চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৪ : একটু ছুটি, উৎসব কিংবা ভালো সময় কাটানোর জন্য যান্ত্রিক এ শহরে থেকে মানুষ ছুটে বেড়ায় পর্যটনের শহরে। এমনই দুইটি জনপ্রিয় পর্যটন শহর হচ্ছে চট্টগ্রাম এবং কক্সবাজার।
কিন্তু, অনেক ভ্রমণ পিপাসুই সিদ্ধান্তহীনতায় ভুগেন চট্টগ্রাম টু কক্সবাজার যাতায়াতের বিষয় নিয়ে। প্রিয় ভ্রমণ পিপাসু পাঠক, আপনি কি চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৪ ও ভাড়ার তালিকা সম্পর্কে অবগত নন?
তাহলে চিন্তার কোন কারণ নেই, আপনি সঠিক আর্টিকেলে এসেছেন, আজকের আর্টিকেলে মূল লক্ষ্য হল চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৪ ও ভাড়ার তালিকা সহ ট্রেন যাত্রার সংক্রান্ত যাবতীয় সকল তথ্য তুলে ধরা।
আপনার যাত্রা স্বস্তি ও আনন্দময় করার জন্য আজকের আর্টিকেলের শুরু থেকে শেষ অব্দি থাকুন আমাদের সাথে থাকুন। আরো পড়ুন অনলাইনে পাসপোর্ট সংশোধন করার নিয়ম ২০২৪ ও যা যা লাগে।
(toc) #title=(এক নজরে সম্পূর্ণ লেখা পড়ুন)
চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথের ট্রেন সংক্ষেপে?
গেল বছর ২৩ই নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস উদ্ভাবন করেন এবং ১ই ডিসেম্বর ট্রেন চলাচল শুরু হয়। ট্রেনটি চালু হওয়াতে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের মানুষ আনন্দের সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলে।
এই রেলপথটি চালুর ফলে বিমান ও সড়ক ছাড়াও পর্যটকদের জন্য চলাচলের আরেকটি পথ খুলে গিয়েছে। যা পর্যটকের কম সময়ের সাথে কম খরচে যাত্রা সুনিশ্চিত করে।
চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথের দূরত্বসীমা?
চট্টগ্রাম তো কক্সবাজার রেল পথের দূরত্ব সীমা ১০২ কিলোমিটার। চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথের ট্রেন চলবে ৬০ কিলোমিটার গতিতে এবং পৌঁছাতে লাগবে মাএ ২:৩০ থেকে ৩ ঘন্টা।
তাই যারা লং জার্নি পছন্দ করেন না তারা বন্ধু বা প্রিয়জনের সাথে নির্বিঘ্নে চট্টগ্রাম টু কক্সবাজার ভ্রমন করতে পারেন।
চট্টগ্রাম থেকে কক্সবাজার চলমান ট্রেন ও ট্রেনের তালিকা ২০২৪?
সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত চট্টগ্রাম টু কক্সবাজার রুটে ১দিনে দুইটি আন্তঃনগর ট্রেন যাতায়াত করে। চট্টগ্রাম টু কক্সবাজার সরাসরি ট্রেন যাতায়াতে আন্তঃনগর ট্রেন ২টি ব্যবহৃত হয়। ট্রেন দুটির তালিকা দেওয়া হল:-
- আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস (রাত্রি চলাকালীন ট্রেন) - ৮১৪
- আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস (দিনে চলাকালীন ট্রেন) - ৮১৬
চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথে ট্রেনের সময়সূচী প্রস্তাবিত (সংক্ষেপে)
চট্টগ্রাম টু কক্সবাজার সময়সূচী (প্রস্তাবিত-১)
প্রথম যাত্রা (স্থান)-
- চট্টগ্রাম (রাত) -৮:১৫ মিনিট
- কক্সবাজার (সকাল) -১০ টা
শেষ যাত্রা (স্থান)-
- কক্সবাজার (ভোর) - ৫:১০ মিনিট
- চট্টগ্রাম (সন্ধ্যা) - ৭:১৫ মিনিট
চট্টগ্রাম টু কক্সবাজার সময়সূচী (প্রস্তাবিত-২)
প্রথম যাত্রা (স্থান)-
- চট্টগ্রাম (রাত) -১১:৫০ মিনিট
- কক্সবাজার (সকাল) -১২:৪৫ মিনিট
শেষ যাত্রা (স্থান)
- কক্সবাজার (ভোর) - ৫ঃ৩০ মিনিট
- চট্টগ্রাম (সন্ধ্যা) - ১০ টা
এই ছিল চট্টগ্রাম থেকে কক্সবাজারে প্রস্তাবিত দুইটি সময়সূচি।
চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটের ট্রেনের সময়সূচী ২০২৪
বর্তমানে চট্টগ্রাম টু কক্সবাজার রুটের সময়সূচি হল:
আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস (৮১৪): রাতে চলাচলকারী এই ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছায় ৩ টা বেজে ৪০ মিনিটে। ২০ মিনিট বিরতির পর ভোর ৪ টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়।
আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস (৮১৬): দিনে চলাচলকারী এই ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছায় ১১ টা ২০ মিনিটে। ২০ মিনিট বিরতির পর বেলা ১১ টা ৪০ মিনিটে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেয়।
আরো পড়ুন : indian visa check: জেনে নিন, ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
কক্সবাজার থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৪
বর্তমানে চট্টগ্রাম টু কক্সবাজার রুটের সময়সূচি হল:
আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস (৮১৪): আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দিনের দ্বিপ্রহরে কক্সবাজার ছাড়ে বেলা ১২টা ৩০ মিনিটে। ২০ মিনিট বিরতি শেষে পুনরায় ৩ টা ৪০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।
আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস (৮১৬): আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার ছাড়ে রাত ৮ টায় এবং চট্টগ্রামে পৌঁছায় ১০টা বেজে ৫০ মিনিটে।
ঢাকা থেকে কক্সবাজার(আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস) ট্রেনের সময়সূচি ২০২৪?
সাপ্তাহিক ছুটি সোমবার ব্যতীত বাকি ৬ দিন ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করে থাকে আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস।
ঢাকা টু কক্সবাজার ১০:৩০ ট্রেন ছাড়ে ৩.৪০ চট্টগ্রামে পৌঁছায়।
ঢাকা থেকে কক্সবাজার(আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস) ট্রেনের সময়সূচি ২০২৪?
সাপ্তাহিক ছুটি রবিবার ব্যতীত বাকি ৬ দিন ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করে থাকে আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস।
ঢাকা থেকে কক্সবাজার ৬:১৫ ট্রেন ছাড়ে ১১:২০ চট্টগ্রামে পৌঁছায়।
কক্সবাজার পথে যেকোনো স্টেশনের ভাড়া ২০২৪
কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকা শহর মোট ১১টি স্টেশন রয়েছে। তাই আপনি নির্দ্বিধায় যেকোনো স্টেশন থেকে যাতায়াত করতে পারবেন। কক্সবাজার পথে ট্রেনের ভাড়ার তালিকা হল:-
জেনে রাখা ভালো কক্সবাজারের ট্রেনের সর্বনিম্ন ভাড়া ১২৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১৭২৫ টাকা।
চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথের ভাড়া ২০২৪
চট্টগ্রাম থেকে কক্সবাজারে বিভিন্ন কারণে যারা যাতায়াত করতে চান তাদের জন্য চট্টগ্রাম টু কক্সবাজার ভাড়া কত জানাটা গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ রেলওয়ে মার্কেটিং এর সূত্র অনুযায়ী
চট্টগ্রাম থেকে কক্সবাজার রেলপথের ভাড়ার তালিকা হল:-
এছাড়াও চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সর্বনিম্ন ভাড়া ৫৫ টাকা।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (Frequently Asked Questions)
ঢাকা টু কক্সবাজার ট্রেন কোথায় কোথায় থামবে?
উত্তরঃ ঢাকা টু কক্সবাজার ট্রেনটি কমলাপুর থেকে যাত্রা শুরু করে কক্সবাজার স্টেশনে পৌঁছায়। কমলাপুর থেকে কক্সবাজারের পথে ট্রেনটি ঢাকা বিমানবন্দর স্টেশন ও চট্টগ্রাম স্টেশনে থামবে।
কক্সবাজার ট্রেনের নাম কি?
উত্তরঃ ঢাকা থেকে কক্সবাজার পথে ট্রেনের নাম পর্যটক এক্সপ্রেস।
পরিশেষে
আজকে আর্টিকেলে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী সহ ট্রেন সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরেছি। ভ্রমণ পিপাসু যারা চট্টগ্রাম থেকে কক্সবাজার কিংবা ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করতে চায় তাদের জন্য ট্রেনযাত্রা বিমান ও বাস যাত্রা তুলনায় অধিক সাশ্রয়ী। তাই কম সময়ে ও কম খরচে স্বস্তি ও আনন্দের সাথে ট্রেনপথে ভ্রমণ করুন।
চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের ভাড়া ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ও আপডেট পেতে টোকা দিন আমাদের কমেন্ট বক্সে এবং আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আরো পড়ুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি - জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সুযোগ সুবিধা।
আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।