ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা — প্রত্যেক ফ্যামিলিতে ভাইয়েরা পরম বন্ধু এবং একসঙ্গে বড় হওয়ার জন্যে বড় কিংবা ছোট ভাই-বোনের আজীবনের সঙ্গীও বটে। তারা শৈশবকাল থেকেই বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে থাকে। আপনার ছোট ভাইকে খুশি করার জন্য তার জন্মদিনে আপনার মনে কষ্ট চেপে না রেখে ছোটো কিংবা বড় ভাই যেটাই হোক তাকে ভালবাসা দেখাবেন।
জন্মদিন কেবলমাত্র একজনের বয়স উদযাপনের উপলক্ষ্য না বরং তারা আপনাকে কি বোঝায় তা জানানোর একটা উপলক্ষও মাত্র। আপনার ছোট ভাইয়ের জন্মদিনের বিশেষ দিনে তার প্রতি কৃতজ্ঞতা এবং ভালবাসা প্রকাশের জন্যে আজকের এই আর্টিকেল থেকে জন্মদিনের শুভেচ্ছা বেছে নিয়ে তাকে অবাক করে দিতে পারবেন। চলুন তাহলে জেনে নেই ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা গুলোঃ
আরো পড়ুনঃ প্রেমিকার জন্য রোমান্টিক কথা
ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা
১। আমার ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার বিশেষ দিনটিকে পুরোপুরি উপভোগ করো! তোমার জন্য অনেক ভালবাসা রইলো।
২। প্রিয় অনুজ, জানাই জন্মদিনের শুভেচ্ছা। জীবনের সব পথে জাগুক যেন তোমার সৎ ইচ্ছা। ভালো থাকো সবসময় আমাদের আদরের মণি হয়ে। চঞ্চলতায় মাতিয়ে রাখো ঘরের প্রাণ হয়ে। প্রত্যাশা রাখি জীবন তোমার রাঙাবে সফলতায়। এগিয়ে যাও সকল ক্ষেত্রে চলো সুনিপুণ ধারায়।
৩। আদরের প্রিয় ছোটভাই আজকে তোমার শুভ জন্মদিন, আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা নাও। আমার তরফ থেকে তোমার জন্য একটা সুন্দর উপহার রয়েছে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তুমি। তার আগে আজকের এই শুভ জন্মদিনের দিন কথা দাও ভালো করে পড়াশোনা করবে আর সবার কথা শুনে চলবে। হ্যাপি বার্থডে টু ইউ।
৪। “শুভ জন্মদিন” আদরের ছোট ভাই তুমি। আমার স্নেহের মমতাময়ী ছোট ভাই আজ তোমার জীবনের উল্লেখযোগ্য একটি দিন। এই দিনে তুমি অশেষ রহমতে আমাদের কাছে এসেছিলে। আমাদের এই ছোট পরিবারটি তোমার আগমনে পূর্ণ হয়ে উঠেছিল। খোদার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তোমাকে আমাদের মাঝে দিয়েছিল। তুমি আমাদের পরিবারে এসেছিলে বলে আমাদের পরিবারটি কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে।
আমার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। তোমার এই দিনের জন্য আমি তোমার সুন্দর একটি উপহার কিনেছি তবে, এই জন্মদিনে আমাকে কথা দিতে হবে যে, মনোযোগ দিয়ে তুমি পড়াশোনা করবে আব্বু-আম্মুর মুখ উজ্জ্বল করবে। মানুষের মত মানুষ হয়ে উঠবে ছোট ভাইয়া। গুরুজনদের শ্রদ্ধা ও সম্মান করবে একজন মনের মত মানুষ গড়ে ওঠো এই তোমার শুভদিনে কামনা করি। তোমার আগামী দিন শুভ হয়ে উঠুক” শুভ জন্মদিন”।
আরো পড়ুনঃ রাগ কমানোর সহজ উপায়
৫। হ্যাপি বার্থডে টু ইউ প্রিয় ভাই। তুমি আমাদের সকলের আদরের। তাই আমি চাই তুমি জীবনে অনেক বড় হয়ে আমাদের মুখ উজ্জ্বল করো আর নিজেও সফল হও। কারণ তুমি সফল হলেই আমি নিজেকে সফল মনে করব। তাই সবসময়ই ভালো করে পড়াশোনা করতে হবে এবং লক্ষ্য নির্ধারণ করে ভবিষ্যৎ পথচলা শুরু করতে হবে। অনেক অনেক শুভকামনায় তোমার বড় ভাই।
৬। আজকের দিনটি আমার কাছে বিশেষ। কারণ আজ আমি তোমাকে আমার ভাই হিসেবে পেয়েছিলাম। তোমার মুখে প্রথম আপুনি শুনে আমি যে খুশি হয়েছিলাম তা জীবনে হইনি। সারাজীবন আমার লক্ষি ভাইটি হয়ে থেকো। শুভ জন্মদিন প্রিয় ভাই।
৭। তোমার প্রতি আমার ভালবাসার কথা এক কথায় বর্ণনা করা যায় না। আমার প্রতি সবচেয়ে যত্নশীল ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা। আমি তোমাকে অনেক ভালোবাসি!
৮। আজকের এই দিনটি তোমার জীবনে একটি বিশেষ দিন। আজকের এই দিনে তোমার সুন্দর ভবিষ্যৎ ও আগামী দিনের সাফল্য লাভের জন্য দোয়া রইল। আজকের দিনটি তোমার জীবনে মঙ্গলময় হয়ে আসুক। তোমার উচ্চ শিখরে পৌঁছানোর মঙ্গলময় সব দিন কামনা করি। “শুভ জন্মদিন” অনেক অনেক শুভকামনা রইল।
৯। শুভজন্মদিন ছোট ভাই। জন্মদিনের শুভেচ্ছা ও ভালবাসা নাও। আজকের এই খুশি ও আনন্দের দিনে তোমার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষৎ কামনা করছি। দীর্ঘজীবী হও যেন তোমার জীবনে বহুবার এই আনন্দের দিনটি ফিরে আসে। তবে সবসময়ই মনে রাখবে সময় গতিশীল আর এই গত হওয়া সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। পরিশ্রম ও সুষ্ঠু কাজের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নাও আজকের এই জন্মদিনে।
১০। স্নেহের ছোটু জন্মতিথির শুভ লগ্নে জানায় প্রাণঢালা শুভকামনা। প্রতিটি দিন ফুটে উঠুক পুষ্পসজ্জিত স্নিগ্ধতার মতো পবিত্রতার রঙে।ভরে উঠুক জীবন তোমার অপ্রতুল সম্ভাবনায়। পৃথিবীর বুকে প্রজ্জ্বলিত করো নিজের অনন্য স্বত্বা।
আরো পড়ুনঃ মেদ কমানোর সহজ উপায়
ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা
১১। তোমার এই বিশেষ দিনটিতে আন্তরিক শুভেচ্ছা, ভাই! তুমি কেবল আমার জীবনের সমর্থন নয়, আমার জীবনের গর্বও বটে। তুমি আমার কাছে না থাকলে আমি টুকরো টুকরো হয়ে যেতাম। শুভ জন্মদিন।
১২। “শুভ জন্মদিন” ছোট ভাইয়া। আজ এই দিনে দোয়া করি সৃষ্টিকর্তার কাছে তোমার আগামীর দিনগুলো যাতে আনন্দ সুখ স্বাচ্ছন্দ ভরে ওঠে। তোমার জীবনে সম্মানের উচ্চ শিখরে পৌছাক। দেখতে দেখতে তুমি অনেক বড় হয়ে গেলে সব সময় আদর্শবান হওয়ার চেষ্টা করবে। সব সময় নীতিবান মানুষ হওয়ার চেষ্টা করবে।”শুভ জন্মদিন” তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি মনে রাখবে মহৎ ব্যাক্তি অনেক সম্মানের অধিকারী ভালো থেকো।”শুভ জন্মদিন “।
১৩। শুভ জন্মদিন ছোট ভাই। আজকের দিনটি আমার এবং পরিবারের জন্য অনেক আনন্দের ছিল কেননা তুমি জন্ম নিয়েছিলে আজ। দেখতে দেখতে তুমি অনেক বড় হয়ে গেলে। সবসময়ই ভালো ছেলে হয়ে থাকবে। গুরুজনদের কথা শুনে চলতে হবে এবং সৎ হতে হবে। জন্মদিন তোমার ভাল কাটুক আর অনেক আনন্দ করো। শুভেচ্ছা ও শুভকামনা রইল বড় ভাইয়ের তরফ থেকে।
১৪। আজকের এই দিন অনন্য বিশেষ দিন, করেছিলি তুই আমাদের পরিবারকে ভরপুর রঙিন। জীবনের সকল বাঁধা তোর ঘুঁচে যাক নিমিষে। শীর্ষে পৌঁছে সফলতার সোপান আনবি একদিন ভোর শেষে। প্রত্যাশা রইলো জীবন ছন্দে মাতবি তুই নির্বিশেষে। শুভ জন্মদিন!
১৫। ভাই হিসাবে আমরা যে ভালবাসা এবং স্নেহ শেয়ার করি তা কেবল বছরের পর বছর ধরে আরও বেড়ে যায়। আজকের এই দিন অবিস্মরণীয় হয়ে থাক। শুভ জন্মদিন, প্রিয় ভাই!
আরো পড়ুনঃ গার্লফ্রেন্ডের জন্মদিনের জন্য ভালো উপহার
১৬। তোমার এই শুভ দিনে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। “শুভ জন্মদিন” ভাইয়া। শুভেচ্ছা গ্রহণ করো তুমি আমার অনেক আদরের ছোট ভাই তুমি আমার জীবনের এক আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। অনেক ভালোবাসি তোমাকে জীবনের থেকেও সেটা তুমি হয়তো বা জানো।
তোমাকে কতটা স্নেহ করি সেটা তোমার অজানা নয়। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন তা তো তুমি জানো ভাইয়া। তাই তো বলছি এই শুভ দিনে, সঠিক ভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। লক্ষ্য নির্ধারণ করো, এটাই কামনা করি ছোট ভাইয়া।” শুভ জন্মদিন
১৭। তোমার বড় ভাইয়ের তরফ থেকে জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করো। অনেক ভালো লাগে তোমার মত একটা ভাই আছে আমার। সবসময়ই ভাল মানুষ হওয়ার চেষ্টা করবে, যেন তোমাকে নিয়ে সকলের গর্ব হয়। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। জন্মদিন সুন্দর ভাবে কাটাও ও ভাল থেকো সবসময়।
১৮। তোমার মত ভালো একজন মানুষ আমার ছোট ভাই এটাই আল্লাহর সব চেয়ে বড় দান আমার জীবনে। আলহামদুলিল্লাহ আমি তোমাকে জীবনে পেয়ে। শুভ জন্মদিন ভাই।
১৯। তোমার মতো প্রেমময় এবং যত্নশীল ভাইকে পাওয়া আমার জন্য এক মহান আশীর্বাদ। আমি আপনাকে ভালবাসি এবং তোমার উজ্জ্বল জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি!
আরো পড়ুনঃ হজম শক্তি বৃদ্ধির উপায়
ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা
২১। জন্মদিনের শুভেচ্ছা রইল ছোট ভাই। জন্মদিন মানেই আনন্দের দিন কেননা এই শুভক্ষণেই পৃথিবীতে এসেছিলে তুমি আর সবাইকে আনন্দে ভাসিয়ে দিয়েছিলে। তাই দিনটি আমার কাছে একটা স্বরণীয় দিন হয়ে থাকবে সবসময়। সবাইকে সাথে নিয়ে জন্মদিনের আনন্দ ভাগ করে নাও। শুভকামনা রইল তোমার জন্য।
২২। তোর জন্মদিনে শুভেচ্ছা জানায়ে কোন লাভ আছে? জীবনে তো কোন ট্রিট দিলি না। শুধু আমার থেকে আদায়ের ধান্ধা। এসব জন্মদিনে তিনে আমি বিশ্বাস করি না। তোরে তো আনছে কুড়ায়ে। তাও কাঁদবি বলে শুভেচ্ছা জানাই৷ শুভ জন্মদিন যা!
২৩। আমার ভাইকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা! আমার জীবনে তোমার উপস্থিতি আরও আনন্দময় এবং বর্ণময় করে তুলেছে! তোমার জীবনের প্রতিটি মুহুর্ত মূল্যবান হয়ে উঠুক।
২৪। ”শুভ জন্মদিন” ছোট ভাইয়া আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। এই দিনে অনেক ভালো থেকো এই দিনের মতো এক টি দিন আসবে বলে অপেক্ষা করি। আজ তোমার শুভ জন্মদিন মানুষের মত মানুষ হয়ে ওঠো। তোমাকে যেন নিয়ে সবাই আমরা গর্ববোধ করতে পারি। তুমি আমাদের গর্বের বিষয় সুন্দরভাবে সময়কে কাজে লাগিয়ে প্রতিটি মুহূর্ত শুভক্ষণ করে উঠে।শুভ জন্মদিন ভাইয়া ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসি তোমাকে ছোট ভাইয়া “শুভ জন্মদিন"
২৫। আজকের এই শুভ জন্মদিনে তোমার সুন্দর ভবিষ্যৎ ও আগামী দিনের সাফল্য লাভের জন্য দোয়া রইল। জন্মদিন অনেক সুন্দর করে কাটাও। ভাল মানুষ হওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাও ও কঠোর পরিশ্রম করো সফলতা আসবেই একসময়। জীবন ভাল মানুষ হওয়াটা সবচেয়ে জরুরি সবার আগে। শুভ জন্মদিন ছোট ভাই।
আরো পড়ুনঃ পড়া মনে রাখার সহজ উপায়
২৬। “শুভ জন্মদিন” উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনুক তোমার আগামী দিনের পথচলা। কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাও এই কামনা করি ছোট ভাইয়া। তুমি ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাও এটাই আমরা চাই। তোমার পাশে আমরা সবাই আছি। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন ভালোভাবে পড়াশোনা করতে হবে তোমাকে মন দিয়ে।
সম্মানীয় জায়গায় পৌঁছাতে হবে আমাদের সবার মুখ উজ্জ্বল করতে হবে। তাই সৎ মানুষ হয়ে বাঁচতে হলে এই পৃথিবীতে তোমাকে সাফল্যতা আনতে হবে। মনুষত্ববোধ ঠিক রাখতে হবে।এই দিন বার বার শতবার তোমার জীবনে ফিরে আসুক এটাই কামনা করি।” শুভ জন্মদিন” ভাইয়া। ভালো থেকো সুস্থ থেকো।
২৭। বড় ভাই তো আসলে তুই, আমি তোর ছোট। কারণ প্রতিবার ছোটবেলায় আমার কুকর্ম থেকে আমাকে তুই ই বাঁচাতি বাবার মার থেকে মিথ্যে বলে। আজো সেই কাজ তুই কি কম করিস। ভালোবাসা ভাই। তোর জন্যে বেশি কিছু আর বলার নাই আমার।
২৮। ছোট্ট চ্যাম্প, সৃষ্টিকর্তা তোমাকে সমস্ত ক্ষতি থেকে রক্ষা করুক এবং তোমার সকল বাসনা পূরণ করুক। শুভ জন্মদিন।
২৯। ”শুভ জন্মদিন “ছোট ভাইয়া জীবনে সফলতা অর্জন করার জন্য এখন থেকে তোমাকে প্রস্তুত হতে হবে। তোমাকে চিন্তা ধারা বজায় রাখতে হবে। জীবনে এগিয়ে যাওয়ার যে সকল পদক্ষেপ তা তোমাকে গ্রহণ করতে হবে তা গ্রহণ করো। অনেক শ্রম দিতে হবে তোমাকে জীবনের সফলতা অর্জনের জন্য। তোমার মতো একটি ছোট ভাই আছে বলে আমি সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ।
তোমার সঙ্গে ঝগড়া না করলে তো আমার একটা দিন ভালোই যায় না। তুমি তো আমার সব পছন্দের জিনিসগুলো পছন্দ করো, সব পছন্দের খাবারগুলো খেয়ে ফেলো তাইতো আমার মন খারাপ হয় না এমনি মজা করে বললাম। মন থেকে বলিনি ছোট ভাইয়া। শুভকামনা রইল তোমার জন্য “শুভ জন্মদিন” ছোট ভাইয়া ভালো থেকো।
৩০। শুভ জন্মদিন ভাই। তুই আমার সব থেকে কাছের বন্ধু। আমার বেস্ট ফ্রেন্ড। তুই না থাকলে বুঝতামই না ভাই বোন থাকার গুরুত্ব। তুই আমার প্রথম ভালোবাসা। শুভ জন্মদিন আমার আদুরে ভাই।
আরো পড়ুনঃ মোবাইল সাথে রেখে ঘুমানো কতটা বিপদজনক
ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা
৩৩। তোর মত একটা ইবলিশ শয়তান জীবেন না থাকলে বুঝতাম না শয়তানি কয় প্রকার ও কি কি। যাই হোক তাও বেঁচে থাক, ভালো থাক। শুভ জন্মদিন।
৩৪। আমরা দুজনে মারামারি কাটাকাটি করতে পারি, তবে আমি তোমাকে হৃদয় দিয়ে ভালবাসি। আমার প্রিয় ভাই, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা।
৩৫। “শুভ জন্মদিন”ছোট ভাইয়া জীবনের সমস্ত কঠিন দিকগুলো জয় করে সামনের দিকে এগিয়ে যাও। এই কামনা করি “শুভ জন্মদিন”।
আরো পড়ুনঃ অসফল মানুষদের 6 টি অভ্যাস যা আপনার জানা দরকার
৩৬। প্রিয় স্নেহাতুর জানাই তোমায় অনিন্দ্যতায় ভরা অপ্রতুল শুভকামনা। ছড়াও তোমার প্রতিভা তুমি পূর্ণ করে যত অভিবাসনা। জন্মলগ্নের এই ক্ষণে প্রত্যাশা রইলো বাঁচো তুমি উল্লাসে।সৃষ্টি ধরায় ব্যার্থতা ঘু্ঁচে সফলতার উদ্ভাসে। শুভ জন্মদিন!
৩৮। “শুভ জন্মদিন” ছোট ভাইয়া জীবনের সমস্ত কঠিন দিকগুলোকে জয় করে সামনের ভবিষ্যতের দিকে এগিয়ে যাও,এই কামনা করি এই বিশেষ দিনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ আর আমাদের সবাইকে অনেক সুখী রাখুক, এই কামনা করি, “শুভ জন্মদিন “ভাইয়া ভালো থেকো।
৩৯। এই দিনটি তোমার জীবনের নতুন সূচনা দেয়। আমি আপনাকে ভালবাসি এবং তোমার আনন্দময় হয়ে উঠুক। জন্মদিনের শুভেচ্ছা।
আরো পড়ুনঃ স্মৃতিশক্তি কেন হারায়? মনে রাখার ৯টি সহজ উপায়
ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা
৪১। আমার বাবা-মা থেকে পাওয়া জীবনের সেরা জিনিসটি হলো তুমি। আমার মুখে কীভাবে হাসি নিয়ে আসতে হয় তুমি খুব ভালভাবেই জানো। জন্মদিনের শুভেচ্ছা, প্রিয় ছোট ভাই।
৪৩। “শুভ জন্মদিন” ভাইয়া চাঁদের মতো উজ্জ্বল হোক তোমার জীবন। ধরণীর বুকে অনেক সম্মান নিয়ে নিজেকে নিজের পরিচয় দিয়ে বাঁচিয়ে রাখো নিজের ব্যক্তিত্বকে। মহান করে তুলো এখনই সময় তোমার সঠিক পথ নির্ধারণের জন্য। লক্ষ্য নির্ধারণ করো এই শুভ ক্ষনে এই শুভ দিনে, অনেক শুভকামনা রইল তোমার জন্য। সারা জীবন পাশে থাকবো এভাবেই শুভকামনা রইল ভাইয়া “শুভ জন্মদিন”।
৪৪। কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আমার ভাই সেরা আমি এটাই মানব সবসময়। সবাই বলে আমি তোকে প্রশ্রয় দি৷ আমি তাই দিব৷ শুধু আমাদের ভালো ভাইটি হয়ে থাকিস এভাবে। শুভ জন্মদিন।
আরো পড়ুনঃ বুদ্ধিমান লোকের ৭ টি ভালো অভ্যাস
৪৬। “শুভ জন্মদিন” ছোট ভাইয়া। তুমি আমার কলিজার টুকরা। তোমায় নিয়ে হাজার স্বপ্ন আমার মাঝে। জীবনে একজন মহৎ মানুষ হয়ে ওঠানোর ইচ্ছা আমার অনেক। জীবনে মানুষের মতো মানুষ হতে হবে তোমাকে। শুভকামনা রইল “শুভ জন্মদিন” শুভ হোক তোমার আগামীর পথচলা।
৪৭। শুভ জন্মদিন একজন ভালো মানুষ। তোকে না দেখলে বুঝতাম না মানুষ এত সরল হতে পারে। সুন্দর হতে পারে। এভাবেই নিজের সরলতা ধরে রাখিস ভাই।
৪৮। আমার কাছ থেকে তুমি অনেক দূরে তবে সবসময় আমার মনে কোণে থাকো। এই বিশেষ দিনে তোমাকে আরও মিস করছি। শুভ জন্মদিন প্রিয় ভাই।
৪৯। “শুভ জন্মদিন” ছোট ভাইয়া আজ তোমার জীবনে নতুন একটি অধ্যায়ঃ বলে সূচনা হলো। রঙিন ফুলের মতো তোমার জীবন হয়ে উঠুক রঙিন। জীবনের প্রধান এবং সঠিক লক্ষ্য নির্ধারণ করো, এখনি সময় তোমার লক্ষ্য নির্ধারণের একজন উদার মন-মানসিকতায় ভরে উঠুক তোমার জীবন। তোমার জীবন যেন আনন্দের সাগরে ভাসে এই কামনা করি, বিধাতার কাছে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। শুভকামনা রইল, ভাইয়া “শুভ জন্মদিন”।
৫০। শুভ জন্মদিন ছোটকু৷ দুষ্টামি কমিয়ে ফেলবি এই শপথ কর এই জন্মদিনে। তবেই উপহার পাবি এর আগে না।