২০২৪ সালের সেরা ২০টি দিনে ৫০০ টাকা ইনকাম apps

হাসিবুর
লিখেছেন -

দিনে ৫০০ টাকা ইনকাম apps সম্পর্কে জানার আগ্রহ সকলেরই কমবেশি রয়েছে। অর্থ উপার্জন করতে স্বাবলম্বী হতে সকলেই চায়। আর আজকাল অনলাইন ইনকাম সম্পর্কে সবাই কমবেশি জানেন। আর এজন্য বেশ কিছু অডিয়েন্স বন্ধুরা এই প্রশ্ন করে থাকেন যে, দিনে ৫০০ টাকা ইনকাম করা যাবে এমন কোন অ্যাপস কি রয়েছে?

আদৌ কি অ্যাপস থেকে ইনকাম করা যায়! দিনে ৫০০ টাকা ইনকাম করার apps গুলো কতটা বিশ্বস্ত এবং এর সাহায্যে ইনকামের বিষয়টা কতটা সত্য! আসুন আজকের এই আলোচনার মাধ্যমে আমরা এই সম্পর্কেই জানাবো খুঁটিনাটি।

দিনে ৫০০ টাকা ইনকাম apps

(toc) #title=(এক নজরে সম্পূর্ণ লেখা পড়ুন)

দিনে ৫০০ টাকা ইনকাম apps এর নাম

সত্যি বলতে অ্যাপস এর মাধ্যমে দিনে ৫০০ টাকা ইনকাম করার বিষয়টি খুবই চ্যালেঞ্জিং। তবে অসম্ভব নয়। কেননা আপনি যদি সঠিক পরিশ্রম এবং সঠিক টেকনিক খাটাতে পারেন তাহলে অবশ্যই দিনে ৫০০ টাকা ইনকাম apps অর্থ উপার্জনে আপনার সবচেয়ে সহায়ক এবং কাছের বন্ধু হয়ে উঠতে পারে।

আমরা মূলত এমনই কিছু অ্যাপস এর নাম সাজেস্ট করছি এ পর্যায়ে। যে অ্যাপসগুলো ব্যবহার করে মানুষ ইতিমধ্যে অল্পস্বল্প হলেও অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছেন। যথা–

  • Content Creation apps
  • Stock Photography Apps
  • Tutoring or Teaching Apps
  • Freelancing Platforms
  • Survey and Task Apps
  • Instagram app
  • ySense app
  • Meesho app
  • Shutterstock Contributor
  • CashBoss: Earn Cash
  • LinkedIn: Mobile App
  • YouTube app
  • Fiverr
  • Swagbucks app
  • Alamy
  • Facebook app
  • Bkash app
  • Daily taka app
  • Daily taka income BD job
  • Khela ghor app
  • Sohoz taka app
  • Taka poysa app
  • Keettoo App etc.

মূলত এর বাইরেও আরো কিছু অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলোর সহযোগিতায় আপনি বিভিন্ন কাজ করার মাধ্যমে ৫০০ থেকে হাজার বা তার থেকে বেশি টাকা ইনকাম করতে সক্ষম হবেন। তবে হ্যাঁ, এর জন্য অবশ্যই আপনাকে অনলাইনে অর্থ উপার্জনের বিষয় সম্পর্কে জানতে হবে অল্প বিস্তর উপায় সমূহ সম্পর্কে। আর তবেই না দিনে ৫০০ টাকা ইনকাম apps থেকে আপনি ইনকাম করতে পারবেন। 

তবে হ্যাঁ চাইলে কিন্তু ভিডিও দেখেও অর্থ উপার্জন করা সম্ভব। তাই ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ ও উপায় জানতে এখনই ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এবং পড়তে পারেন আমাদের সাজেস্ট কৃত অন্য আরেকটি পোস্ট।

দিনে ৫০০ টাকা ইনকাম করার সেরা ৫টি apps

আমাদের উল্লেখিত অ্যাপসগুলোর সাহায্যে আপনি ডেইলি ৫০০ টাকা অথবা এর বেশি ইনকাম করতে পারবেন। তবে এ পর্যায়ে আমরা ইনকাম সোর্স বা ইনকামের ধরন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এক কথায় আপনি সাধারণত আমাদের উল্লেখিত অ্যাপস গুলোতে কি কি কাজ করার মাধ্যমে টাকা ইনকাম করতে সক্ষম হবেন সেটাই জানাবো আপনাদেরকে। তার আগে আরো জানতে পারেন বাংলা আর্টিকেল লিখে আয় করার উপায় এবং মাসে ৫০০০০ টাকা আয় করার উপায় সম্পর্কিত আরো কিছু নতুন পোস্ট।

1. Facebook app

facebook app

দিনে ৫০০ টাকা ইনকামের অ্যাপস গুলোর মধ্যে জনপ্রিয় অ্যাপস ফেসবুক। ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম আরে এর সম্পর্কে আমরা সবাই জানি। কিন্তু ফেসবুক থেকে কিভাবে ডেইলি ৫০০ টাকা ইনকাম করবেন এটাই এখন জানার বিষয়। ফেসবুকে বিভিন্ন কাজ করে অর্থ উপার্জন করা যায় তবে আপনি যদি নিজের একটা পেজ ক্রিয়েট করেন এবং নিজের তৈরি ভিডিও ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আপলোড করে থাকেন তাহলে মনিটাইজেশন চালু করার মাধ্যমে শুধু ৫০০ টাকা নয় বরং দিনে ১০০০ বা তার থেকে বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।

2. Youtube app

Youtube app

Youtube থেকে অর্থ উপার্জনের বিষয়টি অনেকটাই পুরনো। কেননা ইউটিউবের মাধ্যমে টাকা ইনকাম করা যায় এটা সকলেই জানে। কিন্তু বেশিরভাগ মানুষের ধারণা ইউটিউবে শুধুমাত্র ভিডিওর কাজ করে অর্থ উপার্জন করা সম্ভব। কিন্তু না আপনি সাধারণত youtube অ্যাপ ব্যবহার করে আরো যে সকল ওয়েতে অনলাইনে আর্ণ করতে পারবেন সেগুলো হলো–

  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • ডিজিটাল মার্কেটিং
  • প্রোডাক্ট সেলিং বা বিভিন্ন সার্ভিসিং

এছাড়াও youtube mobile app ব্যবহার করে নিজের চ্যানেলের ভিডিওগুলো শর্ট আকারে প্রকাশ করতে পারবেন এবং যখন তখন যেকোনো সময় লাইভে অংশগ্রহণ করতে পারবেন। আর এটা তো নিশ্চয়ই জানেন যে youtube অ্যাপ থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই মনিটাইজেশন সিস্টেম চালু রাখতে হবে।

3. Meesho app

Meesho app

Facebook youtube অ্যাপ এর মত ডেইলি ৫০০ টাকা ইনকামের আরো একটি সুপরিচিত অ্যাপ এটি। এই অ্যাপে আপনি সাধারণত নিম্ন বর্ণিত কাজগুলো করার সুযোগ পাবেন। যথা –

  • প্রোডাক্ট সেলিং
  • প্রোডাক্ট প্রমোট

সাধারণত এই অ্যাপস ইনস্টল করার পরবর্তীতে তাদের প্রবেশ করে যে কোন একটি প্রোডাক্ট সিলেক্ট করতে হবে আপনাকে। অতঃপর সবদিক বিবেচনা করে নির্ধারণ করতে হবে সিলেটকৃত প্রোডাক্টটির দাম। এরপর আপনি যদি ওই প্রোডাক্ট আপনার নির্ধারিত মূল্যে বিক্রয় করতে পারেন তাহলে কোম্পানির তরফ থেকে যে নির্ধারণ করা হয়েছে তার বাইরে যত টাকা যুক্ত হবে সেই সবটাই গ্রহণ করতে পারবেন আপনি।

এক কথায় একটি পণ্যের দাম সামান্য পরিমাণ বাড়িয়ে সেটা বিক্রি করে কোম্পানির টাকা কোম্পানিকে দিয়ে বাকি টাকা আপনি ভোগ করার সুযোগ পাবেন। আর এভাবেই প্রোডাক্ট সেল করার মাধ্যমে অর্থ উপার্জন করতে সাহায্য করবে meesho app.

4. Ysense

Ysense

সার্ভে জব, ভিডিও দেখে অর্থ উপার্জন, বিভিন্ন পণ্য কেনা বেচা করে কমিশন হিসেবে অর্ধগ্রহণ এবং ডাউনলোড এর মাধ্যমে টাকা ইনকামের সুযোগ প্রদান করে থাকে Ysense নামক অ্যাপসটি। যেটা আপনি এই মুহূর্তে ইন্সটল করে বিভিন্ন অফার রফি নিয়ে আজই ইনকাম করতে পারেন সামান্য পরিমাণ অর্থ। আর যদি এই অ্যাপস এর সাহায্যে কিছুটা বেশি এমাউন্টের অর্থ উপার্জন করতে চান তাহলে রয়েছে দ্বিতীয় আরেকটি উপায়। সেটা হল স্পেশাল referrals প্রোগ্রাম। যা সম্পন্ন করার মাধ্যমে আপনি ৩০% এক্সট্রা কমিশন গ্রহণ করতে পারবেন।

5. Fiverr & Upwork

Fiverr

আপনি যদি ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং ইত্যাদি এ জাতীয় কাজগুলো প্রফেশনালি করতে পারেন তাহলে ডেইলি ৫০০ টাকা নয় বরং হাজার বা তার অধিক পরিমাণ টাকা ইনকাম করতে সাহায্য করবে ফাইবার আপ ওয়ার্ক নামক এই অ্যাপসগুলো। কেননা এই অ্যাপস থেকে আপনি ভালো বিশ্বস্ত ক্লায়েন্ট সংগ্রহ করতে পারবেন, যারা আপনার থেকে এই সার্ভিসগুলো নিয়ে বেস মোটাইমন্টের অর্থ পারিশ্রমিক হিসেবে প্রদান করবে.

6. CashBoss Earn Cash & Survey Task app

CashBoss Earn Cash

শুধুমাত্র রেফার করার মাধ্যমে টাকা ইনকামের সুযোগ প্রদান করত cashboss অ্যাপসটি। তবে এখন এই অ্যাপস ইন্সটল করে আপনি যদি গেম খেলেন অথবা স্পিন করেন সেক্ষেত্রেও কিছু নির্দিষ্ট পরিমাণের অর্থ উপভোগ করতে পারবেন। অন্যদিকে সার্ভে টাস্ক অ্যাপসগুলোতে বিভিন্ন পেইড সার্ভে পূরণ করে, বিজ্ঞাপন দেখে অথবা অন্যান্য ছোটখাটো কিছু অফার এর শর্তাবলী পূরণ করার মাধ্যমে ডেইলি ৫০০ টাকা ইনকামকরা যায়। অতএব এই কাজ গুলোর মাধ্যমেও survy task app থেকে এ্যার্ন করতে পারবেন।

তো অডিয়েন্স বন্ধুরা, আপনি যদি আমাদের উল্লেখিত যেকোনো একটি এপস এর সহযোগিতা নিয়ে ডেইলি ৫০০ টাকা ইনকাম করতে চান তাহলে কোন কাজগুলো জানতে হবে বা কোন কোন উপায়ে আপনি টাকা ইনকামের সুযোগ পাবেন সেটা জানতে জেনে নিন অনলাইনে অর্ধে উপার্জনের সেরা উপায় এবং অ্যাপস থেকে টাকা ইনকামের কিছু কার্যকরী মাধ্যম সমূহ।

অনলাইনে অর্থ উপার্জনের উপায় | অ্যাপস থেকে টাকা ইনকাম

  • অ্যাড থেকে টাকা ইনকাম
  • কনটেন্ট রাইটিং এর মাধ্যমে টাকা ইনকাম
  • গ্রাফিক্স ডিজাইনার হিসেবে অর্থ উপার্জন
  • ব্লগ সাইট শুরু করার মাধ্যমে অর্থ উপার্জন
  • অনলাইনে পণ্য বিক্রি করে অথবা রেফারেল এর মাধ্যমে টাকায় উপার্জন
  • গুগল থেকে ইনকাম
  • ক্যাপচা এন্ট্রি করে আয়
  • গুগল সার্চ ইঞ্জিন থেকে ইনকাম
  • প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে ইনকাম
  • ব্লগ করে ইনকাম
  • গেম খেলার মাধ্যমে ইনকাম
  • খাদ্য ব্যবসা করে ইনকাম
  • লুডু খেলে ইনকাম
  • ফ্রি লটারি খেলে ইনকাম
  • ডাটা এন্ট্রি হিসেবে কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন
  • অ্যাপস সার্ভিসিং এর মাধ্যমে ইনকাম
  • ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে ইনকাম

মূলত আমাদের উল্লেখিত দিনে ৫০০ টাকা ইনকামের অ্যাপস এর তালিকায় যে সকল এপস রয়েছে সেগুলোর কিছু অ্যাপস এ আপনি বিভিন্ন সার্ভিস প্রদান করতে পারবেন আবার কিছু কিছু অ্যাপস এ শুধুমাত্র বিজ্ঞাপন দেখে, বিভিন্ন খেলা খেলার মাধ্যমে ইনকাম করতে পারবেন।

কেননা গেম খেলে টাকা ইনকামেরও রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপস। ইতিমধ্যে আমরা আমাদের ওয়েবসাইটে লুডু গেম খেলে টাকা আয় বিকাশে পেমেন্ট ২০২৪ সম্পর্কিত একটি পোস্ট প্রকাশ করেছি, যেটা দেরি না করে এখনি করে ফেলতে পারেন। পাশাপাশি গেম খেলে টাকা ইনকাম করার জনপ্রিয় অ্যাপস এর নাম জানতে ভিজিট করতে পারেন আমাদের সাজেস্টকৃত লিংকে।

আরো পড়ুন: কুইজ খেলে টাকা ইনকাম এবং ভিডিও দেখে টাকা ইনকামের উপায়

টাকা ইনকাম অ্যাপস থেকে টাকা ইনকামের সেরা উপায়

প্রত্যেকদিন আপনি যদি ৫০০ টাকা ইনকাম করতে চান তাহলে সবচেয়ে বড় সহযোগিতা করতে পারে কনটেন্ট ক্রিয়েশন অ্যাপস এবং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এই কথাটি শোনার পর অনেকেরই মনে প্রশ্ন জাগবে, কনটেন্ট ক্রিয়েশন অ্যাপস বলতে কী বোঝায় বা এই ধরনের অ্যাপস মূলত কোনগুলো!

কনটেন্ট ক্রিয়েশন অ্যাপস গুলো হচ্ছে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সহ প্রভৃতি। যেগুলোতে সাধারণত আপনি অনলাইন ভিডিও কনটেন্ট তৈরি করার মাধ্যমে ডেইলি ৫০০ প্লাস টাকা ইনকাম করতে পারবেন। এখন মনে প্রশ্ন জাগতে পারে যে, কিভাবে আপনি youtube থেকে, টিকটক থেকে এবং ইনস্টাগ্রাম থেকে ইনকাম করবেন! এর জন্য জানতে পারেন youtube থেকে অর্থ উপার্জনের সেরা উপায়, টিকটক এবং লাইকি থেকে ইনকামের উপায়, instagram থেকে অর্থ উপার্জনের উপায় সম্পর্কে খুঁটিনাটি।

অপর দিকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এর সাহায্যে অর্থ উপার্জন করার উপায় গুলো হলো: লেখালেখি, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং সহ প্রভৃতি। যে পয়েন্টগুলো আমরা আলোচনার সেকেন্ড প্যারায় ধারাবাহিকভাবে উল্লেখ করেছি। তবে হ্যাঁ, এর বাইরেও আরো তিন ধরনের অ্যাপস থেকে আপনি daily 500 টাকা আর্ন করতে পারেন। সেগুলো হলো:

  • টিউটোরিং বা টিচিং অ্যাপস
  • স্টক ফটোগ্রাফি এপ্স ও 
  • সার্ভে এন্ড টাস্ক এপ্স

যদি আপনি ছবি তুলতে ভালোবাসেন এবং আপনার প্যাশন ছবি তোলার প্রতি থেকে থাকে, সেক্ষেত্রে স্টক ফটোগ্রাফি অ্যাপস গুলোর সাহায্যে বেশ ভালো আর্ন করতে পারেন। শুধুমাত্র অ্যাপস নয় এক্ষেত্রে আপনাকে বিভিন্ন ওয়েবসাইটও সহযোগিতা করতে পারে। এজন্য আপনাকে জানতে হবে অনলাইনে ছবি বিক্রি করে বা ফটোগ্রাফি করে ইনকাম করার উপায়।

অন্যদিকে আপনি যদি কোন নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করে থাকেন এবং সেটা অন্যদেরকে শেখাতে চান সেক্ষেত্রে টিউটোরিয়াল এবং টিচিং অ্যাপস গুলো আপনার জন্য অর্থ উপার্জনের সেরা অ্যাপস হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। আর আজকাল অনলাইনে টিউশনি করানো যায় এটা নিশ্চয়ই জানেন, তাই চাইলে টিচিং অ্যাপস গুলোর সাহায্যে আপনি অনলাইনে ক্লাস নেওয়ার পাশাপাশি আরও বেশ কিছু ওয়েতে ইনকাম করার সুযোগ পাবেন।

একইভাবে সার্ভে এন্ড টাস্ক এপ্স গুলোর মাধ্যমে বিভিন্ন পেইড সার্ভে পূরণ করে, রেফার করে, বিজ্ঞাপন দেখে অথবা অন্যান্য ছোটখাটো কিছু কাজ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।

ফ্রি টাকা ইনকাম apps ২০২৪

যাদের ইনভেস্ট করার মত টাকা নেই তারা মূলত ফ্রি টাকা ইনকাম অ্যাপস সম্পর্কে জানতে চান। সত্যি বলতে ইতোমধ্যে আমরা যে অ্যাপস গুলোর নাম সাজেস্ট করেছি সেগুলো থেকে আপনি ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন।

তবে যেহেতু আপনি অনলাইনে অর্ধপাঠন করতে চাচ্ছেন তবে যেহেতু আপনি অনলাইনে অর্থ উপার্জন করতে চাচ্ছেন তাই অবশ্যই আপনার কাছে একটা স্মার্ট ফোন অথবা কম্পিউটার ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ থাকতেই হবে। আর তবে না আপনি সোশ্যাল মিডিয়ায় যে কোন কাজ করার মাধ্যমে ইনকামের আশা করতে পারবেন।

যেমন ধরুন আপনি যদি facebook apps থেকে ইনকাম করতে চান তাহলে বিভিন্ন কাজ করতে পারবেন। যেমন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, facebook ক্রিয়েটর, ভিডিও এডিটিং সহ প্রভৃতি। একইভাবে যদি গুগল থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনি গুগল এডসেন্স সহ আরও বেশ কয়েকটি উপায়ে অর্থ উপার্জন করতে পারবেন।

এছাড়াও ল্যাপটপ অথবা কম্পিউটার এবং স্মার্টফোন যেকোনো দুটি ডিভাইস থাকলে আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন অনলাইন সেক্টরে। তবে অবশ্যই অবশ্যই স্কিলস থাকতে হবে। কেননা আপনি যদি দক্ষ না হন তাহলে কখনোই সম্ভব নয় অনলাইন সেক্টরে অর্থ উপার্জন করা।

আর তাই দিনে ৫০০ টাকা ইনকাম অ্যাপস ইনস্টল করার পূর্বে জানুন পড়ুন এবং অনলাইনে ইনকাম করা শিখুন। এর জন্য আপনাকে সহযোগিতা করতে পারে আমাদের ওয়েবসাইট সহ ইউটিউব ভিডিও। কেননা গুগল মামা এবং youtube এর সহযোগিতায় আপনি বর্তমান যুগে এসে সকল বিষয় সম্পর্কে জানতে পারেন এ টু জেড।

লেখকের শেষকথা এবং FAQ

এবার আসুন আলোচনার শেষ মুহূর্তে দিনে ৫০০ টাকা ইনকাম apps নিয়ে বহুল জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। যেগুলো সচরাচর আপনারা অডিয়েন্স হিসেবে করে থাকেন। 

১. প্রতিদিন ১০০ টাকা ইনকামের কি কোন অ্য়াস রয়েছে?

উত্তর: অবশ্যই।

২. রিয়েল টাকা ইনকাম অ্যাপস এর নাম কি?

উত্তর: রিয়েল টাকা ইনকাম এর অ্যাপস গুলো হলো – taka income, G O A T Earning Zone, eQuize, Make money সহ প্রভৃতি যেগুলোর নাম আমরা ইতিমধ্যে পোস্টে সংযুক্ত করেছি।

৩. বসে না থেকে ত্রই apps দিয়ে 300 টাকা ইনকাম করুন কাজ করা খুব সহজ এটা কি সত্যি?

উত্তর: এই অ্যাপসটি খুব বেশি জনপ্রিয় নয়। তবে সত্যতা যাচাইয়ের জন্য একবার ট্রাই করে দেখতে পারেন। 

৪. সরকার অনুমোদিত ইনকাম অ্যাপস কোনগুলো?

উত্তর: সরকার অনুমোদিত ইনকাম অ্যাপসগুলো হচ্ছে Earn Money From Pathao App, Uber – Request a ride, Make Money With Bkash App, Nagod Apps income etc.

৫. অ্যাপ থেকে কি কি পদ্ধতিতে টাকা ইনকাম করা যায়?

বিভিন্ন অ্যাপ থেকে অনলাইনে অর্থ উপার্জন করা যায়। আর এক একটি অ্যাপ থেকে অর্থ উপার্জনের নিয়ম বা পদ্ধতি ভিন্ন ভিন্ন। কিছু অ্যাপস রয়েছে যেগুলোতে সার্ভে জব করার মাধ্যমে অর্থ উপার্জন করা যায়, আবার কিছু অ্যাপস রয়েছে যেগুলোতে শুধুমাত্র বিজ্ঞাপন দেখে অথবা রেফারেলের মাধ্যমে ইনকাম করা যায়। মূলত এক্ষেত্রে আপনি কোন অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন তার ওপর ডিপেন্ড করছে যে আপনি কি কি কাজ করে বা কোন কোন ওয়েতে অর্থ উপার্জন করতে পারবেন অনলাইন থেকে। তাই এ সম্পর্কে বিস্তারিত জানুন ধারণা পেতে বা পরামর্শ নিতে নিয়মিত ভিজিট করুন আমাদের টেকনিক্যাল কেয়ার বিডি ওয়েবসাইট।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!