ওয়ালটন আমাদের দেশীয় একটি ব্রান্ডের নাম। ভালো ফ্রিজ তৈরিতে ওয়ালটনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বর্তমানে অনেকেই জানতে চান যে, ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত 2024 সম্পর্কে। ফ্রিজ ক্রয়ের পূর্বে দাম সম্পর্কে জানা থাকলে ফ্রিজ কেনা অনেকটা সহজ হয়ে যায়।
আপনি হয়ত খুজছেন বর্তমানে ওয়ালটন ফ্রিজ ১২ সেফটির বাজার মূল্য সম্পর্কে। আমাদের আজকের আর্টিকেলে জানাবো ১০ টি ওয়ালটন ১২ সেফটি ফ্রিজের দাম বিস্তারিত সম্পর্কে। আপনি ওয়ালটন ১২ সেফটি ফ্রিজ ক্রয় করতে চান তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে ফেলুন। পাশাপাশি আমাদের ওয়েবসাইট থেকে পরতে পারেন ওয়ালটন এসি কিস্তিতে কেনার নিয়ম ২০২৪।
(toc) #title=(এক নজরে সম্পূর্ণ লেখা পড়ুন)
ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত 2024
ফ্রিজের ক্ষেত্রে সাধারণত ১ সেফটি = ২৮ লিটার ধরা হয়ে। ফ্রিজের ধারণ ক্ষমতা যদি ৩৩৬ লিটার এর অধিক হয় তাহলে সেটাকে ১২ সেফটি ধরা হয়। আপনার যদি ১২ সেফটি ফ্রিজের প্রয়োজন হয় তাহলে নিচে থেকে ওয়ালটন ফ্রিজ ১২ সেফটির দাম কত তা বিস্তারিত দেখে নিনঃ
- WFC-3A7-NXXX-XX - দাম ৪২,৬৯০ টাকা
- WFB-2B6-GDSH-XX - দাম ৪০,৮৯০ টাকা
- WFE-3B0-CRXX-XX - দাম ৪৩,২৯০ টাকা
- WFC-3A7-GDXX-XX - দাম ৪৫,৬৯০ টাকা
- WFC-3A7-GDNE-XX - দাম ৪৬,১৯০ টাকা
- WFE-3B0-GDXX-XX (Inverter) - দাম ৪৭,৭৯০ টাকা
- WFE-3B0-GDEL-XX - দাম ৪৭,৭৯০ টাকা
- WFE-3B0-GDEN-XX - দাম ৪৮,২৯০ টাকা
- WFC-3D8-GDEH-XX - দাম ৫০,৪৯০ টাকা
- WFC-3D8-GDXX-XX - দাম ৪৮,৪৯০ টাকা
1. WFC-3A7-NXXX-XX
ওয়ালটন ১২ সেফটি ফ্রিজের মধ্যে এটা অনেক বেশি বিক্রিত একটি ফ্রিজ। ডাইরেক্ট ঠান্ডা ধরণের ফ্রিজ এটি। যার গ্রস ভলিউম হচ্ছে ৩৩৭ লিটার ও নেট ভলিউম হলো ৩১৭ লিটার। ওয়ালটন ব্রান্ডের এই ১২ সেফটি ফ্রিজটির দাম হলো ৪২,৬৯০ হাজার টাকা।
2. WFB-2B6-GDSH-XX
ওয়ালটন ফ্রিজ ১২ সেফটির দাম কত এর তালিকায় আমাদের দ্বিতীয় নাম্বারে রয়েছে এই ফ্রিজটি। ফ্রিজটির ধরণ হলো সরাসরি ঠান্ডা করে। ফ্রিজটির গ্রস ভলিউম হলো ২৫২ লিটার ও নেট ভলিউম হলো ২৩৮ লিটার। বর্তমান বাজারে ফ্রিজটির দাম হলো ৪০,৮৯০ হাজার টাকা।
3. WFE-3B0-CRXX-XX
ওয়ালটন ১২ সেফটি ফ্রিজের মধ্যে এটা অন্যতম। যারা ৩৬ হাজার টাকার মধ্যে ভালো মানের ১২ সেফটি ফ্রিজ খুজছেন তাদের জন্য সেরা হতে পারে। ফ্রিজ টি সরাসরি ঠান্ডা করে। এই ফ্রিজটির গ্রস ভলিউম হলো ৩৪১ লিটার ও নেট ভলিউম হলো ৩২০ লিটার। বর্তমানে ওয়ালটনের এই ১২ সেফটি ফ্রিজটির দাম হলো ৪৩,২৯০ হাজার টাকা।
4. WFC-3A7-GDXX-XX
ওয়ালটন ১২ সেফটি ফ্রিজের দামের মধ্যে এই ফ্রিজটির দাম হলো ৪৫,৬৯০ হাজার টাকা। ফ্রিজটি সরাসরি ঠান্ডা করা ধরণের। ফ্রিজটিতে গ্লাস এর দরজা ব্যবহার করা হয়েছে। ফ্রিজটির গ্রস ভলিউম হলো ৩৩৭ লিটার ও নেট ভলিউম হলো ৩১৭ লিটার। ভোল্টেজ হলো ১৫০-২৬০।
5. WFC-3A7-GDNE-XX
ওয়ালটন ১২ সেফটি ফ্রিজের মধ্যে এটি একটি ভালো মানের ফ্রিজ। সরাসরি ঠান্ডা করে ফ্রিজটি। গ্লাস এর দরজা ব্যবহার করা হয়েছে। ফ্রিজটির গ্রস ভলিউম হলো ৩৩৭ লিটার ও নেট ভলিউম হলো ৩১৭ লিটার। বর্তমান বাজারে ফ্রিজটির দাম হলো ৪৬,১৯০ হাজার টাকা।
6. WFE-3B0-GDXX-XX (Inverter)
যারা ৪৭ হাজার টাকা বাজেটের মধ্যে ওয়ালটনের ভালো ফ্রিজ খুজে থাকেন তারা চাইলে এই ফ্রিজটি ক্রয় করতে পারেন। ফ্রিজের ধরণ হলো সরাসরি ঠান্ডা করে। ফ্রিজটির গ্রস ভলিউম হলো ৩৪১ লিটার ও নেট ভলিউম হলো ৩২০ লিটার। বর্তমান বাজারে ওয়ালটনের এই ফ্রিজটির দাম হলো ৪৭,৭৯০ হাজার টাকা।
7. WFE-3B0-GDEL-XX
ওয়ালটন ১২ সেফটি ফ্রিজের মধ্যে এটা অসাধারণ একটি ফ্রিজ। ফ্রিজটির ধরণ হলো সরাসরি ঠান্ডা করে। এটার গ্রস ভলিউম হলো ৩৪১ লিটার ও নেট ভলিউম হলো ৩২০ লিটার। বর্তমান বাজারে ওয়ালটনের এই ফ্রিজটির দাম হলো ৪৭,৭৯০ হাজার টাকা।
8. WFE-3B0-GDEN-XX
কম দামের মধ্যে ওয়ালটন ১২ সেফটি ফ্রিজের মধ্যে এটি একটি। বর্তমান বাজারে ওয়ালটনের এই ফ্রিজটির দাম হলো ৪৮,২৯০ হাজার টাকা। ফ্রিজটির ধরণ হলো সরাসরি ঠান্ডা করে। এটার গ্রস ভলিউম হলো ৩৪১ লিটার ও নেট ভলিউম হলো ৩২০ লিটার।
9. WFC-3D8-GDEH-XX
ওয়ালটন ১২ সেফটি ফ্রিজের মধ্যে এই ফ্রিজে ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই ফ্রিজে গ্লাস এর দরজা ব্যবহার করা হয়েছে। ফ্রিজটির গ্রস ভলিউম হলো ৩৪৮ লিটার ও নেট ভলিউম হলো ৩৩৩ লিটার। বর্তমান বাজারে এই ফ্রিজটির দাম হলো ৫০,৪৯০ হাজার টাকা।
10. WFC-3D8-GDXX-XX
ওয়ালটনের সেরা একটি ফ্রিজ হলো এটি। বর্তমানে ওয়ালটনের এই ফ্রিজটির দাম হলো ৪৮,৪৯০ টাকা। ফ্রিজটিতে গ্লাস এর দরজা ব্যবহার করা হয়েছে। কোনো ভোল্টেজ স্ট্যাবিলিজার এর প্রয়োজন পরবে না। এটার গ্রস ভলিউম হলো ৩৩৩ লিটার ও নেট ভলিউম হলো ২৯৩ লিটার। ওয়ালটন ফ্রিজের দাম জানার পাশাপাশি অসহ্য গরম থেকে নিজেকে বাঁচাতে জানতে পারেন বর্তমানে ওয়ালটন চার্জার ফ্যানের দাম ২০২৪ সম্পর্কে।
ওয়ালটন ১২ সেফটি ফ্রিজের মূল্য তালিকা
উপরে দেয়া ১০ টি ফ্রিজ ছাড়াও ওয়ালটন ১২ সেফটির অনেক গুলো ফ্রিজ আছে। নিচে আমরা ফ্রিজের মডেল নাম্বার ও দাম দিয়ে দিলাম। যারা ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত ২০২৪ জানতে চান তারা নিচের তালিকা থেকে দেখে নিতে পারেন –
- WFE-3B0-GDEN-DD (Inverter) মডেলের এই ফ্রিজটির দাম ৪৮,৯৯০ টাকা।
- WFC-3D8-GDEH-DD (Inverter): ৩৩৩ লিটার ওয়ালটনের এই ফ্রিজটির দাম ৫২,১৯০ টাকা।
- WFC-3F5-GDEL-XX (Inverter): ৩৬৫ লিটার ওয়ালটনের এই ফ্রিজটির বর্তমান দাম ৫২,০৯০ টাকা।
- WFC-3F5-GDNE-XX: ৩৬৫ লিটারের এই ফ্রিজটির দাম ৫১,০৯০ টাকা।
- WFC-3D8-GDEH-XX ৩৩৩ লিটারের এই ফ্রিজটির দাম ৫০,৪৯০ টাকা।
ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম নিয়ে শেষ কথা
এখানে দেয়া দামের সাথে বাজারের দামের কিছুটা পার্থক্য হতে পারে। ফ্রিজের দাম সবসময় একরকম থাকে না। তাই ফ্রিজ কেনার সময় অবশ্যই ভালো ভাবে দামের ব্যাপারটি দেখে নিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়ালটন ফ্রিজ ১২ সেফটির দাম কত ২০২৪ সে সম্পর্কে। আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। এছাড়াও এই মহুর্তে আপনার যদি একটি ওয়ালটন এর মোবাইল প্রয়োজন হয় তবে পরতে পারেন ওয়ালটন মোবাইল কিস্তিতে কেনার নিয়ম ২০২৪।