কাশির সিরাপ - জেনে নিন বাচ্চাদের কাশির সিরাপ এর নাম

হাসিবুর
লিখেছেন -
0

কাশির সিরাপ এর নাম: মূলত প্রক্রিয়াজাত খাবার, ভাজা খাবার, অ্যালকোহল এবং ক্যাফেইনযুক্ত পানি খাওয়ার ফলে ছোট, বড়, সকল মানুষেরই সর্দি কাশি লেগে থাকে। আর এই কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কাশির সিরাপ খেয়ে থাকেন বেশিরভাগ মানুষ।

অনেকেই সচরাচর প্রশ্ন করে থাকেন কাশির সিরাপ এর নাম কি, শুকনো কাশির সিরাপের নাম কি, বাচ্চাদের কাশির সিরাপ এর নাম জানতে চাই, ফুসফুসে কাশির সিরাপ কোনটা ভালো, সর্দি কাশির সিরাপ এর নাম সমূহ কি কি, কোন কোম্পানির কোন সিরাপ বা ওষুধ কাশির জন্য সবথেকে ভালো!

মূলত আজকের এই আর্টিকেলে আমরা সেই সকল প্রশ্নের উত্তর দিতে চলেছি। তো পাঠক বন্ধুরা, আপনি যদি কাশির সিরাপ এর নাম সমূহ এবং ঐ সকল সিরাপ এর দাম সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আর্টিকেলের পরবর্তী অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন।

(toc) #title=(সুচিপত্র)

কাশির সিরাপ এর নাম

কাশির সিরাপ এর নাম

কাশির সিরাপ এর নাম মূলত অনেকগুলোই রয়েছে। আর ঐ সকল সিরাপ ঔষধ গুলোর মধ্যে কিছু কিছু সিরাপ শুধুমাত্র বড়দের জন্য, কিছু কিছু কাশির সিরাপ শুধুমাত্র ছোটদের জন্য এবং কিছু কিছু কাশির সিরাপ ছোট বড় উভয়ের জন্যই কার্যকরী। তাই আমরা শিশুদের কাশির সিরাপ, বড়দের কাশির সিরাপ গুলোর নাম আলাদা আলাদা ভাবে তুলে ধরছি।

আপনি যদি বাজারে থাকা ভালো কাশির ওষুধের নাম জানতে চান তাহলে নিচের ছোট ছোট কয়েকটি পয়েন্ট মনোযোগ সহকারে পড়ুন। আর হ্যাঁ মনে রাখবেন, ক্রমাগত শুকনো কাশি যক্ষা রোগের লক্ষণ। তাই যদি কাশির সিরাপ সঠিক পরিমাণে খাওয়ার পরবর্তীতেও সম্পূর্ণভাবে ঠিক না হয় তাহলে ভালো কোন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আপনাকে।

কেননা শুকনো কাশি যক্ষা রোগের পাশাপাশি আরো বেশকিছু রোগের লক্ষণ বা উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। তাই সুস্থ ও সুন্দর জীবন যাপনের জন্য অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকার জরুরী। সঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং সঠিক ঔষধ সেবন করার ফলে যে কোন জটিল রোগ খুব দ্রুত ভালো হতে পারে। তাই ছোট ছোট সমস্যাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করার অভ্যাস গড়ে তুলুন।

বড়দের কাশির সিরাপ এর নাম - বড়দের কাশির সিরাপ এর নাম

  • এডোভাস সিরাপ
  • পিউরিসাল সিরাপ
  • টমিফেন সিরাপ
  • এ্যাডোলিফ সিরাপ
  • ডেক্সপোটেন প্লাস সিরাপ
  • অফকফ সিরাপ
  • অ্যামবলিট সিরাপ
  • টুসপেল সিরাপ
  • তুস্কাপ্লাস সিরাপ

বাচ্চাদের কাশির সিরাপ এর নাম

  • এডোলেফ
  • রিমোকফ
  • ই কফ
  • এডোভাস
  • তুসকা সিরাপ
  • মধু ভাস সিরাপ
  • এবেক্স সিরাপ
  • এমবক্স সিরাপ
  • নেকটার সিরাপ
  • ওকফ সিরাপ
  • এমব্রোক্সল

বড়দের কাশির সিরাপ এর দাম

বড়দের কাশির সিরাপ গুলোর নাম ইতোমধ্যে জানা হয়েছে। কিন্তু ঐ সকল সিরাপ এর দাম সম্পর্কে জানাটা খুবই জরুরী। তাই আলোচনার এ পর্যায়ে আমরা বড়দের কাশির সিরাপ এর দাম সমূহ জানাবো।

এডোভাস সিরাপ

খুবই জনপ্রিয় এবং অনেক বেশি কার্যকরী একটি কাশির সিরাপ এডোভাস। যে সিরাপটি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিঃ তৈরি করেছে। চিকিৎসকরা সবচেয়ে ভালো মানের কাশির সিরাপ এর নাম বলতে এডোভাস সিরাপ কে সাজেস্ট করে থাকেন। তাই আপনি খুব দ্রুত কাশির সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে এই সিরাপটি নিঃসন্দেহে সেবন করতে পারেন।

আর মজার ব্যাপার হচ্ছে, অন্যান্য ঔষধ বা সিরাপ গুলোতে অল্পস্বল্প সাইড ইফেক্ট থেকে থাকলেও সর্দি কাশির এডোভাস সিরাপে নেই কোন পার্শ্ব প্রতিক্রিয়া। বরং এটি খাওয়ার ফলে কাশির সমস্যা দূর হওয়ার পাশাপাশি মুখের শুষ্ক তা এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। আর আপনি মূলত এই সিরাপটি ১০০ মিলি ৭০ টাকায় এবং ২০০ মিলি মোট ১১০ টাকায় যেকোন ফার্মেসির দোকান থেকে সংগ্রহ করতে পারবেন।

আরো পড়ুনঃ নাকের পলিপাস এর ড্রপ নাম | নাকের পলিপাস এর ড্রপ

পিউরিসাল সিরাপ

আরেকটি জনপ্রিয় কাশির সিরাপ এবং ট্যাবলেট ঔষধ পিউরিসাল। যে ওষুধটির বাজার মূল্য ৫০ মিলির ক্ষেত্রে ৩০ টাকা এবং ১০০ মিলির ক্ষেত্রে মাত্র ৪৫ টাকা। আর হ্যাঁ সেই সাথে কাশির এই সিরাপটি ছোট বড় উভয়ের জন্যই কার্যকরী। যে কারণে বাচ্চাদের খাওয়ালেও কোন প্রকার সমস্যা হয় না বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পিউরিসাল সিরাপ খাওয়ার ফলে সাধারণত বমি বমি ভাব অথবা গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে সচরাচর। তবে এই সাইড ইফেক্ট দীর্ঘস্থায়ী নয় মূলত সাময়িক সময়ের জন্য। সেই সাথে যদি কারো এলার্জিজনিত সমস্যা থেকে থাকে তাহলে পিউরিসাল সিরাপ সেবন করার ফলে কিছু মানুষের মাঝে এলার্জির সমস্যাটাও বৃদ্ধি পায়।

তবে আপনি যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় সঠিক নিয়মে এই ঔষধ সেবন করেন তাহলে এমন কোন ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়ার কবলে পড়তে হবে না এটা নিশ্চিত। তবে হ্যাঁ যারা গর্ভবতী মহিলা এবং সম্প্রতি নবজাতক শিশুর জন্ম দিয়েছেন তাদের জন্য এই সিরাপ একদমই নিষিদ্ধ।

টমিফেন সিরাপ

ইনসেপ্টটা ফার্মাসিটিক্যালস লিমিটেড এর তৈরিকৃত একটি কাশির সিরাপ ঔষধ টমিফেন, যে ঔষুধের বাজার মূল্য মোটামুটি ৩৭ থেকে ৪০ টাকার মতো। এই সিরাপ যদি সর্দি-কাশির জন্য চিকিৎসকরা সেবনের পরামর্শ দিয়ে থাকেন তাহলে সঠিক মাত্রায় সকল নির্দেশনা বলি মেনে সেবন করার চেষ্টা করবেন। কেননা টমিফেন সিরাপ এর রয়েছে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া। যেমন ধরুনঃ

  • বমি বমি ভাব অথবা বমি
  • মাথা ঝিমঝিম করা বা মাথা ঘোরা
  • অল্পস্বল্প শ্বাসকষ্ট
  • উত্তেজনা প্রভৃতি।

তবে হ্যাঁ, এই ঔষধ সেবন করার পরবর্তীতে যদি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মারাত্মক কিছু সমস্যা হয় তাহলে সেটা মূলত ভুল মাত্রায় অতিরিক্ত পরিমাণে এবং অনিয়মিত ঔষধ সেবন করার ফলে হতে পারে। তাই অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টমিফেন সিরাপ সেবন করবেন।

আরো পড়ুনঃ টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির হোমিও ঔষধ

এ্যাডোলিফ সিরাপ

আপনার যদি দীর্ঘদিন যাবত বুকে কফ জমে থাকে এবং দীর্ঘস্থায়ী কাশির সমস্যা হয় তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো কাশির সিরাপ হতে পারে এডোলিভ সিরাপটি। কেননা স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির তৈরিকৃত একটি হারবাল সিরাপ এটি, যেটা বড়দের কাশির সমস্যা খুবই দ্রুত সারাতে সক্ষম হয়।

তাই আপনার যদি দীর্ঘদিনের পুরনো কাশির সমস্যা থাকে তাহলে সঠিক মাত্রায় সেবন বিধি মেনে সঠিক সময় এই সিরাপটি সেবন করবেন। যেটা যেকোনো ফার্মেসির দোকান থেকে সংগ্রহ করা সম্ভব। আর এর দাম হল ১০০ মিলি ৬৫ টাকা অন্যদিকে ২০০ মিলি ১০৫ টাকা।

ডেক্সপোটেন প্লাস সিরাপ

বড়দের জন্য আরেকটি কার্যকরী এবং খুবই জনপ্রিয় একটি কাশির সিরাপ ঔষধ হচ্ছে ডেক্সপোটেন প্লাস। এই ওষুধটির ১০০ মিলির দাম মাত্র ১০০ টাকা। যেটা খাওয়ার ফলে খুব দ্রুত কাশির সমস্যা দূর হয়ে যায়। তবে হ্যাঁ পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অতিরিক্ত ঘুমঘুম ভাব দেখা দিতে পারে। তবে এটা চিন্তার কোন বিষয় নয়।

অফকফ সিরাপ

কাশির জন্য কার্যকরী এই ওষুধের দাম ১০০ মিলি মাত্র ৮০ টাকা। সাধারণত ঠান্ডা এবং জ্বর সেই সাথে কাশি যদি একসঙ্গে থেকে থাকে তাহলে চিকিৎসকরা এই সিরাপ ঔষধটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। যদি আপনার শুকনো কাশির সমস্যা থাকে তাহলে আমরা সাজেস্ট করব সঠিক নিয়ম মেনে অফ কফ নামক সিরাপটি সেবন করবার। কেননা আপনি যদি সঠিক মাত্রায় অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাশির এই সিরাপটি সেবন করে থাকেন তাহলে খুব দ্রুত কাশির সমস্যা থেকে মুক্তি পাবেন।

আরো পড়ুনঃ কাতিলা গাম ও তালমাখনা খাওয়ার নিয়ম

অ্যামবলিট সিরাপ

এমবলিট নামক এই সিরাপ ঔষধটির দাম ১০০ মিলি মাত্র ৪৫ টাকা, যা ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির তৈরিকৃত একটি ঔষধ। যে ঔষধটি ছোট থেকে বড় অর্থাৎ শিশু এবং বয়স্ক সবাই খেতে পারেন নিঃসন্দেহে।

টুসপেল সিরাপ

টুস্পেল নামক এই সিরাপ ঔষধটির দাম ১০০ মিলির ক্ষেত্রে মাত্র ৮৫ টাকা। বড়দের জন্য খুবই কার্যকরী একটি ঔষধ এটি, যা বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির তৈরিকৃত একটি ঔষধ। তবে হ্যাঁ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে সেগুলো দীর্ঘস্থায়ী নয় তা সাময়িক সময়ের জন্য।

তুস্কাপ্লাস সিরাপ

এমন কোন মানুষ নেই যে কাশির জন্য এই সিরাপটি রয়েছে এটা জানেন না। কেননা বর্তমান সময়ে খুবই পরিচিত একটি কাশির সিরাপ ঔষধ তুসকা প্লাস। যার দাম ১০০ মিলি ৮০ টাকা মাত্র। আর এটা ছোট বড় সকলের জন্যই বেশ কার্যকরী ঔষধ।

যারা শুকনো কাশি বা গলা ব্যথার সমস্যায় দীর্ঘদিন থেকে ভুগছেন তাদের জন্য এই ওষুধটি সবচেয়ে সেরা। তবে হ্যাঁ আমরা ইতোমধ্যে যে কয়েকটি ওষুধের নাম অর্থাৎ যে কয়েকটি সিরাপ ওষুধের নাম ও বিস্তারিত জানিয়েছি, সেগুলোর প্রত্যেকটি কিনার আগে ঔষধের গায়ে উল্লেখিত নিয়মাবলী বা নির্দেশনাবলী মাথায় রাখার চেষ্টা করবেন।

সেই সাথে যে কোন ঔষধ বা সিরাপ সেবন করার পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। কেননা ভুল ঔষধ সেবন করার ফলে বেশ বড়সড়ো ক্ষতি হতে পারে। তাই যে কোন ঔষধ সেবন করার পূর্বে নিকটস্থ চিকিৎসকের কাছে যান তাদের সঙ্গে আলোচনা করুন এবং অতঃপর সঠিক মাত্রায় সঠিক সময় সঠিক ঔষধটি সেবন করুন।

আরো পড়ুনঃ কোষ্ঠকাঠিন্য দূর করার সিরাপের নাম

বাচ্চাদের কাশির সিরাপ এর দাম

বাচ্চাদের কাশির সিরাপ এর দাম সমূহ নিম্ন বর্ণিত–

  • এডোলেফ: বাচ্চাদের এডলেফ কাশির সিরাপটির বাজারমূল্য ১০০ মিলি ৬৫ টাকা। 
  • রিমোকফ: বাচ্চাদের রিমোকফ কাশির সিরাপ ঔষধটির বাজার মূল্য ১০০ মিলি ৫৫ টাকা এবং ২০০ মিলি ১০৫ টাকা। 
  • ই কফ: বাচ্চাদের ই কফ নামক কাশির সিরাপটির বাজার মূল্য ১০০ মিলি মাত্র 50 টাকা।
  • এডোভাস: বাচ্চাদের এডভাস সিরাপ ঔষধটির বাজার মূল্য ১০০মি ৬৫ টাকা এবং ২০০ মিলি ১০৫ টাকা মাত্র।
  • তুসকা সিরাপ: বাচ্চাদের সবচেয়ে জনপ্রিয় তুস্কা সিরাপ এর বাজার মূল্য মাত্র ১০০ মিলি ৬৫ টাকা। 
  • মধু ভাস সিরাপ: বাচ্চাদের মধু ভাস নামক সিরাপ ঔষধটির বাজারমূলক ১০০ মিলি ১০০ টাকা। 
  • এবেক্স সিরাপ: বাচ্চাদের এপেক্স সিরাপ এর বাজার মূল্য ১০০ মিলি মাত্র ৩৫ টাকা।
  • এমবক্স সিরাপ: বাচ্চাদের এম বক্স সিরাপ ঔষধটির বাজার মূল্য ১০০ মিলি মাত্র ১৫০ টাকা। 
  • নেকটার সিরাপ: বাচ্চাদের নেকটার সিরাপ ওষুধ টির বাজার মূল্য ১০০ মিলি মাত্র ৪০ টাকা।
  • ওকফ সিরাপ: বাচ্চাদের ও কফ সিরাপ ঔষধটির বাজার মূল্য ১০০ মিলি মাত্র ১১০ টাকা
  • এমব্রোক্সল: বাচ্চাদের এমব্রোক্সল সিরাপ ঔষধটির বাজার মূল্য মাত্র ৫৫ টাকা।

শুকনো কাশির সিরাপ ঔষধ

শুকনো কাশির সিরাপ ঔষধ গুলো কোনগুলো তা আমরা আলোচনার মাধ্যমে ইতোমধ্যে আপনাদেরকে জানিয়েছি। তবে আপনি যদি শুকনো কাশির সিরাপ সংগ্রহ করতে চান তাহলে আর্টিকেলের উপরের অংশটুকু আবারও মনোযোগ সহকারে পড়ুন।

খুশখুসে কাশির সিরাপ ঔষধ

খুসখুসে কাশির জন্য মূলত আমাদের সাজেস্টকৃত সিরাপ গুলোই খেতে হবে। তবে হ্যাঁ এর পাশাপাশি সচরাচর চিকিৎসকরা কিছু ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সেগুলো হলো-

  • Remocof 
  • Adolef 
  • Adovas 
  • Ecof 
  • Tusca plus

তাই আপনি আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সর্দি-কাশির বা খুসখুসে কাশির জন্য এই ঔষধ ট্যাবলেট বা সিরাপ গুলো খেতে পারেন পরিমিত মাত্রায়।

তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, কাশির সিরাপ এর নাম ও দাম সম্পর্কিত আলোচনার সমাপ্তি এখানেই। তো সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও নতুন টপিকের নতুন কোন আলোচনা পর্বে কথা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।

Tags:

আপনার মতামত জানান এখানে

0 কমেন্ট

আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

কমেন্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!