অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম — ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশী গুরুত্বপূর্ণ জিনিস। ভোটার আইডি কার্ড আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মত কাজে লাগে নতুন ভোটার আইডি কার্ড যারা করেছেন তাদের অনলাইন কপি ডাউনলোড করে নিতে হয়। ভোটার আইডি কার্ড হাতে পাওয়ার পূর্বে অনলাইন কপি সহজেই ডাউনলোড করা যায়।
আপনি যদি অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম গুলো না জানেন আপনি বের করতে পারবেন না। আজকের আর্টিকেলে আমরা, অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম গুলো আপনাদের দেখাবো। আজকের পোষ্টটিতে খুবই সহজ ভাবে ধাপগুলো দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম জেনে নেওয়া যাকঃ
আরো পড়ুনঃ ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার
অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম
ভোটার আইডি কার্ড বের করার জন্য নির্বাচন কমিশন অফিসের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে আপনাকে রেজিষ্ট্রেশন করে নিতে হবে। যারা ইতিপূর্বেই ছবি তুলেছেন কিন্তু ভোটার কার্ড পাননি। তাদের কাছে একটি ভোটার আইডি কার্ড রেজিষ্ট্রেশন নাম্বারের স্লিপ রয়েছে। স্লিপটির পিছনের দিকে বা সামনে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন কিছু কোড নাম্বার লেখা আছে। সেই কোড নাম্বারটি সবার আগে সংরক্ষণ করুন। যাদের কাছে ভোটার আইডি কার্ড রয়েছে তাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটির প্রয়োজন হবে।
এগুলো সব আপনার কাছে থাকলে নিচের নিয়ম গুলো অনুসরণ করুনঃ-
ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করার নিয়ম
ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করার জন্য সবার আগে আপনাদের নির্বাচন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে হবে। নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ডের রেজিষ্ট্রেশন করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন-
ধাপ ১) সবার আগে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকুন। ওয়েবসাইটে ঢুকতে এখানে ক্লিক করুন।
অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম |
ধাপ ২) উপরের ছবির মত একটি পেজ আপনাদের সামনে খুলবে। এখানে প্রথম বক্সে আপনাদের যদি জাতীয় পরিচয়পত্র থাকে তবে সেটার নাম্বারটি দিন। জাতীয় পরিচয়পত্র না থাকলে "স্লিপ" কার্ডে একটি নাম্বার দেয়া আছে সেটি দিয়ে দিন।
ধাপ ৩) এরপরের বক্সে আপনার ভোটার আইডি কার্ডে দেওয়া "জন্ম তারিখটি" দিন।
ধাপ ৪) ক্যাপচা ভেরিফেকশনটি পূরণ করুন। এরপরে "সাবমিট" অপশনে ক্লিক করে দিন।
ধাপ ৫) এরপরে নিচের মত একটি নতুন পেজ খুলবে। এখানে আপনাকে রেজিষ্ট্রেশন এর তথ্য গুলো দিতে হবে। পর্যায়ক্রমে আপনার বর্তমান ঠিকানা, জেলা, উপজেলা, থানা, গ্রাম ইত্যাদি সঠিক ভাবে দিয়ে দিন।
ধাপ ৬) সঠিকভাবে সবকিছু দেওয়ার পরে এবার আপনার ভোটার আইডি কার্ডে ব্যবহার করা "ফোন নাম্বারটি" লিখে দিন। "বার্তা" পাঠান অপশনে ক্লিক করুন।
ধাপ ৭) আপনার ফোনে ৪ সংখ্যার একটি কোড আসবে সেটা দিয়ে সাবমিট দিন বা বহাল বাটনে ক্লিক করুন। তারপর আপনাকে নিম্নের মতো একটি ছবি দেখতে পাবেন।
এবার আপনার Face Verification এর জন্য একটি QR কোড দেখানো হবে। NID Wallet অ্যাপ দিয়ে কোডটি স্ক্যান করে আপনার ফেইস ভেরিফিকেশন করতে হবে।
ধাপ ৮) আপনার Face Verification এর জন্য একটি QR কোড দেখানো হবে। যে মোবাইলে আপনি NID Wallet ইনস্টল করেছেন। সেই মোবাইলটি হাতে নিন। অ্যাপটি ওপেন করুন এবং QR কোডটি স্ক্যান করুন।
ধাপ ৯) অ্যাপে দেখানো ভিডিওর মত, আপনার মুখ বরাবর সেলফি ক্যামেরা ধরুন ও সোজাসুজি তাকান। ঠিক থাকলে ছবিতে OK বা টিক মার্ক নোটিফিকেশন দেখাবে। তারপর, ক্যামেরার দিকে তাকিয়ে আপনার মাথা ডানে একবার ও বামে একবার ঘোরাবেন। OK না দেখালে, আবার চেষ্টা করুন। ফেইস ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার সামনে নিচের মত একটি পেইজ আসবে।
৮) এরপরে আপনাকে "সেট পাসওয়ার্ড" অপশনে ঢুকতে হবে। এখানে একটি সিকিউর পাসওয়ার্ড দিতে হবে। পরবর্তী সময়ে আপনি যখন লগ ইন করবেন এই পাসওয়ার্ড এর দরকার হবে।
৯) "আপডেট" অপশনে ক্লিক করার মাধ্যমে নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড অনলাইন রেজিষ্ট্রেশন প্রসেসটি সম্পন্ন হয়ে যাবে। এবার আপনাকে লগইন করার মাধ্যমে ভোটার আইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। উপরে দেখানো রেজিষ্ট্রেশন প্রসেস অনুযায়ী সফল ভাবে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে।
আরো পড়ুনঃ নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে
নির্বাচন কমিশন সাইট থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড
নির্বাচন কমিশন ওয়েবসাইটে পূর্বের রেজিষ্ট্রেশনে দেয়া মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ডাউনলোড করার জন্য নিচের নিয়ম গুলো অনুসরণ করুন-
১। প্রথমে আপনারা নির্বাচন কমিশন ওয়েবসাইট ভোটার আইডি কার্ড এর "লগ ইন" পেজে ঢুকুন। ওয়েবসাইটে ঢুকতে এখানে ক্লিক করুন।
২। প্রথম বক্সে আপনার আইডি নাম্বার অথবা ইউজার নেমটি দিন। পরবর্তী বক্সে পাসওয়ার্ড দিন ও নিচে ক্যাপচা ভেরিফেকশনটি পূরণ করে লগইন অপশনে ক্লিক করুন।
৩। লগইন হয়ে গেলে আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের বিভিন্ন তথ্য আপনার কাছে দেখানো হবে। আপনি চাইলে এখান থেকে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন, রি-ইস্যু করতে পারবেন।
৪। ডানপাশের নিচের দিকে "ডাউনলোড" অপশনে ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যেই আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে।
অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম ভিডিওতে দেখুন
শেষ কথা
অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম আর্টিকেলে কিভাবে সকল কিছু করবেন দেখানো হলো। জাতীয় নির্বাচন কমিশন এত ওয়েবসাইটে আপনাকে সবার আগে রেজিষ্ট্রেশন থাকতেই হবে। এখান, থেকে মূলত তারাই ভোটার আইডি কার্ড বের করতে পারবেন, যারা নতুন ভোটার হওয়ার জন্য তথ্য জমা দিয়েছেন।
তাদের কাছে একটি স্লিপ নাম্বার থাকে সেটা দিয়ে রেজিষ্ট্রেশন এর মাধ্যমে করতে হবে। আর স্লিপ নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্রের নাম্বার খুব সহজেই বের করে নিতে পারবেন। আশা করি আজকের পোষ্টটি আপনারা বুঝতে পেরেছেন। অনলাইন থেকে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম লেখাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।