কিভাবে wifi password জানা যায় - আমরা কমবেশী সবাই ওয়াইফাই ব্যবহার করি। কিন্তু অনেক সময় বন্ধুর কিংবা আত্মীয়দের বাড়িতে গেলে তাদের বাড়ির ওয়াইফাই আমরা ব্যবহার করতে চাই। কিন্তু অনেক সময় তারা ওয়াইফাই পাসওয়ার্ড দিতে চায় না। তখন আমরা কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড জানা যায় এই সমন্ধে ইন্টারনেটে অনুসন্ধান করে থাকি।
সম্মানিত পাঠকবৃন্দ,আজকে আমি আপনাদের সাথে কিভাবে wifi password জানা যায় এই বিষয়ে আলোচনা করব। তাই আজকের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। তবে চলুন ওয়াইফাই পাসওয়ার্ড দেখার উপায় জেনে নেই।
(toc) #title=(সুচিপত্র)
ওয়াইফাই সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
ওয়াই-ফাই হলো ওয়্যারলেস নেটওয়ার্ক প্রটোকলের পরিবার এবং এই পরিবারের মানদণ্ড আইইইই ৮০২.১১ এর উপর ভিত্তি করে, যা সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক ডিভাইস এবং ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয়। ওয়াইফাই হচ্ছে এক ধরনের তারবিহীন ইন্টারনেট সংযোগ। আশা করি ওয়াইফাই কি এই সম্পর্কে ধারণা পেলেন।
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম - How to Check Wifi Password
যদি আপনি এই মুহূর্তে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার চিন্তা করে থাকেন। তবে আজকের পোস্টের এই অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন। আজকের এই পোস্টটিতে এন্ড্রয়েড ফোন ও কম্পিউটারের মাধ্যেমে কিভাবে wifi password জানা যায় এই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তবে, অন্য কারো ওয়াইফাই পাসওয়ার্ড বের করা শেখানো আমাদের মূল উদ্দেশ্য নয়।
মোবাইলে ওয়াইফাই পাসওয়ার্ড সেভ করার নিয়ম
অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী মোবাইল ফোন দিয়ে ওয়াইফাই ব্যবহার করে। যদি আপনার বন্ধু আপনার কাছ ফোন নিয়ে তার ওয়াইফাই পাসওয়ার্ড আপনার ফোন বসিয়ে দিলো এবং সে তার ওয়াইফাই পাসওয়ার্ড দিলো। কিন্তু কোনভাবেই তার ওয়াইফাই পাসওয়ার্ড আপনার বলবে না।
তবে একটি ট্রিকস ব্যবহার করে আপনি আপনার বন্ধুকে চমকে দিতে পারেন। তবে এই টিপসটি ব্যবহার করার জন্য আপনার মোবাইল অবশ্যই রুট থাকা লাগবে। এছাড়া কোনভাবেই এই টিপসটি আপনার জন্য কার্যকর হবে না।
রুট করার মোবাইলে ওয়াইফাই পাসওয়ার্ড সেভ করার নিয়ম
- প্রথমে আপনার মোবাইল রুট করে নিতে হবে। এজন্য আপনি Kingo Root অ্যাপটি ব্যবহার করে আপনার মোবাইল ফোনটি রুট করে নিতে পারেন।
- মোবাইল ফোন রুট হয়ে গেলে এবার গুগল প্লেস্টোর থেকে file explorer root এই মোবাইল ব্রাউজারটি ডাউনলোড করুন।
- এরপর অ্যাপটি ওপেন করার পর বাম দিকে থ্রি ডট মেনুতে root dictonary এই অপশানটিতে প্রেস করুন।
- এবার নিচের দিকে data নামক ফোল্ডারটিতে ক্লিক করুন।
- এবার misc নামক অপশান পাবেন সেটা ওপেন করুন।
- Wifi ফাইলের নিচের দিকে wpa_supplicant.conf ফাইলটি ওপেন করলে ওয়াইফাই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখা যাবে।
যদি আপনার মোবাইল রুট করা থাকে তবে উপরে দেওয়া নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করেল আপনি রুট করার মোবাইলে ওয়াইফাই পাসওয়ার্ড সেভ করতে পারবেন।
QR Code দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
মোবাইল দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সবচেয়ে সহজ ও দ্রুত পদ্ধতি হলো QR Code স্ক্যান করা। QR Code দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম নিচে দেওয়া হলো-
- প্রথমে আপনি মোবাইলে সেটিংসে wifi অপশানটিতে গিয়ে আপনি wifi এর সাথে কানেক্ট আছেন সেটি কিছুক্ষণের জন্য ট্যাপ করে ধরে রাখুন।
- ট্যাপ করে ধরে রাখার কিছুক্ষণে মধ্য আপনার সামনে QR কোডটি আসবে। আপনি QR কোডটির স্ক্রিনশট নিন। এরপর ইমেজটির শুধুমাত্র QR কোডের অংশটুকি Crop করে সেভ করুন।
- এরপর zxing.org এই ওয়েবসাইটে Qr Code এর ক্রপ করা স্ক্রিনশট আপ্লোড করলেই আপনি আপনার বন্ধুর wifi password খুব সহজেই জেনে নিতে পারবেন।
মোবাইলে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম ভিডিও
ডেস্কটপে সেভ থাকা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
ডেস্কটপে কিভাবে জানবেন wifi password সেটি চলুন জেনে নেই-
- প্রথমে আপনি windows এর সার্চ বক্সে run লিখে সার্চ করুন।
- এবার কমান্ড বক্সে ncpa.cpl লিখে Ok বাটনে ক্লিক করুন।
- এরপর আপনি একটি লিস্ট দেখতে পাবেন। যেখানে আপনার কম্পিউটারের সাথে কতগুলো wifi কানেক্ট আছে তা জানতে পারবেন।
- এরপর wireless properties নামক অপশানটিতে ক্লিক করুন
- এবার নতুন একটি ইন্টারফেস এর Security নামক এই অপশানটিতে ক্লিক করুন।
- Security নামক এই অপশানটি হলে কাঙ্ক্ষিত wifi এর password দেখতে পারবেন।
wifi password বের করার সফটওয়্যার
বর্তমানে মোবাইল দিয়ে wifi password বের করার অনেক সফটওয়্যার বের হয়েছে। যদি আপনিও আপনার মোবাইলের wifi password কিংবা বন্ধুর wifi password বের করতে চান তবে চলুন জেনে আসি এটি কিভাবে কাজ করে এই ব্যাপারে জেনে আসি।
- প্রথমে গুগল প্লেস্টোর থেকে router setup page এই অ্যাপটি ডাউনলোড করুন।
- এরপর আপনি আপনার মোবাইলে ওপেন করলে বেশ কিছু অনুমতি চাইবে আপনি অনুমতি গুলো এক্সেপ্ট করলে আপনার মোবাইলে কানেক্টেড wifi সম্পর্কে কিছু তথ্য দেখতে পাবেন।
- এবার উপরের দিকে press to update এ ক্লিক করলে আপনার ডিভাইসের সাথে যে wifi নেটওয়ার্ক কানেক্ট করতে চাচ্ছেন তার আইপি অ্যাড্রেস দেখতে পাবেন।
- আইপি অ্যাড্রেস অপশানটির নিচে Open Router Page লেখাটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই ইউজার নেম এবং পাসওয়ার্ড খুঁজবে। আপনি এখানে admin লিখে লগইন করুন। যদিও সব রাউটারের ক্ষেত্রে এই পদ্ধতি একই নয়।
- এবার উপরের দিক থ্রি ডট মেনুতে করে সেখান থেকে wireless setting অপশানটিতে ক্লিক করুন।
- এরপর আপনি কাঙ্ক্ষিত wifi এর password বের করতে পারবেন।
কম্পিউটারে wifi password বের করার নিয়ম
যদি আপনি কম্পিউটারে wifi ব্যবহার করতে চান তবে সেক্ষেত্রে wifi password জানা খুবই জরুরী। বিভিন্ন সময় আমাদের wifi password জানা না থাকার কারণে আমাদের কম্পিউটারে wifi কানেক্ট করতে পারি না। তবে যদি আপনি নিচে পদ্ধতিগুলো মেনে wifi কানেক্ট করেন। তবে খুব সহজেই আপনি কম্পিউটারে wifi পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন।
- প্রথমে আপনার কম্পিউটারের wifi আইকনে ক্লিক্ক করুন এরপর network and internet settings নামক এই অপশানটিতে ক্লিক করুন।
- এরপর স্ট্যাটাস এর নিচে wifi লেখা এই অপশানটিতে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে নতুন একটি অপশান আসবে। এরপর আপনি ডানদিকে Change adapter অপশানে ক্লিক করুন।
- এরপর wifi অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনি এবার ডাবল ক্লিক করুন।
- এরপর wifi properties এ ক্লিক করে security অপশানটি তে ক্লিক করে খুব সহজেই আপনি wifi password জেনে নিতে পারবেন।
কিভাবে wifi password জানা যায় নিয়ে সর্বশেষ কথা
আত্মীয়-স্বজনদের বাড়িতে কিংবা বন্ধুদের বাড়িতে গেলে তারা আমাদের ডিভাইসে ওয়াইফাই কানেক্ট করে দিলেও তারা ওয়াইফাই পাসওয়ার্ড বলতে চায় না। তাই যদি আপনার ওয়াইফাই বের করার নিয়ম জানা থাকে তবে বন্ধুর পাসওয়ার্ড বলে তাকে চমকে দিতে পারেন।
সুপ্রিয় পাঠকবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে কিভাবে wifi password জানা যায় এই সমন্ধে বিস্তারিত আলোচনা করেছি। যদি এই পোস্টটি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আল্লাহ হাফেজ।
মোবাইলে ওয়াইফাই স্পিড বাড়ানোর উপায়
আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।