গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম

হাসিবুর
লিখেছেন -
0

গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম - গরম ও ঠান্ডা পানির ফিল্টারের দাম - ফিল্টার শুধু পানি বিশুদ্ধ করে না পাশাপাশি কিছু ফিল্টারের মাধ্যমে আপনি গরম ও ঠান্ডা পানি খেতে পারবেন। আমরা অনেকেই পানি গরম করার জন্য আলাদা ইলেক্রট্রিক হিটার ক্রয় করি।

গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম

কিন্তু আপনি যদি গরম ও ঠান্ডা পানির ফিল্টার ক্রয় করেন এক সাথে আপনি পানি বিশুদ্ধ করা ও ঠান্ডা, গরম পানি ব্যবহার করতে পারবেন। আপনি যদি গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম খুজে থাকেন তাহলে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে ফেলুন। আজকের আর্টিকেলে জানাবো গরম ও ঠান্ডা পানির ফিল্টারের দাম গুলো সম্পর্কে।

(toc) #title=(সুচিপত্র)

গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম - গরম ও ঠান্ডা পানির ফিল্টারের দাম

বাজারে বিভিন্ন কোম্পানির গরম ও ঠান্ডা পানির ফিল্টার পাওয়া যায়। ব্রান্ড অনুযায়ী দামের পার্থক্য হয়ে থাকে। তবে আপনার বাজেট যদি ২০ হাজার টাকার বেশি হয়ে থাকে তাহলে আপনি যে কোনো কোম্পানির গরম ও ঠান্ডা পানির ফিল্টার গুলো ক্রয় করতে পারবেন। 

নিচে আমরা মডেল অনুযায়ী কয়েকটি গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম উল্লেখ্য করে দিলাম। এখান থেকে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী গরম ও ঠান্ডা পানির ফিল্টার ক্রয় করতে পারেনঃ

1. Heron Max Life

গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম

গরম ও ঠান্ডা পানির ফিল্টারের জন্য মোটামুটি কম দামের মধ্যে এটি অন্যতম একটা পানির ফিল্টার। হিরন ব্রান্ডের ফিল্টার গুলো বাংলাদেশের সেরা পানির ফিল্টার হিসেবে জনপ্রিয়। যাদের বাজেট ২০ হাজার টাকা তারা চাইলে এই গরম ও ঠান্ডা পানির ফিল্টার টি ক্রয় করতে পারেন। ফিল্টারের বৈশিষ্ট হলোঃ

১। ব্রান্ড – হিরন ২। মডেল – Heron Max Life ৩। Heron Max Life গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম ২০ হাজার টাকা ৪। ঠান্ডা পানি রিজার্ভ রাখা যাবে ২ লিটার ৫। গরম পানি রিজার্ভ রাখা যাবে ১ লিটার ৬। রিভার্স অসমসিস টেকনোলজি ব্যবহার করা হয়েছে ফিল্টার টিতে ৭। ০৫ টি পদ্ধতিতে পানিকে বিশুদ্ধ করতে পারে ৮। এই ফিল্টার ঘরের দেয়ালের সাথে রাখা যাবে।

আরো পড়ুনঃ ওয়ালটন এসি কিস্তিতে কেনার নিয়ম ২০২৩

2. Heron GRO5-75C

গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম

হিরন ব্রান্ডের অন্যতম আরেকটি গরম ও ঠান্ডা পানির ফিল্টার এটি। যদি আপনার বাজেট থাকে ২৫ হাজার টাকার মতো তাহলে এই ফিল্টারটি আপনার জন্য ভালো হবে। ১২ লিটার রিজার্ভ ট্যাংক সহ এই ফিল্টার টির বৈশিষ্ট গুলো দেখে নিন –

১। ব্রান্ড – হিরন ২। মডেল – Heron GRO5-75C ৩। Heron GRO5-75C গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম ২৬ হাজার টাকা ৪। ঠান্ডা পানি ঘন্টায় ২ লিটার করে পাবেন ৫। গরম পানি ঘন্টায় ৫ লিটার করে করতে পারবেন ৬। গরম ও ঠান্ডা পানির জন্য আলাদা সুইচ রাখা আছে ৭। পানি বিশুদ্ধ করে ৫ টি পদ্ধতিতে ৮। রিভার্স অসমসিস টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

3. BLU-2300 

গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম

BLUE ব্রান্ডের গরম ও ঠান্ডা পানির পানির ফিল্টার গুলো অনেক বেশি জনপ্রিয়। আপনার কাছে যদি বাজেটের পরিমাণ ৩৭ হাজার টাকার বেশি হয় তাহলে ঠান্ডা ও গরম পানির জন্য এই ফিল্টার টি ক্রয় করতে পারেন। চলুন দেখে নেই ফিল্টার টির দাম ও বৈশিষ্ট গুলো –

১। ব্রান্ড – BLU ২। মডেল – BLU – 2300 ৩। গরম পানি সরবরাহ করবে ১ লিটার করে ৪। ঠান্ডা পানির রিজার্ভ ট্যাংক আছে ২ লিটার এর ৫। হালকা গরম পানি রিজার্ভ ক্যাপাসিটি ৩ লিটার ৬। ০৬ টি পদ্ধতিতে পানি কে বিশুদ্ধ করতে সক্ষম ৭। রিভার্স অসমসিস টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

4. Vision RO

গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম

গরম ও ঠান্ডা পানির জন্য কম দামের মধ্যে অন্যতম একটি পানির ফিল্টার এটি। আপনার কাছে যদি মাত্র ১৭ হাজার টাকা বাজেট থাকে তাহলে এই ফিল্টার টি ক্রয় করতে পারবেন। চলুন দেখে নেই ফিল্টার টির বৈশিষ্ট ও দাম সম্পর্কে –

১। ব্রান্ড – ভিসন ২। মডেল – Vision RO ৩। Vision RO গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম ১৭ হাজার ৯০০ টাকা ৪। সাথে সাথে ১ লিটার ঠান্ডা পানি বানাতে পারবেন ৫। হালকা গরম পানির রিজার্ভ ট্যাংক হলো ৭ লিটার ৬। ইন্সট্যান্ট ১ লিটার গরম পানি করতে পারবেন ৭। অটোম্যাটিক সিস্টেমে পানি গরম ও ঠান্ডা করবে ৮। ৫ টি পদ্ধতিতে পানি কে বিশুদ্ধ করে দেয় ৯। RO এবং UV সিস্টেম ব্যবহার করা হয়েছে।

আরো পড়ুনঃ পানির ফিল্টার কোনটা ভালো

5. Deng Yuan HM-2681

গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম

ডেন উয়ান বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা একটি পানির ফিল্টারের ব্রান্ড। ডেন উয়ান এর এই পানির ফিল্টার টির মাধ্যমে গরম ও ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন। যদি আপনার বাজেটের পরিমাণ ৮৫ হাজার টাকা হয় তাহলে এই ফিল্টার টি ব্যবহার করতে পারেন। চলুন দেখে নেই ফিল্টার টির দাম ও বৈশিষ্ট গুলো –

১। ব্রান্ড – ডেন ইউয়ান ২। মডেল – HM-2681 ৩। Deng Yuan HM-2681 গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম ৮৫ হাজার টাকা ৪। গরম পানির জন্য রিজার্ভ ট্যাংক ৬ লিটার ৫। ঠান্ডা পানির রিজার্ভ ট্যাংক হলো ৪ লিটার ৬। ৫ টি পদ্ধতিতে পানি কে বিশুদ্ধ করতে পারে।

6. WWD-TC05

গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম

গরম ও ঠান্ডা পানির ফিল্টারের জন্য ব্যবহার করতে পারেন ওয়ালটনের এই পানির ফিল্টার টি। এই ফিল্টার এর দাম অনেক কম হওয়ায় ফিল্টার টি অনেক বেশি জনপ্রিয়। চলুন দেখে নেই ফিল্টার টির দাম ও বৈশিষ্ট –

১। ব্রান্ড -ওয়ালটন ২। মডেল – WWD-TC05 ৩। WWD-TC05 গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম ১৪ হাজার ৩০০ টাকা ৪। কম্প্রেসার ব্যবহার করে পানি ঠান্ডা করে ৫। স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি ৬। গরম ও ঠান্ডা পানির জন্য আলাদা আলাদা সুইচ বাটন আছে।

7. Vision Water Dispenser

গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম

১০ হাজার টাকা বাজেটের মধ্যে অন্যতম একটি গরম ও ঠান্ডা পানির ফিল্টার এটি। ভিসন এর এই ফিল্টার টি একদম কম দামের মধ্যে ক্রয় করতে পারবেন। দেখে নিন ফিল্টার টির বৈশিষ্ট –

১। ব্রান্ড – ভিসন ২। Vision Water Dispenser গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম ১১ হাজার টাকা ৩। স্টেইনলেস স্টিল এর তৈরি ৪। কম্প্রেসার এর মাধ্যমে ঠান্ডা ও গরম পানি দেয় ৫। ঘন্টায় ৫ লিটার গরম পানি করতে পারবেন ৬। ঘন্টায় ২ লিটার ঠান্ডা পানি করতে পারবেন।

আরো পড়ুনঃ মোবাইল নাম্বার ট্র্যাকিং সফটওয়্যার

8. Karofi HC-100

গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম

গরম ও ঠান্ডা পানির জন্য মোটামুটি বাজেটের মধ্যে ভালো একটি পানি ফিল্টার এটি। ৬ টি পদ্ধতিতে পানিকে বিশুদ্ধ করতে পারে। দেখে নিন ফিল্টার টির বৈশিষ্টঃ

১। ব্রান্ড – কারফি ২। মডেল – HC-100 ৩। Karofi HC-100 গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম ৩৮ হাজার ৫০০ টাকা ৪। রিভার্স অসমসিস টেকনোলজি ব্যবহার করা হয়েছে ৫। প্রতি ঘন্টায় ১২ লিটার পানি ফিল্টার করতে পারে ৬। ঠান্ডা পানির রিজার্ভ ট্যাংক হলো ৩ লিটার।

9. 3.2-Gallon

গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম

গরম ও ঠান্ডা পানির জন্য এই পানির ফিল্টারটি ব্যবহার করতে পারেন। আপনার বাজেটের পরিমাণ যদি ২৫ হাজার টাকার বেশি হয় তাহলে এটি ব্যবহার করতে পারেন। দেখে নিন এই ফিল্টারটির বৈশিষ্ট্যঃ

১। ব্রান্ড – গ্যলন ২। মডেল – 3.2-gallon ৩। 3.2-Gallon গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম ২৮ হাজার টাকা ৪। ৫ টি পদ্ধতিতে পানি কে বিশুদ্ধ করতে পারে ৫। গরম ও ঠান্ডা পানির জন্য আলাদা সুইচ বাটন ৬। ১০০ ডিগ্রি পর্যন্ত হিটিং ক্যাপাসিটি।

10. Deng Yuan CW-929

গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম

বেশি বাজেটের মধ্যে সেরা একটি গরম ও ঠান্ডা পানির ফিল্টার এটি। ডেন ব্রান্ডের এই ফিল্টারটি ৬০ হাজার টাকা বাজেটের মধ্যে ক্রয় করতে পারবেন। দেখে নিন ফিল্টার টির বৈশিষ্ট –

  • ব্রান্ড – ডেন উয়ান
  • মডেল – CW-929
  • দাম – ৬১ হাজার টাকা।
  • ৬ টি ধাপে পানি কে বিশুদ্ধ করে।
  • ২ লিটার গরম পানির ট্যাংক আছে
  • ২.৫ লিটার ঠান্ডা পানির ট্যাংক আছে।
  • রিভার্স অসমসিস টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

শেষ কথা - গরম ও ঠান্ডা পানির ফিল্টার দাম

এখানে দেয়া প্রতিটি ফিল্টার গরম ও ঠান্ডা পানির জন্য কার্যকর। আমাদের দেয়া দামের সাথে বাজারের দাম কিছুটা পার্থক্য হতে পারে। পানির ফিল্টার কেনার আগে অবশ্যই ভালো ভাবে দেখে নিবেন। আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মতামত জানান এখানে

0 কমেন্ট

আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

কমেন্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!