদ্রাসাটিতে পড়া আলেম বা আলেমগণ বিভিন্ন জায়গায় ইসলামের খেদমত করে যাচ্ছে। ইসলামের খেদমতে ইসলাম শিক্ষার প্রসার বিতরণ করতে মাদ্রাসাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১৭। জামেয়া রশীদিয়া ফেনী
১৮। জামিয়া রাহমানিয়া আরাবিয়া, ঢাকা
১৯। জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম (উমরগঞ্জ মাদ্রাসা)
২০। জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম, বড় কাটরা
এই তালিকাটি সাধারণত বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে তৈরি করা হয়েছে, যেমন শিক্ষার মান, অবকাঠামো, এবং প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য।
আরও জানুন: স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় ? ইসলাম কি বলে জেনে নিন
ঢাকা বিভাগের সেরা কওমি মাদরাসার তালিকা
ঢাকা বিভাগের সেরা কওমি মাদ্রাসার তালিকা:
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ | বসুন্ধরা |
শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার | খিলক্ষেত |
মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া | পল্লবী |
জামিয়া ইকরা বাংলাদেশ | খিলগাঁও |
জামিয়া ইসলামিয়া আরাবিয়া | ইসলামপুর |
জামিয়া মাদানিয়া বারিধারা | ঢাকা |
জামিয়া সাহবানিয়া দারুল উলুম | নিউমার্কেট, ঢাকা |
জামিয়া কুরআনিয়া আরাবিয়া | লালবাগ |
জামিয়া রাহমানিয়া আরাবিয়া | মোহাম্মদপুর |
জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম | বড় কাটরা |
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া | রামপুরা |
জামিয়া নূরিয়া ইসলামিয়া | টংগী |
জামিয়া শরইয়্যাহ মালিবাগ | ঢাকা |
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ | গেন্ডারিয়া |
জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া | যাত্রাবাড়ী |
জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম | মিরপুর |
জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া | বনানী |
জামিয়া ইসলামিয়া দারুল উলুম আকবর | মিরপুর |
জামিয়া মাদানিয়া আঙ্গুরা | মুহাম্মদপুর |
জামিয়া ইসলামিয়া লালমাটিয়া | মুহাম্মদপুর |
তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা | ঢাকা |
মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা | যাত্রাবাড়ী |
মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী | ঢাকা |
আল জামিয়াতুল ইমদাদিয়া | কিশোরগঞ্জ |
আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর | নারায়ণগঞ্জ |
জামিয়া আরাবিয়া শামসুল উলুম ফরিদপুর | পশ্চিম খাবাসপুর, ফরিদপুর জেলা |
চট্টগ্রাম বিভাগের সেরা কওমি মাদরাসা
চট্টগ্রাম বিভাগের সেরা কওমি মাদরাসাগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম হলো:
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম | হাটহাজারী, চট্টগ্রাম |
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর | ফটিকছড়ি |
আল জামেয়াতুল ইসলামিয়া আল আরাবিয়া মোজাহেরুল উলুম | বাকলিয়া |
আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া | পটিয়া |
আল জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম চারিয়া | হাটহাজারী |
আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি | পটিয়া |
আল জামিয়াতুল ইসলামিয়া হামিয়ুচ্ছুন্নাহ মেখল | হাটহাজারী |
জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়া | চসিক |
আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর | ফটিকছড়ি |
আল জামিয়াতুল মাদানিয়া চট্টগ্রাম | শুলকবহর |
আল জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট | ফটিকছড়ি |
আল জামিয়াতুল আরাবিয়া হাইলধর মাদ্রাসা | চট্টগ্রাম |
জামেয়াতুল উলুম আল-ইসলামিয়া লালখান বাজার | চট্টগ্রাম |
মাদ্রাসা আরাবিয়া খাইরিয়া | আনোয়ারা থানা |
জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম | কুমিল্লা |
আয়েশা ছিদ্দিকা রা. মহিলা মাদ্রাসা কমপ্লেক্স | কুমিল্লা |
জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা | চাঁদপুর |
জামিয়া ইসলামিয়া আহমাদিয়া কচুয়া | চাঁদপুর |
জামেয়া রশীদিয়া ফেনী | ফেনী |
জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা | ব্রাহ্মণবাড়িয়া |
জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর | ব্রাহ্মণবাড়িয়া |
আল জামিয়াতুল ইসলামিয়া তাজুল উলুম তাহাফফুজে খতমে নবুয়ত | ব্রাহ্মণবাড়িয়া |
আল বাতুল মহিলা মাদ্রাসা | ব্রাহ্মণবাড়িয়া |
সিলেট বিভাগের সেরা কওমি মাদ্রাসার নাম
সিলেট বিভাগের সেরা মাদ্রাসাগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু হল:
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
জামেয়া ইসলামিয়া ইমদাদুল উলুম উমরগঞ্জ মাদরাসা | বাটইআইল, কানাইঘাট |
জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস | কানাইঘাট থানা সদর |
ঢাকাউত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসা | গোলাপগঞ্জ উপজেলা |
জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দী | জকিগঞ্জ থানা |
জামেয়া মাদানিয়া ইসলামিয়া | কাজির বাজার |
জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল (রহ.) | সিলেট |
জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর | গহরপুর, বালাগঞ্জ উপজেলা |
জামিয়া ইসলামিয়া দারুল হাদিস রাজাগঞ্জ ইউনিয়ন | কানাইঘাট |
জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর | হবিগঞ্জ |
আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মৌলভীবাজার | মৌলভীবাজার |
পড়াশোনার মান অনুযায়ী রাজশাহী বিভাগের সেরা কওমি মাদ্রাসা
রাজশাহী বিভাগের সেরা মাদ্রাসা গুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম হলো:
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
আল জামিয়া আল ইসলামিয়া কাসেমুল উলুম (জামিল মাদরাসা) | বগুড়া |
জামেয়া আরাবিয়া শামছুল উলুম (কারবালা মাদ্রাসা) | বগুড়া |
আল জামিয়া আল আশরাফিয়া | পাবনা |
খুলনা বিভাগের কওমি মাদ্রাসার নাম
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম | খুলনা সিটি কর্পোরেশন |
জামিয়া আরাবিয়া মুহিউল ইসলাম | অভয়নগর উপজেলা, যশোর |
জামিয়া এজাজিয়া দারুল উলুম যশোর | যশোর রেলস্টেশন |
বরিশাল বিভাগের সেরা কয়েকটি কওমি মাদরাসা
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া বরিশাল | আমানতগঞ্জ, বরিশাল |
চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া | চরমোনাই গ্রাম, বরিশাল |
ময়মনসিংহ বিভাগের কওমি মাদ্রাসার তালিকা
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া | ফুলপুর, ময়মনসিংহ |
জামিয়া ইসলামিয়া মোমেনশাহী | চরপাড়া, ময়মনসিংহ |
রংপর বিভাগের সবচেয়ে ভালো কওমি মাদরাসা
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
জামিয়া কারিমিয়া নুরুল উলুম | রংপুর |
কওমি মাদরাসা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ইসলামী শিক্ষা প্রদান করা হয়। এসব মাদরাসা ছাত্রদের ধর্মীয় ও নৈতিক উন্নতির পাশাপাশি সমাজের সেবায় উৎসাহী করে। আপনার সন্তানকে উপরোক্ত কওমি মাদ্রাসায় পড়িয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন।
ইসলামি শিক্ষায় আলিয়া মাদ্রাসার ভূমিকা উল্লেখযোগ্য। নিম্নে তুলে ধরা আলিয়া মাদ্রাসাগুলো উচ্চমানের শিক্ষা এবং ইসলামী জ্ঞানের জন্য বিখ্যাত।
বাংলাদেশের সেরা আলিয়া মাদ্রাসার তালিকা
বাংলাদেশে অনেক কামিল মাদ্রাসা রয়েছে এবং ফলাফলের দিক থেকে নিম্নোক্ত আলিয়া মাদ্রাসা সমূহ শীর্ষে অবস্থান করে।
- তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা
- সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা
- সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা
- মুহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা
- ছারছিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা
- খুলনা আলিয়া কামিল মাদরাসা
- দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা
- জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা
- বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা
- জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা
- ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা
- আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা
- টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা
- চরমোনাই আহসানাবাদ রশীদিয়া কামিল মাদ্রাসা
ঢাকা বিভাগের আলিয়া মাদ্রাসার তালিকা
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি কামিল মাদ্রাসা রয়েছে, এবং ফলাফলের দিক থেকে ঢাকা বিভাগের আলিয়া মাদ্রাসা সমূহ শীর্ষে অবস্থান করে।
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা | বকশীবাজার, ঢাকা |
তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা | যাত্রাবাড়ী থানা, ঢাকা |
কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া মাদ্রাসা | মোহাম্মাদপুর, ঢাকা |
মিছবাহুল উলূম কামিল মাদ্রাসা | মতিঝিল থানা, ঢাকা |
জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা | সদর উপজেলা, নরসিংদী |
দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা | ডেমরা থানা, ঢাকা |
নাজমুল হক মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা | খিলগাঁও থানা, ঢাকা |
ধীপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা | টংগিবাড়ী উপজেলা, মুন্সীগঞ্জ |
গাউছিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা | মোহাম্মাদপুর থানা, ঢাকা |
পিংগলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা | কাশিয়ানী উপজেলা, গোপালগঞ্জ |
মুহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা | মিরপুর থানা, ঢাকা |
পলাশ ইসলামিয়া আলিম মাদ্রাসা | পলাশ উপজেলা, নরসিংদী |
চট্টগ্রাম বিভাগের আলিয়া মাদ্রাসার তালিকা
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা | পৌরসভা, চট্টগ্রাম |
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা | পশ্চিম ষোলশহর ওয়ার্ড, চট্টগ্রাম |
কাট্টলী জাকেরুল উলুম ফাজিল মাদ্রাসা | আকবর শাহ, চট্টগ্রাম |
জামেয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা | নাজিরহাট পৌরসভা, চট্টগ্রাম |
শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা | পটিয়া পৌরসভা, চট্টগ্রাম |
মীরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসা | মীরসরাই পৌরসভা, চট্টগ্রাম |
টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা | সদর উপজেলা, লক্ষ্মীপুর |
বশিকপুর ডি.এস.ইউ কামিল মাদ্রাসা | বশিকপুর ইউনিয়ন, লক্ষ্মীপুর |
ফরাজিকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসা | মতলব উত্তর উপজেলা, চাঁদপুর |
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা | ফরিদগঞ্জ উপজেলা, চাঁদপুর |
জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা | পশ্চিম ষোলশহর ওয়ার্ড, চট্টগ্রাম |
সাদরা হামীদিয়া ফাজিল মাদ্রাসা | হাজীগঞ্জ উপজেলা, চাঁদপুর |
নুনিয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা | শাহরাস্তি উপজেলা, চাঁদপুর |
লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা | ফরিদগঞ্জ উপজেলা, চাঁদপুর |
নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা | মতলব উপজেলা, চাঁদপুর |
বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসা | চান্দিনা উপজেলা, কুমিল্লা |
পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা | পরশুরাম উপজেলা, ফেনী |
আবু তোরাব ফাজিল মাদ্রাসা | মীরসরাই উপজেলা, চট্টগ্রাম |
কাটিরহাট মুফিদুল ইসলাম ফাজিল মাদ্রাসা | হাটহাজারী উপজেলা, চট্টগ্রাম |
জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা | দোহাজারী পৌরসভা, চট্টগ্রাম |
জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা | মীরসরাই উপজেলা, চট্টগ্রাম |
ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল মাদ্রাসা | ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম |
বারখাইন জামেয়া জমহুরিয়া ফাযিল মাদরাসা | আনোয়ারা উপজেলা, চট্টগ্রাম |
বুড়িশ্চর জিয়াউল উলুম ফাজিল মাদ্রাসা | হাটহাজারী উপজেলা, চট্টগ্রাম |
মাদবারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসা | মীরসরাই উপজেলা, চট্টগ্রাম |
মাদ্রাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল | হালিশহর থানা, চট্টগ্রাম |
সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসা | মীরসরাই উপজেলা, চট্টগ্রাম |
মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা | মীরসরাই উপজেলা, চট্টগ্রাম |
মগনামা মাঝিরপাড়া শাহ রশিদিয়া আলিম মাদ্রাসা | পেকুয়া উপজেলা, কক্সবাজার |
গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদ্রাসা | মীরসরাই উপজেলা, চট্টগ্রাম |
নূরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা | সীতাকুণ্ড উপজেলা, চট্টগ্রাম |
ফতেপুর মঞ্জুরুল ইসলাম আলিম মাদ্রাসা | হাটহাজারী উপজেলা, চট্টগ্রাম |
মাদ্রাসা-এ-মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া | সীতাকুন্ড উপজেলা, চট্টগ্রাম |
সাতবাড়িয়া বার আউলিয়া হামেদিয়া আলিম মাদ্রাসা | চন্দনাইশ উপজেলা, চট্টগ্রাম |
জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা | চন্দনাইশ উপজেলা, চট্টগ্রাম |
হাইদগাঁও মোজাহেরুল ইসলাম আলিম মাদ্রাসা | পটিয়া উপজেলা, চট্টগ্রাম |
আবিরনগর মাহমুদিয়া দাখিল মাদ্রাসা | লক্ষ্মীপুর সদর উপজেলা, লক্ষ্মীপুর |
করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা | ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম |
ভূজপুর শরিয়তুল উলুম দাখিল মাদ্রাসা | ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম |
গুমানমর্দন পেশকারহাট ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা | হাটহাজারী উপজেলা |
সিলেট বিভাগের আলিয়া মাদ্রাসার তালিকা
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা | চৌহাট্টা, সিলেট |
গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসা | গাছবাড়ি বাজার, সিলেট |
সৎপুর কামিল মাদরাসা | বিশ্বনাথ উপজেলা, সিলেট |
বুরাইয়া কামিল মাদরাসা | ছাতক উপজেলা, সুনামগঞ্জ |
মাথিউরা সিনিয়র ফাযিল ডিগ্রি মাদরাসা | বিয়ানীবাজার উপজেলা, সিলেট |
সুজাউল সিনিয়র ফাযিল মাদ্রাসা | বড়লেখা উপজেলা, মৌলভীবাজার |
সিংচাপইড় সিনিয়র আলিম মাদ্রাসা | ছাতক উপজেলা, সুনামগঞ্জ |
রাজশাহী বিভাগের আলিয়া মাদ্রাসার তালিকা
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা | সদর উপজেলা, বগুড়া |
পাবনা আলিয়া মাদ্রাসা | সদর উপজেলা, পাবনা |
করমজি মজিদিয়া ফাজিল মাদ্রাসা | দুপচাঁচিয়া উপজেলা, বগুড়া |
জোড়খালী ফাযিল মাদ্রাসা | ধুনট উপজেলা, বগুড়া |
উলাট সিদ্দিকিয়া ফাযিল মাদ্রাসা | সুজানগর উপজেলা, পাবনা |
জামুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা | শেরপুর উপজেলা, বগুড়া |
পাবনা ইসলামিয়া মাদ্রাসা | সদর উপজেলা, পাবনা |
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী | রাজশাহী মহানগর, রাজশাহী |
রংপুর বিভাগের আলিয়া মাদ্রাসার তালিকা
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদরাসা | সদর উপজেলা, রংপুর |
মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা | গোবিন্দগঞ্জ উপজেলা, গাইবান্ধা |
কাকিনাহাট মোস্তাফাবিয়া কামিল মাদ্রাসা | কালীগঞ্জ উপজেলা, লালমনিরহাট |
কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসা | সদর উপজেলা, কুড়িগ্রাম |
বরিশাল বিভাগের আলিয়া মাদ্রাসার তালিকা
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
ছারছিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা | নেছারাবাদ উপজেলা, পিরোজপুর |
ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা | সদর উপজেলা, ঝালকাঠি |
কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসা | রাজাপুর উপজেলা, ঝালকাঠি |
চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা | চরফ্যাশন উপজেলা, ভোলা |
হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল মাদ্রাসা | চরফ্যাশন উপজেলা, ভোলা |
নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদ্রাসা | কাউখালী উপজেলা, পিরোজপুর |
পশ্চিম জিন্নাগড় নুরীয়া আলিম মাদ্রাসা | চরফ্যাশন উপজেলা, ভোলা |
হানুয়া লক্ষ্মীপাশা মুহাম্মাদিয়া আলিম মাদ্রাসা | বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল |
পশ্চিম শাওড়া আলিম মাদরাসা | গৌরনদী উপজেলা, বরিশাল |
ফুলতলা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসা | বেতাগী উপজেলা, বরগুনা |
খুলনা বিভাগের আলিয়া মাদ্রাসার তালিকা
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
খুলনা আলিয়া মাদ্রাসা | খুলনা সদর, খুলনা |
খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা | খালিশপুর, খুলনা |
চৌগাছা কামিল মাদ্রাসা | চৌগাছা উপজেলা, যশোর |
কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা | সদর উপজেলা, কুষ্টিয়া |
আলমডাঙ্গা আলিম মাদ্রাসা | আলমডাঙ্গা উপজেলা, চুয়াডাঙ্গা |
ময়মনসিংহ বিভাগের আলিয়া মাদ্রাসার তালিকা
মাদ্রাসার নাম | অবস্থান |
---|---|
মোমেনশাহী দারুস সুন্নাত কামিল মাদ্রাসা | সদর উপজেলা, ময়মনসিংহ |
গফরগাঁও জে এম মাদরাসা | গফরগাঁও, ময়মনসিংহ |
আকাবা আলিয়া মাদ্রাসা | সদর উপজেলা, জামালপুর |
গয়েশপুর দারুল উলুম ফাজিল মাদরাসা | গফরগাঁও, ময়মনসিংহ |
বাকচান্দা সিনিয়র ফাজিল মাদ্রাসা | নান্দাইল, ময়মনসিংহ |
আচারগাঁও ফাজিল মাদ্রাসা | নান্দাইল, ময়মনসিংহ |
উপসংহার
বাংলাদেশের সেরা মাদ্রাসাগুলোর তালিকা নির্ধারণ করতে গিয়ে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হয়। প্রথমত, শিক্ষার মান এবং পাঠ্যক্রমের গুণগত মান। দ্বিতীয়ত, মাদ্রাসার পরিবেশ এবং সুযোগ-সুবিধা, যেমন পাঠাগার, ল্যাবরেটরি এবং হোস্টেল সুবিধা। তৃতীয়ত, মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীদের যোগ্যতা এবং অভিজ্ঞতা। এছাড়াও, মাদ্রাসার শিক্ষার্থীদের কৃতিত্ব এবং সমাজে তাদের অবদানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব বিষয়ের ভিত্তিতে কিছু নামকরা মাদ্রাসা উপরে আমরা উল্লেখ করেছি। এসব মাদ্রাসা তাদের উচ্চমানের শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে দেশের ইসলামী শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অবশেষে প্রিয় পাঠকগণ এর উদ্দেশ্যে বলবো সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার ও আপনার সন্তানের দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনে।
তথ্যসূত্র: কওমি মাদ্রাসা ও আলিয়া মাদ্রাসা
আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।