কোন গেম খেলে টাকা আয় করা যায় (অ্যাপস) - আমাদের আজকের আর্টিকেলের টপিক বা বিষয় গুলো অনেক অসম্ভব মজার। কারণ, গেম খেলে সাধারণত মজা পাওয়া যায়। এর পাশাপাশি যদি টাকাও ইনকাম করা যায়। তাহলে তো ভালই হয়। চলুন আজকে আমরা কথা বলব, অনলাইনে মোবাইল দিয়ে কোন কোন গেম খেলে টাকা আয় করা যায়।
(toc) #title=(সুচিপত্র)
অনলাইনে কিভাবে গেম খেলে টাকা আয় করা যায়
গেম খেলে টাকা ইনকাম করার কথা ভাবছেন। আর, অফলাইনে গেম খেললে কি চলবে। অবশ্যই অনলাইনে গেম খেলতে হবে। টাকা আয় করার যেসব অ্যাপস বা গেম আপনারা খুঁজতেছেন। সেগুলো অনায়াসে গুগল প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন।
অনলাইনে গেম খেলে প্রতিদিন কি ৫০০ টাকা ইনকাম করা যায়
হ্যাঁ বন্ধুরা অবশ্যই পারবেন। বর্তমানে ইন্টারনেটের যুগে ঘরে বসে মোবাইল দিয়ে ৫০০ থেকে ১৫০০ টাকা ইনকাম করা কোন ব্যাপারই না। শুধুমাত্র আপনাকে সঠিক (অ্যাপস বা গেম) নির্ধারণ করতে হবে। আর আমরাই দিচ্ছি আপনাকে সঠিক (অ্যাপস বা গেম)। যেসব গেম খেলে আপনি অনায়াসে যথেষ্ট টাকা ইনকাম করতে পারবেন। তাহলে, জেনে নেয়া যাক।
কোন গেম খেলে টাকা আয় করা যায়
- PUBG MOBILE
- LUDO KING
- MPL(MOBILE PREMIER LEAGUE)
- HAGO
- Money Bingo Clash
- Yatzy Dice: Win cash
- Dreem 11
- Make money:play& Earn cash
- Qureka:Play Quizzes and Learn
যেসব গেম খেলে টাকা ইনকাম করা যায়। সেই গেম বা অ্যাপস বিবরণ আপনাদের দিচ্ছি।
১। PUBG MOBILE (পাবজি মোবাইল) ইনকাম করুন পাবজি খেলে
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি গেমের ভিতরে pubg অন্যতম। বর্তমান সময়ের এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যারা pubg গেম সম্পর্কে জানেন না। পাবজি খেলে আবার টাকা ইনকাম করা যায় অবশ্যই আপনার মনে এই প্রশ্ন এসেছে।
প্রিয় ভাই ও বন্ধুরা আমার, আপনারা যদি pubg খেলে ছোটখাটো কন্টেন্ট ভিডিও বানান এবং সেগুলো ফেসবুক বা ইউটিউবে আপলোড করেন। সেখান থেকে আপনাদের মাসে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম সম্ভব। এর জন্য প্রয়োজন অভিজ্ঞতা ও দক্ষতা।
আরো পড়ুনঃ ফেসবুক রিলস থেকে ইনকাম করার উপায়
২। LUDO KING (লুডু কিং) - লুডু খেলে টাকা ইনকাম করা যায়?
হ্যাঁ প্রিয় বন্ধুরা লুডু খেলে টাকা ইনকাম করা। লুডু গেম খেলে বর্তমান সময়ের টাকা ইনকাম করা সম্ভব।নিচে ইনকাম করার নিয়ম গুলো দেওয়া হল:
- বন্ধুদের সাথে চ্যালেঞ্জ দিয়ে লুডু গেম খেলুন।
- লুডু টুর্নামেন্ট খেলুন।
- লুডু অনলাইনে চ্যালেঞ্জ করুন এবং বন্ধুদের সাথে খেলুন।
- লুডু গেমে আপনারা চাইলে রেফার কোডের মাধ্যমে ইনকাম করতে পারবেন।
এর বাহিরেও আরো অনেক উপায় রয়েছে। সেগুলো আপনার লুডু অ্যাপস সেটিংসে উল্লেখ করা রয়েছে দেখেই খেলতে পারেন।
৩। MPL(MOBILE PREMIER LEAGUE)
টাকা ইনকাম করার গেম হিসেবে MPL ভারতবর্ষে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। প্লে স্টোরে গেমটি থাকাকালীন টোটাল ডাউনলোড ছিল মিলিয়নের মধ্যে। এখন আর গেমটি থেকে ডাউনলোড করতে পারবেন না, প্লে স্টোর থেকে।
MPLডাউনলোড করতে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারেন। এই অ্যাপস এর মধ্যে ৩০ এর কাছাকাছি গেম রয়েছে। এগুলো আপনারা খেলে টাকা ইনকাম করতে পারেন। MPLএর অফিসিয়াল ওয়েবসাইট পেতে, গুগলে গিয়ে সার্চ করুন down-load MPL.
আরো পড়ুনঃ সরকার অনুমোদিত অনলাইন ইনকাম সাইট | বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট
৪। HAGO তে গেম খেলে আয় করুন
মোবাইলে গেম খেলে টাকা আয় করার গেম হিসেবে. Hago অ্যাপটি ভালো জনপ্রিয়তা লাভ করেছে। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা ৯৯+ গেম খেলতে পারবেন। যেমন,
- knife Hit
- Hexagon Fight
- carrom
- chess
- Juice Slash
- Virus Breaker
- Crazy Taxi
- pool Winner
- fruit Master
- Pool Winner
- Snakes & Ladders
- Ludo
- Sheep Fight
- Brain Quiz
- Rummy
Hago অ্যাপ্সটি আপনারা google play store এর মাধ্যমে পেয়ে যাবেন। এই অ্যাপসটির উপর ভরসা করে আপনারা খেলতে পারেন এবং যখন আপনাদের কিছু টাকা দিয়ে দেওয়া হবে।
৫। Money Bingo Clash
Google Play Store এ আপনারা অ্যাপটি পেয়ে যাবেন। এটি একটি real money game. এখানে আপনারা গেম খেলার মাধ্যমে রিয়েল ক্যাশ ইনকাম করতে পারবেন। এখানে রয়েছে অনেক মজার গেমস। যেমন,
- money blackout Bingo
- cash Bingo
- multiplayer game
এবং আপনাকে সরাসরি টুর্নামেন্ট জিতে নিতে হবে। টুর্নামেন্টে জিতে আপনারা এই গেমিং অ্যাপের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। মূলত এই গেম খেলে যে যত বেশি উইনার হতে পারবে, তত বেশি free coins যেতে নিতে পারবে এবং যত বেশি free coins থাকবে। তত বেশি cash rewards আপনি redeem করতে পারবেন।
money blackout Bingo, cash Bingo,Bingo, Casino, lottery, এবং free Bingo backout games এগুলো খেলার মাধ্যমে আপনারা সহজেই big price এবং real money games গুলো জিতে নিতে পারবেন।
৬। Yatzy Dice: Win cash
এই গেম খেলার আগে জানতে হবে game win prizes বা ইনকাম আপনাকে PayPal এর মাধ্যমে করতে হবে।
প্রশ্ন: আপনার কি PayPal আছে? না থাকলে আপনার এই গেম খেলাই বেকার। তাই আমার পক্ষ থেকে আপনাদের একটি পরামর্শ। যাদের PayPal রয়েছে তারা এই গেমটি খেলুন।
এই অ্যাপসটি অবশ্যই আপনারা Google Play Store পেয়ে যাবেন। এই অ্যাপটি দিয়ে গেম খেলে টাকা ইনকাম করা সম্ভব। এই অ্যাপ ব্যবহার করে আপনি classic dice game খেলে টাকা ইনকাম করতে পারবেন।
যেসব game mode গুলো এই অ্যাপটির ভিতরে পাবেন। head to head competitions এবং large tournaments. আর এই tournaments গুরু যেতে নিতে পারলে আপনারা কিছু পুরস্কার এবং নগদ টাকা ইনকাম করতে পারবেন। এই গেম বিষয়ক সর্বশেষ একটি কথা, যত কম আর বেশি হোক না কেন, টাকা উঠাতে হবে PayPal এর মাধ্যমে redeem করে নিতে পারবেন।
আরো পড়ুনঃ কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়
৭। Dreem 11
এই অ্যাপটি একটি ই-স্পোর্টস গেমিং প্ল্যাটফর্ম। এটি এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করার একটি জনপ্রিয় অ্যাপস। সব ভালো ভালো অ্যাপস যেমন Google Play Store থেকে পাওয়া যায় না। এটি তাদের মধ্যে একটি। এই অ্যাপসটি ডাউনলোড করতে অবশ্যই ডিম ১১ এর ওয়েবসাইট থেকে করতে হবে। ওয়েবসাইট লিংক (https://www.dream11.com/)
dream11 থেকে ইনকাম করার জন্য যা যা করতে হবে
dream 11 এর মানে হচ্ছে আপনাকে পছন্দের সেরা সেরা ১১ জন প্লেয়ার নিয়ে একটু টিম গঠন করতে হবে। এখন আমরা dream11 সম্পর্কে জানবো।
প্রথমে অ্যাপসটি ইনস্টল করতে হবে। ইন্সটল করা হলে আইডেন্টিটির তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যেকোনো টুর্নামেন্টের সময় ক্রিকেট প্লেয়ারদের বাছাই করুন। আপনার পছন্দের সেরা সেরা পছন্দের ১১ জন প্লেয়ার নিয়ে একটি টিম গঠন করুন। এখন আপনি যে ১১ জন প্লেয়ার বাছাই করেছেন।
সেই প্লেয়াররা যদি বাস্তব খেলায় পারফরম্যান্স ভালো করে। তাহলে আপনার একাউন্টে পয়েন্ট যোগ হবে। আর যদি পারফরম্যান্স খারাপ করে, তাহলে আপনার পয়েন্ট কমে যাবে। এই হচ্ছে dream11 এর মূল খেলা।
এখন আপনার পছন্দের ১১ জন প্লেয়ার ভালো খেললে আপনার পয়েন্ট যোগ হতে হতে, অধিক পয়েন্ট হলে আপনি টাকা উইথড্র করতে পারবেন। আপনারা পেটিএম (paytm) পেপাল (paypal) এবং ব্যাংক একাউন্টের (bank account) মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন। এই ধরনের গেমিং অ্যাপ থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব।
৮। Make money:play& Earn cash
এই অ্যাপস থেকে মোবাইল গেম খেলে টাকা ইনকাম করা সম্ভব। প্রথমে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তার জন্য, গুগল প্লে স্টোরে গিয়ে make money:play &Earn cash লিখে সার্চ করুন। আপনারা দেখবেন এই অ্যাপটির রেটিং৪.৩ রয়েছে।
২ মিলিয়নের বেশি ব্যবহার করি এবং ১০ মিলিয়নের বেশি ডাউনলোড করা হয়েছে এই অ্যাপসটি। Mode Mobile (মুড মোবাইল) যারা নিয়ন্ত্রিত একটি আর্নিং অ্যাপ। অ্যাপসটি ইন্সটল করা হয়ে গেলে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে এখানে আপনি অনেক ধরনের গেম পাবেন।
গেমগুলোর মধ্যে পছন্দের গেম গুলো খেলতে পারেন। আর গেম গুলো জিতলে আপনি পাবেন কয়েন। এসব গেমের মধ্যে অনেক পুরনো দিনের স্মৃতির অংশ রয়েছে। পেপাল, অ্যামাজন গিফট কার্ড, লাইট কয়েন, বিটকয়েন ও ইথিরিয়াম ইত্যাদির মাধ্যমে এপ্লিকেশনের উপার্জিত কোয়েনগুলো উইথড্র করতে পারবেন।
৯। Qureka:Play Quizzes and Learn (কিউরেকা: প্লে কুইজেস এন্ড লার্ন)
CoolBoots media (কুল বুটস মিডিয়া) এর একটি শিক্ষনীয় মোবাইল এক হচ্ছে অ্যাপস হচ্ছে Qureka (কিউরেকা)। এই অ্যাপ দিয়ে অনলাইনে ইনকাম করা সম্ভব। গুগল প্লে স্টোরে বর্তমানে এই অ্যাপসটির ডাউনলোড সংখ্যা ১০ মিলিয়ন প্লাস, ব্যবহারকারী ৩ লক্ষ প্লাস এবং গড় রেটিং ৪.৭, যা অন্য অন্য মোবাইল গেমিং অ্যাপ থেকে অনেক বেশি।
মূলত যারা student তাদের জন্য এই মোবাইল গেমিং অ্যাপ টি। এই অ্যাপসে কুইজ গেম খেলে ছোট ছোট টাক্স পূরণ করে, রেফার করে ইনকাম করা যায়। কিউরেকা অ্যাপ থেকে বেশি ইনকাম করা না গেলেও যা ইনকাম করা যায় মোটামুটি একটা শিক্ষার্থীর দৈনন্দিন খরচ চলে।
মোবাইলে গেম খেলে কিউরেকা অ্যাপ থেকে টাকা ইনকাম
এই অ্যাপস মূলত কুইজ খেলার জন্য বিখ্যাত। তার জন্যই শিক্ষার্থীদের জন্য এই অ্যাপসগুলো গুরুত্ব অপরিসীম।এই এপ্লিকেশন থেকে ইনকাম করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন -
- গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইন্সটল করুন। (Qureka)
- প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করুন।
- অ্যাকাউন্ট সম্পন্ন করার পর আপনার সামনে কুইজ প্রশ্ন আসবে।
- নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে সে অনুযায়ী কুইজ পেতে পারেন।
- প্রতিবার সঠিক উত্তর দেওয়ার বিনিময় একটি গিফট আপনার অ্যাপ্লিকেশনের একাউন্টে জমা হবে।
- পরিচিত গিফট/কয়েন অর্থে রূপান্তরিত করে নিজের একাউন্টে ট্রান্সফার করতে পারবেন।
Qureka (কিউরেকা) অ্যাপসে যেসব ক্যাটাগরির কুইজ পাওয়া যায়। যেমন,
- স্পোর্টস কুইজ (sports quiz)
- বিজনেস কুইজ (business quiz)
- লাইফ কুইজ (life quiz)
- ম্যাথ কুইজ (Math quiz)
- জিওগ্রাফি কুইজ (geography quiz)
- জিকে কুইজ (GK quiz)
- এক্সাম প্রিপারেশন কুইজ (exam preparation quiz)
- ওয়াল্ড কুইজ(World Quiz)
- হিস্টরি কুইজ (history quiz)
- বলিউড কুইজ (Bollywood quiz)
এছাড়া আরো অসংখ্য ক্যাটাগরী রয়েছে।আপনারা চাইলে সেগুলো থেকে টাকা ইনকাম করতে পারবেন।
শেষকথা
মোবাইল গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ গুলো থেকে খুবই সল্প পরিমাণ টাকা ইনকাম করা যায়, কিন্তু ইনকাম করা যায়। বাংলাদেশের অ্যাপ গুলো থেকে সারাদিন ১০০ টাকা ইনকাম করা সম্ভব এবং আন্তর্জাতিক অ্যাপ গুলো থেকে সারাদিন এ ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করা যায়।
এই গেমিং অ্যাপে গেম খেলার জন্য একটি স্মার্ট ফোন, ইন্টারনেট কানেকশন, অ্যাপস রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বার, কিছু অ্যাপসের ডিপোজিট করতে হয়, কিছু অ্যাপস এ ভিপিএন কানেকশন লাগে এবং যেটা সবচেয়ে বেশি লাগে সেটা হল অনেক বেশি সময় ব্যয় করতে হয়।
আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।