কাতিলা গাম কিভাবে খেতে হয় জেনে নিন বিস্তারিত

হাসিবুর
লিখেছেন -

কাতিলা গাম কিভাবে খেতে হয়, কাতিলা গাম খাওয়ার সঠিক নিয়ম এই সম্পর্কে জেনে থাকা সকলের জন্যই কম বেশি জরুরী। কেননা কাতিলা গাম হচ্ছে অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি খাদ্যপণ্য, যেটা আমাদের শরীরের জন্য বেশ উপকারী।

এটি মূলত সাদা এবং হালকা লালচে বর্ণের এক ধরনের দ্রবণীয় মিশ্রণ। যাকে কাতিলা আঠা, কাতিলা গাম এবং কাতিলা গম এই তিনটি নামে সম্বোধন করা হয়। আপনি কি কাতিলা গাম এর উপকারিতা এবং এটি কি জিনিস সেইসাথে কিভাবে খেতে হয় এ সম্পর্কে বিস্তারিত জানতে চান?

যদি তাই হয়ে থাকে তাহলে আজকের এই ছোট্ট আর্টিকেলটি পড়ে ফেলুন। কেননা আমরা আজকের আলোচনার মাধ্যমে কাতিলা গাম কিভাবে খেতে হয় সেই নিয়ম গুলো খুব সহজভাবে উপস্থাপন করব। তো আসুন শুরু করা যাক।

(toc) #title=(সুচিপত্র)

কাতিলা গাম কিভাবে খেতে হয়

কাতিলা গাম কিভাবে খেতে হয়

কাতিলা গাম এক ধরনের আঠা জাতীয় অত্যন্ত উপকারী খাদ্যপণ্য। অনেকেই রয়েছেন কাতিলা গাম কেমন দেখতে এটাও জানেন না। আর তাই আপনাদের জন্য আমরা ইতোমধ্যে আমাদের ওয়েবসাইটে আরও একটি আর্টিকেল পাবলিশ করেছি।

যে আর্টিকেলটি পড়লে আপনি ধারাবাহিকভাবে জানতে পারবেন কাতিলা গাম কি, কাতিলা গাম কি ধরনের জিনিস, কাতিলা গামে কি ধরনের পুষ্টি উপাদান রয়েছে, কাতিলা গামের উপকারিতা ও অপকারিতা সেইসাথে কাতিলা সম্পর্কে চিকিৎসকের দেওয়া বিভিন্ন ইনফরমেশন।

তো আপনি যদি কাতিলা গাম সম্পর্কে এ টু জেড জানতে চান তাহলে আমাদের সাজেস্টক কৃত লিংকে ভিজিট করুন। আর যদি ইতোমধ্যে কাতিলা গাম সম্পর্কে আপনার ধারণা থেকে থাকে আর শুধুমাত্র কাতিলা গাম কিভাবে খেতে হয় এ সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি কন্টিনিউ করুন। কেননা আমরা কাতিলা গাম কিভাবে খেতে হয় তার সঠিক কিছু নিয়ম বা পদ্ধতি আপনাদের জন্য তুলে ধরেছি।

কাতিলা গাম খাওয়ার নিয়ম | কাতিলা গাম কিভাবে খেতে হয়

কাতিলা গাম মূলত বেশ কয়েকটি উপাদানের সাথে মিশিয়ে খাওয়া হয়। তবে সেই প্রত্যেকটি উপাদানের সাথে মিশিয়ে খাওয়ার পূর্বে কাতিলা গাম অনেকক্ষণ যাবত পানিতে ভিজিয়ে রাখা হয়।

কেননা এটি ভিজিয়ে রাখলে সম্পূর্ণভাবে পানি শোষণ করার পরবর্তীতে সেটা জেলির আকার ধারণ করে। আপনারা যারা এলোভেরা জেলি ইতিমধ্যে খেয়েছেন, বলা যায় ওই জেলির মতোই আকার ধারণ করে কাতিলা গাম। কাতিলাগাম এর সাথে মিশিয়ে খাওয়ার মত খাদ্য পণ্যগুলো হচ্ছে:

  • কালোজিরা
  • ইসবগুলের ভুষি
  • অশ্বদানা
  • তালমাখনা
  • মধু
  • লেবু
  • চিনি
  • তাল মিসরি সহ প্রভৃতি।

আপনি মূলত কাতিলা গাম দীর্ঘ সময় ভিজিয়ে রেখে সেটা জেলির মত আকার ধারণ করলে তার সঙ্গে পরিমাণ মতো উপরে উল্লেখিত খাদ্য পণ্যগুলো মিশিয়ে নিঃসন্দেহে খেতে পারেন। যেগুলো ১০০% কার্যকরী ভূমিকা রাখবে আপনার সমস্যার সমাধানে।

আর মজার ব্যাপার হচ্ছে, কাতিলা গাম খাওয়ার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানে এটি যদি আপনি খান তাহলে আপনার শরীরে কোন সাইড ইফেক্ট পড়বে না। যদি আপনি সঠিক নিয়ম মেনে কাতিলা গাম খেয়ে থাকেন।

অনেকেই রয়েছেন, অসাবধানতাবশত কাজে লাগান ভালোভাবে না ভিজিয়ে খেয়ে ফেলেন। এমনকি পরবর্তীতে খুব বেশি পানি পান করেন না। এর ফলে নানারকম সমস্যার সৃষ্টি হয়। কেননা এই গাম সাধারণত প্রচুর পরিমাণে পানি শোষণ করে। তাই পর্যাপ্ত পানি শোষণ করার পূর্বে যদি আপনি সেটা খেয়ে ফেলেন তাহলে এটা অন্ত্রে গিয়ে আঠালো হওয়ার কারণে কোন কিছুর সঙ্গে লেগে যেতে পারে যেটা অনেক বেশি বিপদজনক।

আর তাই চিকিৎসকরা সচরাচর কাতিলা গাম খেলে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন। অতএব এই বিষয়টি মাথায় রাখবেন। ইতোমধ্যে আমরা কাতিলা গাম খাওয়ার ব্যাপারে অনেক কিছুই বললাম সেই সাথে এটা উল্লেখ করেছি যে কাতিলা গামের রয়েছে নানা উপকারিতা।

আর তাই আর্টিকেলের শেষ পর্যায়ে আমরা এর কিছু উপকারিতার কথা অতি সংক্ষেপে তুলে ধরব। তো বন্ধুরা আসুন পড়ে নেওয়া যাক সঠিক নিয়মে আপনি যদি কাতিলা গাম খান তাহলে কি কি উপকার হবে আপনার শরীরে।

আরো পড়ুনঃ মিল্ক শেক এর উপকারিতা ও অপকারিতা

কাতিলা গাম খাওয়ার নিয়ম ও কাতিলা গাম এর উপকারিতা

কালোজিরা, ইসবগুলের ভুষি, তালমাখনা, তাল মিসরি, মধু, লেবু লাল চিনি এবং অশ্বদানা মূলত এই প্রত্যেকটি খাদ্যপূর্ণ আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এদের রয়েছে আলাদা আলাদা উপকারিতা। কেননা এই প্রত্যেকটি খাদ্য পণ্যে আলাদা আলাদা পুষ্টি উপাদান রয়েছে যেগুলোর প্রত্যেকটি আমাদের শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কাতিলা গামের সঙ্গে যদি এই উপাদানগুলো সঠিকভাবে মিশিয়ে খাওয়া হয় তাহলে এর সম্পূর্ণ উপকারিতা পাওয়া যায়। যেমন:

  • কাতিলা গাম খেলে শরীরে ক্যালরির পরিমাণ বৃদ্ধি পায়, কেননা ১০০ গ্রাম কাতিলা গামে রয়েছে ৭০ কিলো ক্যালরি।
  • কাতিলা গাম খেলে কার্বোহাইড্রেট এর তারতম্যতা বজায় থাকে, কেননা ১০০ গ্রাম কাতিলা গামে প্রায় ৩৫ গ্রাম কার্বোহাইড্রেট বিদ্যমান।
  • কাতিলা গাম খেলে ফাইবার এবং হাইড্রেটস এর পরিমাণ বজায় থাকে, কেন না ১০০ গ্রাম কাতিলা গামে ৩০ গ্রাম ফাইবার এবং ৫ গ্রাম হাইড্রেটস থেকে থাকে।
  • কাতিলা গাম খেলে সোডিয়াম এর চাহিদার কিছুটা হলেও পূরণ হয়, কারণ ১০০ গ্রাম কাতিলা গামে ০৯ গ্রাম সোডিয়াম থেকে থাকে।
  • এছাড়াও খাদ্যের আরো বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে এতে। তাই নিয়মিত কাতিলা গাম খেলে উপকার হিসেবে অনেক কিছুই ভোগ করা সম্ভব হয়। 
  • আর হ্যাঁ, কাতিলা গাম খাওয়ার ফলে শারীরবৃত্তীয় যে সমস্যাগুলো ঠিক হয়ে যায় সেগুলো হলো—
  • কোষ্ঠকাঠিন্য দূর হয়, পেট ফাঁপা ভাব, গ্যাস্টিকের ব্যথা এবং বমি বমি ভাবের সমাধান মেলে
  • শরীরের ক্লান্তি কেটে যায় এবং গরমের সময় কাতিলা গাম খেলে শরীর শীতল থাকে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায়
  • শরীরের অভ্যন্তরে থাকা ক্ষতিকর বিষাক্ত পদার্থগুলো বের হয়ে যায় এবং মেটাবলিজম উন্নত হয়
  • কাতিলা গাম খেলে ত্বক থেকে ব্রণ ও বলিরেখা চিরতরে দূর হয়ে যায়। তাই ব্রন নিরাময়ে এবং ব্রোনের দাগ দূরীকরণে কাতলা গান অনেক বেশি কার্যকরী
  • এছাড়াও চুলের স্বাস্থ্য ঠিক রাখতে কাতিলা গাম দেশ কার্যকরী ভূমিকা রাখে
  • পাশাপাশি পুরুষদের যৌ -ন ক্ষমতা বৃদ্ধির জন্যেও এটা অনেক কার্যকরী একটি খাদ্য পণ্য

এক কথায় কাতিলা গাম মানবদেহের জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য পণ্য। যার মধ্যে রয়েছে একের অধিক উপকারিতা।

আরো পড়ুনঃ হিজামার উপকারিতা ও অপকারিতা

আশা করছি আমরা সবাই কাতিলা গাম খাওয়ার নিয়ম জানার পরবর্তীতে এটা সেবন করার মাধ্যমে এর উপকার ভোগ করার সুযোগ পাবো, যা আমাদের শরীরের অনেক বেশি উন্নতি ঘটাবে।

তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, কাতিলা গাম কিভাবে খেতে হয়, কাতিলা গাম খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কিত আলোচনার ইতি টানছি এখানেই। যদি কাতিলা গাম খাওয়ার সময় কোন সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের কমেন্ট সেকশনে সেটা জিজ্ঞাসা করতে পারেন, কেননা আমরা তার সমাধান দেওয়ার চেষ্টা করব। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাতিলা গাম সঠিক পদ্ধতিতে সেবন করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Tags:

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!