১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪

হাসিবুর
লিখেছেন -

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল কিনতে চান? কিন্তু কম দামের মধ্যে কোন মোবাইল ফোন সেরা সেটা জানেন না? আজকের আর্টিকেলে আমরা তেমনি বেশ কিছু ভালো মোবাইল সেট নিয়ে লিখব। যা থেকে আপনি আপনার পছন্দের মোবাইল ফোন খুঁজে পেতে পারেন।

১৫ হাজার টাকার মোবাইল

সেই সাথে ভালো মোবাইল ফোনের নানা বৈশিষ্ট্য যেমন ব্যাটারী লাইফ কেমন, স্ক্রিন কেমন, ক্যামেরার রেজ্যুলেশন কত, মেমোরি কত জিবি, দেখতে কেমন এসব উল্লেখ করা হবে। কারণ একটি ভালো মোবাইল সেট চেনা যায় এসব বৈশিষ্ট্য দেখেই। তাই এসব বৈশিষ্ট্য জানার পাশাপাশি যদি বাজেটও নির্ধারিত হয় তাহলেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত মোবাইল ফোন।

(toc) #title=(এক নজরে সম্পূর্ণ লেখা পড়ুন)

কীভাবে ভালো মোবাইল সেট চেনা যায়?

মোবাইল কিনতে চান কিন্তু ভালো মোবাইল কোনটা বা কীভাবে ভালো মোবাইল চেনা যায় তা অনেকেই জানেন না। তাদের জন্য আজকে রয়েছে কিছু তথ্য।

বাজেট নির্ধারণ করুন

মোবাইল কিনতে চাইলে সবচেয়ে প্রথম বাজেট ঠিক করুন। কেননা বাজারে বিভিন্ন দামের ফোন আছে। তাই কোন দামের কোন সেট নিবেন সেটা আগে ঠিক করতে হবে। এতে করে আপনার চাহিদা অনুযায়ী সেট খুঁজে পাওয়া সহজ হবে। যদি ২০২৪ সালে ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল কিনতে চান বা এর চেয়েও কম বা বেশি দামে কিনতে চান তা নির্ধারণ করুন।

আরো দেখুন: মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার - মোবাইল ঠান্ডা করার অ্যাপস

মোবাইল কোম্পানির নাম ও মডেল পছন্দ করুন

বাজারে মোবাইল সেটের অসংখ্য কোম্পানি আছে। দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির নানা মডেল ও নামের ফোন সেটে বাজার ভরপুর। কিন্তু সব কোম্পানির সব মোবাইল একরকম নয়। আবার কোনও কোম্পানির একটি দু'টি মডেল ভালো। এজন্য মোবাইল কেনার আগে আপনার নির্দিষ্ট কোনও নাম ও মডেল নির্বাচন করা জরুরী। এতে ভালো সেট খুঁজে পেতে ও কিনতে সহজ হয়।

কনফিগারেশন চেক করুন

একটি মোবাইল সেট পছন্দ করবেন এর কনফিগারেশন দেখে। অর্থাৎ প্রসেসর, র‍্যাম, স্টোরেজ, ক্যামেরা, ব্যাটারীর স্থায়িত্ব ইত্যাদি চেক করবেন। সাধারণত স্ন্যাপড্রাগনের প্রসেসর ভালো হয়। র‍্যাম ৪ জিবি ও স্টোরেজ ৬৪ জিবি হওয়া উচিৎ। সনি, স্যামসাং ও শাওমি কোম্পানির ফোনের ক্যামেরার কোয়ালিটি ভালো হয়। তারপরও ইমেজ কোয়ালিটি ও আপাচার ভ্যালু দেখে কিনবেন। আর ৪০০০ mAH+ এর ব্যাটারী সবচেয়ে ভালো।

সেটের বিল্ড ইন কোয়ালিটি ও ইন্টারফেস চেক করুন

কেনার সময় আপনার পছন্দের সেটটি কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তা চেক করবেন। কারণ শক্ত, মজবুত ও ভালো মানের ম্যাটেরিয়াল ব্যবহৃত হলে সেট হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না। সাথে কভারের বিষয়টাও মাথায় রাখতে হবে।

আর ব্যবহার করা সহজ কি না অর্থাৎ সেটটি চালাতে গেলে কেমন ইন্টারফেস আসবে তা দেখবেন।কারণ এক এক সেটের ইন্টারফেস এক এক রকম। কোনোটা কঠিন আবার কোনোটা সহজ হলেও হয়ত আপনার ভালো লাগছে না। আবার কোনও সেট স্লো। এজন্য এসব বিষয় দেখে মোবাইল সেট কিনবেন।

আরো দেখুন: মোবাইল ফোনের ক্ষতিকর দিক থেকে বাঁচার উপায়

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪

বাজারে ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন পাওয়া যাবে অসংখ্য কোম্পানির। কিন্তু সেগুলোর মধ্য থেকে বাছাই করা ১০টি কোম্পানির ১০টি সেরা মোবাইল ফোনের বিস্তারিত তথ্য দেওয়া হলো।

  • VIVO Y02T
  • Tecno Spark 20C
  • Xiaomi Redmi 13C
  • Samsung Galaxy F22
  • Realme Narzo 50A
  • ITEL VISION 5
  • Infinix HOT 12
  • Walton NEXG N71 Plus
  • Symphony Z60 Plus
  • Nokia G20

1. VIVO Y02T

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

  • মূল্য: ৳১২,৯৯৯
  • প্রসেসর: অকটাকোর,মিডিয়াটেক হেলিও p35
  • ব্যাটারী: ৫০০০ mAh 
  • ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
  • ডিসপ্লে: ৬.৫১ ইঞ্চি 
  • ডিসপ্লে রেজ্যুলেশন: ৭২০ x ১৬০০ পিক্সেলস
  • অপারেটিং সিস্টেম: এন্ড্রয়েড ১৩
  • ডাইমেনশন: ১৬৪ x ৭৫.৬ x ৮.৫ মিলিমিটার, কসমিক গ্রে ও অর্কিড ব্লু এই দুই কালারের বডি
  • স্টোরেজ: ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি মেমোরি

2. Tecno Spark 20C

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

  • মূল্য: ৳১২,৯৯৯(৪|১২৮ জিবি)/৳১৪,৪৯৯ (৮|১২৮ জিবি)
  • প্রসেসর: অকটাকোর,মিডিয়াটেক
  • ব্যাটারী: ৫০০০ mAh
  • ক্যামেরা: ডুয়াল ৫০+০.০৮ মেগাপিক্সেল 
  • সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি
  • ডিসপ্লে রেজ্যুলেশন: ৭২০ x ১৬১২ পিক্সেলস
  • অপারেটিং সিস্টেম: এন্ড্রয়েড ১৩
  • ডাইমেনশন:১৬৩.৭ x ৭৫.৬ x ৮.৬ মিলিমিটার,গ্লাস ফ্রন্ট,প্লাস্টিক ফ্রেম,প্লাস্টিক ব্যাক
  • স্টোরেজ: ৪ / ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি মেমোরি

3. Xiaomi Redmi 13C

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪

  • মূল্য: ৳১৪,৪৯৯ (র‍্যাম অনুযায়ী দাম বাড়বে)
  • প্রসেসর: অকটাকোর,আপটু ২.০ GHZ,মিডিয়াটেক হেলিও জি 85
  • ব্যাটারী: ৫০০০ mAh 
  • ক্যামেরা: ৩ টি, (৫০+২+০.০৮ ) মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ডিসপ্লে: ৬.৭৪ ইঞ্চি
  • ডিসপ্লে রেজ্যুলেশন: ৭২০ x ১৬০০ পিক্সেলস
  • অপারেটিং সিস্টেম: এন্ড্রয়েড ১৩ (MIUI 14)
  • ডাইমেনশন: ১৬৮ x ৭৮ x ৮.১ মিলিমিটার,গরিলা গ্লাস ফ্রন্ট,প্লাস্টিক বডি
  • স্টোরেজ: ৪ / ৮ জিবি র‍্যাম, ১২৮ / ২৫৬ জিবি মেমোরি

4. Samsung Galaxy F22

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

  • মূল্য: ১৩১৮৬ (৪/৬৪জিবি), ১৪৫০৬(৬/১২৮জিবি)
  • প্রসেসর: অকটাকোর,মিডিয়াটেক হেলিও জি 35
  • ব্যাটারী: ৬০০০ mAh 
  • ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
  • ডিসপ্লে: ৬.৪ ইঞ্চি
  • ডিসপ্লে রেজ্যুলেশন: ৭২০ x ১৬০০ পিক্সেলস
  • অপারেটিং সিস্টেম: এন্ড্রয়েড OS 11
  • ডাইমেনশন: ১৫৯.৩ x ৮.৪ x ৭৩.৬ মিলিমিটার,কালো/সাদা/মিন্ট তিন কালার সেট
  • স্টোরেজ: র‍্যাম ৪/৬জিবি, মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত

5. Realme Narzo 50A

Realme Narzo 50A

  • মূল্য:১৪,৮৪৮(৪/৬৪ জিবি) এর বেশি স্টোরেজের সেটের দাম বেশি
  • প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি 90T
  • ব্যাটারী: ৫০০০ mAh
  • ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
  • ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি
  • ডিসপ্লে রেজ্যুলেশন: ৭২০ x ১৬০০ পিক্সেলস
  • অপারেটিং সিস্টেম: এন্ড্রয়েড v11
  • ডাইমেনশন: ১৬৫.২ x ৮.৯ x ৭৬.৪ মিলিমিটার,প্লাস্টিক ব্যাক ও ফ্রেম
  • স্টোরেজ: র‍্যাম ৪ জিবি, মেমোরি ৬৪ জিবি পর্যন্ত

6. ITEL VISION 5

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

  • মূল্য:১০,১৯০(৩/৩২ জিবি) ১১,৪৯০(৪/৬৪ জিবি) 
  • প্রসেসর: অকটাকোর, ১.৬ GHZ
  • ব্যাটারী: ৫০০০ mAh
  • ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
  • ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি
  • ডিসপ্লে রেজ্যুলেশন: ৭২০ x ১০৮০ পিক্সেলস
  • অপারেটিং সিস্টেম: এন্ড্রয়েড ১২
  • ডাইমেনশন: ১৬৪.৫ x ৮.৭৫ x ৭৬.৪ মিলিমিটার
  • স্টোরেজ: র‍্যাম ৩/৪জিবি, মেমোরি ৩২/৬৪ জিবি পর্যন্ত

7. Infinix HOT 12

১৫ হাজার টাকার মোবাইল

  • মূল্য: ৳১৪,৯৯৫ 
  • প্রসেসর: অকটাকোর,মিডিয়াটেক হেলিও জি ৮৫
  • ব্যাটারী: ৫০০০ mAh
  • ক্যামেরা: ১৩+২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ডিসপ্লে: ৬.৮২ ইঞ্চি
  • ডিসপ্লে রেজ্যুলেশন: ৭২০ x ১৬৪০ পিক্সেলস
  • অপারেটিং সিস্টেম: এন্ড্রয়েড ১২
  • ডাইমেনশন: ১৭০.৪৭ x ৭৭.৬০ x ৮.৩২ মিলিমিটার
  • স্টোরেজ: র‍্যাম ৬ জিবি, মেমোরি ১২৮ জিবি পর্যন্ত

8. Walton NEXG N71 Plus

১৫ হাজার টাকার মোবাইল

  • মূল্য: ৳১২,৪৯৯
  • প্রসেসর: ইউনিসক টাইগার টি ৬০৬ এসওসি | ১২nm FinFET | ARM Cortex- A75
  • ব্যাটারী: ৫০৫০ mAh
  • ক্যামেরা: ৫২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
  • ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি
  • ডিসপ্লে রেজ্যুলেশন: ৭২০ x ১৬৪০ পিক্সেলস
  • অপারেটিং সিস্টেম: এন্ড্রয়েড ১৩
  • ডাইমেনশন: ১৬৩.৭৫ x ৭৫.৪ x ৯.১৫ মিলিমিটার
  • স্টোরেজ: র‍্যাম ৮ জিবি, মেমোরি ১২৮ জিবি পর্যন্ত

9. Symphony Z60 Plus

১৫ হাজার টাকার মোবাইল

  • মূল্য:৳১১,৯৯০
  • প্রসেসর: অকটাকোর, ২.০ GHZ
  • ব্যাটারী: ৫০০০ mAh
  • ক্যামেরা: ৫০+২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
  • ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি
  • ডিসপ্লে রেজ্যুলেশন: ৭২০ x ১৬০০ পিক্সেলস
  • অপারেটিং সিস্টেম: এন্ড্রয়েড ১২
  • ডাইমেনশন: ১৬৪x৭৫.৬x৮.৬৫ মিলিমিটার
  • স্টোরেজ: র‍্যাম ৬ জিবি, মেমোরি ১২৮ জিবি পর্যন্ত

10. Nokia G20

১৫ হাজার টাকার মোবাইল

  • মূল্য: ৳১৩,৪৯৯
  • প্রসেসর: অকটাকোর, মিডিয়াটেক হেলিও জি 35
  • ব্যাটারী: ৫০৫০ mAh
  • ক্যামেরা: ৪৮+৫+২+২ মেগাপিক্সেল
  • সেলফি ক্যামেরা : ৮ মেগাপিক্সেল
  • ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি
  • ডিসপ্লে রেজ্যুলেশন: ৭২০ x ১৬০০ পিক্সেলস
  • অপারেটিং সিস্টেম: এন্ড্রয়েড ১১
  • ডাইমেনশন: ১৬৪.৯ x ৭৬ x ৯.২ মিলিমিটার
  • স্টোরেজ: র‍্যাম ৪ জিবি, মেমোরি ৬৪ জিবি পর্যন্ত

আরো দেখুন: কেন বেশিরভাগ অ্যান্ড্রয়েড ম্যানুফ্যাকচাররা নিজস্ব ইকোসিস্টেম তৈরি করে

লেখকের শেষকথা

আজকের আর্টিকেলে ১৫ হাজার টাকার মধ্যে ভালো ১০ টি মোবাইল ফোনের দাম ও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এগুলো ছাড়াও বাজারে অসংখ্য এমন ভালো ও বাজেট ফ্রেন্ডলি মোবাইল ফোন রয়েছে। এই ফোনগুলো কেনার সময়ও কনফিগারেশন চেক করে কিনবেন। আর্টিকেলটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। কমেন্ট ও শেয়ার করবেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!