এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৪: সহজ ও দ্রুত পদ্ধতি!

হাসিবুর
লিখেছেন -

আমাদের অনেক সময় এক সিম থেকে অন্য সিমে এমবি ট্রান্সফার করার প্রয়োজন হয়। কিন্তু এমবি ট্রান্সফার পদ্ধতি সম্পর্কে না জানার কারণে এটি আমরা করতে পারিনা। প্রিয় পাঠক আজকে আমরা এমবি ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে আলোচনা করব। আপনি যদি এমবি ট্র্যান্সফার সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই লেখাটি পড়ে জানতে পারবেন। আশা করি কোন ধরনের ঝামেলা ছাড়াই এমবি অন্য আরেকটি সিমে ট্রান্সফার করতে পারবেন।

এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৪

(toc) #title=(সুচিপত্র)

এমবি ট্রান্সফার সম্পর্কে সাধারণ কিছু কথা

বন্ধুরা আপনারা খুব সহজেই সিম অপারেটর নির্বাচন করে এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি পাঠাতে পারবেন। তবে এটা জেনে রাখুন যে, এক সিম থেকে অন্য সিমে অর্থাৎ এক অপারেটর থেকে অন্য অপারেটরে।

মনে করেন আপনি গ্রামীণফোন সিম থেকে বাংলালিংকে এমবি পাঠাবেন এটা কখনো পারবেন না। আপনি দুটি একই অপারেটরের সিমে এমবি পাঠাতে পারবেন।

যেমন গ্রামীণ থেকে গ্রামীণে এমবি পাঠাতে পারবেন, বাংলালিংক থেকে বাংলালিংকে এমবি পাঠাতে পারবেন। এখন আমরা বিভিন্ন সিম অপারেটর থেকে আপনি কিভাবে এমবি পাঠাবেন তা জেনে নিব।

বাংলালিংক এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৪

এক বাংলালিংক সিম থেকে অন্য এক বাংলালিংক সিমে এমবি পাঠানোর সঠিক নিয়ম আপনাদের সাথে শেয়ার করব। বাংলালিংক এমবি শেয়ারিং সিস্টেম একটি চমৎকার ফিচার যা বাংলালিংক আনন্দের সহিত গ্রহণ করে থাকে। কিন্তু অনেকেই জানেন না কিভাবে এটি ব্যবহার করতে হয়। তাদের জন্য নিম্নোক্ত পদ্ধতি:

  • প্রথমে ডায়াল অপশনে যান এবং ডায়াল করুন *৫০০০#
  • তারপর ১১ নাম্বার অপশন Settings ক্লিক করুন
  • এরপর ৩ নাম্বার অপশন Internet Shareing এ ক্লিক করুন
  • ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন 1) Gift Internet Pack 2) Transfer Internet Volume 3) Request for Internet Volume
  • পরবর্তীতে ২ অপশনে ক্লিক করুন
  • এখন দেখতে পাবেন Internet gift 25 mb - 4Days
  • ১ টাইপ করে সেন্ড ক্লিক করুন
  • এরপর ডিসপ্লেতে নাম্বার দিতে বলবে সেখান থেকে অন্য নাম্বারটি টাইপ করুন।
  • এখন আপনার কাঙ্খিত নাম্বারে পাঠিয়ে দিন
  • সর্বশেষ আপনার সাকসেসফুল মেসেজটি দেখতে পাবেন।

বাংলালিংক এমবি ট্রান্সফার করার কোড

অনেক আগে থেকেই বাংলালিংক এমবি ট্রান্সফার করার সুবিধে প্রদান করলেও অনেকেই আছেন যারা জানেন না কিভাবে এমবি ট্রান্সফার কোড কি? বাংলালিংক থেকে অন্য বাংলালিংক সিমে এমবি ট্রান্সফার কোড হচ্ছে*৫০০০*৫৫#

আরও জানুন: সরকার অনুমোদিত অনলাইন ইনকাম সাইট: আয় করুন নিরাপদে!

বাংলালিংক সিম থেকে এমবি ট্রান্সফারের শর্তসমূহ

  • প্রতিদিন একটি নাম্বারের এমবি ট্রান্সফার করতে পারবনে।
  • নির্বাচিত ইন্টারনেট প্যাকগুলো্র মধ্যে থেকে কেবল ট্রান্সফার করতে পারেন।
  • বোনাস এমবিগুলো ট্রান্সফার করতে পারবেন না।
  • নিজের ইন্টারনেট প্যাকগুলোতে পুনরায় ইন্টারনেট প্যাক ট্রান্সফার করতে পারবেন না।
  • সোশ্যাল পাক গুলো যেমন: ফেসবুক, হোয়াটসঅ্যাপইত্যাদি) ইন্টারনেট প্যাকগুলো ট্রান্সফার করা যাবে না।

জিপি এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৪

এখন আপনি যদি জিপি থেকে জিপিতে এমবি ট্রান্সফার করতে চান তাহলে আপনি এখানে খুব সহজেই এমবি ট্রান্সফার করতে পারবেন। এখন আমরা গ্রামীণ সিমে এমবি ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করব।

এজন্য আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে igift <Space> এমবির পরিমাণ <Space> রিসিভার নাম্বার <Space> আপনার নাম লিখে পাঠিয়ে দিতে হবে 5000 নাম্বারে।

মনে করেন আপনি একটি নাম্বারে এমবি ট্রান্সফার করবেন এর জন্য আপনাকে টাইপ করতে হবে igift 200 mb 0178686357 md sakhawat এরপরে আপনাকে ৫০০০ নাম্বারে মেসেজটি পাঠিয়ে দিতে হবে।

আরও জানুন: সিম কার নামে রেজিস্ট্রেশন জানার উপায়

জিপি টু জিপি এমবি ট্রান্সফার কোড

জিপি থেকে জিপিতে এমবি ট্রান্সফার করার আরেকটি উপায় আছে। আপনি ইউএসএসডি কোডের মাধ্যমে কিছু এমবি শেয়ার করতে পারেন। এটি এমবি ট্রান্সফার করার আরেকটি পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি খুবই অল্প পরিমাণে এমবি ট্র্যান্সফার করতে পারবেন।

  • Transfer 10 MB: Dial *141*712*11*mobile number#
  • Transfer 25 MB: Dial *141*712*9*mobile number#
  • Transfer 60 MB: Dial *141*712*4*mobile number#

এয়ারটেল এমবি ট্রান্সফার করার নিয়ম ২০২৪

বন্ধুরা আমরা ইতিমধ্যেই বাংলালিংক এবং জিপি সিমে কিভাবে এমবি ট্রান্সফার করবেন এ বিষয়ে সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা এয়ারটেল সিমে এমবি ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে আলোচনা করব।

আপনি যদি এয়ারটেল থেকে ১০ এমবি ট্রান্সফার করতে হয় তাহলে আপনাকে যা করতে হবে:

*১৪১*৭১২*১১* এরপরে আপনি যে নাম্বারে এমবি পাঠাবেন সে নাম্বারটি টাইপ করে তারপরে # লিখে সেন্ড করতে হবে।

আপনি যদি ২৫ এমবি পাঠাতে চান তাহলে আপনাকে যা ডায়াল করতে হবে:

*১৪১*৭১২*৯* যে নাম্বারে এমবি পাঠাতে চান সেই নাম্বার দিন তারপরে # লিখে পাঠিয়ে দিতে হবে।

রবি থেকে রবি এমবি ট্রান্সফার করার নিয়ম

প্রিয় বন্ধুরা এখন রবি থেকে রবিতে কিভাবে এমবি ট্রান্সফার করবেন এই বিষয় সম্পর্কে জানতে পারবেন। ইতিমধ্যে আমরা বাংলালিংক, গ্রামীণ এবং এয়ারটেল নাম্বার থেকে কিভাবে একই অপারেটরে এমবি ট্রান্সফার করা যায় এ বিষয়ে জেনেছি।

আপনি যদি রবি থেকে রবি সিমে ২৫ এমবি ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে-

  • *১৪১*৭১২*৯*
  • এরপরে আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বারটি ডায়াল করতে হবে
  • এবং সর্বশেষ # লিখে সেন্ড করতে হবে।
  • উদাহরণঃ *১৪১*৭১২*৯*০১৮৮৭৬৪৯৭৪#

আপনি যদি ৬০ এমবি ট্রান্সফার করতে চান তাহলে ডায়াল করতে হবে - *১৪১*৭১২*৪* তারপর যে নাম্বারে এমবি পাঠাতে চান সেই নাম্বারটি লিখতে হবে এবং # দিয়ে সেন্ড করতে হবে।

উদাহরণঃ *১৪১*৭১২*৪*০১৮৭৬৩২৭৬#

আরও জানুন: রবি এমবি চেক কোড ২০২৪: রবিতে এমবি দেখে কিভাবে জেনে নিন

উপসংহার

আপনারা ইতিমধ্যে এমবি ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। আজকের এই আর্টিকেলে আমরা এই সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করেছি আপনি যদি সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে ইতিমধ্যে আপনার এই সম্পর্কে আর কোন দ্বিধা থাকার কথা নয়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!