প্রেমের কবিতা – Premer Kobita — কবিতা আমাদের অনেকেরই দুর্বলতার একটি জায়গা যা পছন্দের মানুষকে দিলে সে যদি আপনাকে নাও ভালোবাসে তারপরেও আপনার প্রেমের কবিতা দেখে আপনার প্রেমে পরে যেতে পারে। প্রেমের কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে প্রেম ভালোবাসা। একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষের মনের মিলনকে প্রেম বলে।
অনেকেই প্রেমের কবিতাকে ভালোবাসার কবিতাও বলে আখ্যায়িত করে থাকেন। কবিতাতে অতিরিক্ত রোম্যান্স থাকলে তাকে রোমান্টিক প্রেমের কবিতা বলা হয়। প্রেম ভালোবাসা হচ্ছে মানুষের জীবনের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। প্রেম রয়েছে বলেই মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে। যেখানে প্রেম নাই সেখানে বেঁচে থাকার আশায় ক্ষীণ।
বর্তমান সময়ে কমবেশি সবাই প্রেমে পরে থাকেন। যারা নতুন প্রেমে পড়ে গেছেন তাদের মাঝে অনেকেই ভালোবাসার মানুষটিকে সাহস করে তার মনের কথাগুলো বলতে পারেনা। কেননা তার মনের ভিতরে অনেক বেশি ভয় কাজ করে থাকে। এখন বেশিরভাগ প্রেম ভালবাসা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যার সাহায্য আপনি আপনার প্রিয় মানুষটিকে সাহস করে আপনার ভালোবাসার কথা বলতে পারেন।
তাই আপনাদের সুবিধার জন্য কিছু সেরা প্রেমের কবিতা, ভালবাসার কবিতা, রোমান্টিক প্রেমের কবিতা সংগ্রহ করেছে টেকনিক্যাল কেয়ার বিডি ওয়েবসাইটের টিম মেম্বার। যে সকল প্রেমের কবিতা দিয়ে আপনার ভালোবাসার মানুষটি খুশি এবং সন্তুষ্ট করতে পারবেন। তাই ভালোবাসার মানুষটিকে পটিয়ে ফেলতে পারেন প্রেমের কবিতা দিয়ে। চলুন জেনে নেই প্রেমের কবিতা গুলোঃ
আরো পড়ুনঃ ছোট ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা
প্রেমের কবিতা - রোমান্টিক প্রেমের কবিতা
[১ঃ প্রেমের কবিতা]
“দিন ফুরাবে রাত ফুরাবে, ফুরাবে ফুলের প্রান,
সমায় ফুরাবে, জীবন ফুরাবে, ফুরিয়ে যাবে জান,
But তোমার জন্য ফুরাবে না, আমার ভালোবাসার টান। I LOVE YOU❤ ”
[২ঃ প্রেমের কবিতা]
চোখের আড়াল হতে পারো, মনের আড়াল নয়,
মনে আমার সবসময় তোমার কথা কয়,
মনকে যদি প্রশ্ন করি আমার আপনকে ?
মন বলে এখন তোমার এসএমএস পড়ছে যে।
[৩ঃ প্রেমের কবিতা]
আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার,
যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই
উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত।
[৪ঃ প্রেমের কবিতা]
শুধু তুমি আছো তাই, আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই, তোমায় দেখে যাই,
তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই
আরো পড়ুনঃ পরোটা খাওয়ার উপকারিতা
[৫ঃ প্রেমের কবিতা]
যদি বৃষ্টি হতাম তোমার দৃষ্টি ছুয়ে দিতাম,
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম,
মেঘলা বড়ন অঙ্গ জুড়ে, তুুমি আমায় জড়িয়ে নিতে.!
কষ্ট আর পারতো না, তোমাকে অকারণে কষ্ট দিতে।
[৬ঃ প্রেমের কবিতা]
হাতে হাত রেখে বলো, যাবে নাকো ছেড়ে,
তোমায় ছাড়া এই জীবনে যাবো আমি মরে।
[৭ঃ প্রেমের কবিতা]
তুমি আমার রঙিন স্বপ্ন,
শিল্পীর রঙে ছবি, তুমি আমার চাঁদের আলো,
সকাল বেলার রবি, তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল
[৮ঃ প্রেমের কবিতা]
যে কলিংবেল বাজে নি তাকেই মুর্হুমুহু শুনবে বজ্রের মত বেজে উঠতে
এবং থরথর ক’রে উঠবে দরোজাজানালা আর তোমার হৃৎপিন্ড।
পরমুহূর্তেই তোমার ঝনঝন-ক’রে ওঠা এলোমেলো রক্ত
ঠান্ডা হ’য়ে যাবে যেমন একাত্তরে দরোজায় বুটের অদ্ভুদ শব্দে
নিথর স্তব্ধ হ’য়ে যেত ঢাকা শহরের জনগণ।
[৯ঃ প্রেমের কবিতা]
এক জীবনে এতো ভালোবাসা কোথায় পাবে তুমি,
তোমার জন্য আকাশ ছোঁয়া সুখ এনে দিতে পারি।
তুমি আমার ভালোবাসা, আমার প্রেমের ছবি,
খুব যতনে আদর করে তোমায় বুকের মাঝে রাখি।
আরো পড়ুনঃ রোদে পোড়া দাগ দূর করার উপায়
[১০ঃ প্রেমের প্রেমের কবিতা]
“ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোডে দিবো
আনলিমিটেড ভালোবাসা।”
[১১ঃ প্রেমের কবিতা]
আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার।
রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায়
ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চ’লে যাচ্ছি
এদিকে-সেদিকে। তখন তোমার রক্ত আর কালো চশমায় এত অন্ধকার
যেনো তুমি ওই চোখে কোন কিছুই দ্যাখো নি।
[১২ঃ প্রেমের কবিতা]
শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে
ধরবে আমার হাত, তখন তোমার মনে হবে এ-শহর আর বিংশ শতাব্দীর
জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা-ছোঁয়া মৃণালের শীর্ষে
তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম- পবিত্র অজর।
[১৩ঃ প্রেমের কবিতা]
আমার স্বপ্ন জলধারায় তুমি,
রিমঝিম সুরে ঝরা বৃষ্টি,
আমার হৃদয় canvus জুড়ে,
তুমি ঈশ্বরের অপূর্ব সৃষ্টি
[১৪ঃ প্রেমের কবিতা]
অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার চিহ্ন।
সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই
অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমান করতে পারেনা।
~ হুমায়ূন আহমেদ
জীবনে এমন একটা সম্পর্ক করা উচিৎ।
যার সাথে সকল কিছু শেয়ার করা যায়,
রাগ করা যায়,অভিমান করা যায়, ঝগড়া করা যায়।
কিন্তু তাকে কখনোই ভুলে থাকা।
আরো পড়ুনঃ ডার্ক চকলেটের অপকারিতা
[১৬ঃ প্রেমের কবিতা]
পৃথীবিতে বালিকার প্রথম প্রেমের মত সর্বগ্রাশি প্রেম আর কিছু নাই,
প্রথম জীবনে বালিকা যাকে ভালবাসে তার মত সৌভাগ্যবানও আর
কেহ নাই, যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকেই যায়।
কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে পোড়ায়।
[১৭ঃ প্রেমের কবিতা]
আমাকে ভালবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব,
বস্তু আর স্বপ্নের পার্থক্য। সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের চূড়োতে,
ঘাস ভেবে দু-পা ছড়িয়ে বসবে অবাস্তবে,
লাল টুকটুকে ফুল ভেবে খোঁপায় গুঁজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন।
[১৮ঃ প্রেমের কবিতা]
“তুমি যদি না বুঝো, বুঝবে আমায় কে।
তুমি যদি পর ভাবাে, আপন ভাববে কে।
তুমি যদি কষ্ট দাও, সুখ দিবে কে।
তুমি যদি ভুলে যাও, মনে রাখবে কে!”
[১৯ঃ প্রেমের কবিতা]
না-খোলা শাওয়ারের নিচে বারোই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে
থাকবে এই ভেবে যে তোমার চুলে ত্বকে ওষ্ঠে গ্রীবায় অজস্র ধারায়
ঝরছে বোদলেয়ারের আশ্চর্য মেঘদল।
[২০ঃ প্রেমের কবিতা]
হারিয়ে যাবে যেদিন আমায় পড়বে আমায় মনে,
এক ফোটা জল আসতে দিও তোমার চোখের কোনে,
সেদিন যতই ডাকবে আমায়, দেবোনা আমি সাড়া!
হয়ে যাবে সেদিন আমি নীল আকাশের তাঁরা.!
[২১ঃ প্রেমের কবিতা]
তোমার ভালবাসা মন, খোঁজে সারাক্ষণ,
মনের আশা পূরণ করতে তোমায় প্রয়োজন,
শূন্য মনে লুকিয়ে আছে অনেক গুলো আশা,
তার মধ্যে অন্যতম তোমার ভালবাসা।
[২২ঃ প্রেমের কবিতা]
Ki Payeci Ar Ki Harieci Hoini Hisab Kora,
Eri Vitor Notun Bosor Disse Abr Tara.
Din Gulo Je Kamon Kore Kete Jasse Sara,
Somoypaina Aktupison Fira.
Jodi Kori Amni Vabe Somoy Hat Sara,
Sofolota Asbe Kise Sopnogula gumpora.
[২৩ঃ প্রেমের কবিতা]
তোমার যে ঠোঁটে চুমো খেয়েছিলো উদ্যমপরায়ণ এক প্রাক্তন প্রেমিক,
আমাকে ভালবাসার পর সেই নষ্ট ঠোঁট খঁসে প’ড়ে
সেখানে ফুটবে এক অনিন্দ্য গোলাপ।
আরো পড়ুনঃ মোটিভেশনাল উক্তি | বিশ্বের সেরা উক্তি
[২৪ঃ প্রেমের কবিতা]
ভালবাসা হল এমন একটি জিনিস যা মন এর বিশ্বাসের উপর নির্ভর,
কারন বিশ্বাস থেকে তৈরী হয় ভালবাসা,
যদি সেই বিশ্বাস একবার ভেঙ্গে যায় তাহলে সেই ভালবাসা পরিণত হয় কষ্টে।
[২৫ঃ প্রেমের কবিতা]
জীবনে হয়েতো তুমি অনেক কিছু পাবে,
আবার অনেক কিছু হরাবে, কিন্ত কিছু পাওয়ার জন্য
তোমার জীবনের এমন কাউকে হারিওনা, যে
তেমাকে অনেক বেশী ভালবাসে।
[২৬ঃ প্রেমের কবিতা]
“মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে।
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে।”
[২৭ঃ প্রেমের কবিতা]
আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার।
নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হবে যেনো তুমি শতাব্দীর পর শতাব্দী
শুয়ে আছো হাসপাতালে। পরমুহূর্তেই মনে হবে
মানুষের ইতিহাসে একমাত্র তুমিই সুস্থ, অন্যরা ভীষণ অসুস্থ।
আরো পড়ুনঃ ল দিয়ে মেয়েদের ইসলামিক নাম
[২৮ঃ প্রেমের কবিতা]
ফুলের ভিতর মধু থাকে, তোমার বুকে ঢেউ
তুমি ছাড়া এই জীবনে নেই যে আমার কেউ,
আকাশের বুকে চাঁদ থাকে, চাঁদের বুকে আলো,
তুমি ছাড়া এই জীবনে থাকি আমি ভালো।
[২৯ঃ প্রেমের কবিতা]
আমি প্রেম কি জানিনা,
আমি প্রেম কি বুঝিনা,
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে!!
কে জানে হায় কোন আগুনে,
মরিব আমি এই ফাগুনে |
[৩০ঃ প্রেমের কবিতা]
হাতে হাত রেখে আমি দেব তোমায় কথা,
ভালবেসে কোনদিন দেব না গো ব্যথা!
ভালবেসে আমায় তুমি করে নেও আপন,
তোমায় আমি রাখব বুকে করিয়া যতন!
গরমে শীতল পাটি শীতে হব কাঁথা, রুদ্রে হব ছায়াপথ বৃষ্টিতে হব ছাতা।
বিপদে বন্ধু হব, কষ্টে ভাগীদার জ্যোৎস্না হয়ে থাকব পাশে নামবে না আধার।
আরো পড়ুনঃ রক্তদানের উপকারিতা ও অপকারিতা
[৩১ঃ প্রেমের কবিতা]
আকাশের মেঘ তুমি শ্রাবনের বৃষ্টি
হৃদয়ের সুখ তুমি, বিধাতার সৃষ্টি
শরতের ফুল তুমি, হৃদয়ের হাসি
মন চায় তোমাকে আরও অনেক ভালোবাসি।
[৩২ঃ প্রেমের কবিতা]
শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে
ধরবে আমার হাত, তখন তোমার মনে হবে এ-শহর আর বিংশ শতাব্দীর
জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা-ছোঁয়া মৃণালের শীর্ষে
তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম-
পবিত্র অজর।আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার,
যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই
উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত।
[৩৩ঃ প্রেমের কবিতা]
“খুঁজিনি কারো মন, তোমার মন পাব বলে।
ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে।
হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে।
কাউকে বাসিনি ভালো, তোমাকে ভালবাসি বলে।”
[৩৪ঃ প্রেমের কবিতা]
আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে আর কেউ নেই তুমি ছাড়া,
আমার এই দুই চোখ অন্য কিছু খোঁজে না শুধু তুমি ছাড়া,
আমি কিছু ভাবতে’ই পারিনা শুধু তুমি ছাড়া।
আরো পড়ুনঃ কিভাবে প্রেসার মাপা হয় জেনে নিন
[৩৫ঃ প্রেমের কবিতা]
যে কলিংবেল বাজে নি তাকেই মুর্হুমুহু শুনবে বজ্রের মত বেজে উঠতে
এবং থরথর ক’রে উঠবে দরোজাজানালা আর তোমার হৃৎপিন্ড।
পরমুহূর্তেই তোমার ঝনঝন-ক’রে ওঠা এলোমেলো রক্ত
ঠান্ডা হ’য়ে যাবে যেমন একাত্তরে দরোজায় বুটের অদ্ভুদ শব্দে
নিথর স্তব্ধ হ’য়ে যেত ঢাকা শহরের জনগণ।
[৩৬ঃ প্রেমের কবিতা]
শুধু তুমি আছো তাই, আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই, তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই
যারা ভালবাসা নিয়ে খেলা করে, তারাই ভালবাসা পায়।
আর যারা মন থেকে ভালবাসে, তারা ভালবাসা পায়না। ঠিক কিনা?
[৩৭ঃ প্রেমের কবিতা]
হৃদয় কেটে বানিয়েছি ছোট্টো একটি খাম,
সে খামেরী ভেতরে লিখেছি তোমার নাম,
সে খামটি কিনে নিও ভালোবাসার দামে,
কোনদিনও ছিড়ে ফেলনা নিরব অভিমানে!!
[৩৮ঃ প্রেমের কবিতা]
কাজে আমার মন বসে না, তেমায় নিয়ে ভাবি,
তুমি আমার জীবন মরন তুমি আমার সবই।
[৩৯ঃ প্রেমের কবিতা]
তোমাকে ছাড়া আমার পৃথিবী সাজে না,
তোমাকে পাবোনা এটা এই মন মানে না।
সহজে তোমাকে পাওয়া সাজেনা,
হৃদয় দিয়ে তোমাকে পেতে চাই,
না হলে ভালোবাসা পাওয়া যাবে না।
আরো পড়ুনঃ আখের রস খাওয়ার অপকারিতা
[৪০ঃ প্রেমের কবিতা]
ভালবাসে এই মন তোমাকে চায় সারাক্ষন.!
আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঁঝে,
কিভাবে ভুলবে তোকে এই মন, তুই যে আমার আজীবন।
[৪১ঃ প্রেমের কবিতা]
তুমি কি জানো তুমি আমার কাছে কি?
তুমি আমার হৃদয়ে থাকা এক সুপ্ত বাসনা।
এক অপূর্ন ইচ্ছে একটি বারের জন্য
আমার অস্তিত্বকে খুব কাছে থেকে উপলব্ধি করার।
[৪২ঃ প্রেমের কবিতা]
আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার।
রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায়
ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চ’লে যাচ্ছি
এদিকে-সেদিকে। তখন তোমার রক্ত আর কালো চশমায় এত অন্ধকার
যেনো তুমি ওই চোখে কোন কিছুই দ্যাখো নি।
[৪৩ঃ প্রেমের কবিতা]
সখি তোরে ভালোবেসে রেখেছি মনের মাঝে,
তাই বলে কি কষ্ট দিবি বাসবি মোরে ভালো,
তোর ভালোবাসা, তোর আদর পেতে ইচ্ছে করে…
সখি কাছে এসে বলো মিষ্টি করে,
আমায় একটু খানি আদর করে।
আরো পড়ুনঃ ভিটমেট ডাউনলোড করব কিভাবে
[৪৪ঃ প্রেমের কবিতা]
যদি তুমি কাউকে ভালোবাসো, তবে তাকে ছেড়ে দাও।
যদি সে তোমার কাছে ফিরে আসে, তবে সে তোমার’ই ছিল।
আর যদি ফিরে না আসে, তবে সে তোমার কখনোই তোমার ছিল না।
~ রবীন্দ্রনাথ ঠাকুর
[৪৫ঃ প্রেমের কবিতা]
“সারাক্ষন ভাল থেকো, ভালবাসা মনে রেখো।
দিনের বেলা হাঁসি মুখে, রাতের বেলা অনেক সুখে।
নানা রঙের স্বপ্ন দেখো, স্বপ্নের মাঝে আমায় রেখো।”
[৪৬ঃ প্রেমের কবিতা]
“পৃথিবীটা তোমারি থাক, পারলে একটু নীল দিও।
আকাশটা তোমারি থাক, পারলে একটু তারা দিও।
মেঘটা তোমারি থাক, শুধু একটু ভিজতে দিও।
মনটা তোমারি থাক, পারলে একটু জায়গা দিও
[৪৭ঃ প্রেমের কবিতা]
যেদি জোনাকি হতাম, তোমার কাছে উড়ে যেতাম!
মিটি মিটি জ্বলতাম তোমার চারপাশে,
নীরবে বসতাম তোমার কাছে, আলতো করে তোমায় ছুয়ে দিতাম,
রাঙ্গিয়ে দিতাম তোমার মন, আর কানে কানে বলতাম,
ভীষন ভালবাসি তোমায়!
[৪৮ঃ প্রেমের কবিতা]
আমাকে ভালবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব,
বস্তু আর স্বপ্নের পার্থক্য। সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের চূড়োতে,
ঘাস ভেবে দু-পা ছড়িয়ে বসবে অবাস্তবে,
লাল টুকটুকে ফুল ভেবে খোঁপায় গুঁজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন।
[৪৯ঃ প্রেমের কবিতা]
কাছে আছে দেখিতে না পাও, তুমি কাহার সন্ধানে দূরে যাও।
মনের মত কারে খুঁজে মরো, সে কি আছে ভুবনে?
সে তো রয়েছে মনে!
~ রবীন্দ্রনাথ ঠাকুর
[৫০ঃ প্রেমের কবিতা]
তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,
তাহলে আমি ভুলে যেতে রাজি…
ভুলতে হয়তো কোনদিনও পারবো না,
তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো!
আরো পড়ুনঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড
[৫১ঃ প্রেমের কবিতা]
আমি সেই সুতো হবো, যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাবো…
আমি সেই নৌকো হবো, যে তোমায় পার করে নিজেই ডুবে যাবো…
হবো সেই চোখ যে তোমায় দেখেই বুজে যাবো,
হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ হবো,
হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ,
তোমাকে আলো দেবে দিন ফিরে এলেই আবার ফুরিয়ে যাবো, শুধু ভালোবেসো আমায়!
[৫২ঃ প্রেমের কবিতা]
ভালোবাসা এমন একটি সুন্দর ফুলের মতো…
যা আমি স্পর্শ করতে পারি না,
তবে যার সুগন্ধ উদ্যানটিকে কেবল
আনন্দময় স্থান করে তোলে.!
[৫৩ঃ প্রেমের কবিতা]
স্বপ্ন দিয়ে আঁকব আমি সুখের আল্পনা।
হৃদয় দিয়ে খুঁজব আমি মনের ঠিকানা।
ছায়ার মত থাকব আমি শুধু তারি পাশে।
যে আমাকে নিজের থেকেও বেশি ভালবাসে।
[৫৪ঃ প্রেমের কবিতা]
একটু দূরে সরলেই তুমি মেজাজটা যায় চড়ে,
ইচ্ছে করে এই পৃথিবী ভষ্ম করি পুড়ে।
আমার কাছে তুচ্ছ সবই কেবল তুমি ছাড়া,
তোমার জন্য প্রধানমন্ত্রীকেও করতে পারি তাড়া।
[৫৫ঃ প্রেমের কবিতা]
না-খোলা শাওয়ারের নিচে বারোই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে
থাকবে এই ভেবে যে তোমার চুলে ত্বকে ওষ্ঠে গ্রীবায় অজস্র ধারায়
ঝরছে বোদলেয়ারের আশ্চর্য মেঘদল।
[৫৬ঃ প্রেমের কবিতা]
হুমায়ূন আহমেদের প্রেম ও ভালবাসার বানী
ভালোবাসা একটা পাখি, যখন খাঁচায় থাকে
তখন তাকে মানুষ মুক্তি করে দিতে চায়, যখন খোলা আকাশে
ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায়, বন্দী করতে চায়।
~ হুমায়ূন আহমেদ
[৫৭ঃ প্রেমের কবিতা]
যদি বলো আমায় মনে পরে কতবার?
বলবো আমি চোখের পাপড়ি নড়ে যতবার!
যদি বলো আমায় ভালবাসো কত?
আমি বলবো ওই আকাশে তাাঁরা আছে যত!
[৫৮ঃ প্রেমের কবিতা]
লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো তোমার নাম,
হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান,
তুমি আমার জান, তুমিই আমার প্রান।
[৫৯ঃ প্রেমের কবিতা]
“নীল আকাশে তারার মেলা।
মধ্য রাতে চাঁদের খেলা।
স্নিগ্ধ সকাল শিশির ভেজা।
শুধু দেখো, আমার প্রেমে কত মজা!!”
[৬০ঃ প্রেমের কবিতা]
তোমার যে ঠোঁটে চুমো খেয়েছিলো উদ্যমপরায়ণ এক প্রাক্তন প্রেমিক,
আমাকে ভালবাসার পর সেই নষ্ট ঠোঁট খঁসে প’ড়ে
সেখানে ফুটবে এক অনিন্দ্য গোলাপ।
আরো পড়ুনঃ ফ্রিল্যান্সিং কি - ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
[৬১ঃ প্রেমের কবিতা]
ভুলিনিত আমি তোমার মুখের হাসি,
আমার গাওয়া গানে তোমাকে ভালবাসি।
আসো আবার পাশে, হাতটা ধরে চলো আবার সেই নদী তীরে।
[৬২ঃ প্রেমের কবিতা]
আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার।
নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হবে যেনো তুমি শতাব্দীর পর শতাব্দী
শুয়ে আছো হাসপাতালে। পরমুহূর্তেই মনে হবে
মানুষের ইতিহাসে একমাত্র তুমিই সুস্থ, অন্যরা ভীষণ অসুস্থ।
[৬৩ঃ প্রেমের কবিতা]
যার রাগ বেশী সে নীরবে অনেক ভালোবাসতে জানে,
যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি,
আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি।
~ হুমায়ূন আহমেদ
[৬৪ঃ প্রেমের কবিতা]
“Dure Gele Tumi,
Harye Jabo Amio
Valobashi Tomai,
Bojhona Keno Tumi.
Sotto Ai Jibone, Aktai Sudu Cawa.
Tomake Apon Kore Amr Sudu Cawa”
[৬৫ঃ প্রেমের কবিতা]
সূখের জন্য স্বপ্ন,
দুখের জন্য হাঁসি,
দিনের জন্য আলো,
চাঁদের জন্য নিশি,
মনের জন্য আশা,
তোমার জন্য রহিল
আমার অন্তরের ভালোবাসা।
[৬৬ঃ প্রেমের কবিতা]
তুমি আমার রঙিন স্বপ্ন,
আমার চাঁদের আলো,
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কূল,
তুমি আমার ভালবাসার
শিউলি বকুল ফুল
আরো পড়ুনঃ কিভাবে উদ্যোক্তা হওয়া যায়
[৬৭ঃ প্রেমের কবিতা]
মনটা দিলাম তোমার হাতে, যতন করে রেখো.!
হৃদয় মাঝে ছোট্র করে আমার ছবি এঁকো,
স্বপ্ন দিলাম তাকে আরও দিলাম আশা,
মনের মত সাজিয়ে নিয়ো আমার ভালবাসা।
[৬৮ঃ প্রেমের কবিতা]
তুমি আমার অবুঝ পাখি ভালবাসার জান.!
তোমায় ছাড়া কেমনে বাঁচে আমার এই প্রান!
সত্যি তোমায় ভালবাসি ওগো আমার জান!
তোমার জন্য দিয়ে দিবো আমার এই অবুঝ প্রান!
[৬৯ঃ প্রেমের কবিতা]
কিশোরি তুমিকি জান?
তোমায় ভেবে পাড় হয় আমার বিনিদ্র কত রজনী।
কিশোরি তুমিকি বুঝ?
তোমার জন্য আমার হৃদয়ে আছে ভালোবাসার খনী।
কিশোরি তুমিকি শোন?
চিৎকার করে আমি তোমায় ভালোবাসি কথাটি বলি।
কিশোরি তুমিকি দেখ?
তোমায় নিয়ে আমি নিরন্তর কবিতা লিখে চলি।
[৭০ঃ প্রেমের কবিতা]
অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয়,
ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালোবাসা সৃষ্টি হয়,
মাঝে মাঝে স্বরন করলে, সম্পর্কটা মিষ্টি হয়।
[৭১ঃ প্রেমের কবিতা]
চোখে আমার ঝর্না বহে, মনে দুখেঃর গান
তোক যদি না পাই আমি, দিব আমার প্রান।
শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত,
কেমন করে তোকে ছাড়া থাকি দিন রাত।
[৭২ঃ প্রেমের কবিতা]
ভালবাসা যে জীবনে অপমান করে
সে জীবনে আর ভালোবাসা পায় না।
~ কাজী নজরুল ইসলাম
[৭৩ঃ প্রেমের কবিতা]
বন্ধু তোমায় আকাশ দেবো,দেবো ফুলের মালা
তুমি শুধু মনে রেখো আমায় সারা-বেলা।
চোখের কান্না মুছে দেবো, দেবো তোমায় হাসি
তাইতো তোমায় বন্ধু আমি এতো ভালোবাসি।
আরো পড়ুনঃ আয়াতুল কুরসি - আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ
[৭৪ঃ প্রেমের কবিতা]
“মুখ দিয়ে নয় হৃদয় দিয়ে…
ভালোবাসি বলতে চাই!
নৈঃশব্দের কোলাহলে..
শব্দ নিয়ে খেলতে চাই!”
[৭৫ঃ প্রেমের কবিতা]
ভালোবাসার রাজপুত্র তোমার আমার বয়স বারে,
মনের বয়স বারেনা,
তুমি আমি একই আছি,
কেউ তো তা জানেনা,
হঠাৎ করে তুমি এলে আমার জীবনে,
মনটা আমার সাত রংঙে রাঙিয়ে দিয়ে গেলে,
এখন আমার ভাবনাতে শুধু তুমি থাকো,
তোমার বুকের মাঝে বন্ধু আমায় রেখো,
তুমি আমার চোখের জল,
তুমি আমার হাসি,বন্ধু তোমায় কতো যে ভালোবাসি,
তুমি কেনো বোঝোনা রে বন্ধু,
তুমি কেনো বোঝনা,
আমার এমন তোমাকে ছাড়া কিছুই তো বোঝেনা,
সারাজীবন থেকো পাশে,
হাতটা আমার ছেড়ো না,
তোমায় কতো ভালোবাসি তুমি কেনো বোঝোনা,
বন্ধু তুমি কেনো বোঝোনা♥♥♥♥,
আমার এ গান শুধু তোমার জন্য,
ভালোবাসার রাজপুত্র ♥♥
[৭৬ঃ প্রেমের কবিতা]
বসন্তের ফুল দিব তোমায়,
দিব কোকিলের গান, গৃষ্মের তাপ দিব তোমায়,
দিব ফলের ঘ্রাণ। বর্ষার বৃষ্টি নাও তুমি, নাও মাছের স্বাদ,
শরতের সাদা আকাশ হবে তোমার, পাবে হেমন্ত ধানের ভাত।
শীতে দিব তোমায় কুয়াশার চাদর, মিষ্টি রোদে পাবে তুমি নতুন ভোর।
[৭৭ঃ প্রেমের কবিতা]
চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা নয়!
অতি রূপবতীদের কারো প্রেমে পড়তে নেই।
অন্যেরা তাদের প্রেমে পড়বে, এটাই নিয়ম।
~ হুমায়ূন আহমেদ
[৭৮ঃ প্রেমের কবিতা]
“একটা আকাশ হেরে গেলো,
হারিয়ে তার মন.. অন্য আকাশ হটাৎ হল
চাঁদের প্রিয়জন.. তবুও তার ভালবাসা
চাঁদের ভালো চায়, নতুন আকাশ চাঁদকে
যেন সুখের ছোঁয়া দেয়..!!”
[৭৯ঃ প্রেমের কবিতা]
“এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন।
জানিনা যে এই জীবনে, কে হবে আপন জন।
মনের মত চাই তারে, চাই তার মন,
হবে কি তুমি আমার কাছের একজন।”
আরো পড়ুনঃ টিকটকে ভাইরাল হওয়ার উপায়
[৮০ঃ প্রেমের কবিতা]
“ভালবাসা সপ্ন নীল
আকাশের মত সত্য,
শিশির ভেজা ফুলের মত পবিত্র!!
কিন্তু সময়ের কাছে পরাজিত,
বাস্তবতার কাছে অবহেলিত।”
[৮১ঃ প্রেমের কবিতা]
যেতে যেতে পথে হবে প্রেম, শুধু দুটি মনে কথা হবে,
অনুভবে কথা হবে ভালোবাসার মিলনে,
মেঘের ওই পালকিতে পাখিরা যায় উড়ে উড়ে, বহু দূরে।
আকাশটা থাকে পিছনে, স্বপ্নের নীল ভুবনে।
হারাবো আজ শুধু ভালোবেসে দুজনে।
[৮২ঃ প্রেমের কবিতা]
ভালোবাসার মানি ও তুমি আচ্ছা ভালোবাসা মানি কী?
আমার দীর্ঘ অনুপস্থিতিতে অন্য কারো সাথে ভালোবাসার গান গাওয়া?
ভালোবাসার মানি কী, শুধুই স্মৃতি?
ভালোবাসার মানি কী, শত ভীড়ের মাঝে সুধুই তাকে খোঁজা?
হয়তো ভালোবাসার মানি, তার চুলের গন্ধ পেয়ে সারাটা এলাকা তাকে খুঁজে বেড়ানো
হয়তো ভালোবাসা মানি তাকে একপলক দেখার জন্য তার বাসার গলিটায় সারাদিন বসে থাকা
ভালোবাসা মানি কী, তার মুখটা স্বপ্নে দেখে একটি নির্ঘুম রাত?
আজও অপেক্ষায় আছি
তুই একদিন ফিরে আসবে আমার শহরে
আজও বিশ্বাস হয় না তুমি আমার নও!
তোমার স্মৃতি আজও ঘুমাতে দেয় না
দিন শেষে আজও নিজেকে একা মনে হয়।
আচ্ছা দেয়ালটা কী ভেঙ্গে ফেলা যায় না?
নাহ যায় না!
হয়তো ভালোবাসা মানি আমি জানি না
তবে জানি, তুমি আমার বুকের গভীর অন্ধকারে ছিলে!
প্রেমের কবিতা - শেষ কথা
ধন্যবাদ, আশা করি উপরোক্ত আলোচনা করা প্রেমের কবিতা এবং প্রেমের ছন্দগুলো আপনাদের ভালো লাগছে। যদি প্রেমের কবিতা পোস্টটি ভালো লাগে থাকে তবে নিম্নে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের এই প্রেমের কবিতা আর্টিকেলটির প্রশংসা করতে ভুলবেন না কিন্ত। মনে রাখবেনঃ আমাদের আর্টিকেল গুলো নিয়মিতভাবে আপডেট করা হয়ে থাকে। তাই আরও প্রেমের কবিতা ও রোমান্টিক প্রেমের কবিতা পেতে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকুন।