ব্রণ দূর করার ক্রিম | ব্রণ দূর করার ঔষধের নাম জেনে নিন

হাসিবুর
লিখেছেন -

ছেলে এবং মেয়ে উভয়েরই ব্রণ উঠে থাকে। ছেলে হোক কিংবা মেয়ে কারো চেহারায় যদি ব্রণ উঠে তবে তাকে খুব বিশ্রী দেখা যায়। এজন্য অনেকে সমাধান চান। জানতে চান ব্রণ দূর করার ঔষধের নাম। তাই আজকের আর্টিকেলে আমি ব্রণ দূর করার ঔষধের নাম ও কোন ঔষধ ব্রণ দূরীকরণ অধিক কার্যকরী হবে সে বিষয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক।

(toc) #title=(সুচিপত্র)

ব্রণ দূর করার ঔষধের নাম

ব্রণ কেন হয়

ব্রণ দূর করার ঔষধের নাম জানার আগে আমাদের জানা উচিত ব্রণ কেন হয়? আমাদের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে যারা একেবারেই ত্বকের যত্ন নেয় না। বাইরে যেকোনো কাজ করার পর যখন তারা বাড়িতে আসে, তখন তাদের উচিত একটি ভালো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া।

কিন্তু অনেকেই সেটি করেন না। যার ফলে মুখে বাইরের থেকে লেগে থাকা ধুলাবালির কারণে ব্রণ জন্মায়। তাছাড়া বেশ কিছু ছেলে মেয়ের বয়সন্ধিক্ষণে হরমোনের পরিবর্তন ঘটে। আরে হরমোনের পরিবর্তনের ফলেও কিন্তু তাদের মুখে ব্রণ উঠে।

অনেকেই আছে বাইরের জং ফুড খেতে অনেক পছন্দ করে। আর বাইরের জাঙ্ক ফুডে থাকে প্রচুর পরিমাণে তেল মসলা। যেগুলো খেলে মুখে ব্রণ উঠে। অনেকেই পর্যাপ্ত পরিমাণে ঘুমায় না। রাত জেগে সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন গেমসে আসক্ত থাকে। পর্যাপ্ত পরিমাণে না ঘুমানো এবং অতিরিক্ত টেনশনের কারণেও মুখে ব্রণ দেখা দেয়।

আরো পড়ুনঃ ভাঙ্গা হাড় জোড়া লাগানোর ঔষধ

ব্রণ দূর করার ঔষধের নাম

আজকাল অধিকাংশ ছেলে মেয়েদের মুখে ব্রণ দেখা দিলে তারা জানতে চায় ব্রণ দূর করার ঔষধের নাম। একটি ভালো ব্রণ দূর করার ঔষধ সবাই কিনতে চায়। নিচে বেশ কয়েকটি ব্রণ দূর করার ঔষধের নাম দেওয়া হলো:

  • এক্‌লিন - Acnegel
  • এক্‌লিন প্লাস জেল - Aclene Plus Gel
  • এডাভেন ডিও জেল - Adaben Duo Gel
  • ফ্রেশ লুক জেল - Freshlook Gel Cream
  • নোমার্ক জেল - Nomark Gel
  • ফোনা প্লাস - Fona Plus
  • অ্যাডাজেল প্লাস - Adagel Plus
  • পিমপ্লেক্স জেল ক্রিম - Pimplex Jel cream
  • এডগ্রা জেল - Adgar Gel
  • ফোনা ক্রিম - Fona Cream

ব্রণ দূর করার ঔষধ গুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন।

ব্রণ দূর করার হোমিও ঔষধের নাম

অনেকেই আছেন যারা হোমিও ঔষধের মাধ্যমে ব্রণ দূর করতে চান। সেক্ষেত্রে অনেকেই ব্রণ দূর করার হোমিও ঔষধের নাম জানতে চান। নিচে ব্রণ দূর করার বেশ কয়েকটি হোমিও ঔষধের নাম দেওয়া হলো:

  • যাদের মুখে লাল বর্ণের ব্রণ দেখা দিবে তারা ব্যবহার করবে- Cal Phos 30.
  • Acid Pic.
  • Puls.
  • ছেলেদের জন্য - Cal pic. 
  • মুখের ব্রণ থেকে সাদা চালের মতো বের হলে ব্যবহার করবে - Mont / Kali Mur 6x. 
  • Radiium Bromide 200 
  • Thuja.
  • Cubeba / KM 6x.
  • গাল ও কপালে অধিক লাল ব্রণে ভরে গেলে ব্যবহার করুন- Ledum Pal.
ব্রণ দূর করার হোমিও ঔষধ ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধগুলো সেবন করবেন।

ছেলেদের ব্রণ দূর করার ঔষধের নাম

মেয়েদের পাশাপাশি ছেলেদের মুখে ও ব্রণ হয়। আসলে মেয়েরা যেভাবে ত্বকের যত্ন নেয় ছেলেরা একেবারেই নেয় না। যার ফলে মুখে জমে থাকা ধুলাবালু এবং ময়লার কারণে তাদের মুখে ব্রণ দেখা দেয়। যেসব ছেলেদের মুখে অতিরিক্ত ব্রণ রয়েছে তারা চাইলে Zinc B Tablet টি খেতে পারে।

এই ট্যাবলেটটি সাধারণত ব্রণ দূর করার জন্য ব্যবহার হয়। তবে এই ট্যাবলেট ব্যবহারের পাশাপাশি অবশ্যই ছেলেদেরকে একটি ক্রিম ব্যবহার করতে হবে। জিংক বি ট্যাবলেটটি মূলত একটি ভিটামিন জাতীয় ট্যাবলেট। এটিতে যথাক্রমে রয়েছে জিংক এবং ভিটামিন বি। যা ব্রণ দূর করতে অধিক কার্যকরী।

এবং এটি সেবনের পাশাপাশি ছেলেদের মুখের ব্রণ দূর করতে হলে Bet-CL Ointment এই ক্রিমটি ব্যবহার করতে হবে। প্রথমে একটি ভালো ম্যান ফেসওয়াশ দিয়ে পুরো মুখ থেকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর ঘুমাতে যাওয়ার পূর্বে মুখের যে যে জায়গায় ব্রণ উচিত সে জায়গায় ক্রিমটিকে ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে একটানা ১৫ থেকে ২০ দিন ক্রিমটি ব্যবহার করলে এবং এই ওষুধটি সেবন করলে ছেলেদের মুখের ব্রণ চলে যাবে।

আরো পড়ুনঃ পায়খানা ক্লিয়ার করার ট্যাবলেট এর নাম

ছেলেদের ব্রণের দাগ দূর করার ঔষধের নাম

ছেলেদের মুখে ব্রণ উঠার পর কারো কারো ক্ষেত্রে দেখা যায় নিজে থেকেই ব্রণগুলো চলে যায়। আবার কেউ কেউ বিভিন্ন ঔষধ সেবন ও ক্রিম মাখার মাধ্যমেও ব্রণ চলে যায়। তবে অধিকাংশ সময় দেখা যায় ব্রণ চলে যাওয়ার পরেও মুখের মধ্যে কারো দাগ পড়ে যায়। যা দেখতে খুবই খারাপ লাগে। তাই ছেলেদের মুখের দাগ দূর করতে এই ওষুধগুলো অত্যন্ত কার্যকরী:

  • মেসতা গার্ড - Mesta Guard Skin Cream
  • ব্রণ কিউর - Bron Cure
  • মিডারমা - Mederma
  • বেটনোভেট - Betnovate

এগুলো মূলত কোনটি ক্রিম এবং কোনটি ফেসপ্যাক। মুখের ব্রণ চলে যাওয়ার পর মুখের মধ্যে যে কারো দাগ পড়ে যায়,সেই কালো দাগ দূর করতে ছেলেরা চাইলে এই ঔষধ গুলো ব্যবহার করে দেখতে পারে।

মেয়েদের ব্রণ দূর করার ঔষধের নাম

আজকাল অধিকাংশ মেয়ে ব্রণের সমস্যায় ভুগছে। মেয়েরা সবসময়ই চায় তাদের চেহারাটা যেন একেবারে চকচকে থাকে। চেহারা যেন কোন প্রকারের দাগ না থাকে। কিন্তু বেশ কিছু কারণে মেয়েদের মুখে ব্রণ হয়ে থাকে। তাই মেয়েরা তাদের মুখের ব্রণ দূর করতে কয়েকটি ওষুধ ব্যবহার করতে পারে। যেমন:

  • Acnegel - এক্‌লিন
  • Adaben Duo Gel - এডাভেন ডিও জেল
  • Freshlook - ফ্রেসলুক
  • Fona Plus - ফোনা প্লাস
  • Adagel Plus - অ্যাডাজেল প্লাস

পিঠের ব্রণ দূর করার ঔষধের নাম

অনেকেরই মুখে ব্রণ হওয়ার পাশাপাশি পিঠের মধ্যেও ব্রণ উঠে থাকে। যা অত্যন্ত যন্ত্রণাদায়ক। উপরে আমি যে কটি ওষুধের নাম উল্লেখ্য করেছি সেখান থেকে যে কোন একটি ওষুধ সেবন করলে অথবা একটি ক্রীম ব্যবহার করলে মুখের পাশাপাশি পিঠের ব্রণ দূর হবে। তবে যখনই পিঠের মধ্যে ব্রণ দেখা দিবে তখনই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।

ব্রণের দাগ দূর করার ক্রিমের নাম

ব্রণ চলে যাওয়ার পর মুখের মধ্যে ব্রণের কালো দাগ পড়ে যায়। যা চেহারায় দেখতে খুবই বাজে লাগে। তাই ব্রনের দাগ দূর করতে এই ক্রিমগুলো ব্যবহার করতে পারেন:

1. garnier acno fight 6 in 1 pimple clearing face wash

যেসব ছেলে বা মেয়েদের ত্বক অধিক তেলতেলে তাদের জন্য এটি সেরা একটি ফেসওয়াশ। এই ক্রিমে আছে পুদিনা পাতা ও লেবুর সংমিশ্রণ এক অসাধারণ নির্যাস। যা আপনার ময়লা ত্বক এর গভীরে গিয়ে পরিষ্কার করে এবং পাশাপাশি মুখের কালো দাগ দূর করে।

2. Acnestar removal gel

এটি মূলত একটি ক্লিন্ড্যামাইকিন নিকোটিনামিড এর জেল, যেটি আমাদের ত্বকের ভিতরে বিভিন্ন ক্ষতের দাগ দূর করতে সহায়তা করে। পাশাপাশি এটি ব্রনের কালো দাগ দূর করতেও সহায়তা করে।

3. The Body Shop Tea Tree Skin Clearing Facial Wash

এটি মূলত একটি ফেসওয়াশ। এই ফেসওয়াশটি ব্যবহার করার ফলে মুখের ব্রণ ও ব্রণের দাগ দূর হয়। এতে আছে প্রাকৃতিক চা পাতার এক অনবদ্য নির্যাস। যেটি ব্যবহার করলে আপনার ত্বক হবে পরিষ্কার করে। পাশাপাশি এটি ব্রনের যেকোনো দাগ ও ছোপ দূর করতে অনেক সাহায্য করে থাকে।

আরো পড়ুনঃ ভিটামিন ই ক্যাপসুল কোনটা ভালো

ব্রণ দূর করার ঔষধের নাম নিয়ে শেষ কথা

ব্রণ কোন বড় ধরনের রোগ না হলেও, ব্রণ একটি মারাত্মক সমস্যা। ছেলে কিংবা মেয়ে যার মুখে ব্রণ উচিত না কেন, এই ব্রণ উঠার ফলে মুখের সৌন্দর্য একেবারেই বিলীন হয়ে যায়। তাই ব্রণ উঠার পরে চিকিৎসা করার থেকে ব্রণ যাতে না উঠে সেজন্য আমাদের একটু সতর্ক থাকা উচিত।

অনেক মেয়েই আছে যারা ফর্সা হওয়ার জন্য বাজার থেকে মেয়াদহীন ও নকল ক্রিম কিনে এনে এবং সেগুলো ব্যবহার করার ফলে তাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ দেখা দেয়। তাই এ বিষয়ে অবশ্যই সতর্ক হওয়া উচিত।

ছেলে মেয়ে উভয়েরই উচিত নিজের চেহারার যত্ন নেওয়া। সব সময় বাইরে থেকে আসার পর মুখটাকে ভালো একটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেওয়া। এবং বাইরের ফাস্টফুড খাওয়া কমিয়ে দেওয়া। পাশাপাশি প্রচুর পরিমাণে ফল শাকসবজি এবং পানি খাওয়া এবং বাজারের নকল কোন ক্রিম ব্যবহার না করা। এতে চেহারা থাকবে সুন্দর ও ব্রণ মুক্ত।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!