আতরের নামের তালিকা - আতরের নাম ও দাম - বিশ্বের সেরা আতর কোনটি? আতর আমাদের দেশের ব্যাবহৃত অন্যতম প্রয়োজনীয় একটি প্রসাধনী। প্রতিটি মুসলিম দের হালাল সুগন্ধি হলো আতর। বিভিন্ন দেশের ইসলাম ধর্মপ্রান মানুষেরা প্রচুর পরিমানে আতরের ব্যবহার করেন।
আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে সেরা আতরের নাম কি? আপনি কি আতর কেনার সময়ে চিন্তায় ভুগছেন কোন আতরটি কিনবেন? আমরা অনেক সময়ে জানিনা কি কি আতর বাজারে পাওয়া যায়, আতরের নাম ও দাম কত ইত্যাদি নানা প্রশ্নের সম্মুখীন হওয়ার পূর্বে আজকের আর্টিকেল টি পড়ে নিন। আতরের নামের তালিকা সম্পর্কে জানতে লেখাটি শেষ পর্যন্ত পড়ুন।
(toc) #title=(সুচিপত্র)
আতরের নামের তালিকা
মুসলমান ধর্মপ্রান মানুষেরা আতর ব্যবহার করে মসজিদে সালাত আদায় করতে যান। বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার পূর্বেও আতর ব্যবহার করে থাকেন। প্রতিটা দ্রব্যের অনেক গুলো আলাদা আলাদা ব্রান্ড থাকে বা নাম থাকে।
আতরের ক্ষেত্রেও তেমন আছে। আতরের বিভিন্ন ধরণ রয়েছে। কোনো কোনো আতর হয়তো আপনি নাম এই জানেন না। তাই আতর কেনার পূর্বে আতরের নাম সম্পর্কে ভালোভাবে আইডিয়া নেয়া প্রয়োজন। নিচে কয়েকটি আতরের নামের তালিকা উল্লেখ করে দিয়েছিঃ
- খাসব আল উদ
- জেসমিন
- রয়েল এমবার
- কুরাইসি মিক্স
- ব্লু বেরি মাক্স
- আসিল
- তায়েফ রোজ ৫০০
- ব্লু কান্নাম ভ্যানিলা
- আজিব মাক্স
- আল হায়াত ব্লেন্ড
- বডি মাস্ক
- ফায়রুজ
- সিলভার স্টোন
- বাখর আতর
- ভ্যানিলা মাস্ক
- সুলতান আতর
- এম্বার ক্রিম আতর
- আল হান্নাহ
- জান্নাতুল ফেরদাউস আতর
- মোখালাত বাহরাইনি
- নাবিল আতর
- রোজ আতর
এই কয়েকটি নামের আতর গুলো বাংলাদেশে বেশ ভালো ভাবে জনপ্রিয়তা পেয়েছে।
আরো পড়ুনঃ গেজ রোগের ঘরোয়া চিকিৎসা | গেজ রোগের চিকিৎসা
আতরের নাম ও দাম
বাজারে আতর কিনতে যাওয়ার পূর্বে আতরের দাম সম্পর্কে জেনে নেয়া আবশ্যক। দাম সম্পর্কে না জেনে গেলে হয়ত আপনি যেয়ে দেখলেন আপনার কাছে থাকা টাকার চেয়ে আতরের দাম বেশি।
আতরের দাম সম্পর্কে আইডিয়া থাকলে দোকানি ও আপনাকে ঠকানোর কোনো উপায় পাবে না। তাই দেখে নিন অন্তত ১০ টি আতরের নাম ও দাম সম্পর্কে-
- আমীর আল উদ - বাংলাদেশের অত্যান্ত জনপ্রিয় ও বেশি ব্যবহৃত আতর হলো আমীর আল উদ আতর টি। ৫০ মিলি ৯০০ টাকার মত দাম।
- জেসমিন - জেসমিন প্রতি 3 ML ৭০০-৯০০ টাকার মধ্যে।
- হোয়াইট সাফরন - প্রতি 3 ML হোয়াইট সাফরন আতরের দাম ৮০০-৯০০ টাকা।
- তায়েফ রোজ ৫০০ - প্রতি 3 ML তায়েফ রোজ আতরের দাম ২২০০-২৩০০ টাকার মধ্যে হয়।
- ফায়রোজ - প্রতি 3 ML ফায়রোজ আতরের দাম ৮০০-৯০০ টাকা হয়।
- রহ আল উদ - প্রতি 3 ML রহ আল উদ আতরের দাম ৪৫০০ টাকার মত।
- বডি মাস্ক - প্রতি 3 ML বডি মস্ক আতরের দাম - ১৩০০ টাকার মধ্যে।
- কুরাসি মিক্স - প্রতি 3 ML কুরাসি মিস্ক আতরের দাম - ১২০০ টাকার মত।
- পিউর এম্বার - প্রতি 3 ML পিউর এম্বার আতরের দাম হলো - ১২০০ টাকার মত।
- খাসব আল উদ - প্রতি 3 ML খাসব আল উদ আতরের দাম হলো - ৩৭০০ টাকার মত।
বিশেষ দ্রষ্টব্যঃ আতরের দাম প্রতিদিন বাড়ে ও কমে তাই আজকের দিনের আতরের দাম টাই আমরা বলতে পারি পরবর্তী ১ মাস পর যে ঠিক এ দাম এই থাকবে ব্যাপার টা এমন মোটেও নয়। বাজারে যাওয়ার পর কিছুটা দামের হেরফের হতে পারে।
আরো পড়ুনঃ ফি আমানিল্লাহ অর্থ কি | ফি আমানিল্লাহ কখন বলতে হয়
বাংলাদেশের সেরা আতর
বাংলাদেশের সবচেয়ে সেরা আতর হিসেবে ধরা হয় "আল-হারামাইন আতর" বাংলাদেশের অধিক মানুষ এই আতর ব্যবহার করতে পছন্দ করে। আল হারামাইন আতর টি সুদূর দুবাই থেকে আমদানি করা হয়।
মানের দিক থেকে অন্যসব আতরের চেয়ে একটু আলাদা ও দামে কম হওয়ায় বাংলাদেশের সেরা আতর হয়েছে এটি। আল হারামাইন আতর বাংলাদেশের সেরা আতর। আল হারামাইন ৩০ মিলি গ্রাম আতরের দাম হলো প্রায় - ৩৫০০ টাকার মত।
আরো পড়ুনঃ ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া এবং রিস্ক ফ্রি ব্যবসা
বিখ্যাত আতরের নাম
অনেকেই আছেন যারা জানতে চান আসলে বিখ্যাত আতরের নাম আসলে কি। বিখ্যাত আতরের নাম হলো "আল হারামাইন"। শুধু মাত্র এশিয়া মহাদেশেই নয় এই আতরের ব্যবহার মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি হওয়ার ফলে দিন দিন এই আতরটি জনপ্রিয় হয়েছে।
আল হারামাইন আতরের প্রবর্তক ছিলেন এক বাংলাদেশের নাগরিক এর। আগর কাঠের সুগন্ধি ব্যবহার করে এই আতর তৈরির কাজ শুরু করে। পরবর্তী তে এটি মধ্যপ্রাচ্যের ব্যবসা সফল হলে এশিয়া মহাদেশ তথা বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বানিজ্যিক ভাবে ব্যবসা শুরু করে।
বাংলাদেশে আল হারামাইন সবচেয়ে বেশি বিক্রিত আতর ছিল তখন। আল হারামাইন বিখ্যাত হওয়ার সবচেয়ে মূল কারন হলো এর সুঘ্রান। এটির ঘ্রান এতই কড়া যে বেশি ব্যবহারর আপনাকে অতল ঘ্রাণের জগতে হারিয়ে দিবে।
আল হারামাইন আতর গুলো নারী ও পুরুষ উভয়ে ব্যবহার করতে পারে। ইউনিসেক্স (নারী-পুরুষ) ধরণের সুগন্ধি তৈরি করে আল হারামাইন আতর। শুধু মাত্র আগর কাঠ এই নয় তেল, গোলাপের নির্জাস, চন্দন ইত্যাদি নানা উপকরন এর মাধ্যমে আল হারামাইন আতর তৈরি করা হয়। যা বিখ্যাত হওয়ার জন্য যথেষ্ট।
আরো পড়ুনঃ রুমাইসা নামের অর্থ কি
দীর্ঘস্থায়ী আতর
অনেকেই আছেন যারা অনেক দামি আতর ব্যবহার করেন। সবচেয়ে বড় যে সমস্যায় পরেন তা হলো ২/৩ ঘন্টার মধ্যেই আতরের ঘ্রাণ হারিয়ে যায়। বেশিক্ষন স্থায়ী আতর গুলো অনেকে খুজেন যারা মাত্র দিনে একবার আতর দিলে সারাদিন এর ঘ্রাণ শরিরে অব্যাহত থাকবে।
যারা এরকম দীর্ঘস্থায়ী আতরের নাম জানতে চান তারা চাইলে "মদিনা" আতর ব্যবহার করতে পারেন। মদিনা আতর দাবী করে যে দিনে মাত্র একবার ব্যবহার করলে সারাদিন চলে যাবে। বার বার আপনাকে ব্যবহার করতে হবে না। মদিনা আতরের দাম ও অনেক কম। ৬ মিলি গ্রাম আতরের দাম হলো - ১৩০ টাকা।
আরো পড়ুনঃ নামাজ না পড়ার ১৫ টি শাস্তি - নামাজ না পড়ার শাস্তি
দামি আতরের নাম
দামি আতর গুলোর মান ও ঘ্রাণ যে কোনো কম দামি আতরের সাথে আকাশ-পাতার ডিফারেন্ট থাকে। অনেকেই দামি আতরের দাম জানতে চান। বর্তমানে সবচেয়ে দামী আতর হলো "Kasturi Premium" আতর।
লাক্সারিয়াস বা সবচেয়ে দামি আতর গুলোর মধ্যে এটি অন্যতম। এই আতরের অনেক কপি বের হয়েছে মূলত এটার অরিজিনাল আতর টি হাতে পাওয়াও অনেক কঠিন ব্যাপার। এই আতরের দাম - ৫০০ হতে ৩০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে পরিমাপ অনুযায়ী।
এ ছাড়াও বিশ্বের সবচেয়ে দামি আতরের তালিকায় "নাবিল" আতরের নাম ও রয়েছে। নাবিল পারফিউম এর কোম্পানি এর মাধ্যমে এই আতর তৈরি করা হয়। জানা যায় এ পর্যন্ত মোট দুইবার গিনেজ বুকে যায়গা করে নিয়েছে সবচেয়ে দামি সুগন্ধি তৈরি করার জন্য।
আরো পড়ুনঃ ইউরোপের ২৬ টি দেশের নাম | ইউরোপ সম্পর্কিত সকল বিষয় জেনে নিন
সৌদি আরবের আতর
আমাদের দেশে বেশিরভাগ আতর আমদানি করা হয় সৌদি আরব থেকে। যেমন-
- জামিলা আতর
- হুদা আরাবিয়ান আতর
- আজওয়া আতর
- মুজাক্কারাত আতর
- ধিকরা আতর
- সুইস আরাবিয়ান আতর
- Oud Al Haramain
উপরের তালিকা ছাড়াও বিভিন্ন ধরণের সৌদি আরবের আতর রয়েছে।
বিশ্বের সেরা আতর
যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বিশ্বের সেরা আতর কোনটি আপনি কি বলতে পারবেন? যদি না পারেন তবে জেনে নিন যে, বিশ্বের সবচেয়ে সেরা আতরের নাম হলো- আউদ বা উদ।
এ ছাড়াও বিভিন্ন দেশ অনুযায়ী কস্তুরি ও মেশকে অম্বর কে বিশ্বের সেরা আতর হিসেবে বিবেচনা করা হয়। মূলত একেক দেশে একেক ধরনের আতর সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে।
আরো পড়ুনঃ সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত
লেখকের শেষকথা
আতরের নামের তালিকা আর্টিকেলে আমরা চেষ্টা করেছি হালাল আতর গুলোর লিস্ট করার। হতে পারে এখান থেকে কয়েকটি হালাল নাও হতে পারে। আতর কেনার পূর্বে অবশ্যই নিজে ঘ্রাণ যাচাই করে নিবেন। বিশ্বের সবার যেটা পছন্দ হবে সেটা আমার আপনার নাও হতে পারে।
এরপরে আসি দামের ব্যাপারে। পণ্যের দাম কখনো নির্দিষ্ট নয়। সবচেয়ে বড় কথা হলো এগুলো বাহিরের দেশ থেকে আমদানি করা হয় তাই সবসময় সমান মূল্য থাকবেনা।