বিজ্ঞান কি

হাসিবুর
লিখেছেন -

বিজ্ঞান কি - বিজ্ঞান হচ্ছে বিশেষ সম্বলিত জ্ঞান। বিশেষ জ্ঞানের বিজ্ঞান হচ্ছে সমাধান। ভূ-তত্ত্ব থেকে ভৌত জগতের জাগতিক প্রশ্ন, সমস্যা, সেই সমস্যার কারণ, তথ্য, পরীক্ষা, গবেষণা, পর্যবেক্ষণ, পর্যালোচনা, যাচাইকরণ, ত্রুটি, ত্রুটি সংশোধন, গবেষণা সমাধানের মাধ্যমে ফলাফল হচ্ছে বিজ্ঞানের রূপ। বিশেষভাবে বিশ্লেষণের মাধ্যমে নিয়মতান্ত্রিক গবেষণার পরীক্ষার ফলাফল হচ্ছে বিজ্ঞান। বিশেষ জ্ঞানে সমন্বিত বিশাল জ্ঞান ভান্ডার হল বিজ্ঞান।

বিজ্ঞান কি

বিজ্ঞান কি

বিজ্ঞানের মৌলিকতার রয়েছে যুক্তিযুক্ত প্রমাণিত সত্য। বিজ্ঞান হচ্ছে মূলত পরীক্ষণমূলক কাজ। সঠিক নিয়ম তান্ত্রিক পরীক্ষণ দ্বারাই প্রমাণিত বিজ্ঞান এর ফল। আমাদের প্রশ্নের উত্তর, ত্রুটির সমাধানই হচ্ছে বিজ্ঞান। সময়, তাপমাত্রা, ওজন, আকার, পরিমাপ সবকিছুই বিজ্ঞানের সৃষ্টি। দৈনন্দিন জীবনে বিজ্ঞান আমাদের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। 

বিজ্ঞান এমন এক ধরনের জ্ঞান যা কোন কিছু দেখা বা শোনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে সক্ষম। মনগড়া কোন ব্যাখ্যা কখনোই বিজ্ঞানের অংশ হতে পারে না। বিজ্ঞানের আসল ব্যাখা হলো গবেষণা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণিত সমর্থিত ঘটনা। প্রাকৃতিক, সামাজিক, ভূ-তাত্ত্বিক, ভৌত জাগতিক, অর্থনৈতিক, ঘটনা সম্পর্কে বিস্তারিত বিশ্লেষিত জ্ঞান বিজ্ঞানের অংশ। 

যথোপযুক্ত বিজ্ঞানসম্মত চিন্তা ধারা এবং সুচারু দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিজ্ঞানের জ্ঞান অর্জন সম্ভব। বিভিন্ন ধরনের তাত্ত্বিক যুক্তিযুক্ত জ্ঞান হচ্ছে বিজ্ঞানের সমন্বয়। সমস্ত শর্ত সম্পন্ন করার মাধ্যমে যে বা যাই বিচার বিশ্লেষণ করা হোক না কেন ফল একই হবে। তত্ত্ব জ্ঞান সম্মিলিত যে কোনো গবেষণার ফল প্রকাশে কোন প্রকার ভিন্নতা আসবেনা, একমাত্র ত্রুটিযুক্ত গবেষণা ছাড়া। 

পরীক্ষণ এর মাধ্যমে বিজ্ঞানের প্রকৃত জ্ঞান আরোহন করা সম্ভব। পরীক্ষণ দ্বারা উপাত্ত বিশ্লেষণ করে যথাযথ নিয়ম-নীতি মেনে গবেষণার দ্বারা যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত ভুল তাহলে তা আবার বিশ্লেষণের মাধ্যমে নতুন সিদ্ধান্তে উপনীত হতে হবে। জ্ঞান অর্জনের কোনো সময়সীমা বা আবদ্ধ তা নেই। বিজ্ঞানের জ্ঞান অর্জনের নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞানসম্মত জ্ঞান আরোহন করা যায়। বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করা যায় বিভিন্ন পদ্ধতি প্রক্রিয়ার মাধ্যমে গবেষণার দ্বারা।

আরো পড়ুনঃ থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!