এলার্জির ঔষধ এর নাম | এলার্জি ঔষধ এর নাম

হাসিবুর
লিখেছেন -

এলার্জির ঔষধ এর নাম

এলার্জির ঔষধ এর নাম জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। কেননা প্রায় প্রত্যেকটা মানুষ জীবনে কখনো না কখনো একবারের জন্য হলেও এলার্জির সমস্যায় পরেন। যেটা খুবই মারাত্মক এবং অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি করে।

আর আরেকটি দুঃখজনক বিষয় হচ্ছে, এলার্জি এমন একটি সমস্যা যেটা স্থায়ীভাবে নির্মূল করার তেমন কোনই চিকিৎসা পদ্ধতি এখনো পর্যন্ত নেই। তবে এটাকে স্বাভাবিক পর্যায়ে রাখার জন্য এবং এলার্জির চুলকানি থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু এলার্জি ঔষধ রয়েছে।

আপনি যদি এলার্জির ঔষধ এর নাম গুলো জানতে পারেন তাহলে খুব সহজেই নিকটস্থ যেকোনো ফার্মেসির দোকান থেকে সেগুলো কালেক্ট করতে পারবেন। আসুন আজকের আলোচনার মাধ্যমে এলার্জি ঔষধ এর নাম এবং এলার্জির ঔষধের দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

(toc) #title=(সূচিপত্র)

এলার্জির ঔষধ এর নাম - এলার্জি ঔষধ এর নাম

এলার্জির সমস্যা কমাতে চিকিৎসকরা বেশ কয়েকটি এলার্জি ঔষধ এর নাম সাজেস্ট করেন। যেগুলোর কিছু ঔষধ ট্যাবলেট কিছু ঔষধ ক্যাপসুল এবং কিছু কিছু ঔষধ তরল হিসেবে পাওয়া যায়। এলার্জি নিরাময়ে সাধারণত প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিছু এন্টিহিস্টাসিন ওষুধ সেবন করা যেতে পারে।

তাই আপনি আমাদের উল্লেখিত এলার্জি ঔষধ গুলো আপনার এলার্জির অস্বস্তিকর সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য খেতে পারেন। এলার্জি ঔষধ এর নাম হলোঃ

  • Aeron
  • Acitrin
  • Alatrol
  • Atrizin
  • Alert
  • Cladin
  • Encilor
  • Lora
  • Lorat
  • Loratin
  • Oradin
  • Orin
  • Silora
  • Cetizin
  • Cetrin
  • Alanin
  • Axodin
  • Axofen
  • Dinafex
  • Fenadin
  • Fenofex
  • Fexo
  • Fexofast
  • Citin
  • Nosemin
  • Ontin
  • Rhinil
  • Trizin
  • Decongestants
  • Nasal sprays
  • Nasal saline irrigation

পাশাপাশি আরো রয়েছে এজমার ঔষধ, ইমিউন থেরাপি, স্টেরয়েড জাতীয় ঔষধ। এগুলোর প্রত্যেকটি মূলত অ্যালার্জির ঔষধ হিসেবে সেবনের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। এবার আসুন জেনে নেওয়া যাক এলার্জির ঔষধ এর ইউনিট প্রাইস এবং এই সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

এলার্জির ঔষধ এর নাম, দাম কত এবং কোনটার কি কাজ

  • Alaron: এটি মূলত একটি ট্যাবলেট ওষুধ, যা এসিআই লিমিটেডের তৈরিকৃত একটি মেডিসিন। এর ইউনিট প্রাইস অর্থাৎ প্রতি ট্যাবলেটের দাম ২.৫০ টাকা।
  • Acitrin: এটি হলো একটি ট্যাবলেট ওষুধ। যা এসিআই লিমিটেড তৈরিকৃত একটি ব্র্যান্ড। এই ওষুধটি সিরাপ এবং ড্রপ আকারেও পাওয়া যায়। আর এর প্রতি ট্যাবলেটের দাম মাত্র ৩.০১ টাকা, যা সিটরিজিন হাইড্রোক্লোরাইড জেনেরিক এর একটি ঔষধ।
  • Alatrol: এলার্জির সবচেয়ে পরিচিত ঔষধ হচ্ছে এলাট্রল। এই ওষুধটির মূল্য ৩.০১ টাকা, যা স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর তৈরিকৃত একটি ঔষধ। যেটি সিরাপ এবং ড্রপ আকারেও পাওয়া যায়।
  • Atrizin: এট্রিজিন ১০ মিলিগ্রাম ট্যাবলেট ওষুধটিও একটি এলার্জির ঔষধ। এই ওষুধের ইউনিট প্রাইস ৩.০০ এবং ঔষধটি তৈরি করেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।
  • Alert: অ্যাপোলো ফার্মাসিটিক্যালস লিমিটেড এর তৈরিকৃত আরেকটি এলার্জিজনিত ট্যাবলেট ওষুধ এলার্ট ১০ মিলিগ্রাম, যার ইউনিট প্রাইস ২.৭৩ টাকা এবং ১০০ টি ট্যাবলেটের প্যাকেট মূল্য ২৭৩ টাকা।
  • Cladin: এলার্জির এই ট্যাবলেট ওষুধটির দাম ২.২৫ টাকা এবং ১০০ টি ট্যাবলেটের পুরো প্যাকেজ এর মূল্য ২২৫ টাকা মাত্র। যা আদ-দ্বীন ফার্মাসিটিক্যালস লিমিটেড এর তৈরিকৃত একটি ঔষধ।
  • Encilor: ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেড এর তৈরিকৃত একটি জনপ্রিয় ও কার্যকরী এলার্জির ঔষধ এটি। যার বাজার মূল্য প্রতীক ট্যাবলেট মাত্র ৩.০০ টাকা এবং ১০০ টি ট্যাবলেটের পুরো প্যাকেজের মূল্য মাত্র ৩০০ টাকা।
  • Lora: লোরা ১০ মিলিগ্রাম ট্যাবলেট ওষুধ টিও একটি এলার্জির জনিত ঔষধ। যেটা সাসপেনশন হিসেবেও পাওয়া যায়। এই ওষুধটির ইউনিট প্রাইস ২.৫১ টাকা এবং এটি অপসোনিন ফরমালিটেড এর তৈরিকৃত ঔষধ।
  • Lorat: ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এর তৈরিকৃত এলার্জির ঔষধ Lorat 10mg, যার ইউনিট প্রাইস ৩.০৫ টাকা এবং পুরো প্যাকেজ এর মূল্য ৩০৫ টাকা।
  • Loratin: এলার্জির এই ওষুধটির দাম ৩.০১ টাকা এবং এটি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর তৈরিকৃত একটি ঔষধ।
  • Oradin: খুবই পরিচিত একটি এলার্জির ঔষধ এটি, যেটা ট্যাবলেট এবং সাসপেনশন হিসেবে পাওয়া যায়। এই ওষুধটির ট্যাবলেট প্রতি দাম ৪.০০ টাকা এবং এটি তৈরিকৃত কোম্পানির নাম এসকায়েফ ফার্মাসিটিক্যালস লিমিটেড।
  • Orin: এলার্জির আরেকটি ট্যাবলেট ঔষধ অরিন, আর এই ওষুধটির তৈরিকৃত কম্পানির নাম একমি ল্যাবরেটরিজ এবং এই এলার্জির ঔষধের প্রতি ট্যাবলেটের দাম ৩.০১ টাকা।
  • Silora: এলার্জির এই ওষুধটির প্রতি ট্যাবলেট এর দাম ২.৫০ টাকা এবং ৫০ টি ট্যাবলেটের পুরো প্যাকেজের দাম ১২৫ টাকা মাত্র।
  • Cetizin: একমি ল্যাবরেটরিজের তৈরিকৃত আরেকটি এলার্জির ঔষধ এটি। যার প্রতি ট্যাবলেটের দাম ৩.০১ টাকা এবং এই ওষুধটি ট্যাবলেট ও ক্যাপসুল উভয় আকারেই পাওয়া যায়। আপনি যদি এটি ক্যাপসুল আকারে কিনেন তাহলে এক্ষেত্রে প্রতি ক্যাপসুল এর দাম পড়বে মাত্র ৪.০০ টাকা।
  • Cetrin: এলার্জির একটি ট্যাবলেট এবং ক্যাপসুল ঔষধ হচ্ছে Cetrin, যা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এর তৈরিকৃত একটি ঔষধ। এই ওষুধের প্রতি ট্যাবলেট এর দাম ৪.০০ টাকা এবং ক্যাপসুল এর দামও ৪.০০ টাকা।
  • Alanin: এলার্জির খুবই পরিচিত একটি ঔষধ এটি। যার প্রতি ট্যাবলেটের দাম ৮.০০ টাকা। তবে এই ওষুধটি সাসপেনশন আকারেও পাওয়া যায়। সেক্ষেত্রে এর দাম পড়বে ৫০ মিলির বোতল মাত্র ৫৫ টাকা।
  • Axodin: বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড এর তৈরিকৃত আরেকটি এলার্জি প্রতিরোধক ঔষধ Axodin, এই ওষুধটি ১২০ এমজি, ১৮০ এমজি ৬০ এমজি এমনকি ৩০ এমজি/৫ এমএল সাসপেনশন আকারে পাওয়া যায়।
  • Axofen: এলার্জির আরেকটি ট্যাবলেট ঔষধ Axofen, যে ঔষধের ইউনিট প্রাইস ৯.০০ টাকা এবং এর তৈরিকৃত কম্পানির নাম অ্যারিস্টো ফার্মা লিমিটেড।
  • Dinafex: এলার্জির এই ঔষধের প্রতি ট্যাবলেট এর দাম মাত্র ৪.০০ টাকা এবং এটি ট্যাবলেটের পাশাপাশি ক্যাপসুল ও সাসপেনশন আকারেও পাওয়া যায়। এই ঔষধটি অত্যন্ত কার্যকরী একটি ঔষধ হিসেবে সুপরিচিত।
  • Fenadin: এলার্জির এই ঔষধের দাম প্রতি ট্যাবলেট এর ক্ষেত্রে ৪.০০ টাকা এবং সাসপেনশন আকারে কিনলে সে ক্ষেত্রে দাম পড়বে ৩০ ml বোতলের ক্ষেত্রে মোটামুটি ৩৫ টাকা।
  • Fenofex: এলার্জির ট্যাবলেট এই ওষুধের দাম ৩.৫০ টাকা এবং ৩০ টি ট্যাবলেটের পুরো প্যাকেজ এর মূল্য ১০৫ টাকা।
  • Fexo: স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর তৈরিকৃত আরেকটি এলার্জি প্রতিরোধক ঔষধ Fexo, যার প্রতি ট্যাবলেটের মূল্য ৪.০০ টাকা এবং ৫০ টি ট্যাবলেটের পুরো প্যাকেজের মূল্য মাত্র ২০০ টাকা।
  • Fexofast: ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এর তৈরিকৃত আরেকটি ঔষধ এটি। যা এলার্জির ঔষধ। এই ঔষধটির প্রতি ট্যাবলেটের মূল্য ৮.০০ টাকা।
  • Citin: Citin নামক আরেকটি এলার্জির ঔষধ এটি, এই ওষুধের ইউনিট প্রাইস ৩.০০ টাকা এবং পুরো প্যাকেজের মূল্য ৩০০ টাকা।
  • Nosemin: এলার্জির এই ওষুধের ইউনিট প্রাইস অর্থাৎ প্রতি ট্যাবলেট এর মূল্য ৩.০০ টাকা এবং ১০০ ট্যাবলেটের পুরো প্যাকেজ এর মূল্য ৩০০ টাকা।
  • Ontin: এলার্জির এই ওষুধের প্রতি ট্যাবলেট এর মূল্য ৩.০০ টাকা এবং এটি তৈরিকৃত কোম্পানির নাম এস কে এফ ফার্মাসিটিক্যালস লিমিটেড। আর হ্যাঁ, এই ঔষধটি সাসপেনশন এবং ইনজেকশন উভয় ভাবে পাওয়া যায়। সেক্ষেত্রে সাসপেনশন আকারে কিনলে ৬০ এমএল বোতলের দাম পড়বে ৩৫ টাকা এবং ইনজেকশন এর দাম পড়বে ৭০ টাকা।
  • Rhinil: এলার্জির আরেকটি ঔষধ হলো এটি, যা ট্যাবলেট এবং সিরাপ উভয় ভাবে পাওয়া যায়। এই ওষুধটির প্রতি ট্যাবলেটের মূল্য ৩.০০ টাকা এবং ৬০ এম এল বোতলের মূল্য ৩০ টাকা।
  • Trizin: এলার্জির Trizin নামক ট্যাবলেট ঔষধটির প্রতি ট্যাবলেটের মূল্য ২.৫১ টাকা এবং এটি সিরাপ আকারে কিনলে সে ক্ষেত্রে ৬০ মিলিগ্রাম বোতলের দাম পড়বে ৩০ টাকা।

তবে হ্যাঁ, ট্যাবলেট ক্যাপসুল এবং ওষুধের পরিমাপকের ওপর ভিত্তি করে দাম কিছুটা কম বেশি হতে পারে। আপনি যদি সঠিক দামে ঔষধ গুলো কিনতে চান তাহলে ঔষধের বক্সের মূল্য চেক করতে পারেন কিংবা গুগলের সাহায্য নিতে পারেন। এবার আসুন জিজ্ঞাসিত আরো কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

স্কিন এলার্জি ঔষধের নাম কি | স্কিন এলার্জি ঔষধ বাংলাদেশ

ইতোমধ্যে আমরা যে সকল এলার্জি ঔষধের নাম তুলে ধরেছি সেগুলোও সবগুলোই স্কিন এলার্জি ওষুধের নাম। তবে ওগুলোর বাইরেও আরো কয়েকটি ওষুধ রয়েছে যেমন:

  • হিস্টাকাইন্ড ১২০ এম জি ট্যাবলেট (Histakind 120 MG Tablet)
  • গ্লেনফাইন ১২০ এম জি ট্যাবলেট (Glenfine 120 MG Tablet)
  • অ্যালারনেক্স ১২০ এম জি ট্যাবলেট (Alernex 120 MG Tablet)
  • ন্যাসিভিওন এলার্জি‌ ১২০ এম জি ট্যাবলেট (Nasivion Allergy 120 MG Tablet)

এলার্জি চুলকানি ওষুধের নাম

আলোচনার এ পর্যন্ত আমরা যতগুলো এলার্জি ওষুধের নাম তুলে ধরেছি সেগুলোর যে কোন একটি ঔষধ আপনি অ্যালার্জি চুলকানির সমস্যা সমাধানে খেতে পারেন। কেননা এলার্জি একটি চুলকানির জন্য সমস্যা।

আর এই চুলকানির সমস্যাকে দূরীকরণের জন্যই মূলত অ্যালার্জির ঔষধ সেবন করার প্রয়োজন পরে। তবে আমাদের সাজেস্কৃত ঔষধ গুলোর মধ্যে থেকে কোন এলার্জির ওষুধটি আপনার জন্য উপযুক্ত সেটা জানতে চিকিৎসকের পরামর্শ নিন।

আরো পড়ুন: গলা ব্যথার ঔষধ নাম - গলা ব্যাথার ঔষধের নাম

মুখের এলার্জি ওষুধের নাম

এলার্জির সমস্যা শরীরের বিভিন্ন অংশে দেখা দেয়, তবে সবচেয়ে বেশি অস্বস্তিতে ভোগেন যখন মুখে এলার্জি হয়। আর তাই অনেকেই মুখের এলার্জি ঔষধের নাম জানার ইচ্ছা প্রকাশ করেন। মূলত ইতিমধ্যে আমরা যে ওষুধগুলোর নাম উল্লেখ করেছি সেগুলোর প্রত্যেকটি আপনার মুখ এবং শরীরের যে কোন অংশের এলার্জি কমাতে ভূমিকা রাখবে। তাই উপরে উল্লেখিত প্রত্যেকটি ওষুধই মুখের এলার্জি ঔষধ হিসেবে গণ্য করতে পারেন।

এলার্জির সবচেয়ে ভালো ঔষধ এর নাম

খুবই কমন একটি প্রশ্ন এলার্জির সবচেয়ে ভালো ঔষধ এর নাম কি! আপনার জন্য কোন ঔষধটি সবচেয়ে ভালো এটা একমাত্র চিকিৎসক বলতে পারেন। কেননা বিভিন্ন ধরনের এলার্জি থেকে থাকে।

তাই কোন ধরনের এলার্জির জন্য আপনার কোন ঔষধটি খেতে হবে সেই সঠিক পরামর্শ পেতে আপনি নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হন। এতে অনেক বেশি এবং দ্রুত উপকার মিলবে। আর হ্যাঁ, শুধু এলার্জির ওষুধ নয় আমরা খুব সাজেস্ট করব যে কোন ঔষধ সেবন করার পূর্বে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়ার।

আরো পড়ুন: বাচ্চাদের সর্দি কাশির ঔষধের নাম

এলার্জির ওষুধ অতিরিক্ত খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া

অনেকেই রয়েছেন যারা এলার্জির ওষুধগুলো দীর্ঘদিন ধরে সেবন করেন এমনকি চিকিৎসকের কোন রকমের পরামর্শ না নিয়েই। তাই আলোচনার এ পর্যায়ের অংশটুকু পড়ে নেওয়া জরুরী। কেননা এলার্জির ঔষধ অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে অনেক সময় কিডনি ও লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের বিশেষ জটিলতা প্রকাশ পায়।

আবার কখনো কখনো অনেক রোগী শকে চলে যায় অর্থাৎ প্রমাণ চলে যায়। অতএব আপনি যদি এই মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক মাত্রায় সঠিক এলার্জির ঔষধটি সেবন করবেন।

উপসংহার

তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আজকের আলোচনার ইতি টানছি এখানেই। আশা করছি আজকের এই আলোচনার মাধ্যমে আপনি এলার্জির ঔষধ এর নাম জানার পাশাপাশি এটি সেবন বিধি সম্পর্কেও সুস্পষ্ট ধারণা পেয়েছেন। সবাইকে আল্লাহ হাফেজ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!