সেরা ১০টি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন 2024

হাসিবুর
লিখেছেন -

আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক সেরা ১০টি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন ২০২৪। বর্তমানে অনলাইন গেম খেলার জন্য কম্পিউটার বা ল্যাপটপের ব্যবহার কমে গেছে।কারণ ফোন দিয়েই সেসব গেম খেলা যায়। এজন্য মোবাইল কোম্পানিগুলোও প্রচুর গেমিং ফোন তৈরি করছে।

গেমিং ফোন হল এমন ফোন যা মোবাইল ফোন গেমারদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়।এই ধরনের ডিভাইসের প্রসেসর, র‍্যাম, ডিসপ্লেসহ সব ধরণের কনফিগারেশন ভালো হতে হয়। আর ভালো ডিভাইসের দামও বেশি হয়ে থাকে। এজন্য যারা গেম লাভার কিন্তু বাজেট কম তারা ভাবে গেমিং ফোন কিনতে গেলে অনেক বাজেট লাগবে। কিন্তু বাজেট ১৫০০০ টাকার মধ্যে হলেও কিন্তু ভালো মানের গেমিং ফোন কেনা যায়। আজকের আর্টিকেলে থাকবে সেরকম ১০ টি ফোনের বিস্তারিত তথ্য।

(toc) #title=(এক নজরে সম্পূর্ণ লেখা পড়ুন)

ভালো গেমিং ফোন হতে হলে কি কি থাকা দরকার

ভালো গেমিং ফোন হতে হলে তাতে একটি ভালো চিপসেট থাকতে হবে। চিপসেট হলো ফোনের প্রধান শক্তির উৎস। শুধু গেমিং এর জন্যই নয়, সামগ্রিক পারফরম্যান্স ফ্যাক্টরের জন্যও চিপসেট সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার।

আপনার যদি বাজেট কম হয় তবে আপনি অন্তত MediaTek Helio G88, G85 বা G80 চিপসেট দিয়ে শুরু করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল RAM এর পরিমাণ। আপনার ন্যূনতম ৪ জিবি র‍্যাম প্রয়োজন হবে।

অবশ্য অনেক সেটে আপনি ৬ বা ৮ জিবি বিল্ট-ইন র‍্যামও পেতে পারেন। কিন্তু সেটা আবার ভার্চুয়াল মেমরি বা এক্সটেন্ডেড RAM নয়। ভালো গেমিং পারফরম্যান্সের জন্য ভালো অপ্টিমাইজড সফ্টওয়্যার দরকার হয়। এজন্য স্বনামধন্য ব্র্যান্ডের ফোনগুলো ভালো হয়। OS ও UI এর সর্বশেষ ভার্সনটিও অনেক ভালো।

এছাড়াও গেমিং ফোনে ফুল HD ডিসপ্লে, ফাস্ট চার্জিং, উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যাকআপ, ভালো কুলিং সিস্টেম ও গেমিং এর সাথে মানানসই একটি সুন্দর ডিজাইন দরকার হয়। এসবের সাথে দ্রুত ইন্টারনেট সংযোগও প্রয়োজন। কারণ অনেক গেম অনলাইন মাল্টিপ্লেয়ার-ভিত্তিক হওয়ায় ইন্টারনেট সংযোগ লাগে।

সেরা ১০টি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন ২০২৪

১৫ হাজার টাকার মধ্যে সেরা গেমিং ফোন গুলো হল:

  1. Xiaomi Poco C65
  2. itel Power 55
  3. WALTON NEXG N71
  4. itel S23
  5. Realme Narzo N53
  6. INFINIX SMART 7
  7. SAMSUNG GALAXY F04
  8. TECHNO SPARK 7T
  9. Infinix Hot 20
  10. Vivo y20

২০২৪ সালের সেরা ১০ টি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন নিয়ে বিস্তারিত:

1. Xiaomi Poco C65

১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন
  • মূল্য: ৳১২০০০
  • Relesed: নভেম্বর ৬, ২০২৩
  • OS: Android 13, MIUI 14 for POCO
  • Chipset: Helio G85
  • Camera: 50MP 1080p
  • Display: 6.74", 720x1600 pixels
  • RAM: 4/6GB
  • ROM: 128GB/256GB
  • Battery: 5000mAh Li-Po

Xiaomi Poco C65 কেন কিনবেন

Xiaomi Poco C65 গেমারদের জন্য ভালো একটি কমদামে গেমিং ফোন। কারণ, মাত্র ১২০০০ টাকার ফোনটিতে মিডিয়াটেক Helio G85 ভালো প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও 720x1600 পিক্সেলের রেজুলেশন থাকায় ফোনটির গতি থাকবে অনেক। এর ৪/৬ জিবি RAM ও ৬৪/১২৮ জিবি ROM গেমারদের জন্য অনেক সাপোর্ট দিবে। সেই সাথে 50MP/ 8MP ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও করা যাবে মন মতো। আর 5000 mAh এর ব্যাটারী ব্যাকআপ থাকায় চার্জ শেষ হওয়ারও চিন্তা থাকবে না। তাই বাজেট ফ্রেন্ডলি এই ফোনটি কিনতে পারেন।

আরো পড়ুন: ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪

2. itel Power 55

১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন
  • মূল্য: ৳১৫০০০
  • Released: অক্টোবর, ২০২৩
  • OS: Android 13
  • Chipset: Mediatek Dimensity 6080 (6 nm)
  • Camera: 50MP /8MP
  • Display: 6.6", 720x1612 pixels
  • RAM: 4GB/6GB 
  • ROM: 64GB/128GB
  • Battery: 5000mAh Li-Po

itel Power 55 কেন কিনবেন

itel Power 55 গেমারদের জন্য ভালো একটি ফোন। কারণ মাত্র ১৩০০০ টাকার ফোনটিতে Mediatek Dimensity 6080 (6 nm) চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও 720x1612 পিক্সেলের রেজুলেশন থাকায় ফোনটির গতি থাকবে অনেক। এর ৪/৬ জিবি RAM ও ৬৪/১২৮ জিবি ROM গেমারদের জন্য অনেক সাপোর্ট দিবে। সেই সাথে 50MP/ 8MP ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও করা যাবে মন মতো। আর 5000 mAh এর ব্যাটারী ব্যাকআপ থাকায় চার্জ শেষ হওয়ারও চিন্তা থাকবে না। তাই চোখ বন্ধ করে এই ফোনটি কিনতে পারেন।

Read more: amarload.com

3. WALTON NEXG N71

১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন
  • মূল্য: ৳১১৪৯৯
  • Released: ডিসেম্বর, ২০২৩
  • OS: Android 13
  • Chipset: Unisoc Tiger T606 SoC | 12nm
  • Camera: 52MP /5MP
  • Display: 6.6", 720x1612 pixels
  • RAM: 9GB 
  • ROM: 128GB
  • Battery: 5050mAh Li-Po

WALTON NEXG N71 কেন কিনবেন

ওয়ালটন নেক্সজি এন ৭১ গেমিং এর জন্য ভালো একটি ফোন। কারণ, মাত্র ১১,৪৯৯ টাকার ফোনটিতে Unisoc Tiger T606 (12 nm) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও 720x1612 পিক্সেলের রেজুলেশন থাকায় ফোনটির গতি থাকবে অনেক। এর ৯ জিবি RAM ও ১২৮ জিবি ROM গেমারদের জন্য অনেক সাপোর্ট দিবে। সেই সাথে 52MP 5MP ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও করা যাবে মন মতো। আর 5050 mAh এর ব্যাটারী ব্যাকআপ থাকায় চার্জ শেষ হওয়ারও চিন্তা থাকবে না। তাই চোখ বন্ধ করে এই ফোনটি কিনতে পারেন। সবচেয়ে বড় কথা এটি বাংলাদেশি ফোন।

4. itel S23

১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোন 2024
  • মূল্য: ৳১৩,৯০০
  • Released: June,২০২৩
  • OS: Android 12
  • Chipset: Unisoc T606 (12nm)
  • Camera: 50MP /8MP
  • Display: 6.6", 720x1612 pixels
  • RAM: 4GB/8GB
  • ROM: 128GB/256GB
  • Battery: 5000mAh Li-Po

itel S23 কেন কিনবেন

itel S23 গেমিং এর জন্য সেরা একটি সেট। কারণ এতে Unisoc T606 (12 nm) চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও 720x1612 পিক্সেলের রেজুলেশন থাকায় ফোনটির গতি থাকবে অনেক। এর ৪ জিবি র‍্যাম ভেরিয়েন্টে ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম যুক্ত করা হয়েছে এবং ৮ জিবি মডেলে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম যুক্ত রয়েছে। আপনি যদি ভালো গেমিং পারফরম্যান্স চান, তাহলে ৮ GB RAM মডেল বেছে নিলে ভালো হবে। যা গেমারদের জন্য অনেক দরকার। সেই সাথে 50MP ও 8MP ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও করা যাবে মনের মতো। আর 5000 mAh এর ব্যাটারী ব্যাকআপ থাকায় চার্জের শেষ হওয়ারও চিন্তা থাকবে না। তাই চোখ বন্ধ করে এই ফোনটি কিনতে পারেন।

5. Realme Narzo N53

গেমিং ফোন
  • মূল্য: ৳১৪০০০
  • Released: May,২০২৩
  • OS: Android 13
  • Chipset: Unisoc Tiger T612 (12nm)
  • Camera: 50MP /8MP
  • Display: 6.74”, 1080x2400 pixels
  • RAM: 4GB/6GB 
  • ROM: 64GB/128GB
  • Battery: 5000mAh Li-Po

Realme Narzo N53 কেন কিনবেন

Realme Narzo N53 গেমিং এর জন্য সেরা একটি সেট হিসেবে পছন্দ করা যায়। কারণ মাত্র ১৫০০০ টাকার মধ্যের সেটে Unisoc Tiger T612 (12 nm) চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও 1080/2400 পিক্সেলের রেজুলেশন থাকায় ফোনটির গতি থাকবে অনেক। যা গেমারদের জন্য অনেক প্রয়োজন। সেই সঙ্গে 50MP 8MP ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও করা যাবে আপনার মনের মতো। আর হ্যাঁ 5000 mAh এর ব্যাটারী ব্যাকআপ থাকার কারণে চার্জ শেষ হওয়ারও চিন্তা থাকছে না। তাই আমি বলব আপনি চোখ বন্ধ করে এই গেমিং ফোনটি কিনতে পারেন।

6. INFINIX SMART 7

INFINIX SMART 7
  • মূল্য: ৳৯৪৯৯/৳১০৪৯৯
  • Released: ফ্রেব্রুয়ারি, ২০২৩
  • OS: Android 12
  • Chipset: GHz octa-core CPU ও আনস্পেসিফিক GPU
  • Camera: 13MP /5MP
  • Display: 6.6", 720x1612 pixels
  • RAM: 3GB/4GB
  • ROM: 64GB
  • Battery: 5000mAh Li-Po

INFINIX SMART 7 কেন কিনবেন

INFINIX SMART 7 স্বল্পমূল্যে গেমিং এর জন্য সেরা একটি ফোন হিসেবে পছন্দ করা যায়। কারণ মাত্র ৯,৪৯৯ টাকা থেকে ১০,৪৯৯ টাকার মধ্যে GHz octa-core CPU ও আনস্পেসিফিক GPU চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও 720x1612 পিক্সেলের রেজুলেশন আছে। ফোনটির গতি থাকবে অনেক।যা গেমারদের জন্য খুব ভালো হবে। আর 5000 mAh এর ব্যাটারী ব্যাকআপ থাকায় চার্জ দ্রুত শেষ হওয়ারও চিন্তা থাকবে না। তাই চোখ বন্ধ করে এই গেমিং ফোনটি কিনতে পারেন।

7. SAMSUNG GALAXY F04

SAMSUNG GALAXY F04
  • মূল্য: ৳১০৯৯৯
  • Released: January,২০২৩
  • OS: Android 12
  • Chipset: Mediatek MT6765 Helio P35 (12nm)
  • Camera: 13MP /5MP
  • Display: 6.5", 720x1600 pixels
  • RAM: 4GB
  • ROM: 64GB
  • Battery: 5000mAh Li-Po

SAMSUNG GALAXY F04 কেন কিনবেন

SAMSUNG GALAXY F04 ফোনটি সেরা ১০টি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোনের মধ্যে অন্যতম একটি ফোন। স্বল্পমূল্যে গেমিং এর জন্য সেরা একটি ফোন হিসেবে এটা কিনতে পারেন। কারণ 720x1600 পিক্সেলস রেজুলেশন ও Mediatek MT6765 Helio P35 (12nm) চিপসেট থাকায় গেমাররা নির্বিঘ্নে গেল খেলতে পারবেন।

8. TECHNO SPARK 7T

TECHNO SPARK 7T
  • মূল্য: ৳১১০০০
  • Released: June,২০২১
  • OS: Android 11
  • Chipset: Helio G35 Gaming Processor
  • Camera: 48MP /8MP
  • Display: 6.52", 720x1600 pixels
  • RAM: 4GB
  • ROM: 64GB/128GB
  • Battery: 6000mAh Li-Po

কেন কিনবেন

TECHNO SPARK 7T স্বল্পমূল্যে গেমিং এর জন্য সেরা একটি ফোন। 6000 mAh এর ব্যাটারী ব্যাকআপ থাকায় চার্জ শেষ হওয়ারও চিন্তা থাকবে না। চিপসেট Helio G35 Gaming Processor ও 720x1600 পিক্সেলের রেজুলেশন হওয়ায় স্মুথলি গেম খেলা যাবে। এজন্য এই ফোনটিকে সেরা ১০ টি পছন্দের ফোনের তালিকায় রাখতে পারেন।

9. Infinix Hot 20

Infinix Hot 20
  • মূল্য: ৳১৩০০০
  • Released: অক্টোবর, ২০২২
  • OS: Android 12
  • Chipset: MediaTek Helio G85
  • Camera: 50MP /8MP
  • Display: 6.5", 720x1600 pixels
  • RAM: 4GB/6GB
  • ROM: 64GB/128GB
  • Battery: 5000mAh Li-Po

কেন কিনবেন

Infinix Hot 20 ফোনটির চিপসেট MediaTek Helio G85 ও 720x1600 পিক্সেলের রেজুলেশন হওয়ায় স্মুথলি গেম খেলা যায়। এছাড়া দামও হাতের নাগালে, পাশাপাশি ভালো রেজুলেশনের ক্যামেরা হওয়ায় ছবি ও ভিডিও ভালো হয়। কমদামে গেমিং ফোন হিসেবে এটি ক্রয় করতে পারেন।

10. Vivo y20

Vivo y20
  • মূল্য: ৳১৩৯৯০
  • Released: August, ২০২০
  • OS: Fun touch 11 
  • Chipset: Helio P35
  • Camera: 13+2+2MP /8MP
  • Display: 6.51", 720x1600 pixels
  • RAM: 4GB 
  • ROM: 64GB
  • Battery: 5000mAh Li-Po

কেন কিনবেন

Vivo y20 ফোনের চিপসেট Helio P35 ও 720x1600 পিক্সেলের রেজুলেশন হওয়ায় ভালো ও স্মুথ গেম খেলা যাবে। তাই গেমাররা বাজেট কম হলেও এই গেমিং ফোন কেনার সিদ্ধান্ত নিতে পারেন। কারণ এই ফোন দিয়ে গেমিংয়ের পাশাপাশি সার্বিকভাবে সব ধরণের কাজও ভালোভাবে করতে পারবেন।

শেষ কথা

আজকের আর্টিকেলে সেরা ১০ টি ১৫০০০ টাকার মধ্যে ভালো গেমিং ফোনের দাম, চিপসেট, ক্যামেরা,ব্যাটারী ইত্যাদি তথ্য শেয়ার করেছি।আশা করি এর মাধ্যমে ভালো গেমিং ফোন পেয়ে যাবেন।আর আর্টিকেলে দেওয়া বর্তমান তথ্য বিশেষ করে ফোন সেটের দাম অনেক সময় পরিবর্তন হতে পারে। তখন ফোন সেট কোম্পানির সাইটগুলো ভিজিট করে নেবেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!