দাউদের ভালো মলম কি। দাউদের সবচেয়ে ভালো মলম - খুবই বাজে এবং অস্বস্তিকর একটি সমস্যা হলো দাদ, যাকে বলা হয় দাউদ। দাদ বা দাউদ মূলত একটি ছত্রাকজনিত রোগ। যে রোগটি হলে শরীর প্রচন্ড চুলকায়।
এমনকি সঠিক সময় দাউদের সবচেয়ে ভালো ঔষধ বা মলম ব্যবহার না করলে সেটা গুরুতর পর্যায়ে পৌঁছে যায়, যা পরবর্তীতে বিপদজনক রোগের আকার ধারণ করে।
তাই ইতোমধ্যে যারা দাউদ এর সমস্যার ভুগছেন তারা নিশ্চয়ই খুঁজে বেড়াচ্ছেন দাউদের ভালো মলম! যদি তাই হয়ে থাকে তাহলে বলব আমাদের এই আর্টিকেলটি স্কিপ না করে পড়তে থাকুন।
কেননা আজ আমরা দাউদের ভালো মলম কি এবং দাউদের সবচেয়ে ভালো মলম সমূহের নাম ও দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। পাশাপাশি আরো জানাতে চলেছি দাউদ কেন হয়, দাউদ হলে করণীয় এবং এ সম্পর্কিত কিছু জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর।
(toc) #title=(সুচিপত্র)
সূচীপত্রঃ দাউদের ভালো মলম কি
- দাউদের ভালো মলম কি
- দাউদের সবচেয়ে ভালো মলম ঔষধের দাম
- দাউদের সবচেয়ে ভালো সাবান এর নাম
- দাউদের সবচেয়ে ভালো শ্যাম্পুর নাম
- বড়দের জন্য দাউদের কার্যকরী ঔষধ
- শিশুদের জন্য দাউদের কার্যকরী ঔষধ
- দাউদ হওয়ার কারণ | দাউদ কেন হয়?
দাউদের ভালো মলম কি?
শরীরে যদি কোন অংশে দাউদ হয় তাহলে অভিজ্ঞ চিকিৎসকরা বেশকিছু মলম বা ক্রিম সাজেস্ট করে থাকেন। যেমনঃ
- ফাঙ্গিট্যাক ক্রিম
- অক্সিফান লোশন
- ফাঙ্গিডাল ক্রিম
- লিউলিজল ক্রিম
- তেনাফিন ক্রিম
- ক্লোট্রিমেজোল ক্রিম
- ইবারকোনাজল ক্রিম
- রিং গার্ড ক্রিম
- হুইল্ট ফিল ডারোমিন ক্রিম
- ব্ল্যাক ক্রিম
- লুকাজেন ক্রিম
- অ্যালভিনা ক্রিম
- মাইকোফিন ক্রিম
- টারবেক্স ক্রিম
- ইনফুড ক্রিম
- ডেভিসন ক্রিম
- লুলি টপ ক্রিম
মূলত, এই ক্রিম বা মলম গুলোর মধ্যে যেগুলো আপনার দাদ রোগের জন্য কার্যকরী বলে মনে করবেন চিকিৎসকরা, সেটাই হবে দাউদের ভালো মলম। আর হ্যাঁ, দাউদের জন্য শুধু মলম নয় রয়েছে বেশ কিছু ট্যাবলেট ঔষধ। সেগুলো হলোঃ
- Flucon
- Fluconazole
- Falcon
- Flucoder
- Diflu
- Lulinox cream
পাশাপাশি আরো রয়েছে ট্যাবলেট রাইমিল, ক্যাপসুল- ইন্ট্রাকল, ক্যাপসুল- ফ্লুগান সহ-প্রভৃতি। এবার আসুন জেনে নেওয়া যাক দাউদের সবচেয়ে ভালো মলম গুলোর দাম এবং দাউদ আক্রান্ত স্থানে লাগানোর মত আর কি কি রয়েছে সেগুলো সম্পর্কে আরো কিছু তথ্য।
আরো পড়ুনঃ এলার্জি ঔষধ এর নাম | এলার্জির ঔষধ এর নাম
দাউদের সবচেয়ে ভালো মলম ঔষধের দাম
- ফাঙ্গিট্যাক ক্রিম মলম ঔষধটির দাম হলো ২০০ টাকা, যা জিস্কা ফার্মাসিটিক্যালস লিমিটেড এর তৈরিকৃত একটি ব্র্যান্ড।
- অক্সিফান লোশন জাতীয় দাউদের এই ওষুধটির দাম হলো ১২১.৫০ টাকা, যা স্কয়ার ফার্মাসিটিক্যালস এর তৈরিকৃত একটি জনপ্রিয় ঔষধ।
- ফাঙ্গিডাল ক্রিম জাতীয় এই মলম ঔষধটির দাম মাত্র ৫৫ টাকা, যা স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর তৈরি কৃত আরেকটি ব্র্যান্ড।
- লিউলিজল ক্রিম এর দাম হলো ১০০ টাকা এবং তৈরি কৃত কম্পানির নাম এসকেএফ ফার্মাসিটিক্যালস লিমিটেড।
- তেনাফিন ক্রিম এর মূল্য হলো ১৬২.০৮ টাকা, যা ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিটিক্যালস লিমিটেড এর তৈরিকৃত একটি ঔষধ।
- ক্লোট্রিমেজোল ক্রিম এর ছোটটার দাম ৩৫ টাকা এবং বড়ো ক্রিমের দাম মাত্র ৬০ টাকা।
- ইবারকোনাজল ক্রিম এর দাম মাত্র ১৮০ টাকা। পাশাপাশি আরও বিভিন্ন দামের রয়েছে।
- রিং গার্ড ক্রিম এর দাম হচ্ছে ১৪৫ টাকা, তবে কখনো কখনো দামের কিছুটা তারতম্য হয়ে থাকে।
- লুকাজল ক্রিম ঔষুধের দাম মাত্র ৯৬ টাকা এবং
- লুকাজেন ক্রিম এর দাম ৯০ টাকা
- অ্যালভিনা ক্রিম ওষুধের দাম ৮০ টাকা
- মাইকোফিন ক্রিম এর দাম মাত্র ৬৫ টাকা
- টারবেক্স ক্রিম এর দাম মাত্র ৩১ টাকা
- ইনফুড ক্রিম ক্রিম এর দাম মাত্র ৬৫ টাকা
- ডেভিসন ক্রিম প্রেমের দাম মাত্র ৫৫ টাকা এবং
- লুলি টপ ক্রিম মলম ওষুধ টির দাম মাত্র ৮০ টাকা।
আর এই মলম জাতীয় ঔষধগুলো আপনি নিকটস্থ যেকোনো ফার্মাসিটিক্যালসের দোকান থেকেই সংগ্রহ করতে পারবেন। তবে হ্যাঁ, যেকোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। মনে রাখবেন ভুল ওষুধ সেবন জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। অত;এব সাবধানতা অবলম্বন করবেন এবং শারীরিক যেকোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিবেন।
দাউদের সবচেয়ে ভালো সাবান এর নাম
শরীরে যদি দাউদ হয়ে থাকে তাহলে সাবান ব্যবহারে বেশ চিন্তিত থাকে আক্রান্ত ব্যক্তি। তাই তাদের জানার আগ্রহ থেকে থাকে দাউদের সবচেয়ে ভালো সাবানের নাম কি? কোন সাবান গায়ে মাখলে দাউদের সমস্যা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।
দেখুন ইতোমধ্যে আমরা দাউদের বেশ কিছু ওষুধের নাম সাজেস্ট করেছি যেগুলো ক্রিম এবং মলম উভয় ভাবে পাওয়া যায়। এই ওষুধগুলো যদি আপনি আপনার শরীরে প্রয়োগ করেন তাহলে অনেকটাই সময় লাগবে। কেননা দাউদের ঔষধ গুলো খুবই ধীরে ধীরে কাজ করে।
কিন্তু হ্যাঁ, বাজারে সাধারণত দুইটি অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান পাওয়া যায়। যে সাবানগুলো দাউদের সাবান হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। নামগুলো হলোঃ
- কিটোকোনাজল
- ললিকোনাজল
দাউদের সবচেয়ে ভালো শ্যাম্পুর নাম
ঠিক একইভাবে দাউদের সমস্যা দ্রুত এবং চিরতরে নির্মূল করার জন্য সবচেয়ে ভালো শ্যাম্পু হলো কিটোকোনাজল শ্যাম্পু, যে শ্যাম্পুটি ব্যবহার করলে খুব দ্রুত দাউদের সমস্যা ঠিক হয়ে যায়। যার বাজার মূল্য ৩৬৫ টাকার কাছাকাছি।
আরো পড়ুনঃ জিওনিল এর কাজ কি | xionil এর কাজ কি
বড়দের জন্য দাউদের কার্যকরী ঔষধ
ইতিমধ্যে আমরা যে সকল ঔষধের নাম সাজেস্ট করেছি সেগুলোর প্রত্যেকটি সাধারণত বড়দের দাউদের সমস্যা হলে চিকিৎসকরা ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। তাই আপনি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ঐ সকল মলম বা ট্যাবলেট ওষুধগুলো খেতে পারেন যেগুলো আপনার জন্য সবচেয়ে কার্যকরী ওষধ হবে দাউদের সমস্যা নির্মূলে। তবে আমাদের উল্লেখিত ঔষধ গুলোর মধ্যে থেকে সবচেয়ে জনপ্রিয় মলম ঔষধ কি হলো– ফাঙ্গিট্যাক।
শিশুদের জন্য দাউদের কার্যকরী ঔষধ
বড়দের জন্য যে ঔষধ উপযুক্ত ছোট বা শিশুদের জন্য সেই ঔষধ গুলো অনুপযুক্ত। আর তাই শিশুদের জন্য দাউদের কার্যকরী ঔষধ হিসেবে আমরা কোনটাই সাজেস্ট করছি না।
কেননা দাউদের ধরন এবং দাউদের গুরুতরতার ওপর ভিত্তি করে সঠিক মাত্রায় ওষুধ সেবন করাতে হবে শিশুকে। তাই যদি আপনার শিশুর দাউদ হয়ে থাকে তাহলে আমরা বলব দেরি না করে এখনই চর্ম বিশেষজ্ঞ অথবা নিকটস্থ যে কোন ডাক্তারের কাছে নিয়ে যান এবং তাদের নির্দেশনা মেনে চলুন।
এবার আসুন আলোচনার শেষ পর্যায়ে জেনে নেওয়া যাক দাউদ কেন হয়, দাউদের সবচেয়ে ভালো মলম ব্যবহারের সতর্কতা এবং আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সমূহ।
আরো পড়ুনঃ টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ঔষধের নাম
দাউদ হওয়ার কারণ | দাউদ কেন হয়?
ইতিমধ্যে আমরা উল্লেখ করেছি যে দাউদ সাধারণত ছত্রাক জনিত রোগ। অতএব এটা দাঁড়ালো ছত্রাকের কারণে দাউদ হয়ে থাকে। তবে আপনি যদি কারণ হিসেবে একাধিক কারণ জানতে চান তাহলে দাউদ হবার নিম্ন বর্ণিত কারণ হতে পারে। যথাঃ
- যথাযথ পরিষ্কার না থাকা
- ভেজা স্যাঁতসেঁতে পরিবেশের জীবন যাপন করা
- পরিধানকৃত কাপড় সবসময় অপরিষ্কার থাকা
- প্রায় সময় ভিজা কাপড় পরিধান করা
- সংক্রমণ ব্যক্তির পোশাক পরিধান করা
- আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত চিরুনি গামছা ইত্যাদি যেকোনো কিছু ব্যবহার করা
- শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অতিরিক্ত কম থাকা।
তাই সব সময় চেষ্টা করুন এই অনিয়ম বা কারণগুলোকে এড়িয়ে চলবার। আর হ্যাঁ, অনেকেই বুঝে উঠতে পারেন না যে দাউদ আসলে দেখতে কেমন! দাউদ চেনার অন্যতম উপায় হচ্ছে এর আকার এবং আক্রান্ত স্থানের আনুষঙ্গিক কিছু সমস্যা।
দাউদ সাধারণত খুব দ্রুত বৃত্তাকারে ছড়াতে থাকে শরীরে। এটি একটি ছোট লাল গোটার সৃষ্টি হয় এবং খুবই চুলকায়। যাকে অনেকটা চাকা অথবা ঋণ এর সাথে তুলনা করতে পারবেন আপনি। তবে হ্যাঁ দাউদ অনেক রকমের হয়ে থাকে। তাই কিছু কিছু দাউদ এর ভেতরের দিকে আজ জাতীয় কোন কিছু দেখা যায়। অর্থাৎ এ ধরনের দাউদ গুলো মাছের আঁশের মত দেখতে হয়।
আপনার শরীরে যদি দাউদ এর সংক্রমণ ঘটে তাহলে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই ভালো সিদ্ধান্ত। কেননা আপনি যদি সঠিক সময় এই চিকিৎসা গ্রহণ না করেন তাহলে পরিবারের সকলেরই দাউদ এর সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়তে পারে, যেহেতু এটি একটি সংক্রমণ জাতীয় রোগ।
আরো পড়ুনঃ ডায়ালাইসিস করলে কি কিডনি ভালো হয়
তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, দাউদের ভালো মলম কি এবং দাউদের সবচেয়ে ভালো মলম গুলোর নাম এবং দাম সম্পর্কিত আলোচনার ইতি টানছি এখানেই। যদি আরো কোন প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েন। খুব দ্রুতই আমরা তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।