কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম - কুরআনে বর্ণিত মহিলা সাহাবীদের নাম জেনে নিন

হাসিবুর
লিখেছেন -
0

কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম - একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যকের পুরুষ সাহাবীদের নাম এবং মহিলা সাহাবীদের নাম জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সাহাবীগণ ছিলেন হযরত মুহম্মদ (সাঃ) এর আদর্শ। বিশেষ করে যারা কন্যা সন্তান জন্ম দিয়েছে তারা অনেকেই মহিলা সাহাবীদের নাম অনুসরণ করে নামকরণ করতে চায়।

সম্মানিত পাঠক/পাঠিকাবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম, মহিলা সাহাবীদের নামের তালিকা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি আজকের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। তবে চলুন জেনে নেই কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম গুলো কি কি।

কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম

(toc) #title=(সুচিপত্র)

কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম নিয়ে কিছু কথা

মুসলমান হিসেবে আমাদের মহিলা সাহাবীদের নাম জেনে রাখা প্রয়োজন। আপনারা অনেকেই কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম সন্ধান করে থাকেন। তবে আপনি সঠিক তথ্য না পাওয়ার কারণে এই বিষয়টি জানতে পারেন না। তাই আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই এই পোস্টটি এড়িয়ে না গিয়ে সম্পূর্ণ পড়ুন।

মহিলা সাহাবী কাদের বলা হয়? যারা রাসূল (সা.) এর যুগে নবীজিকে স্বচক্ষে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ঈমানের সাথে মৃ- ত্যুবরণ করেছেন তাদেরকে মূলত মহিলা সাহাবী বলা হয়।

কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম

কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম জানতে অনেকেই চায়, তবে চলুন এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। মূলত কুরআনে মহিলা সাহাবীদের নাম উল্লেখ পাওয়া যায়নি তবে বিভিন্ন হাদিসে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম উল্লেখ পাওয়া যায়। পবিত্র কুরআন মাজিদে যায়েদ ইবনে হারিসাহ (রাঃ) এর কথা উল্লেখ পাওয়া যায়।

তিনি মুহাম্মদ (সাঃ) একমাত্র সাহাবী যার নাম কুরআনে এসেছে। আশা করি এই বিষয়ে আপনি কিছুটা ধারণা পেলেন এছাড়াও এই বিষয়ে যদি আপনি বিস্তারিত আরও জানতে চান, তবে একজন বিজ্ঞ আলেমের সাথে কথা বলতে পারেন অথবা ইন্টারনেট থেকে এই বিষয়ে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন।

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম

হযরত মুহম্মদ (সাঃ) ওহির মাধ্যেমে মহিলা সাহাবীদের জান্নাতবাসী হওয়ার সুসংবাদ প্রদান করেছেন। রাসূল (সাঃ) এর যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং মহানবী দেখানোর সকল পথ অনুসরণ করেছিলেন তারাই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। জান্নাতী হওয়ার সুসংবাদ অনেক মহিলা সাহাবী পেয়েছিলেন তবে ১২ জন মহিলা সাহাবীর নাম বিভিন্ন হাদিসে উল্লেখ করা আছে। তাই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম নিচে উল্লেখ করা হলো।

১। উম্মে হারাম বিনতে মিলহান (রা.)

২। গুমায়সা বিনতে মিলহান (রা.)

৩। হাফসা (রা.)

৪। আসিয়া (রা.)

৫। ফাতিমা (রা.)

৬। রবী বিনতে মুআওয়ায (রা.)

৭। হযরত আয়েশা (রা.) 

৮। মরিয়ম বিনতে ইমরান (আ.) 

৯। খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.)

১০। উম্মে সুলাইম (রা.)

১১। সুমাইয়া (রা.)

১২। সুয়াইরা আল আসাদিয়া (রা.)

উপরের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম উল্লেখ করা হয়েছে। তবে এছাড়াও বিভিন্ন হাদিসে অনেক মহিলা সাহাবীদের জান্নাতের সুসংবাদের কথা পাওয়া যায়। আরো পড়ুন ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

মহিলা সাহাবীদের নাম - মহিলা সাহাবীদের নামের তালিকা

আগেই বলা হয়েছে, মহিলারা তাঁদের নামের শেষে পিতার নাম যুক্ত করে তাদের পরিচয় দিত, পিতার নামের পরিবর্তে স্বামীর নাম যুক্ত করা কোরআন এবং হাদীসের প্রত্যক্ষ নাফরমানী। আল্লাহ তায়ালা যা ন্যায়সঙ্গত মনে করেন তা না গ্রহণ করে পশ্চিমা বিজাতীয় অনুকরণে বিবাহিতা নারীর নামের শেষে স্বামীর নাম যোগ করা ইসলামী আদর্শের পরিপন্থী। 

সাহাবীদের মতো মহিলা সাহাবীরাও তাঁদের নামের শেষে নীসব অর্থাৎ পিতার নাম যুক্ত করে পরিচয় দিতেন। যেমন খাদীজা বিনতে খুয়াইলিদ, আয়েশা বিনতে আবু বকর সিদ্দীক ইত্যাদি। মুহাম্মদ (সা) এর মতো জগত বরণ্য স্বামীর নামও তাদের নামের পরে যুক্ত করেননি। 

কিন্তু বর্তমান সময়ের মুসলিম নারীগণ তাঁদের বিবাহোত্তর জীবনে নিজেদের নামের পরে স্বামীর নাম যুক্ত করেন অবলীলাক্রমে এই প্রথা বা স্টাইল কুরআন এবং সুন্নার বিপরীত। আল্লাহ তাআলা চিরন্তন বাণীকে অস্বীকার করে যারা অন্যের অনুসরণ করে কিয়ামতের দিনে তাঁদের দলেই তাঁরা ঠাই পাবে। এ প্রসঙ্গে “ইবনে উমর (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ ‘যে ব্যক্তি যে প্রাদায়ের অনুসরণ করে সে তাদেরই দলভুক্ত হবে।’ আবু দাউদ। (কিতাবিল লিবছ)

সুতরাং যারা খাদীজাতুল কুবরা, আয়েশা সিদ্দীকা, ফাতেমাতুজ যোহরা এদের দলে শামীল হতে চায় তাঁরা এদেরই পদাঙ্ক অনুসরণ করবে। মুসলিম মা-বোন ও ভাইদের কাছে ইসলামের চির সুন্দর ও সত্য এবং কল্যাণের বাণী পৌঁছে দিয়ে সে অনুযায়ী আমল করার আহ্বান জানাই নিম্নে কয়েকজন সৌভাগ্যবান মহিলা সাহাবীর নাম উল্লেখ করা হলো, আমাদের মুসলিম কন্যাদের নাম মহিলা সাহাবীদের নামে নামকরণের তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আমীন!

১। আরওয়া বিনতে আব্দুল মুত্তালাব (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ আরওয়া (রাঃ)

২। আসমা বিনতে আবী বকর সিদ্দীকা (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ আসমা (রাঃ)

৩। উমাইয়া বিনতে আন-নাজ্জার আন আনসারী - সংক্ষিপ্ত নামঃ উমাইয়া (রাঃ)

৪। উনাইসাহ বিনতে আদী (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ উনাইসাহ (রাঃ)

৫। উম্মে আইমন (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ উম্মে আইমন (রাঃ)

৬।। উম্মে ফজল (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ উম্মে ফজল (রাঃ)

৭। উম্মে রুমান (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ উম্মে রুমান (রাঃ)

৮। উম্মে সুলাইম (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ উম্মে সুলাইম (রাঃ)

৯। উম্মে উমারা (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ উম্মে উমারা (রাঃ)

১০। উম্মে আতিয়া (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ উম্মে আতিয়া (রাঃ)

১১। উম্মে হানী (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ উম্মে হানী (রাঃ)

১২। বারীরাহ (মাওলাতে আয়েশা সিদ্দীকা (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ বারীরাহ (রাঃ)

১৩। বুসরা বিনতে সাফওয়ান কুরাইশী (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ বুসরা (রাঃ)

১৪। তামাযুর বিনতে ‘আমের (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ তামাযুর (রাঃ)

১৫। তামীমা বিনতে ওহহাব (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ তামীমা (রাঃ)

১৬। সুবাইতা বিনতে যাহাক/দাহাক (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ সুবাইতা (রাঃ)

১৭। জামীলা বিনতে উমর ইবনুল খাত্তাব (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ জামীলা (রাঃ)

১৮। জুমানা বিনতে আবী তালেব - সংক্ষিপ্ত নামঃ জুমানা (রাঃ)

১৯। জুওয়াই রিয়া (উম্মুল মু’মেনীন) (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ জুওয়াইরিয়া (রাঃ)

২০। হাবীবা বিনতে আবীফিয়ান (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ হাবীবা (রাঃ)

২১। হাফসা (উম্মুল মু’মেনীন)(রাঃ) - সংক্ষিপ্ত নামঃ হাফসা (রাঃ)

২২। হাকীমা বিনতে গাইলান (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ হাকীমা (রাঃ)

২৩। হালিমাতুস সা’দিয়া (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ হালীমা (রাঃ)

২৪। হামামা (মাওলাতে আবী বকর সিদ্দীক) - সংক্ষিপ্ত নামঃ হামামা (রাঃ)

২৫। হামনা বিনতে জাহান (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ হামনা (রাঃ)

২৬। হাওয়া বিনতে ইয়াযীদ (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ হাওয়া (রাঃ)

২৭। খালেদা বিনতে আসওয়াদ - সংক্ষিপ্ত নামঃ খালেদা (রাঃ)

২৮। খাদিজাতুল কোবরা (উম্মুল মু’মেনীন)(রাঃ) - সংক্ষিপ্ত নামঃ খাদীজা (রাঃ)

২৯। খুযায়মা বিনতে জাহাম - সংক্ষিপ্ত নামঃ খুযায়মা (রাঃ)

৩০। খালীদাহ বিনতে কা’নাব - সংক্ষিপ্ত নামঃ খালীদাহ (রাঃ)

৩১। খানসায়া বিনতে খাদ্দাম আলি আনসারী (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ খানসায়া (রাঃ)

৩২। খাওলা বিনতে আবদুল্লাহ আল আনসারী (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ খাওলা (রাঃ)

৩৩। দুজাজা বিনতে আসমা বিন সালত - সংক্ষিপ্ত নামঃ দুজাজা (রাঃ)

৩৪। দুররা বিনতে আবী লাহাব - সংক্ষিপ্ত নামঃ দুররা (রাঃ)

৩৫। রবীআ’হ বিনতে নযর আন-আনসারিয়াহ - সংক্ষিপ্ত নামঃ রবীআহ (রাঃ)

৩৬। রযীনা (রাসূলুল্লাহর (সাঃ) খাদেমা (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ রযীনা (রাঃ)

৩৭। রূফাইদা আনসারিয়া আন আসলামীয়া (রাঃ)- সংক্ষিপ্ত নামঃ রূফাইদা (রাঃ)

৩৮। রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ (সাঃ) - সংক্ষিপ্ত নামঃ রুকাইয়া (রাঃ)

৩৯। রমলা বিনতে আবী সুফিয়ান (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ রমলা (রাঃ)

৪০। রুমাইছা বিনতে উমর (রাঃ)- সংক্ষিপ্ত নামঃ রূমাইছা (রাঃ)

৪১। রায়হানা, রাসূলুল্লাহ (সা)-এর স্ত্রী - সংক্ষিপ্ত নামঃ রায়হানা (রাঃ)

৪২। রায়তা বিনতে হারেছ (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ রায়তা (রাঃ)

৪৩। সাবীয়া বিনতে হারেছ (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ সাবীয়া (রাঃ)

৪৪। সাখবারা বিনতে তামীম (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ সাখবারা (রাঃ)

৪৫। সুখাইলা বিনতে উবাইদা (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ সুখাইলা (রাঃ)

৪৬। সায়ীদা বিনতে হারিছ (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ সায়ীদা (রাঃ)

৪৭। সালামা বিনতে মা’কাল আনসারীয় (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ সালামা (রাঃ)

৪৮। সামুরা বিনতে কাইস আনসারীয়া - সংক্ষিপ্ত নামঃ সামরা (রাঃ)

৪৯। সালমা (রাসূলুল্লাহর (সা) খাদেমা - সংক্ষিপ্ত নামঃ সালমা (রাঃ)

৫০। সুমাইয়া (আম্মার বিন তোইয়াসের এর মা) - সংক্ষিপ্ত নামঃ সুমাইয়া (রাঃ)

৫১। সানা বিনতে আসমা বিনতে সালত- সংক্ষিপ্ত নামঃ সানা (রাঃ)

৫২। সাহলা বিনতে সাহল (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ সাহলা (রাঃ)

৫৩। সীরীন (মারিয়া কিবতীয়ার বোন) - সংক্ষিপ্ত নামঃ সীরীন (রাঃ)

৫৪। শিফা বিনতে আবদুল্লাহ (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ শিফা (রাঃ)

৫৫। শাফা বিনতে আওফ (রাল) - সংক্ষিপ্ত নামঃ শাফা (রাঃ)

৫৬। শারমায়া সা’দিয়া (রাসূলুল্লাহর (সা) দুধ বোন - সংক্ষিপ্ত নামঃ শায়মারা (রাঃ)

৫৭। সাফীয়া (উম্মুল মু’মেনীন) (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ সাফীয়া (রাঃ)

৫৮। সুমাইতা লাইছা (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ সুমাইতা (রাঃ)

৫৯। যুবায়া’ বিনতে হারেছা (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ যুবায়া (রাঃ)

৬০। আতেকা বিনতে আব্দুল মুত্তালেব (রা) - সংক্ষিপ্ত নামঃ আতেকা (রা)

৬১। আলীয়াহ বিনতে খবইয়ান (রা) - সংক্ষিপ্ত নামঃ আলীয়াহ (রা)

৬২। ইযযা বিনতে আবী সুফিয়ান (রা) - সংক্ষিপ্ত নামঃ ইযযা (রা)

৬৩। উমায়রা বিনতে সাহল আনসারীয়া - সংক্ষিপ্ত নামঃ উমায়রা (রা)

৬৪। ফাখেতা (উম্মেহানী) বিনতে আবী তালেব - সংক্ষিপ্ত নামঃ ফাখেতা (রা)

৬৫। ফাযেলা আনসারীয়া (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ ফাযেলা (রাঃ)

৬৬। ফারেয়া বিনতে আব্দুর রহমান (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ ফারেয়া (রাঃ)

৬৭। ফাতেমা বিনতে মালেক (রা) - সংক্ষিপ্ত নামঃ ফাতেমা (রা)

৬৮। ফাতেমা বিনতে খাত্তাব (রা) - সংক্ষিপ্ত নামঃ ফাতেমা (রা)

৬৯। ফাতিমা বিনতে উমাইস (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ ফাতিমা (রাঃ)

৭০। আসমা বিনতে উমাইস (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ আসমা (রা)

৭১। কাবীরা বিনতে সুফিয়ান (রা) - সংক্ষিপ্ত নামঃ কাবীরা (রা)

৭২। লুবাবা বিনতে হারেছ (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ লুবাবা (রা)

৭৩। লায়লা বিনতে হাকীম (রা) - সংক্ষিপ্ত নামঃ লায়লা (রা)

৭৪। মরিয়ম বিনতে আইয়াস আনসারী - সংক্ষিপ্ত নামঃ মরিয়ম (রা)

৭৫। মালীকা বিনতে উয়াইমার (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ মালিকা (রা)

৭৬। নাফীসা বিনতে উমাইয়া (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ নাফীসা (রা)

৭৭। নাওলা বিনতে আসলাম (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ নাওলা (রা)

৭৮। হুযাইলা বিনতে হারেছ (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ হুযাইলা (রাঃ)

৭৯। হিন্দ/হিন্দা বিনতে উৎবা (রাঃ) - সংক্ষিপ্ত নামঃ হিন্দা (রাঃ)

মহিলা সাহাবীদের নামের তালিকা অর্থসহ

মেয়ে সন্তানের সুন্দর নাম রাখতে চাইলের আপনি মহিলা সাহাবীদের নাম রাখতে পারেন। কারণ সমস্ত মহিলা সাহাবীদের নাম ছিল অর্থবহুল এবং নামগুলো ছিল শ্রুতিমধুর। তাই যদি আপনি মহিলা সাহাবীদের নামের সন্ধান করে থাকেন। তবে আজকের এই পোস্টের এই অংশটুকু পড়ুন। নিচে মহিলা সাহাবীদের নামের তালিকা অর্থসহ উল্লেখ করা হলো।

১। আসমা (রাঃ) নামের অর্থ নামাবলী

২। আফীফা (রাঃ) নাম এর অর্থ পাক-পবিত্র

৩। শাহীমা (রাঃ) নাম এর অর্থ মেধাবী

৪। কারীমা (রাঃ) নাম এর অর্থ প্রিয়া বা দানকারীনি

৫। হাফছাহ (রাঃ) নাম এর অর্থ সিংহ সাবক

৬। রুফাইদা (রাঃ) নাম এর অর্থ সামান্য দান

৭। আমেনা (রাঃ) নাম এর অর্থ হলো বাংলা অর্থ প্রশান্ত আত্মা

৮। রাকিকা (রাঃ) নাম এর অর্থ কোমলবতী

৯। নাফিসা (রাঃ) নাম এর অর্থ মূল্যবান

১০। উমামা (রাঃ) নাম এর অর্থ তিনশত উট

১১। লায়লা (রাঃ) নাম এর অর্থ হলো- মদ

১২। ফারিয়া (রাঃ) নাম এর অর্থ লম্বাদেহী

১৩। হুযাফা (রাঃ) নাম এর অর্থ সামান্য বস্তু

১৪। সুমাইয়্যা (রাঃ) নাম এর অর্থ আলামত

১৫। হালিমা (রাঃ) নাম এর অর্থ ধৈর্য্যশীলা

১৬। উম্মে মাবাদ (রাঃ) নাম এর অর্থ মাবাদের মা

১৭। উম্মে আইমান (রাঃ) নাম এর অর্থ আইমানের মা

১৮। রাবাব (রাঃ) নাম এর অর্থ শুভ্র মেঘ

১৯। আসিয়া (রাঃ) নাম এর অর্থ সমবেদনা প্রকাশ কারিনী

২০। আরওয়া (রাঃ) নাম এর অর্থ কোমল ও হালকা

২১। দুর্‌রা (রাঃ) নাম এর অর্থ বড় মতি

২২। রাইহানা (রাঃ) নাম এর অর্থ সুগন্ধি তরু

২৩। সুআদ (রাঃ) নাম এর অর্থ সৌভাগ্যবতী

২৪। লুবাবা (রাঃ) নাম এর অর্থ সর্বোত্তম

২৫। আলিয়া (রাঃ) নাম এর অর্থ উচ্চমর্যাদা সম্পন্না

২৬। কারিমা (রাঃ) নাম এর অর্থ উচ্চবংশী

২৭। জামীলা (রাঃ) নাম এর অর্থ সুন্দরী

২৮। ছালমা খাতুন (রাঃ) নাম এর অর্থ নিরাপদ

২৯। কাছেদা (রাঃ) নাম এর অর্থ সৎ কাজ মুখী

৩০। লুৎফুন্নাহার (রাঃ) নাম এর অর্থ দিনের শোভা

৩১। নাছেরা খাতুন (রাঃ) নাম এর অর্থ সাহায্যকারিণী

৩২। নূরুন্নাহার খাতুন (রাঃ) নাম এর অর্থ দিবাকর

ন দিয়ে মহিলা সাহাবীদের নাম

আপনারা অনেকেই ন দিয়ে মহিলা সাহাবীদের নাম খুঁজে থাকেন। তবে চলুন জেনে নেই এমনই ন দিয়ে মহিলা সাহাবীদের নামের তালিকা।

১। নাছেরা খাতুন (রাঃ)

২। নূরুন্নাহার খাতুন (রাঃ) 

৩। নাওলা (রা)

 ৪। নাফীসা (রা)

র দিয়ে মহিলা সাহাবীদের নাম

আপনারা অনেকেই র দিয়ে মহিলা সাহাবীদের নাম খুঁজে থাকেন। তবে চলুন জেনে নেই এমনই র দিয়ে মহিলা সাহাবীদের নামের তালিকা। নিচে র দিয়ে মহিলা সাহাবীদের নাম উল্লেখ করা হলো। 

১/ রুমান (রাঃ)

২/ রুফাইদা(রাঃ)

৩/ রযীনা(রাঃ)

৪/ রুকাইয়া (রাঃ)

৫/ রমলা (রাঃ)

৬/ রুমাইছা (রাঃ)

৭/ রায়হানা (রাঃ)

হ দিয়ে মহিলা সাহাবীদের নাম

আপনারা অনেকেই হ দিয়ে মহিলা সাহাবীদের নাম খুঁজে থাকেন। তবে চলুন জেনে নেই এমনই হ দিয়ে মহিলা সাহাবীদের নামের তালিকা। নিচে হ দিয়ে মহিলা সাহাবীদের নাম উল্লেখ করা হলো।

১। হিন্দা (রাঃ)

২। হুযাইলা (রাঃ)

৩। হাবীবা (রাঃ)

৪। হাফসা (রাঃ)

৫। হাকীমা (রাঃ)

৬। হালীমা (রাঃ)

৭। হামামা (রাঃ)

৮। হামনা (রাঃ)

৯। হাওয়া (রাঃ)

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর?

কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম এই বিষয়ে আপনার মনে আরও বেশ কয়েকটি প্রশ্ন উঁকি দিতে পারে। তবে চলুন জেনে নেই সেই সমস্ত সকল প্রশ্ন ও উত্তরগুলো।

কুরআনে বর্ণিত সাহাবীর নাম কি?

পবিত্র কুরআন মাজিদে যায়েদ ইবনে হারিসাহ (রাঃ) এর কথা উল্লেখ পাওয়া যায়। তিনি মুহাম্মদ (সাঃ) একমাত্র সাহাবী যার নাম কুরআনে এসেছে।

ইসলামে চারজন খলিফার নাম কি?

ইসলামে চারজন প্রধান খলিফা ছিলেন। খলিফাগুলো যথাক্রমে (১) হযরত আবু বকর (রাঃ) (২) হযরত ওমর (রাঃ) (৩) হযরত আলী (রাঃ) (৪) হযরত উসমান (রাঃ)।

শেষ কথাঃ কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম

মুসলমান হিসেবে আমাদের প্রত্যকের মহিলা সাহাবীদের নাম জেনে রাখা প্রয়োজন। বিশেষ করে আপনারা যারা কন্যা সন্তানের নতুন নামকরণ করতে চান তারা মহিলা সাহাবীদের নাম অনুযায়ী নাম রাখতে পারেন। 

সম্মানিত পাঠকবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যদি এই পোস্টটি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাইকে পোস্টটি শেয়ার করার অনুরোধ করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আল্লাহ হাফেজ।

Tags:

আপনার মতামত জানান এখানে

0 কমেন্ট

আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

কমেন্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!