আজকের এই লেখায় আমরা আলোচনা করবো অটো কল রেকর্ড অ্যাপস নিয়ে। আপনি ফ্রি অটো কল রেকর্ডার ডাউনলোড করতে পারবেন সহজেই। মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে প্রায়শই আমাদের কল রেকর্ডার ব্যবহার করার প্রয়োজনীয়তা দেখা দেয়।
কোনো কোনো মোবাইল ফোনে অটো কল রেকর্ডার ফাংশনটি কল সেটিংস এর মধ্যে থাকে। সেটিংসে গিয়ে অটো কল রেকর্ডার চালু করলে চালু হয়ে যায়। আপনার ফোনটি যদি Redmi বা Poco কোম্পানির হয় তাহলে অটোমেটিক কল রেকর্ডিং এর সুবিধা এমনিতেই পাবেন।
তবে কিছু ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, রেকর্ডারকে অন করতে হলে অবশ্যই কথা বলার সময় স্পিকারে কথা বলতে হয়। তাই অনেকে এটাকে বিরক্তিকর মনে করেন। ফলে google play store থেকে বিভিন্ন অটো কল রেকর্ডার অ্যাপ ডাউনলোড করার প্রয়োজনীতা দেখা দেয়।
অন্যদিকে, যাদের ফোনে সেটিংস এ স্বাভাবিক ভাবে অটো কল রেকর্ডিং অ্যাপ থাকে না তাদেরকে কল রেকর্ড করার জন্য গুগল প্লে স্টোর থেকেই কল রেকর্ডার আ্যপ ডাউনলোড করতে হয়।
আজকাল গুগল প্লে স্টোরে অনেক অটো কল রেকর্ড অ্যাপস পাওয়া যায়। তবে এত সংখ্যক অ্যাপস এর মধ্য থেকে কোন কল রেকর্ডার অ্যাপটি ডাউনলোড করবেন তা নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। অর্থাৎ সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি তা অনেকেই বুঝতে পারেন না। তাই সে সমস্যা দূর করতে এই আর্টিকেলটি আপনাকে সহায়তা করবে। এই আর্টিকেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ফ্রি অটো কল রেকর্ডার আ্যপস সম্পর্কে জানতে পারবেন এবং সহজে ডাউনলোড করতে পারবেন।
(toc) #title=(এক নজরে সম্পূর্ণ লেখা পড়ুন)
অটো কল রেকর্ড অ্যাপস
- Call Recorder Automatic
- Starbox All Call Recorder
- Call Recorder – Talker ACR
- Call Recorder-callX
- Smart Voice Recorder
1. Call Recorder Automatic
- অ্যাপটির রেটিং ৪.৬/৫
- অ্যাপটিতে রিভিউ দিয়েছেন ৭৯.২ হাজারের বেশি ইউজার
- কল রেকর্ড করার অ্যাপটি ১০ লাখের বেশি ইউজার ডাউনলোড করেছে
এক বা একাধিক মানুষের সাথে কল হাইকোয়ালিটিতে অটোম্যাটিক ভাবে রেকর্ড করার জন্য সেরা রেকর্ডিং অ্যাপ হল Call Recorder Automatic।
অ্যাপটির নিজস্ব অডিও প্লেয়ারের মাধ্যমে অনেক সহজে এবং সুবিধাজনক ভাবে রেকর্ডিংগুলো দ্রুততার সাথে প্লে করে দেখেও নেয়া যায়। আর, রেকর্ডিং অডিও গুলো লিস্ট ও ক্যালেন্ডার ফরমেটে সেভ হওয়ায়, সেগুলো আপনি আপনার মোবাইলে সহজেই খুঁজে পাবেন।
যেকোনো প্রয়োজনীয় এবং মজাদার কথাগুলো সহজে এই অ্যাপটির মাধ্যমে রেকর্ড করা সম্ভব। সেভ করার রেকর্ডিং গুলো তারিখ অনুযায়ী তালিকা করে রাখা হয়। রেকর্ডকৃত অডিও ফাইলগুলোকে .caf ফরমেট এর সংরক্ষণ করে রাখা হয় এই অ্যাপটির মাধ্যমে।
কল রেকর্ডারটি কিভাবে কাজ করেঃ অ্যাপটি ওপেন ইন্সটল করার সময়য় আপনাকে কিছু অ্যাপকে অনুমতি দিতে হবে। অনুমতি দেওয়া অ্যাপ গুলোতে শুধুমাত্র এই অ্যাপটি কাজ করবে। অন্য অ্যাপ গুলোতে কাজ করবে না। আশা করি আপনি খুবই সহজেই আপনার ফোনে অ্যাপটি ইন্সটল করে নিতে পারবেন।
আরো পড়ুন: মোবাইল ভাইরাস ক্লিনার: জেনে নিন, মোবাইল পরিষ্কার করার অ্যাপস
2. Starbox All Call Recorder
- রেটিং: ৪.৫/৫
- রিভিউ: ১.৩৭ লাখের বেশি
- Starbox All Call Recorder অ্যাপ ডাউনলোড করেছেন ৫০ লাখের বেশি ইউজার
- একাধিক ব্যক্তির কথোপকথন দ্রুত এবং সহজে রেকর্ড করা যায়। এটি ব্যবহারের মাধ্যমে কল রেকর্ড করা, নোট যুক্ত করা এবং পরবর্তীতে রেকর্ডিং শোনা যায়।
- শুধুমাত্র প্রয়োজনীয় রেকর্ডিং গুলো সেভ করা যায়
- উন্নত মানের রেকর্ডিং
- ফোন ধরার পর বা ফোন করার পর দ্রুত স্বয়ংক্রিয়ভাবে কল রেকর্ড শুরু হয়
- কিছু ডিভাইসের ক্ষেত্রে MP3 রেকর্ডিং ফরম্যাট সঠিকভাবে কাজ না ও করতে পারে। সেক্ষেত্রে এই WAV, 3GPP, MP4 বা AMR ফরম্যাট গুলোতে রেকর্ডিং সেভ করতে হবে।
3. Call Recorder – Talker ACR
- রেটিং: ৪.৬/৫
- রিভিউ:২৩.৩ হাজারের বেশি
- অ্যাপটি ডাউনলোড করেছে ১০ লাখের বেশি ইউজার
Call Recorder – Talker ACR অ্যাপের ফিচার:
- এটি ইনকামিং এবং আউটগোয়িং ফোন কলে কথোপকথন রেকর্ড করতে পারে।
- শুধুমাত্র ফোন কল নয় অন্যান্য app যেমন Viber, Skype, Hangouts, Facebook এবং মেসেঞ্জারে উচ্চমান সম্পন্ন ভয়েস রেকর্ডিং পাওয়া যায়।
- রেকর্ডিং গুলোর মধ্যে প্রয়োজনীয় রেকর্ড গুলোকে চিহ্নিত করার জন্য তারকার চিহ্ন দেওয়ার সুবিধা আছে।
4. Call Recorder-callX
- রেটিং: ৪.৩/৫
- রিভিউ: ৪.৪৫লাটি
- ডাউনলোড: ১ কোটি বারের বেশী
- অ্যাপটিতে caller Id রয়েছে যা ফোন কল শনাক্ত করতে এবং স্প্যাম এড়াতে সাহায্য করে। ম্যানুয়ালি এবং অটোমেটিক কল রেকর্ডের সুবিধাও রয়েছে।
- HD কোয়ালিটি সম্পন্ন রেকর্ড গুলি MP3 এবং WAV অডিও ফরম্যাটে পাওয়া যায়।
- বিভিন্ন মাধ্যমে অটো কল রেকর্ড অ্যাপ এর ফাইলগুলো শেয়ার করা যায়। যেমন- ড্রপবক্স, গুগল ড্রাইভ, হোয়াটস অ্যাপ, ভাইবার, স্কাইপ ইত্যাদি।
5. Smart Voice Recorder
রেটিং: ৪.৫/৫
রিভিউ: ৪.৮৫ হাজারের বেশী
ডাউনলোড: ১ কোটি + ইউজার ডাউনলোড করেছে অ্যাপটি
ফ্রি রেকর্ডার গুলোর মধ্যে Smart Voice Recorder অ্যাপটি অনেক প্রচলিত। এই অ্যাপটিতে সাউন্ড কোয়ালিটির গুণগত মান অনেক ভালো। মোবাইলে রেকর্ডিং নামের ফোল্ডারটিতে সমস্ত রেকর্ডিং গুলো দেখতে পাবেন।
অ্যাপটির সুবিধা
- সব রেকর্ডিং গুলো একসাথে পাবেন
- যে কোনো অ্যাপ এর মাধ্যমে সেভ করা এবং অডিও গুলো শেয়ার করা যায়
- পরিষ্কার এবং সহজ ইউজার ইন্টারফেস
- রেকর্ডিং গুলো সহজেই সেভ, ডিলেট এবং রিস্টার্ট করতে পারবেন
- ডিসপ্লে বন্ধ থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ড রেকর্ডিং করা যায়
ভালো কল রেকর্ডার অ্যাপ এর বৈশিষ্ট্য
- অটোমেটিক কল রেকর্ডের সুবিধা
- সাউন্ড রেকর্ডিং গুলো পরিষ্কারভাবে বোঝা যায়
- ইনকামিং এবং আউটগোয়িং কল ভালোভাবে রেকর্ড হয়
- ইন্টারনেটের মাধ্যমে আসা কল রেকর্ড করা যায়
- অডিও ফাইলগুলো সরাসরি শেয়ার করা যায়
- এটি ব্যবহারের জন্য সহজভাবে নির্দেশনা দেওয়া থাকে
- অতিরিক্ত অ্যাড প্রদর্শন করে না
- প্রিমিয়াম প্যাকেজগুলো বাজেট ফ্রেন্ডলি হয়
অটো কল রেকর্ড অ্যাপস এর সুবিধা
আপনি কি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে ফ্রি অটো কল রেকর্ডার অ্যাপ ডাউনলোড করতে চান? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে অবশ্যই আপনাকে অ্যাপগুলোর সুযোগ সুবিধা এবংজনপ্রিয়তা সম্পর্কে জানতে হবে। আপনারা যাতে সঠিক অটো কল রেকর্ডার অ্যাপ বাছাই করতে পারেন তাই কিছু ফ্রি অটো কল রেকর্ডার অ্যাপ এর সুবিধা আপনাদের সামনে তুলে ধরছি।
- কল রেকর্ডকে বিভিন্ন ফরম্যাটে সেভ করা যায়
- রেকর্ডিং গুলো সহজে শেয়ার করা যায়
- অধিকাংশ সময় বিনামূল্যে ব্যবহার করা সম্ভব
- রেকর্ডিং ভয়েস গুলো সহজে এবং দ্রুত খুঁজে পাওয়া যায়
- স্বয়ংক্রিয়ভাবে ডায়াল কল এবং রিসিভ কল রেকর্ড করা যায়
- বিভিন্ন প্রয়োজনে রেকর্ডগুলো প্রমাণ হিসেবে কাজে লাগে
- বারবার ম্যানুয়ালি অন করার ঝামেলাতে পড়তে হয় না
- ইচ্ছা করলে রেকর্ড করা ফাইলগুলো মোবাইল বা মেমোরিতে না রেখে গুগল ড্রাইভ বা ড্রপবক্সে সেভ করে রাখা যায়।
- গোপনে কল রেকর্ড করা সম্ভব
- প্রয়োজনীয় কল সংরক্ষণ করা যায়
- ইচ্ছামতো রেকর্ডিং চালু ও বন্ধ করা যায়
ফ্রী অ্যাপ গুলো ব্যবহার অসুবিধা
- কিছু কিছু ক্ষেত্রে অডিও রেকর্ডিং কোয়ালিটি ভালো হয় না
- ফ্রী রেকর্ডিং অ্যাপ গুলোতে বিজ্ঞাপন থাকায় প্রয়োজনীয় কাজে বিজ্ঞাপন বিরক্তির কারণ হতে পারে।
- ফোনে একাধিক ভয়েস রেকর্ডার থাকলে অসুবিধা হয়
কম্পিউটারে কিভাবে অটো অডিও কল রেকর্ডার ডাউনলোড করবেন
আমরা জানি কম্পিউটার সফটওয়্যারে চলে। কম্পিউটারে কোন কাজ করতে হলে আমরা সফটওয়্যার ইন্সটল করে কাজ করি। তবে কম্পিউটারে, স্মার্টফোন বা iphone এর app ব্যবহার করতে চাইলে আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সে সফটওয়্যারটার নাম হচ্ছে Emulator।
বিভিন্ন কোম্পানির Emulator থাকে। যেকোন কোম্পানির ইমুলেটর প্রথমে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। তারপর সেই ইমুলেটর এর মাধ্যমে যেকোন ধরনের অ্যাপ ইন্সটল দেওয়া যাবে। এভাবে প্লে স্টোর থেকে অটো কল রেকর্ডারটিও সহজে ইন্সটল করা যাবে।
আরো পড়ুন: মোবাইল ফোনের ক্ষতিকর দিক থেকে বাঁচার উপায়
অটো কল রেকর্ড সেটিং চালু করবেন কিভাবে
আপনার ফোনের সেটিংস এ যদি এমনিতেই অটো কল রেকর্ডার থাকে তাহলে প্রথমে সেটিং অপশন অন করতে হবে। সেটিংস এর মধ্যে অনেকগুলো মেনু থাকবে তার মধ্যে call setting কে ট্যাপ করতে হবে। তারপর অনেকগুলো মেনুর মধ্যে Call Record দেখাবে এবং Call Record এ ট্যাপ করলে Auto Call Record অপশন পাবেন।
আর যদি থার্ডপার্টি সফটওয়্যার অর্থাৎ গুগল প্লে স্টোরে যে অ্যাপ গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে রেকর্ড করতে চান তাহলে অ্যপ যে পারমিশন গুলো চাইচ্ছে তা দেওয়ার মাধ্যমে অটো কল রেকর্ডার অন করা যাবে।
অ্যাপ ছাড়া কল রেকর্ড করার পদ্ধতি
আপনি যদি গুগলের অ্যাপ ছাড়া কল রেকর্ড করতে চান তাহলে আপনাকে ফোনের অডিও রেকর্ডার অপশনটি অন করতে হবে। তারপর ফোনে কথা বলা শুরু করতে হবে এবং কথা বলার সময় ফোনের স্পিকার অন রাখতে হবে। তাহলে আপনার কলের সময় টুকু অডিও রেকর্ডিংএ রেকর্ড হয়ে যাবে।
অথবা আপনার কাছে যদি দুইটি ফোন থাকে তাহলে অপর ফোনটির রেকর্ডার অন করে দিবেন এবং যে ফোনে কথা বলছেন সে ফোনের স্পিকার আবারো অন করে দিবেন। তাহলে আপনার এবং যার সাথে কথা বলছেন তার ভয়েস রেকর্ড হবে।
ফ্রি অটো কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করার পূর্বে সতর্কতা
- অ্যাপ কতজন মানুষ ব্যবহার করেছেন তা জানতে হবে
- অ্যাপের রেটিং পয়েন্ট কত তা জানতে হবে
- রিভিউ গুলো ভালোভাবে পড়ে দেখতে হবে
- অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে অবশ্যই অ্যাপ এর about the app সেকশন ভালোভাবে পড়ে নিতে হবে।
- about the app সেকশনে যদি লেখা থাকে যে অন্য থার্ড পার্টির সাথে আপনার তথ্য শেয়ার করতে পারে। তাহলে এরকম ধরনের এড়িয়ে চলুন।
- যেহেতু অটো ভয়েস কল রেকর্ডার সকল রেকর্ডিং সেভ করে রাখে। তাই অডিও রেকর্ডিংগুলো চুরি হওয়া যাওয়ার সম্ভাবনা এড়িয়ে দেওয়া যায় না।
- এটি ইন্সটল করার পর চালু করা সময় যে যে অনুমতি গুলো চাইছে সেগুলো দেওয়ার সময় সতর্ক থাকুন। আপনার লোকেশন ট্র্যাক বা অন্য কোনো ধরনের ব্যক্তিগত তথ্য ও প্রদানের অনুমতি চাইলে এড়িয়ে চলুন।
সবচেয়ে ভালো কল রেকর্ডার কোনটি
উপরে উল্লেখিত অটো কল রেকর্ড অ্যাপস গুলো মোটামুটি ভালোমানের কাজ করে। তবে আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে অবশ্যই একটি উপদেশ দিবো Google play store থেকে নেওয়া এসব থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে আপনি কল রেকর্ডিং করবেন না।
আপনার ফোনে স্বয়ংক্রিয়ভাবে যে সফটওয়্যার ইন্সটল করা আছে সেখানে আপনি লক্ষ্য করবেন যে অডিও রেকর্ড বা ফোন কল রেকর্ড বা অটো কল রেকর্ডার এরকম কোন ধরনের অপশন থাকবে। সে অপশন গুলো ব্যবহার করে কল রেকর্ড করার চেষ্টা করবেন। এতে করে আপনার তথ্য সংরক্ষিত থাকবে এবং আপনার তথ্য কোন থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে পারবে না।
অটো কল রেকর্ডার ডাউনলোড এবং ব্যবহার করা অত্যন্ত সহজ। কিন্তু ফ্রিতে ডাউনলোড করার সময় একটু সতর্ক থেকে ডাউনলোড করাই ভালো। আশা করি আজকের আর্টিকেলটির মাধ্যমে কল রেকর্ডিং সফটওয়্যার সম্পর্কে সার্বিক ধারণা পেয়েছেন।