নামাজের জন্য ১০ টি সূরা অনেকেই জানতে চান। আল্লাহ তায়ালা মুসলমানদের উপরে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ইবাদত নামাজ। এমন অবস্থায় অনেক মুসলিম ভাই-বোন রয়েছেন যারা নামাজের মধ্যে প্রথমে সূরা ফাতিহার পরে কোন সূরা পড়তে হয় তা জানেন না বা ভুলে গেছেন।
তাদের জন্য আমাদের আজকের এই পোস্টে রয়েছে নামাজের জন্য ১০ টি ছোট সূরা, যা দ্বারা একজন মুমিন মুসলিম দৈনিক ফরজ ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন।
প্রত্যেক ওয়াক্ত নামাজে আমাদেরকে সূরা পড়তে হয়, আমরা অনেকেই নামাজে সঠিক সূরা পড়তে পারি না বা ভুলে গেছি, তাই আমাদের এই পোস্টে নামাজের গুরুত্বপূর্ণ ১০টি সূরা দেওয়া হয়েছে। আমাদের আজকের এই পোস্টে আপনি বাংলা উচ্চারণ অর্থ সহ জেনে নিতে পারবেন নামাজের জন্য ১০ টি সূরা। তো আসুন জেনে নেই নামাজের জন্য ১০টি সূরা।
(toc) #title=(সুচিপত্র)
নামাজের জন্য ১০ টি সূরা
আপনার ইচ্ছা অনুযায়ী সূরা ফাতেহার পরে যেকোনো সূরা দিয়ে নামাজ আদায় করতে পারবেন, তবে সঠিক সূরা পড়ে সঠিক নামাজ আদায় করবেন এবং চেষ্টা করবেন সূরার দিক থেকে ছোট হতে বড় দিকে পড়ে আসার। নিম্নোক্ত নামাজের জন্য ১০ টি সূরা হলো:
১। সূরা আল-ফাতিহা
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
مَالِكِ يَوْمِ الدِّينِ
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
সূরা ফাতিহা বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রাহমানির রাহিম- আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
- আর রহমানির রাহিম
- মালিকি ইয়াওমিদ্দিন
- ইয়্যা কা না বুদু ওয়া ইয়্যা কা নাসতাই-ন
- ইহদিনাস সিরাতা'ল মুসতাকি'ম
- সিরাতা'ল্লা যিনা আনআ'ম তাআ'লাইহিম
- গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দুয়ালিন,আমিন।
বাংলা অর্থ: যাবতীয় প্রশংসা আল্লাহ তা'আলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দান করেছ, তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
আরো পড়ুনঃ দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার আমল
২। সূরা দোহা
وَٱلضُّحَىٰ
وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
وَلَلْءَاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَـَٔاوَىٰ
وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ
وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰ
فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
সূরা দোহা বাংলা উচ্চারণ
- ওয়াদদোহা
- ওয়াল্লাইলি ইযা সাজা
- মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা
- ওয়ালা আখিরাতু খাইরুল্লাকা মিনাল উলা
- ওয়া লাছাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা
- আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ-ওয়া
- ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা
- ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা
- ফাআম্মাল ইয়াতীমা ফালা-তাকহার
- ওয়াআম্মাস সায়িলা ফালা তানহার
- ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস
বাংলা অর্থ: শপথ মধ্য দিবসের, শপথ নিরব (নিস্তব্ধ) রাতের, আপনার প্রতিপালক আপনাকে ত্যাগ করেননি এবং অসন্তুষ্ট ও হননি। ইহকালের চেয়ে নিশ্চয়ই আপনার জন্য পরকাল ভালো, শীঘ্রই আপনার প্রতিপালক আপনাকে (এমন কিছু) দান করবেন আর আপনি খুশি হবেন। তিনি কি আপনাকে ইয়াতীমরূপে পেয়ে আশ্রয় দেননি?
তিনি আপনাকে অনবহিত পেয়ে আপনাকে সঠিক পথ প্রদর্শন করলেন (জানিয়ে দিলেন), তিনি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়ে অভাব মুক্ত করলেন। অতএব, আপনি ইয়াতীমদের প্রতি কঠোর হবেন না এবং আপনি ভিক্ষুককে ধমক দিবেন না। আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহের কথা বর্ণনা করুন।
আরো পড়ুনঃ সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ
৩। সূরা লাহাব
تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍ وَتَبَّ
مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ
فِى جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍۭ
সূরা লাহাব এর বাংলা উচ্চারণ
- তাব্বাত ইয়াদাআবী লাহাবিওঁ ওয়া তাবব
- মাআগনা-‘আনহু মা-লুহূওয়ামা-কাছাব
- ছাইয়াসলা-না-রান যা-তা লাহাব
- ওয়ামরাআতুহূ; হাম্মা-লাতাল হাতাব
- ফী জীদিহা-হাবলুম মিম মাছাদ
বাংলা অর্থ: আবু লাহাবের দু'হাত বিনষ্ট হোক এবং বিনাশ হোক সে নিজেও। তার ধন-সম্পদ এবং সে যা উপার্জন করেছে তার কিছুই উপকারে আসেনি। অতি শীঘ্রই সে প্রবেশ করবে (জ্বলব) শিখাযুক্ত (লেলিহান) অগ্নিতে। আর তার স্ত্রীও সে ইন্ধন (জ্বালানি কাঠ) বহনকারী, তার স্ত্রীর গলায় রয়েছে খেজুর আশেঁর রজ্জু।
আরো পড়ুনঃ বিষয় ভিত্তিক আয়াত ও হাদিস pdf download
৪। সূরা কোরাইশ
لِإِيلَٰفِ قُرَيْشٍ
إِۦلَٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ
فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَٰذَا ٱلْبَيْتِ
ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ
সূরা কুরাইশ বাংলা উচ্চারণ
- লিঈলা-ফি কুরাইশ
- ঈলা-ফিহিম রিহলাতাশশিতাই ওয়াসসাঈফ
- ফালইয়া‘বুদূরাব্বা হা-যাল বাঈত
- আল্লাযীআতা‘আমাহুম মিন জূ‘ইওঁ ওয়া আ-মানাহুম মিন খাওফ
বাংলা অর্থ: কুরাইশদের আগ্রহের জন্য, অর্থাৎ তাদের শীত, গ্রীষ্মকালের (ব্যবসায়িক) সফরের আগ্রহের জন্য। তারা যেন (কাবা) ঘরের মালিকের ইবাদত করে। যিনি তাদেরকে ক্ষুধায় আহার দান করেছেন, আর ভয় হতে নিরাপদ রেখেছেন।
৫। সূরা ফীল
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ
সূরা ফীল বাংলা উচ্চারণ
- আলাম তারা কাইফা ফা‘আলা রাব্বুকা বিআসহা-বিল ফীল
- আলাম ইয়াজ‘আল কাইদাহুম ফী তাদলীল
- ওয়া আরছালা ‘আলাইহিম তাইরান আবা-বীল
- তারমীহিম বিহিজা-রাতিম মিন ছিজ্জীল
- ফাজা‘আলাহুম কা‘আসফিম মা’কূল
বাংলা অর্থ: আপনি কি দেখেন নি! আপনার প্রতিপালক হস্তীবাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে আবাবীল পাখি প্রেরণ করেন, যারা তাদের উপর নিক্ষেপ করেছিল পাথরের কুচি। তারপর তিনি তাদেরকে করলেন ভক্ষিত ঘাসের ন্যায়।
আরো পড়ুনঃ সাহাবীদের নাম অর্থসহ ছেলেদের - পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ
৬। সূরা হুমাযাহ
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ
ٱلَّذِى جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥ
يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ
كَلَّا لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ
نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ
ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ
إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ
فِى عَمَدٍ مُّمَدَّدَةٍۭ
সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ
- ওয়াইলুলিলকুল্লি হুমাঝাতিল লুমাঝাহ
- আল্লাযী জামা‘আ মা-লাওঁ‘ওয়া ‘আদ্দাদাহ
- ইয়াহছাবুআন্না মা-লাহূআখলাদাহ
- কাল্লা-লাইউমবাযান্না ফিল হুতামাহ
- ওয়ামাআদরা-কা মাল হুতামাহ
- না-রুল্লা-হিল মূকাদাহ
- আল্লাতী তাত্তালি‘উ আলাল আফইদাহ
- ইন্নাহা-‘আলাইহিম মু’সাদাহ
- ফী ‘আমাদিম মুমাদ্দাদাহ
বাংলা অর্থ: কঠিন বিপদ তাদের প্রত্যেকের জন্য, যে গীতকারী ও অগোচরে দুর্নাম রটনাকারী। যে অর্থ জমা করে আর বার বার তা গননা করে, আর সে মনে করে যে, তার অর্থ তাকে চিরস্থায়ী করে রাখবে। না,তা ঠিক নয়, নিশ্চয়ই তাকে হুতামাহ্ নিক্ষেপ করা হবে। আপনি কি জানেন 'হুতামা কী? তা (হুতামা) হচ্ছে আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি। যা অন্তরের উপর পর্যন্ত পৌঁছে যাবে, আর তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, দীর্ঘায়িত স্তম্ভসমূহে।
আরো পড়ুনঃ কুরআনে বর্ণিত মহিলা সাহাবীর নাম - কুরআনে বর্ণিত মহিলা সাহাবীদের নাম
৭। সূরা ফালাক
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ
مِن شَرِّ مَا خَلَقَ
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
সূরা ফালাক বাংলা উচ্চারণ
- কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক
- মিন শাররি মা-খালাক
- ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব
- ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ
- ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ
বাংলা অর্থ: বলুন, আমি আশ্রয় গ্রহণ করেছি প্রভাতের পালনকর্তার, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়। গ্রন্থিতে ফুৎঁকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
৮। সূরা নাস
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
مَلِكِ ٱلنَّاسِ
إِلَٰهِ ٱلنَّاسِ
مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ
ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ
সূরা নাস বাংলা উচ্চারণ
- কুল আ‘ঊযুবিরাব্বিন্না-ছ
- মালিকিন্না-ছ
- ইলা-হিন্না-ছ
- মিন শাররিল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ
- আল্লাযী ইউওয়াছবিছুফী সুদূরিন্নাছ
- মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।
বাংলা অর্থ: বলুন, আমি আশ্রয় গ্রহণ করেছি পালনকর্তার। মানুষের মালিকের, মানুষের মা'বুদের তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে, যে কুমন্ত্রণা দিয়ে মানুষের অন্তরে, জ্বীনের অথবা মানুষের মধ্য থেকে।
আরো পড়ুনঃ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম
৯। সূরা কাফিরুন
قُلْ يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ
لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ
وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ
وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ
وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ
لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ
সূরা কাফিরুন বাংলা উচ্চারণ
- কুল ইয়াআইয়ুহাল কা-ফিরূন
- লাআ‘বুদুমা-তা‘বুদূন
- ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ
- ওয়ালাআনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম
- ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ
- লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন
বাংলা অর্থ: বলুন, হে কাফেররা, আমি তার ইবাদত করি না, তোমরা যা ইবাদত কর। এবং তোমরাও তার ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। এবং আমি 'ইবাদতকারী নই তার 'যার ইবাদত তোমরা করে আসছ। তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।
১০। সূরা ইখলাস
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ - اللَّهُ الصَّمَدُ - لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ - وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
সূরা ইখলাস বাংলা উচ্চারণ ও অর্থঃ কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুচ্চামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।’
বাংলা অর্থ: বলো, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। আর তাঁর কোন সমকক্ষও নেই।
আরো পড়ুনঃ কোন জায়গায় গেলে মানসিক শান্তি পাওয়া যায়
উপসংহারঃ নামাজের জন্য ১০ টি সূরা নিয়ে
আমাদের আজকের এই আর্টিকেলে নামাজের জন্য ১০ টি সূরা দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকে চেষ্টা করব প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে। যারা নামাজের জন্য সঠিক সূরা ভুলে গেছেন বা খুজে থাকেন, তাদের জন্য বাংলা অর্থ সহ নামাজের ১০ টি সূরা উপরে দেওয়া আছে। দৈনন্দিন জীবনে বা কর্মক্ষেত্রে আমরা নানা সমস্যার সম্মুখীন হই, নানা রকম অসুখে ভুগি, তাই নিয়মিত নামাজ পড়লে আল্লাহ তায়ালা সুস্থতা দান করবেন এবং জীবনকে গড়ে দেবেন বরকতময় করে।