ইউরোপের ২৬ টি দেশের নাম জেনে নিন আজকের এই পোষ্ট থেকে। ইউরোপ একটি মহাদেশ, যা বৃহত্তর ইউরেশিয়া মহাদেশীয় ভূখন্ডের পশ্চিমের উপদ্বীপটি নিয়ে গঠিত রয়েছে। ইউরোপের উত্তরে রয়েছে উত্তর মহাসাগর, পশ্চিমে আছে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে রয়েছে ভূমধ্যসাগর এবং দক্ষিণ-পূর্বে সাগর ও জলপথ সংযুক্ত রয়েছে। এই বিশাল ইউরোপের দেশ সম্পর্কে এবং ইউরোপের দেশ কয়টি তা সম্পর্কে আজকে আমরা জানবো।
আপনারা অনেকেই আছেন যারা ইউরোপ সম্পর্কে বা ইউরোপের ২৬ টি দেশের নাম জানতে চান। আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন ইউরোপের ২৬ টি দেশের নাম, ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে, ইউরোপের দেশ কয়টি এবং ইউরোপের গরীব ও ধনী দেশগুলোর তালিকা।
তাছাড়াও থাকছে ইউরোপের শেনজেন দেশের তালিকা এবং ইউরোপ নিয়ে নানা তথ্য। অবশ্যই ইউরোপ সম্পর্কে জানতে এবং ইউরোপের ২৬ টি দেশের নাম সহ রাজধানীর নাম জানতে আমাদের এই পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। তো চলুন দেরি না করে প্রথমেই জেনে আসি, ইউরোপের ২৬ টি দেশের নাম।
(toc) #title=(সুচিপত্র)
ইউরোপের ২৬ টি দেশের নাম
আমাদের আজকের এই পোস্টের মূল বিষয় হচ্ছে ইউরোপের ২৬ টি দেশের নাম ও অন্যান্য কিছু তথ্য আপনাকে জানানো। ২৬ টি দেশ নিয়ে একটি অঞ্চল তৈরি হয়েছে ইউরোপে, যাকে শেনজেন অঞ্চল বা শেনজেন এলাকা বলা হয়।
শেনজেন এলাকার সকল আইন ও নিয়ম কানুন একই রকম হওয়ায়, আপনি চাইলে একটি মাত্র ভিসায় এই ২৬ টি দেশ ভ্রমণ করতে পারবেন। এবার আসুন ইউরোপের ২৬ টি দেশের নাম ও রাজধানীর নাম জেনে আসি। নিম্নে ইউরোপের ২৬ টি দেশের নাম সহ রাজধানীর নামও দেওয়া হলঃ
- দেশের নামঃ ডেনমার্ক। রাজধানীঃ কোপেনহেগেন
- দেশের নামঃ চেক প্রজাতন্ত্র। রাজধানীঃ প্রাগুয়ে
- দেশের নামঃ এস্তোনিয়া। রাজধানীঃ তালিন
- দেশের নামঃ ফিনল্যান্ড। রাজধানীঃ হেলসিঙ্কি
- দেশের নামঃ ফ্রান্স। রাজধানীঃ প্যারিস
- দেশের নামঃ বেলজিয়াম। রাজধানীঃ ব্রাসেলস
- দেশের নামঃ অস্ট্রিয়া। রাজধানীঃ ভিয়েনা
- দেশের নামঃ জার্মানি। রাজধানীঃ বার্লিন
- দেশের নামঃ গ্রীস। রাজধানীঃ এথেন্স
- দেশের নামঃ হাঙ্গেরি। রাজধানীঃ বুদাপেস্ট
- দেশের নামঃ লিচেনস্টেইন। রাজধানীঃ ভাদুজ
- দেশের নামঃ লিথুয়ানিয়া। রাজধানীঃ ভিলনিয়াস
- দেশের নামঃ লাক্সেমবার্গ। রাজধানীঃ লুক্সেমবার্গ
- দেশের নামঃ মাল্টা। রাজধানীঃ ভ্যালেটা
- দেশের নামঃ আইসল্যান্ড। রাজধানীঃ রেইকজাভিক
- দেশের নামঃ ইতালি। রাজধানীঃ রোম
- দেশের নামঃ লাটভিয়া। রাজধানীঃ রিগা
- দেশের নামঃ নেদারল্যান্ডস। রাজধানীঃ আমস্টারডাম
- দেশের নামঃ নরওয়ে। রাজধানীঃ অসলো
- দেশের নামঃ স্লোভাকিয়া। রাজধানীঃ ব্রাতিস্লাভা
- দেশের নামঃ স্লোভেনিয়া। রাজধানীঃ লুব্লজানা
- দেশের নামঃ পোল্যান্ড। রাজধানীঃ ওয়ারশ
- দেশের নামঃ পর্তুগাল। রাজধানীঃ লিসবন
- দেশের নামঃ স্পেন। রাজধানীঃ মাদ্রিদ
- দেশের নামঃ সুইডেন। রাজধানীঃ স্টকহোম
- দেশের নামঃ সুইজারল্যান্ড। রাজধানীঃ বার্ন শহর
এই দেশগুলোই হচ্ছে ইউরোপ মহাদেশের পঞ্চাশটি দেশের মধ্যে ২৬ টি দেশ।
ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি
আমাদের এই পৃথিবীর মধ্যে মোট ৭ টি মহাদেশ রয়েছে, যার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে ইউরোপ মহাদেশ। আর আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই দ্বিতীয় বৃহত্তম মহাদেশটি পৃথিবীর ভূপৃষ্ঠের প্রায় ২% এবং স্হলভাগের প্রায় ৬.৮% অংশজুড়ে বিস্তৃত রয়েছে। বর্তমানে ২০২৩ সালে ইউরোপ মহাদেশের মধ্যে মোট দেশ রয়েছে ৫০ টি। নিম্নে এই ৫০ টি দেশের নাম দেওয়া হলঃ
- সাইপ্রাস
- বুলগেরিয়া
- ক্রোয়েশিয়া
- বেলজিয়াম
- বেলারুশ
- বসনিয়া ও হার্জেগোভিনা
- আলবেনিয়া
- অ্যান্ডোরা
- অস্ট্রিয়া
- আর্মেনিয়া
- আজারবাইজান
- হাঙ্গেরি
- আইসল্যান্ড
- গ্রীস
- জার্মানি
- জর্জিয়া
- ফ্রান্স
- ফিনল্যান্ড
- ডেনমার্ক
- ইস্তোনিয়া
- চেক প্রজাতন্ত্র
- মলদোভা
- মাল্টা
- ম্যাসেডোনিয়া
- লুক্সেমবুর্গ
- লিশটেনস্টাইন
- লিথুয়ানিয়া
- লাথভিয়া
- কাজাখস্তান
- ইতালি
- আয়ারল্যান্ড
- ভ্যাটিক্যান সিটি
- ইউক্রেন
- যুক্তরাজ্য
- তুরস্ক
- সুইজারল্যান্ড
- স্পেন
- সুইডেন
- স্লোভেনিয়া
- স্লোভাকিয়া
- সান মারিনো
- সার্বিয়া
- রাশিয়া
- রোমানিয়া
- পর্তুগাল
- নরওয়ে
- পোল্যান্ড
- নেদারল্যান্ডস
- মন্টিনেগ্রো
- মোনাকো
ইউরোপ মহাদেশের এই প্রত্যেকটি দেশ নিজস্বভাবে স্বাধীন, নিজস্ব রাজধানী এবং নিজস্ব মুদ্রাও রয়েছে। স্বাধীন দেশের সমন্বয়ে গঠিত এই দেশগুলো।
ইউরোপের গরীব দেশের তালিকা
অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ইউরোপের মতো একটি সমৃদ্ধ মহাদেশের মধ্যে গরিব দেশও থাকতে পারে? জি, অবশ্যই থাকতে পারে। কারণ রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং দুর্বল অর্থনৈতিক অবকাঠামো যে দেশে থাকে সেখানে দারিদ্রতা থাকতেই পারে।
যার ফলে সেই দেশের শিল্পখাত ধ্বংস হবে শিক্ষার মান, স্বাস্থ্য সেবার মান ধ্বংস হবে। এর ফলে বেড়ে যাবে মৃত্যুর হার, তাছাড়া এই বিষয়গুলো ইউরোপের বিভিন্ন দেশে বিদ্যমান রয়েছে। সেরকম ইউরোপের কিছু শীর্ষ গরীব দেশ হচ্ছেঃ
- ভ্যাটিকান সিটি
- মলদোভা
- অ্যান্ডোরা
- লিশটেনস্টাইন
- আলবেনিয়া
- সাইপ্রাস
- মাল্টা
- মন্টিনিগ্রো
- উত্তর মেসিডোনিয়া
- বসনিয়া ও হার্জেগোভিনা
- ইউক্রেন
- কসোভো
মূলত ইউরোপের এই দেশগুলোকে ইউরোপ মহাদেশের গরীব দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে এখন সবচেয়ে দরিদ্র দেশ হচ্ছে ইউরোপের, মলদোভা।
ইউরোপের ধনী দেশের তালিকা
বর্তমান সময়ে বিশ্বের প্রতিটি দেশ উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। কারণ বর্তমানের এই সময় প্রযুক্তির ব্যবহার অনেক অংশ বৃদ্ধি পেয়েছে, তার ফলে কম সময়ে অনেক উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশের রপ্তানি করে বৈদেশিক মুর্দা অর্জন করছে। ইউরোপের সেরকমই কিছু ধনী দেশের তালিকা নিম্নে দেওয়া হলোঃ
- লুক্সেমবার্গ - লুক্সেমবার্গের লোকদের মাথাপিছু আয় ১ লক্ষ ১৮ হাজার ডলার।
- আয়ারল্যান্ড - এদেশের লোকদের মাথাপিছু আয় ৯৪ হাজার ৩৯২ ডলার।
- সুইজারল্যান্ড - সুইজারল্যান্ডের মানুষদের মাথাপিছু আয় ৭২ হাজার ৮৭৪ ডলার।
- নরওয়ে - এদেশের লোকদের মাথাপিছু আয় ৬৫ হাজার ৮০০ ডলার।
- যুক্তরাজ্য - যুক্তরাজ্যের লোকদের মাথাপিছু আয় ৬৩ হাজার ৪১৬ ডলার।
- হংকং - হংকংয়ের মানুষের মাথাপিছু আয় ৫৯ হাজার ৯৩২ ডলার।
- ডেনমার্ক - ডেনমার্কের মানুষের মাথাপিছু আয় ৫৮ হাজার ৯৩২ ডলার।
যখন কোন দেশের মানুষদের মাথাপিছু আয় অধিকারী বৃদ্ধি পায়, তখন সেই দেশকে একটি উন্নয়নশীল দেশ বলা হয়। তাই ইউরোপ মহাদেশের এই দেশগুলোকে ধনী দেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
ইউরোপের শেনজেন দেশের তালিকা
ইউরোপ মহাদেশের এক দেশ থেকে অন্য দেশের যাতায়াত করাটা পুরনো একটি বিষয়। তবে এই যোগাযোগের মাধ্যমকে আরো বেশি সহজতার করার লক্ষ্যে বিশেষ এক ধরনের চুক্তি করা হয়েছিলো।
শেনজেন অঞ্চলের আওতায় থাকা দেশগুলোর মধ্যে যে সকল অভ্যন্তরীণ সীমান্ত ছিলো, সেগুলোকে পুরোপুরি ভাবে বিলুপ্ত করা হবে। এবং শেনজেন চুক্তিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে এক দেশ থেকে অন্য দেশে অবাদে ভ্রমন করা যাবে।
তাই ওই সময় যে সকল দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছিল, সেই সকল দেশের অন্তর্গত অংশকে শেনজেন অঞ্চল বা এলাকা বলে আখ্যায়িত করা হয়েছে। ইউরোপের সেই শেনজেন দেশেগুলোর তালিকা নিম্নে দেওয়া হলোঃ
- বেলজিয়াম
- অস্ট্রিয়া
- চেক রিপাবলিক
- ফিনল্যান্ড
- জার্মানি
- এস্তোনিয়া
- ফ্রান্স
- গ্রিস
- হাঙ্গেরি
- আইসল্যান্ড
- লিথুনিয়া
- ল্যাটভিয়া
- ডেনমার্ক
- ইতালি
- নেদারল্যান্ড
- লুক্সেমবার্গ
- মাল্টা
- নরওয়ে
- পোল্যান্ড
- পর্তুগাল
- স্পেন
- সুইডেন
- সুইজারল্যান্ড
- স্লোভেনিয়া
- স্লোভেকিয়া
- লিশটেনস্টাইন
উপরের এই দেশগুলো শেনজেন তালিকায় পরে, যার কারণে এগুলোকে শেনজেন এলাকা বলা হয়। তবে ইউরোপে এখনো অনেক দেশ রয়েছে যেগুলো শেনজেন চুক্তিতে স্বাক্ষর করেনি। এখন বর্তমানে ২৬ টি দেশ শেনজেন চুক্তির সাথে যুক্ত রয়েছে।
ইউরোপের ২৬ টি দেশের নাম নিয়ে শেষকথা
আশা করি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি ইউরোপের দেশগুলোর নামসহ শেনজেন ভুক্ত দেশ সহ বিভিন্ন তথ্য জানতে পেরেছেন। তাছাড়া এরকম অজানা অনেক বিষয় এবং তথ্য যদি জানতে চান নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন।
ইউরোপের ২৬ টি দেশের নামসহ রাজধানীর নাম এবং ইউরোপের দেশের নাম সহ বিভিন্ন তথ্য দিয়ে সাজানো পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ইউরোপের দেশ সম্পর্কে বা ইউরোপ সম্পর্কিত কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সর্বক্ষণই আপনার উত্তর দিতে প্রস্তুত। আবারো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
সৌদি আরবের কোম্পানি ভিসা বেতন কত