সিপ্রোসিন (Ciprocin) কোন রোগের ঔষধ - সিপ্রোসিন (Ciprocin) এর কাজ কি? সিপ্রোসিন একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যা প্রায় অনেক রোগের ক্ষেত্রেই চিকিৎসকরা রোগীদের দিয়ে থাকেন। সিপ্রোসিন কোন রোগের ঔষধ, সিপ্রোসিন এর কাজ কি বা সিপ্রোসিন কেন খাওয়া হয়, সিপ্রোসিন এর দাম কত?
এ রকমই সিপ্রোসিন নিয়ে অনেক প্রশ্নের উত্তর থাকছে এই পোস্টে। সিপ্রোসিন সম্পর্কে জানতে একনজর দেখে আসুন পুরো আর্টিকেলটি। আমাদের আজকের এই আর্টিকেলে মূল আলোচনার বিষয় হচ্ছে, সিপ্রোসিন কোন রোগের ঔষধ এবং সিপ্রোসিন এর কাজ কি। তাছাড়াও থাকছে সিপ্রোসিন নিয়ে নানা তথ্য। তো চলুন দেরি না করে জেনে আসি, সিপ্রোসিন কোন রোগের ঔষধ এবং সিপ্রোসিন (ciprocin) এর কাজ কি?
(toc) #title=(সুচিপত্র)
সিপ্রোসিন কোন রোগের ঔষধ
প্রিয় পাঠক, আমাদের এই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন তাহলেই আপনি জানতে পারবেন সিপ্রোসিন কোন রোগের ঔষধ এবং সিপ্রোসিনের কাজ কি এবং সিপ্রোসিন (ciprocin) নিয়ে অন্যান্য আরো কিছু তথ্য।
সিপ্রোসিন ব্যাকটেরিয়া সংক্রমণজনিত রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সিপ্রোসিন ঔষধ যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় তা হচ্ছেঃ
- টাইফয়েড জ্বর
- (আলসার) গ্যাস্ট্রিক
- সংক্রমিত ডায়রিয়া
- মূত্রনালীর সংক্রমণ
- শ্বাসনালীর সংক্রমণ
- সার্জিক্যাল প্রোফাইলেক্সিস হিসেবে ব্যবহার করা হয়
- গনোরিয়া
- কোমল টিস্যুর সংক্রমণ এবং ত্বকের ক্ষেত্রেও ব্যবহার করা হয়
- নিউমোনিয়া
- সিফিলিস
যে কোন রোগের সমস্যার জন্য হুট করে ফার্মেসি থেকে সিপ্রোসিন এনে খাওয়া উচিত নয়, অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিপ্রোসিন সেবন করা উচিত।
সিপ্রোসিন এর কাজ কি
সিপ্রোসিন এক ধরনের সংশ্লেষিত ফ্লোরোকুইনোলোন, ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের চিকিৎসায় ঔষধটি বহুল ব্যবহৃত। সিপ্রোসিন এর মূল কাজ হচ্ছে ব্যাকটেরিয়া দমন করা। ব্যাকটেরিয়ার ডিএনএ (DNA) কে নিষ্ক্রিয় করে। সিপ্রোসিনের ভূমিকা নিউমোনিয়ার বিরুদ্ধে বিশেষ কার্যকারীতা লক্ষ্য করা যায়।
তাছাড়াও সিপ্রোসিন মূলত শিজেলা, নেইসেরিয়া, সালমোনেলা সিউডোমোনাস প্রতি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় প্রকার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে।
সিপ্রোসিন কেন খাওয়া হয়
সিপ্রোসিন পেটে আলসার বা গ্যাস্ট্রিক এবং ছোট অন্ত্রে চিকিৎসা করার জন্য ব্যবহার করা হয়। এটি চাপের কারণে সৃষ্ট আলসার প্রতিরোধেও ব্যবহৃত হয়।
- পেলভিক ইনফ্লামেটরি ডিজজ
- সংক্রমিত ডায়রিয়া
- ইন্ট্রা এবডমিনাল সংক্রমণ
- ত্বক ও কোমল টিস্যুর সংক্রমণ
- টাইফয়েড রোগীদের জ্বর
- মেনিনজাইটিস এর চিকিৎসায়
- ব্যাকটেরিয়া সংক্রমণজনিত নিউট্রোপেনিক
- প্রোস্টাটাইটিস
এই রোগগুলোর সমস্যাগুলো থেকে তাড়াতাড়ি সুস্থ হবার জন্য সিপ্রোসিন খাওয়া হয়। তবে অবশ্যই তা অভিজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী।
সিপ্রোসিন ২৫০ এর কাজ কি
সিপ্রোসিন ২৫০ এর কাজ, এটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে। হাড়, চামড়া, সাইনাস সংক্রমণের সংক্রমণ সহ গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটি সেপ্টিকেমিক (Septicemic) প্লেগ চিকিৎসার ক্ষেত্রে খুবই কার্যকরী। এটি সুপারকয়েলিংয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়া এনজাই এর ডিএনএ সংশ্লেষণকে বাঁধা প্রদান করে।
সিপ্রোসিন ৫০০ মি: গ্রা: কিসের ঔষধ
সিপ্রোসিন ৫০০ মূলত ব্যাকটেরিয়া সংক্রমণ রোগীর ক্ষেত্রে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, এটি একটি সিন্থেটিক ফ্লিরোকুইনলোন অ্যান্টিবায়োটিক। যেমনঃ
- নিউমোনিয়া
- সিফিলিস
- অ্যানথ্রাক্স
- গনোরিয়া
- আলসার(গ্যাস্ট্রিক)
- প্লেগ
এগুলোর জন্য সিপ্রোসিন ৫০০ ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়াও এই অ্যান্টিবায়োটিক শ্বাসতন্ত্র, গলা, নাক, কান, ত্বক, সাইনাস ও মূত্রনালীর সংক্রমনের বিরুদ্ধেও ব্যবহার করা হয়।
তবে, সিপ্রোসিন ৫০০ এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, যা সিপ্রোসিন খাওয়া চলাকালীন ঘটতে পারে এবং সিপ্রোসিন খাওয়া বন্ধ হয়ে গেলে আস্তে আস্তে তা ঠিক হয়ে যায়। পার্শ্বপ্রতিক্রিয়া গুলো যেমনঃ
- খাবারে স্বাদে পরিবর্তন
- ক্লান্ত ও দুর্বলতা
- সর্দি
- পেট ব্যাথা, আলোক সংবেদনশীলতা
- ঝিঁমুনি
- ডাইরিয়া
- চামড়াতে ফুসকুড়ি
- ইনজেকশন সাইট
- ক্ষুধাহীনতা
- বমি হওয়া বা বমি বমি ভাব
- মাথাব্যথা
- কাঁশি
এই ঔষধটি ব্যাকটেরিয়া এনজাইমের ডিএনএ (DNA) সংশ্লেষণকে বাধা দেয়।
সিপ্রোসিন এর দাম কত
সিপ্রোসিন একটি অ্যান্টিবায়োটিক ঔষধ, ব্যাকটেরিয়া সংক্রমণজনিত রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা অনেক সময় সিপ্রোসিনের দাম জানিনা, তো চলুন জেনে আসি সিপ্রোসিন এর বিভিন্ন মি: গ্রা: এর দাম সমূহ,
- সিপ্রোসিন ২৫০ মি: গ্রা: এর খুচরা মূল্য : ৮.৫৬ টাকা এবং এক বক্সের মূল্য : ৪২৮ টাকা। স্থানভেদে দামের কিছু পরিবর্তন হতে পারে।
- সিপ্রোসিন ৫০০ মি: গ্রা: এর খুচরা মূল্য : একটি ১৬ টাকা, এক পাতা (১০টি) ১৫০ টাকা এবং ১ প্যাকেট (৩০টি) ৪৫২ টাকা।
- সিপ্রোসিন সিরাপ শিশুদের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাকে, সিপ্রোসেন ৬০ মি:গ্রা: সিরাপের মূল্য: ১০০ টাকা।
সিপ্রোসিন প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অথবা শিশুদের ক্ষেত্রে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। না জেনেশুনে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধই, শুধু অনুমানের উপর ভিত্তি করে ব্যবহার করা উচিত নয়।
সিপ্রোসিন খাওয়ার নিয়ম
সিপ্রোসিন ঔষধের কিছু দিক নির্দেশনা রয়েছে, যেগুলো মেনে ঔষধ খেতে হবে। সঠিক নিয়মে ঔষধ খেলে তার কার্যকারীতা তাড়াতাড়ি লক্ষ্য করা যায়। তো আসুন জেনে নেই, সিপ্রোসিন খাওয়ার নিয়মঃ
- ডায়রিয়ার ক্ষেত্রে ৩-৭ দিন, দিন ২ বার করে।
- অস্থি এবং অস্থির সংক্রমণের ক্ষেত্রে সপ্তাহে ৪-৬ দিন, দিন ২ বার করে।
- শ্বাসতন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে, জটিল হলে ৭৫০ মি.গ্রা. ৭-১৪ দিন, দিনে ২ বার করে।
- হাড় এবং জয়েন্ট ইনফেকশনের ক্ষেত্রে ৭৫০ মি.গ্রা. ৪-৫ সপ্তাহ, দিনে ২ বার করে।
- মূত্রনালীর সংক্রমণের ক্ষেত্রে জটিল হলে ৫০০ মি.গ্রা. ৭-১৪ দিন, দিনে ২ বার করে। জটিল না হলে ২৫০ মি.গ্রা. ৪-৫ দিন খেতে পারবেন।
- টাইফয়েড জ্বরের ক্ষেত্রে ৭৫০ মি.গ্রা. ১০-১৪ দিন, দিন ২ বার করে।
- শিশুদের ক্ষেত্রে ১০-২০ মি.গ্রা., ১২ ঘন্টা পর পর।
যেকোনো রোগের ক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ মতে সিপ্রোসিন নিয়ম অনুযায়ী সেবন করতে হবে। এবং সিপ্রোসিন (ciprocin) দ্বারা চিকিৎসার পর, প্রচুর পরিমাণে পানি অথবা তরল খাবার খাওয়া উচিত।
উপসংহারঃ সিপ্রোসিন কোন রোগের ঔষধ - সিপ্রোসিন এর কাজ কি তা নিয়ে
সিপ্রোসিন ঔষধের ক্ষেত্রে বিশেষ সতর্কতা হচ্ছে গর্ভাবস্থায় এবং দুগ্ধদানকারী নারীদের ক্ষেত্রে সিপ্রোসিন ব্যবহার করা যাবে না, ব্যাগে কোনো ফুটো রয়েছে কিনা লক্ষ্য করবেন, থাকলে সেটি ব্যবহার করবেন না, ব্যাগের সল্যুশন ঘোলাটে দেখা গেলে, তা কখনো ব্যবহার করবেন না।
এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যার ফলে এই ঔষধটি খাওয়াতে অনিয়ম করা যাবে না, চিকিৎসক যে কয়দিন যেভাবে খেতে বলবে নিয়ম অনুযায়ী সেই ভাবেই কোর্স কমপ্লিট করতে হবে। সিপ্রোসিন এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে তবে, ঔষধ খাওয়া বন্ধ করে দিলে তা ধীরে ধীরে ঠিক হয়ে যায়।
আমাদের আজকের এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারলেন, সিপ্রোসিন কোন রোগের ঔষধ, এর কাজ কি, সিপ্রোসিন খাওয়ার নিয়ম, সিপ্রোসিন কেন খাওয়া হয়, বাজারে এর দাম কত এবং আরো অনেক তথ্য।
আমাদের পুরো এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিপ্রোসিন নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সর্বদাই আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। নিরাপদে থাকুন,সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
আরো পড়ুনঃ
টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ঔষধের নাম