অনলাইন ম্যারেজ রেজিস্ট্রেশন ইন বাংলাদেশ - অনলাইনের মাধ্যমে অনেক সহজেই বৈবাহিক সার্টিফিকেটের জন্য আবেদন করা যায়। অনলাইনে ম্যারেজ সার্টিফিকেট বা বিবাব নিবন্ধন করতে সরকারী ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে শুরুতে আবেদন করতে হবে।
অনলাইনে ম্যারেজ সার্টিফিকেট রেজিষ্ট্রেশন কিভাবে করবেন
অনলাইনে ম্যারেজ সার্টিফিকেট রেজিষ্ট্রেশন করা অনেকটা জরুরি। ঘরে বসে মোবাইল কিংবা ল্যাপটপের মাধ্যমে খুব সহজেই অনলাইনে ম্যারেজ সার্টিফিকেট রেজিষ্ট্রেশন করে নিতে পারবেন। আপনাদের যাদের ইতিপূর্বে ম্যারেজ সার্টিফিকেট রেজিষ্ট্রেশন করেননি তারা দেখে নিন কিভাবে ম্যারেজ সার্টিফিকেট রেজিষ্ট্রেশন করতে হয়।
প্রয়োজনীয় কাগজ পত্র
ছবি, জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর কপি।
১ম ধাপঃ প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সরাসরি রেজিস্ট্রেশন পেজে ঢুকতে এখানে ক্লিক করুন।
২য় ধাপঃ রেজিস্ট্রেশন ফর্মে আপনার "নাম" ও "মোবাইল নাম্বার" ইংরেজিতে লিখতে হবে।
৩য় ধাপঃ যে নাম্বারটি দিবেন সে নাম্বারে একটি বার্তার মাধ্যমে "পিন" কোড বা "পাসওয়ার্ড" দেয়া হবে।
৩য় ধাপঃ মেসেজে আসা পিন কোড ও নাম্বার দিয়ে লগইন করুন। লগইন করতে এখানে ক্লিক করুন।
৪র্থ ধাপঃ এরপরে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্মে প্রয়োজনীয় কাগজপত্র ছবি, স্বাক্ষর আপলোড করে "সংযুক্ত" বাটনে ক্লিক করে দিন।
৫ম ধাপঃ এরপরে আবেদন ফর্ম কোন অফিসে পাঠাতে চান সেটা সিলেক্ট করে দিন। এরপরে "প্রেরণ" বাটনে ক্লিক করে দিন। আপনার আবেদন সফল ভাবে প্রেরণ হলে এমন একটি লেখা দেখতে পাবেন" আপনার আবেদন প্রেরণ করা হয়েছে"।
৬ষ্ঠ ধাপঃ অনলাইন ম্যারেজ রেজিষ্ট্রেশন সার্টিফিকেট আবেদন করতে আপনাকে ৩০০৳ কোর্ট ফি দিতে হবে। যেকোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেটা পরিশোধ করে দিন।
আরো পড়ুনঃ
আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।