৫ টি সেরা ব্লগার টেমপ্লেট

হাসিবুর
লিখেছেন -
0

সেরা ব্লগার টেমপ্লেট — আপনি কি সেরা ব্লগার টেম্পলেট খুঁজছেন আপনার ব্লগার ওয়েবসাইট কিংবা ব্লগ সাইটের জন্য? যদি এমনটি হয় তাহলে আমি আজকের এই লেখায় আপনাকে সাহায্য করবো আপনার পছন্দের সেরা ব্লগার টেমপ্লেট খুঁজতে এই রকম ৫টি সেরা ফ্রি প্রিমিয়াম ব্লগার টেমপ্লেট এর মাধ্যমে।

সেরা ব্লগার টেমপ্লেট

পেজ সূচীপত্রঃ সেরা ব্লগার টেমপ্লেট

একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট বানানোর ক্ষেত্রে ডোমেইন নেম এবং হোস্টিং এর পর যে জিনিসটি বড় অবদান রাখে সেটা হচ্ছে একটি ভালো থিম বা টেমপ্লেট সিলেক্ট করা। কেননা প্রত্যেক ব্লগারের উচিত তার নিজস্ব ব্লগ বা ওয়েবসাইটটিকে দৃষ্টিনন্দন করে তোলা। আর মূলত সেজন্য সেরা ব্লগার থিম বা সেরা ব্লগার টেমপ্লেট ব্যবহার করা উচিত।

একটি ভালোমানের, হালকা, দ্রুত এবং রেস্পন্সিভ ব্লগার টেমপ্লেট অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে একটি ব্লগ বা ওয়েবসাইটের ক্ষেত্রে। হোক সেটা ইউজারের দিক থেকে বা ওয়েবসাইটের স্পীডের ক্ষেত্রে হোক অথবা SEO এবং ওয়েবসাইট রেঙ্কিংয়ের ক্ষেত্রে। একটি সহজ ইউজার ফ্রেন্ডলি, ফাস্ট লোডিং এবং রেস্পন্সিভ ব্লগার টেমপ্লেট আপনাকে সব দিক থেকে সহায়তা করবে আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইটটিকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে।

ব্লগ বা ওয়েবসাইটের ডিজাইন হচ্ছে সর্বপ্রথম জিনিস যা একট ভিজিটরকে আকর্ষিত করে এবং আপনার ওয়েবসাইটে আরো বেশি সময় ধরে রাখতে বাধ্য করে। আপনি অবশ্যই জেনে রাখবেন যে ব্লগস্পট বা ব্লগার ডটকম হচ্ছে একটি ফ্রি ব্লগিং প্লাটফর্ম যেখান থেকে অনেক ব্লগার তাদের ব্লগিং ক্যারিয়ার শুরু করেছে এবং এখন পর্যন্ত এটার চাহিদা ব্যাপক পরিমাণে রয়েছে।

এবার আছি মূল টপিকে, ব্লগার থিম বা সেরা ব্লগার টেমপ্লেট এর বিষয়ে। আপনি ইন্টারনেটে হাজার হাজার ফ্রি এবং প্রিমিয়াম টেমপ্লেট দেখেছেন যেগুলো আপনারা বিনামূল্যে ডাউনলোড করে কিংবা টাকা দিয়ে ক্রয় করে আপনার ব্লগার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারেন। এরকম অনেক ব্লগার রয়েছে যারা শুধুমাত্র ব্লগস্পট এর নিজেস্ব ফ্রি টেমপ্লেট দিয়ে তাদের ব্লগিং ক্যারিয়ার শুরু করেছেন এবং অনেকেই সেই ফ্রি থিম ব্যবহার করতে পছন্দ করেন। কেননা সেই থিম গুলো খুবই সাধারণ, ব্যবহারের জন্যেই সহজ এবং অনেক মার্জিত।

কিন্তু ব্লগস্পটের নিজেস্ব ফ্রি টেমপ্লেট গুলো সেরকম আধুনিক, কাস্টমাইজ সক্ষম এবং নতুন নতুন ফিচার সমৃদ্ধ না যে আপনি সকল ধরনের ব্লগ নিশের জন্য ব্যবহার করতে পারবেন। আপনি গুগলে এরকম অনেক ব্লগার টেমপ্লেট বা ব্লগার থিম দেখতে পাবেন যেগুলো প্রফেশনাল মানের এবং প্রিমিয়াম স্টাইল দেখতে এবং যেগুলো আপনি ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন। 

বেশিরভাগ এই সকল ফ্রি ব্লগার টেমপ্লেটগুলো ওয়েব ডেভেলপাররা প্রিমিয়াম কোয়ালিটির ওয়ার্ডপ্রেস থিমগুলো থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করে বা ডেভলপ করেছেন। যা ব্যবহারে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে ব্যবহার করে আপনার ব্লগ সাইটটিকে একটি প্রফেশনাল লুক বা ফিচার দিতে পারবেন।

আরো পড়ুনঃ বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি

৫ টি সেরা ব্লগার টেমপ্লেট

নিচে যে ৫ টি সেরা ব্লগার টেমপ্লেট বা ব্লগার থিম সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। এই সেরা ব্লগার থিম গুলো আপনি দেখতে পাবেন যেগুলো আমার নিজের দ্বারা অনলাইন থেকে রিসার্চ করা এবংএই প্রতিটি টেমপ্লেট গুলো হালকা, দ্রুত, ইউজার ফ্রেন্ডলি, রেস্পন্সিভ এবং SEO অপটিমাইজ। যা আপনি আপনার পছন্দ এবং প্রয়োজন অনুসারে আপনার ব্লগার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন।

১। Light-Speed blogger template - লাইট স্পীড সেরা ব্লগার টেমপ্লেট

LiteSpeed হল একটি প্রিমিয়াম মাল্টিপারপাস ব্লগার টেমপ্লেট। Light-Speed আমার কাছে সবচেয়ে পছন্দের একটি ব্লগার টেমপ্লেট। এই সেরা ব্লগার টেমপ্লেটটি অনেক সিম্পল। কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয়। এই রেস্পন্সিভ টেমপ্লেটটিতে আপনি অনেক ধরনের প্রিমিয়াম ফিচারের সাথে পেয়ে যাবেন।

এই Light-Speed থিমের ফিচার গুলো হলো, 1. Responsive 2. Seo Ready 3. Slideshow 4. BreadCrumbs 5. Ads Ready 6. Post Thumbnails 7. Social Ready 8. Drop Down 9. Unique 10. Infinite Scrolling. এই ব্লগার থিমটি যেকোনো 1. Games 2. Movie 3. News 4. Fashion 5. Anime 6. Video 7. Music 8. Science 9. Technology 10. Photograph ব্লগের জন্য বেস্ট থিম বলে আমি মনে করি। 

অর্থাৎ এটি বিশেষভাবে প্রযুক্তি, খবর, গেমিং, ভ্রমণ, বিনোদন এবং ব্যক্তিগত ব্লগিং ওয়েবসাইটের জন্য ডিজাইন করা হয়েছে। লাইট স্পিড ফ্যাশন এবং ফটোগ্রাফি ভিত্তিক ওয়েবসাইটের জন্য উপযুক্ত একটি নিখুঁত পছন্দের থিম। আপনার পরবর্তী অনলাইন ক্রিয়েটিভ কাজের জন্য একটি ম্যাগাজিন স্টাইলে আদর্শ ব্লগস্পট থিম। 

আরো পড়ুনঃ ডোমেইন অথরিটি কি

২। Foxz blogger template - ফক্স-জেট সেরা ব্লগার টেমপ্লেট

Foxz নাম শুনে নিচয়ই বুজতে পেরেছেন যে কেনো সেরা ব্লগার টেমপ্লেট বা সেরা ব্লগার থিম লিস্টে আছে। নামে নয় কাজেও এটি সেরা ব্লগার টেমপ্লেট। Foxz এই সেরা ফ্রি এবং প্রিমিয়াম টেমপ্লেট আজই ডাউন-লোড করে নিন আপনার ওয়েবসাইটের জন্য। এই ব্লগার থিমটি SEO এর জন্য অনেক ভালো।

আমি নিজেও এই সেরা ব্লগার টেমপ্লেটটি আগে ব্যবহার করে দেখেছি আপনিও এটি ব্যবহার করে দেখতে পারেন। Foxz ব্লগার থিমটি সহজে আপনার ব্লগার ওয়েবসাইটটিকে ১০০% Responsive এবং fast করে দিতে সাহায্য করবে। আপনার ওয়েবসাইটটিকে অনেক সহজেই কেবল কয়েক সেকেন্ডর মধ্যেই ব্রাউজারে লোড হয়ে যাবে। আপনাকে Foxz ফ্রি এবং প্রিমিয়াম ব্লগার থিমটি দ্রুত এডসেন্স এপ্রুভাল পেতে সাহায্য করবে, যা একজন ব্লগারের জন্য জরুরী।

এই Foxz ব্লগার থিমের ফিচার গুলো হলো, • Responsive • Seo Friendly • Ads Ready • Slideshow • Social Bookmark Ready • Drop Down Menu • Vertical Drop Down Menu • Email Subscription Widget • Post Thumbnails • Breadcrumbs Navigation • Tabbed Widget • Page Navigation • Footer Column • Sidebars • Fast Loading • Instagram Ready • Browser Compatibility • WhatsApp Sharing • Google • AMP. 

এই ব্লগার থিমটি যেকোনো Movie • Anime • News • Photography • Culture • Personal Pages • Music • Video • Business • Fashion • Games ব্লগের জন্য ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই ব্লগার থিমটি বিশেষভাবে প্রযুক্তি, খবর, ফুড, গেমিং, ভ্রমণ, বিনোদন এবং ব্যক্তিগত ব্লগিং ওয়েবসাইটের জন্য ডিজাইন করা হয়েছে। থিমটির লুক দেখতে একদম ওয়ার্ডপ্রেস থিমের মতোন।

আরো পড়ুনঃ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেন কি

৩। ColorUI blogger template - কালার ইউআই সেরা ব্লগার টেমপ্লেট

ColorUI হচ্ছে আধুনিক ডিজাইন দেখতে একটি নিউজ এবং ম্যাগাজিন ব্লগার থিম। এই থিমেটিতে অসাধারণ ফিচারস আছে যেগুলির সাহায্যে সহজেই আপনার ব্লগ সাইটকে আপনার মনের মতো সাজিয়ে তুলতে পারবেন। এই থিমটি SEO ফ্রেন্ডলি, সহজে কাস্টমাইজ করতে সক্ষম, রেস্পন্সিভ এবং দ্রুত পেজ লোডিং করতে সক্ষম।

এই ColorUI সেরা ব্লগার টেমপ্লেটের ফিচার গুলো হলোঃ • Responsive • SEO ready • Ads Ready • Adsense Friendly • Professional • Mobile Friendly Template • Vector Templates • SEO friendly • Unique • Drop Down • Multi Language • MultiPurpose • Breadcrumbs • Browser Compatible • Social ready • Education Templates • Page Navigation • Fast Loading • Footer Columns • Google • AMP • Mag Templates • Blogger Magazine • Copyright Themes • Cheap Price • Authority • Affiliate Marketing

এই ব্লগার থিমটি যেকোনো • Games • Movies • News • Fashion • Anime • Video • Music • Science • Techonolgy • Photography • Culture • Personal • Page • Business • Nature. অর্থাৎ এই ব্লগার থিমটি বিশেষভাবে খবর, প্রযুক্তি, গেমিং, ফুড, ভ্রমণ, ফ্যাশন, বিনোদন এবং ব্যক্তিগত ব্লগিং ওয়েবসাইটের জন্য ডিজাইন করা হয়েছে।

৪। Medium-UI blogger template

মিডিয়াম UI ব্লগার টেমপ্লেট ড্যাশবোর্ড UI ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই থিমটিতে একটি সাধারণ ডিজাইন রয়েছে যা অত্যন্ত পাঠযোগ্য। এটি নিখুঁততার সাথে ডিজাইন করা হয়েছে।আপনি এই টেমপ্লেটটিকে অন্যান্য থিম থেকে আলাদা পাবেন। এই থিমটি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজ করা এবং ফাস্ট লোডিং। আমরা যদি বলি যে এটি এক সেকেন্ডেরও কম সময়ে লোড হয় তবে এটি ভুল নয়।

এটিতে একটি মোবাইল-ফার্স্ট ভিউ রয়েছে যা এই থিমটিকে ইউজার ফ্রেন্ডলি করে তোলে। এটি ফায়ারফক্স, ক্রোম এবং অন্যান্য সহ বিভিন্ন ব্রাউজারগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ব্লগার থিম খুব মিনিমালিস্ট এবং অপ্টিমাইজ করা লুকে পাওয়া যায়। এটি এসইও অপ্টিমাইজ করা হয়েছে এবং এতে একটি মোবাইল নেভিগেশন মেনু রয়েছে। এই থিমটি ব্যবহার করে আপনি সহজেই পারফেক্টলি কাস্টমাইজেশন করতে পারেন এবং আপনার কন্টেন্টকে আরও আকর্ষণীয় এবং নজরকাড়া করে তুলতে পারেন।

এই সেরা ব্লগার টেমপ্লেটটি খুব অল্প সময়ের মধ্যে স্ট্যান্ডার্ড ব্লগ তৈরি করতে সাহায্য করে। এই Medium UI সেরা ব্লগার টেমপ্লেটের ফিচার গুলো হলোঃ Responsive • Seo Friendly • Ads Ready • Slideshow • Social Bookmark Ready • Drop Down Menu • Vertical Drop Down Menu • Email Subscription Widget • Post Thumbnails • Breadcrumbs Navigation • Tabbed Widget • Page Navigation • Footer Column • Sidebars • Fast Loading • Instagram Ready • Browser Compatibility • WhatsApp Sharing • Google • AMP. এই ব্লগার থিমটি বিশেষভাবে টেকনোলজি, খবর, গেমিং, পারসোনাল ব্লগ, ভ্রমণ, ফুড, ফ্যাশন, বিনোদন এবং ব্যক্তিগত ব্লগিং ওয়েবসাইটের জন্য ডিজাইন করা হয়েছে।

থিম ফিচার ফ্রি ভার্সন প্রিমিয়াম ভার্সন
Remove Footer Credits
Blog Setup Service
No Encrypted Scripts
ফাস্ট লোডিং
মোবাইল ফ্রেন্ডলি
SEO ফ্রেন্ডলি
ডার্ক মোড
Ads ফ্রেন্ডলি
কাস্টম Ads
ক্রেডিট রিমুভ
কপি প্রোটেকশন
সাবমেনু
থিম আপডেট
২৪/৭ সাপোর্ট*
থিমের মূল্য ফ্রি 12$
লাইভ দেখুন
ডাউনলোড

আপনি যদি গুগলের ব্লগস্পট বা ব্লগার ডটকমকে ব্যবহার করে ব্লগিং করতে চান তবে এই সেরা ব্লগার টেমপ্লেট গুলো আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন। সুস্থ্য থাকবেন। আর হ্যাঁ সেরা ব্লগার টেমপ্লেট সম্পর্কে কমেন্ট করতে ভুলবেননা কিন্ত।

আপনার মতামত জানান এখানে

0 কমেন্ট

আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

কমেন্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!