কোন কোম্পানির ল্যাপটপ সবচেয়ে ভালো: বর্তমানে এই দ্রুতগতির বিশ্বে, আমাদের দৈনন্দিন কাজ, যোগাযোগ এবং বিনোদনের জন্য ল্যাপটপ একটি অপরিহার্য ডিভাইস হয়ে উঠেছে। পার্সোনাল কম্পিউটার হিসেবে ল্যাপটপ বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি ডিভাইস। আমাদের বিভিন্ন কাজের জন্যই যেহেতু প্রতিদিন ল্যাপটপ ব্যবহার করার প্রয়োজন হয়, তাই আমাদেরকে একটি ভালো কোম্পানির ল্যাপটপ বাছাই করা জরুরী।
আমরা যেহেতু কোন একটি ল্যাপটপ কেনার সময় সেটির দীর্ঘমেয়াদে ব্যবহার করার কথা ভাবি কিংবা সেই ল্যাপটপটির পারফরম্যান্স ভালো পেতে চাই, তাই কোন কোম্পানির ল্যাপটপ সবচেয়ে ভালো, এটি আমাদেরকে অবশ্যই জানা দরকার।
যদিও বেশ কয়েকটি কোম্পানি বিভিন্ন ধরনের ল্যাপটপ অফার করে। এক্ষেত্রে ব্যবহারকারীর চাহিদা এবং পছন্দের ভিন্নতার কারণে সেরা ল্যাপটপ কোম্পানি গুলো বাছাই করার চ্যালেঞ্জিং ব্যাপার হতে পারে। কিন্তু তবুও, একটি ল্যাপটপের কোয়ালিটি, প্রযুক্তি এবং গ্রাহক সন্তুষ্টির উপর ভিত্তি করে আমরা বেশ কয়েকটি ল্যাপটপ ব্রান্ডকে সবচেয়ে ভালো ল্যাপটপ কোম্পানি বলতে পারি। চলুন তবে, এবার দেখে নেওয়া যাক, কোন কোম্পানি ল্যাপটপ সবচেয়ে ভালো।
(toc) #title=(সুচিপত্র)
১. Apple ল্যাপটপ - সবচেয়ে ভালো ল্যাপটপ কোম্পানির একটি
বর্তমান সময় পর্যন্ত অ্যাপল তাদের উদ্ভাবন এবং ডিজাইনের কারণে সবচেয়ে ভালো ল্যাপটপ কোম্পানিগুলোর মধ্যে থেকে প্রথম স্থান দখল করে রয়েছে। macOS দ্বারা চালিত তাদের ল্যাপটপ গুলি মসৃণ অ্যালুমিনিয়াম বডি, রেটিনা ডিসপ্লে এবং দীর্ঘ পারফরমেন্সের জন্য নিজেদের একটি অনন্য স্থান তৈরি করে নিয়েছে।
অ্যাপলের ডিভাইস গুলোতে রয়েছে ব্যতিক্রমী বিল্ড কোয়ালিটি। আর তাদের ডিভাইস গুলোর মধ্যে রয়েছে একটি সুন্দর ইকোসিস্টেম এবং হার্ডওয়্যার কনফিগারেশন। প্রফেশনাল এবং দৈনন্দিন ব্যবহারকারীদের জন্য অ্যাপেলের ডিভাইসগুলো বরাবরই সেরা। তবে, অ্যাপল কোম্পানির ল্যাপটপ সবচেয়ে ভালো হলেও, দামের ক্ষেত্রে তুলনা করলে, এটি অন্যান্য কোম্পানির ল্যাপটপের চাইতে বেশি।
আপনার যদি ল্যাপটপ কেনার ক্ষেত্রে বাজেট অনেক কম হয়, তাহলে অ্যাপল কোম্পানির ল্যাপটপ আপনার জন্য নয়। আপনি বরং সেই টাকায় অন্য কোন ভালো কোম্পানির ল্যাপটপ ক্রয় করার কথা চিন্তা করতে পারেন। তবে, পারফরম্যান্স এবং কোয়ালিটির দিক থেকে অ্যাপল কোম্পানির ল্যাপটপ সবচেয়ে ভালো।
আরো পড়ুনঃ নতুন ল্যাপটপ চার্জ দেওয়ার নিয়ম এবং নতুন ল্যাপটপ কতক্ষণ চার্জ দিতে হয়
২. HP - কম দামে সবচেয়ে ভালো কোম্পানির ল্যাপটপ
আপনি যদি এই মুহূর্তে সবচেয়ে ভালো কোম্পানির ল্যাপটপ অনুসন্ধান করে থাকেন, তাহলে HP কোম্পানির ল্যাপটপ আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। কেননা, তারা গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে কম দাম থেকে শুরু করে অনেক বেশি দামের ল্যাপটপ ও বাজারে নিয়ে এসেছে। আর, এই মুহূর্তে বাংলাদেশের বাজারে যেসব কোম্পানির ল্যাপটপ সবচেয়ে বেশি বিক্রি হয়, সেগুলোর মধ্য থেকে HP কোম্পানির ল্যাপটপ অন্যতম।
ল্যাপটপের বাজারে একটি নির্ভরযোগ্য কোম্পানি হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। দামের ভিন্নতার উপর ভিত্তি করে তাদের রয়েছে বিস্তৃত মডেল। যেখানে, HP তাদের গ্রাহকদের জন্য বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ আনার পাশাপাশি অনেক হাই কনফিগারেশন এর ল্যাপটপ ও রেখেছে। তাদের ল্যাপটপের রয়েছে সুন্দর ডিজাইন।
আর তারা বিভিন্ন ল্যাপটপ কোম্পানির সাথে প্রতিযোগিতামূলক স্পেসিফিকেশন ও অফার করে। যেখানে তারা ল্যাপটপের পারফরম্যান্স বা কোয়ালিটির কম্প্রোমাইজ না করেই, সাশ্রয়ী মূল্যের ভালো ল্যাপটপ অফার করে থাকে। আপনি যদি এই মুহূর্তে কম দামে সবচেয়ে ভালো কোম্পানির ল্যাপটপ নেওয়ার কথা বিবেচনা করেন, তাহলে HP আপনার জন্য সেরা সমাধান হবে।
৩. Dell - পারফরমেন্সে সবচেয়ে ভালো ল্যাপটপ
Dell তাদের গ্রাহকদের বিস্তৃত চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ক্যাটাগরির ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে। পারফরম্যান্স এবং কর্মদক্ষতার দিক বিবেচনা করলে, এই মুহূর্তে সবচেয়ে ভালো কোম্পানির ল্যাপটপ গুলোর মধ্যে Dell ল্যাপটপ অন্যতম একটি। তাদের তৈরি XPS সিরিজের ল্যাপটপগুলো নান্দনিকতা এবং পারফরম্যান্সের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে।
InfinityEdge Display, শক্তিশালী প্রসেসর এবং আকর্ষণীয় বিল্ড কোয়ালিটির কারণে, এই মুহূর্তে বেল কোম্পানির ল্যাপটপ সবচেয়ে ভালো ল্যাপটপ গুলোর মধ্যে অন্যতম। ডেল কোম্পানির ল্যাপটপ গুলো বিভিন্ন বিজনেস প্রফেশনাল এবং কনটেন্ট ক্রিয়েটরেরা পছন্দ করেন।
তাদের লো কনফিগারেশনের বাজেট ল্যাপটপ থাকার পাশাপাশি উচ্চ কনফিগারেশনের ও ল্যাপটপ রয়েছে। আর আর যেকোনো গ্রাহক নির্দিষ্ট ডেল মডেলের ল্যাপটপগুলিতে নিজের মতো করে হার্ডওয়্যার কাস্টমাইজড করে ও নিতে পারেন।
আরো পড়ুনঃ হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য
৪. Lenovo - সবচেয়ে ভালো ল্যাপটপের একটি ব্রান্ড
ব্যবসায়িক ক্ষেত্রে সেরা ল্যাপটপ ব্রান্ড গুলোর মধ্যে থেকে Lenovo সবসময়ই একটি বড় প্রতিযোগী। শক্তিশালী পারফরমেন্স এবং আরামদায়ক কিবোর্ডের জন্য Lenovo সবসময়ই ভালো ল্যাপটপগুলোর মধ্যে একটি। বিভিন্ন প্রফেশনাল ব্যক্তিরা নির্ভরযোগ্যতা এবং প্রোডাক্টিভিটির জন্য এই কোম্পানির ল্যাপটপকে অগ্রাধিকার দেয়।
আপনি যদি এই মুহূর্তে শক্তিশালী প্রসেসর, সর্বোচ্চ Ram, ফাস্ট SSD Storage এবং আরো হার্ডওয়্যার সামগ্রী সংযুক্ত একটি ভালো ল্যাপটপ চান, তাহলে Lenovo এগুলোর সবই দিতে পারে। আপনি আপনার কাজের উপর ভিত্তি করে এই কোম্পানির বিভিন্ন মডেলের ল্যাপটপ পাবেন। যেগুলো দিয়ে আপনি ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, গেমিং এবং আরো যাবতীয় কাজ করতে পারবেন।
যাইহোক, আপনি যদি এই মুহূর্তে কোন কোম্পানির ল্যাপটপ সবচেয়ে ভালো এরকমটি জানার চেষ্টা করেন, তাহলে Lenovo কোম্পানির ল্যাপটপগুলোকে ও আপনি পছন্দের তালিকায় রাখতে পারেন। আর, কোন একটি কোম্পানির ল্যাপটপ কেনার আগে আপনি অবশ্যই আপনার প্রয়োজনীয়তা এবং পছন্দগুলো নিয়ে বিবেচনা করুন।
সেই সাথে, আপনার বাসায় করা ল্যাপটপটির পারফরম্যান্স কেমন হবে, সেটি দেখতে বিভিন্ন রিভিউ দেখে নিতে পারেন। এতে করে, সেই মডেলের ল্যাপটপটি আপনার জন্য উপযুক্ত কিনা, সেটি নির্ধারণ করা সহজ হবে।
আরো পড়ুনঃ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার আগে জেনে নিন
৫. Samsung এই মুহূর্তে বাজারে সেরা ল্যাপটপ কোম্পানি
স্যামসাং কোম্পানি তাদের স্মার্ট ফোন, ট্যাবলেট, টেলিভিশন এবং এয়ারকন্ডিশন গুলোর জন্যই বেশি পরিচিত। আর, Samsung এর রয়েছে অনেক বিশাল পণ্য এবং এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম একটি।
যাইহোক, যখন samsung ব্র্যান্ডের ল্যাপটপের কথা আসে, তখন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের স্যামসাং ল্যাপটপের বেশি গ্রাহক নেই। Samsung এর দুর্বল ব্যাটারি লাইফ এবং ক্লাসিক ডিজাইনের কারণে বেশিরভাগ ব্যবহারকারীরাই স্যামসাং এর ল্যাপটপ এড়িয়ে যান।
কিন্তু তবুও, স্যামসাং ল্যাপটপগুলোর ডিজাইন এবং পারফরম্যান্স এর দিক থেকে এটি বিশ্বের সেরা এবং ভালো ল্যাপটপ কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। আপনার কাছে যদি পর্যাপ্ত বাজেট থাকে এবং এই মুহূর্তে একটি ভালো কিনতে চান, তাহলে স্যামসাং কোম্পানির ল্যাপটপ আপনার জন্য সেরা পছন্দ হতে পারে।
আরো পড়ুনঃ নতুন ল্যাপটপ কেনার পর করণীয়
কোন কোম্পানির ল্যাপটপ সবচেয়ে ভালো সম্পর্কে শেষ কথা
সেরা ল্যাপটপ কোম্পানি নির্ধারণ করা শেষ পর্যন্ত আপনার ব্যক্তিগত পছন্দ, আপনার কাজের ধরন এবং ব্যবহারের পরিস্থিতির উপর নির্ভর করে। এই মুহূর্তে, Apple, HP, Dell, Lenovo এবং Samsung কোম্পানির ল্যাপটপগুলো বাজারের সবচেয়ে ভালো ল্যাপটপের তালিকায় রয়েছে।
তবে আপনি একটি ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে, আপনার বাজেট এবং ল্যাপটপটি ব্যবহারের ধরনের ওপর ব্রান্ড নির্বাচন করুন। এক্ষেত্রে, আপনার সিলেক্ট করার ল্যাপটপটির পারফরম্যান্স এবং স্পেসিফিকেশন তুলনা করার জন্য বিভিন্ন রিভিউ ভিডিও দেখতে পারেন এবং সেই সাথে শোরুমে গিয়েও ল্যাপটপগুলোকে তুলনা করতে পারেন।
এখানে আমি মূলত এই মুহূর্তে বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া এবং সবচেয়ে ভালো কোম্পানির ল্যাপটপগুলোর তালিকা প্রদান করলাম। মনে রাখবেন, আপনার জন্য সেটিই সবচেয়ে ভালো ল্যাপটপ ব্রান্ড, যেটি আপনাকে নির্বিঘ্নে সব সময় ভালো পারফরম্যান্স দিতে পারে। ধন্যবাদ
আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।