মজার বাংলা ধাঁধা উত্তর সহ ছবি : বন্ধুবান্ধুবীদের আড্ডা মানেই হল গান, কৌতুক, হাসি তামাশায় মত্ত হয়ে সময় অতিবাহিত করা। কিন্তু যদি এই আড্ডার মাঝেই একটু বুদ্ধির লড়াই হয়ে যায়, তবে সময়টা হয়ে ওঠবে আরো বেশি উপভোগ্য। তাই টেকনিক্যাল কেয়ার বিডি ওয়েবসাইটের সৌজন্যে জেনে নাও ২০০টির বেশি মজার ধাঁধা উত্তর সহ। আর বুদ্ধির লড়াইয়ে বন্ধুদেরকে হারিয়ে দিয়ে নিজে হয়ে ওঠো আড্ডার মাঝে সকলের মধ্যমণি।
কখনো কি আপনি ভেবেছেন আপনার বুদ্ধি কতটা তীক্ষ্ণ? তাহলে চলুন কিছু মজার ধাঁধা কুইজ খেলার সাথে বুদ্ধির পরীক্ষা করা যাক। চিন্তা করবেন না! আমরা এখানে প্রশ্ন এবং ধাঁধা উত্তর সহ বিস্তারিত তুলে ধরেছি। এছাড়াও আপনি চাইলে পছন্দের ধাঁধাগুলি ছবি আকারে আপনার ফোনে বা কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন।
ধাঁধার সমাধান করতে কার না ভালো লাগে বলুন। কথার মাঝেই লুকিয়ে থাকে সূত্র। সেই সূত্রের লেজ ধরে মাথা খাটাতে খাটাতে এগিয়ে যেতে হয়। তবেই মেলে সঠিক উত্তর। প্রিয় পাঠক চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জেনে নেই ধাঁধা উত্তর সহ ছবি, বুদ্ধির ধাঁধা, হাসির ধাঁধা উত্তর সহ, কঠিন ধাঁধা উত্তর সহ, ধাঁধা প্রশ্ন ও উত্তর, বুদ্ধির ধাঁধা উত্তর সহ, রোমান্টিক ধাঁধা উত্তর সহ ইত্যাদি।
(toc) #title=(সুচিপত্র: ধাঁধা উত্তর সহ ছবি)
মজার ধাঁধা প্রশ্ন ও উত্তর
১। ধাঁধা প্রশ্নঃ দুই হাত আছে তার/আরো আছে মুখ/পা ছাড়াও জিনিসটার মনে বড় সুখ। বলো তো জিনিসটা কী?উত্তর: ঘড়ি
২। ধাঁধা প্রশ্নঃ বাঘের মতো করে লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে।উত্তর: ব্যাঙ
৩। ধাঁধা প্রশ্নঃ জিনিসটার এমন কী গুণ/ টাকা করে দেয় দ্বিগুণ?উত্তর: আয়নার সামনে টাকা ধরুন
৪। ধাঁধা প্রশ্নঃ গাছ নেই শুধু পাতা মুখ নেই কত কথা! অবসরের সঙ্গী করো যদি পাও তার দেখা।উত্তর: বই
৫। ধাঁধা প্রশ্নঃ মানুষের পাঁচ আঙুল থেকেও নেই প্রাণ/ বল তো জিনিসটার কী নাম?উত্তর: দস্তানা
৬। ধাঁধা প্রশ্নঃ সবাই তোমাকে ছেড়ে গেলেও সে যাবে না ছেড়ে/ চেষ্টা করে বলো দেখি, উত্তর কে পারে?উত্তর: তোমার ছায়া
৭। ধাঁধা প্রশ্নঃ কোন শারি কেউ পরে না?উত্তর: মশারি
৮। ধাঁধা প্রশ্নঃ এখান থেকে দিলাম বৃষ্টি সেই গাছটি বড়ই মিষ্টি।উত্তর: আখ
৯। ধাঁধা প্রশ্নঃ জলে থাকে তবু মাছ নয় মাছ নামে বাজারে বিক্রি হয়।উত্তর: চিংড়িমাছ
১০। ধাঁধা প্রশ্নঃ কোন চুড়ি কেউ হাতে দেয় না?উত্তর: খিচুড়ি
১১। ধাঁধা প্রশ্নঃ কোন জিনিস সবসময় গরম থাকে ?উত্তরঃ গরম মসলা
১২। ধাঁধা প্রশ্নঃ কোন গ্রামে মানুষ নেই? হাসির ধাঁধার উত্তরঃ টেলিগ্রাম।উত্তরঃ টেলিগ্রাম
১৩। ধাঁধা প্রশ্নঃ পাখি নই তবুও আছে লেজ মাথা পাখা। উরে উরে যাই তবু যেথা ইচ্ছা সেথা।উত্তর: উরোজাহাজ
১৪। লোকেরা খাবার সময় আমাকে কেনে, কিন্তু তারা আমাকে খায় না। বোলো আমি কি?
উত্তর: একটি থালা
১৫। কে এতো দুর্বল যে তার নাম বোললেই সে ভেঙে যায়?
উত্তর: নীরবতা
বুদ্ধির ধাঁধা
১৬। ধাঁধা প্রশ্নঃ দেহ আছে, প্রাণ নেই আছেন এক রাজা! মারামারি করে শুধু তবু আছে মজা।
উত্তর: দাবা
১৭। ধাঁধা প্রশ্নঃ কার লেজ নেই?
উত্তর: কলেজ
১৮। ধাঁধা প্রশ্নঃ জিনিসটা একেবারেই তোমার/ অথচ ব্যবহার করে অন্যে, বারবার?
উত্তর: তোমার নাম
১৯। ধাঁধা প্রশ্নঃ ঘাড় আছে, মাথা নেই/ ভেতরেরটা পেয়ে গেলেই ফেলে দিই? বলো তো কী?
উত্তর: বোতল
২০। ধাঁধা প্রশ্নঃ ব্যবহারের আগে ভাঙতে হবে/ জিনিসটার উত্তর কে ক’বে?
উত্তর: ডিম
২১। ধাঁধা প্রশ্নঃ এই ঘরে যাই, ওই ঘরে যাই ছম ছমিয়ে আছার খাই - উত্তর কি?
উত্তর: ঝাঁটা
২২। ধাঁধা প্রশ্নঃ দুধ দিয়া ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে - কি?
উত্তর: সন্দেশ
২৩। ধাঁধা প্রশ্নঃ কম দিলে যায় না খাওয়া, বেশি দিলেই বিষ - কি?
উত্তর: লবণ
২৪। ধাঁধা প্রশ্নঃ চার পায়ে বসে, আঁট পায়ে চলে। রাক্ষস নয় কিন্তু গোটা মানুষ গিলে - কি?
উত্তর: পালকি
২৫। ধাঁধা প্রশ্নঃ যে মুখে খায়, সেই মুখে হাগে এই প্রাণি নিত্য রাত জাগে - কোন প্রাণী?
উত্তর: বাদুর
২৬। ধাঁধা প্রশ্নঃ মাঠ থেকে এলো সাহেব কোট-প্যান্ট পরে কোট-প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে - কি?
উত্তর: পেঁয়াজ
২৭। ধাঁধা প্রশ্নঃ হাত নেই পা নেই তবু সে চলে, অনাহরে মরে মানুষ এর অভাবে - বলুন তো কি?
উত্তরঃ টাকা
২৮। ধাঁধা প্রশ্নঃ আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নাই আমাদের মধ্যে আছো তুমি বাবার মধ্যে নাই
উত্তর: আ
২৯। ধাঁধা প্রশ্নঃ তিন অক্ষরে নাম তার অনেক লোকে খায় মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায় - কি?
উত্তরঃ তামাক
৩০। ধাঁধা প্রশ্নঃ তিন র্বণে নাম তার রসাল এক ফল, মধ্যবর্ণ বাদ দিলে হয় যে আরেক ফল - কি?
উত্তরঃ কমলা
আরো পড়ুনঃ কোন দেশের টাকার মান বেশি
চিন্তার ধাঁধা
৩১। ধাঁধা প্রশ্নঃ একটি পরিবারে মা-বাবা ও তাদর ৭জন ছেলে। প্রত্যেক ছেলের একটি করে বোন আছে - পরিবারে মোট সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ১০ জন
৩২। গরু দুধ দেয়, মুরগি ডিম দেয়, এমন কে আছে যে দুধ-ডিম একসাথে দেয়!
উত্তর: দোকানদার
৩৩। ধাঁধা প্রশ্নঃ তিন অক্ষরে নাম যার জলে বাস করে প্রথম অক্ষর বাদ দিলে খেতে মিষ্টি লাগে - কি?
উত্তরঃ মাগুর মাছ
৩৪। ধাঁধা প্রশ্নঃ তিন অক্ষরের এমন দেশ পেট কাটলে খাই যে বেশ - কোন জায়গা?
উত্তরঃ আসাম, ভারত
৩৫। ধাঁধা প্রশ্নঃ সাজালে সাজে বাজালে বাজে রান্নায়ও সে কাজের - কি?
উত্তরঃ মাটির হাঁড়ি
৩৬। ধাঁধা প্রশ্নঃ জলের জন্তু নয় তবুও জলে বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাটে - কি?
উত্তরঃ নৌকা
৩৭। ধাঁধা প্রশ্নঃ এ হে হে হে হে তোমার গা ছুঁয়ে গেল কে? বুজতে পারলে বলুন কে?
উত্তরঃ বাতাস
৩৮। ধাঁধা প্রশ্নঃ রাজা-মন্ত্র্রি-সৈন্য মিলে নৌকা চড়ে যুদ্ধে যায় জীবন তো দূরের কথা, ঢাল-তলোয়ার ছাড়াই কুপকাত - কি?
উত্তরঃ দাবা খেলা
৩৯। ধাঁধা প্রশ্নঃ ঘরের মইধ্যে ঘর নাচে - কি?
উত্তরঃ মশারি
৪০। ধাঁধা প্রশ্নঃ জলে জন্ম ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ - কি?
উত্তরঃ লবণ
৪১। ধাঁধা প্রশ্নঃ দু’অক্ষরে নাম লজ্জা নিবারণী প্রথম অক্ষর বাদ দিলে হয় আমার জননী শেষের অক্ষর বাদ দিলে ভাশুর ঘরণী।
উত্তরঃ জামা
৪২। ধাঁধা প্রশ্নঃ কোন ফলের বীজ নেই বলো দেখি দাদা বলতে না পারলে হবে তুমি গাঁধা
উত্তরঃ নারিকেল
৪৩। ধাঁধা প্রশ্নঃ কোন বাজি খাওয়া যায় ?
উত্তরঃ ডিগবাজি
৪৪। ধাঁধা প্রশ্নঃ মানুষ আমাকে পছন্দ করেনা কিন্তু আমাকে দেখলেই হাততালি দেয় আমি কে ?
উত্তরঃ আমি মশা
৪৫। ধাঁধা প্রশ্নঃ জল নয় তবুও লোকে জল বলে বলো কোন জল ?
উত্তরঃ কাজল
আরো পড়ুনঃ হতাশা থেকে মুক্তির ইসলামিক উপায়
বুদ্ধির ধাঁধা উত্তর সহ
৪৬। উঠানে বাগানে আমি থাকি বারো মাস, আমাকে পেতে লোকে করে কত আশ। আমাকে ছাড়া হয় না শুভ কাজ-অনুষ্ঠান, সোনার চেয়ে আমাকে বেশি দেয় সম্মান।
উত্তর: ফুল
৪৭। ধাঁধা প্রশ্নঃ আম নয়, জাম নয়, গাছে নাহি ফলে তবু সবাই তারে ফল নাম বলে।
উত্তরঃ পরীক্ষার ফল।
৪৮। ধাঁধা প্রশ্নঃ দু’অক্ষরে নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়।
উত্তরঃ পান
৪৯। ধাঁধা প্রশ্নঃ জলেতে জন্ম যার, জলে ঘর বাড়ী ফকির নহে, ওঝা নহে, মুখেতে দাড়ী - কি?
উত্তরঃ কচুরি পানা
৫০। ধাঁধা প্রশ্নঃ দিন রাত ছলি ফিরি নাহি মোর অবসর দিন যায় মাস যায়, যায় চলে বছর।
উত্তরঃ ঘড়ি
৫১। ধাঁধা প্রশ্নঃ আমি তুমি একজন দেখিতে এক রুপ, আমি কত কথা কই তুমি কেন থাক চুপ - কি?
উত্তরঃ নিজের ছবি
৫২। ধাঁধা প্রশ্নঃ উল্টোলে ধাতু হয়, সোজাতে জননী, কোন শব্দ বলে তাকে বলতো শুনি?
উত্তরঃ তামা
৫৩। ধাঁধা প্রশ্নঃ বনের মাঝে আলো করা সুন্দর সে টিয়া, সোনার মুকুট মাথায় দিয়ে এলো বাহিরিয়া - কি?
উত্তরঃ আনারস
৫৪। ধাঁধা প্রশ্নঃ পেট ভরে না তবু খায় সর্ব প্রাণি, প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়
উত্তরঃ বাতাস
৫৫। ধাঁধা প্রশ্নঃ তিন অক্ষরে নাম যার সবার ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে সর্ব লোকে খায়। পেট তার কেটে দিলে মধুর গান গায় শেষ অক্ষর বাদ দিলে খুব কামরায় - বলুনতো কি?
উত্তরঃ বিছানা। প্রথম অক্ষর বাদ দিলে “ছানা”, আর শেষ অক্ষর বাদ দিলে “বিছা”।
৫৬। ধাঁধা প্রশ্নঃ চৌদ্দ পুরুষ ডাকছে ‘মামা’ আমিও তাই ডাকি সকলেরই মামা তিনি নাম তার কি জানি?
উত্তরঃ চাঁদ-সূর্য
৫৭। ধাঁধা প্রশ্নঃ কি সবসময় বাড়ে কিন্ত কখনও কমে না ?
উত্তরঃ বয়স
৫৮। ধাঁধা প্রশ্নঃ সব সময় আমাদের সামনে থাকে কিন্তু দেখতে পারি না - কি?
উত্তরঃ আমাদের ভবিষ্যৎ
৫৯। ধাঁধা প্রশ্নঃ কোন ফুল ফোটে না তবুও তাকে সুন্দর ফুল বলে ডাকি
উত্তরঃ বিউটিফুল
৬০। ইংরেজিতে নতুন লিখে পাশে ওজন মান বিখ্যাত এক বিজ্ঞানীকে অমনি খুজে পান।
উত্তরঃ নিউটন
আরো পড়ুনঃ ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৪
রোমান্টিক ধাঁধা উত্তর সহ
৬১। ধাঁধা প্রশ্নঃ কোথায় পড়া অনেক সহজ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন ?
উত্তরঃ ঝামেলায় /প্রেমে
৬২। প্রেমিকাকে মানাতে এই ফর্মুলার জুড়ি মেলা ভার, যার সঙ্গী আবার মোমবাতি আর খাবার, কী সেই ফর্মুলা।
উত্তর: ক্যান্ডল লাইট ডিনার
৬৩। শোন ভাই কালিদাসের হেয়ালীর ছন্দ, দরজা আছে হাজারটা তবু কেন বন্ধ।
উত্তরঃ মশারী
৬৪। এতটুকু মেয়ে, তার লাল টুকটুকে বরণ রাজা বাদশাও কেঁদে আকুল এমন স্বভাব ধরণ।
উত্তরঃ পাকা মরিচ
৬৫। ধাঁধা প্রশ্নঃ চলতে চলতে খসলো শির মাথা কাটলে চললো ফির - কি?
উত্তরঃ পেন্সিল
৬৬। ধাঁধা প্রশ্নঃ সবাই রাতে দেয়, কেউ সময় পেলে দিনেও দেয়, টানা এক ঘন্টা আবার দূ ঘন্টাও ও দেয় কেউ কেউ সারারাত দেয়, কেউ আবার সকালেও দেয়! দেওয়ার সময় পুরো গরম হইয়া যায়!
উত্তর: ফোন চার্জ
৬৭। ধাঁধা প্রশ্নঃ শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় কালিদাস পন্ডিত কয় যা বুঝেছ তা নয়।
উত্তরঃ দরজার খিল
৬৮। ধাঁধা প্রশ্নঃ কোন বাসা ভাড়া দেওয়া যায়না ?
উত্তরঃ ভালোবাসা
৬৯। মেয়েদের কোন উট বললে মেয়েরা খুব খুশি হয় কেন?
উত্তরঃ কিউট
৭০। ধাঁধা প্রশ্নঃ পাঁচ মেয়েকে তুলে দিল বত্রিশ জনের ঘাড়ে দূরে ছিল কর্তা-দিদা টেনে নিল ঘরে।
উত্তরঃ খাবার খাওয়া। হাতের পাঁচ আঙ্গুল দিয়ে খাওয়া হয়, সেই খাবার ৩২ দাঁত দিয়ে চাবানো হয়।
৭১। ধাঁধা প্রশ্নঃ ছোট ছোট বেনো বনে কত হরিণ চড়ে দশ শিকারীর দল খোঁজে তায় দুই শিকারী মারে - কি?
উত্তরঃ উকুন। ১০ আঙ্গুল দিয়ে খুঁজে, দুই আঙ্গুল দিয়ে মারা হয়।
৭২। ধাঁধা প্রশ্নঃ বিয়ের পর ছেলেদের কি বেড়ে যায় ?
উত্তরঃ দায়িত্ব
৭৩। ধাঁধা প্রশ্নঃ কোন শব্দটিকে সব সময় ভুল বলা হয়?
উত্তরঃ ভুল
৭৪। ধাঁধা প্রশ্নঃ জ্বলছে তবু পুড়ছে না, কোন সে প্রাণী বলো তা।
উত্তরঃ জোনাকি
৭৫। ধাঁধা প্রশ্নঃ শীত কালে যার নেইকো মান, গ্রীষ্ম কালে পায় সু-সম্মান।
উত্তরঃ পাখা
আরো পড়ুনঃ সবচেয়ে কম সময়ে বেশি টাকা কোন গেম খেলে ইনকাম করা যায়
ধাঁধা উত্তর সহ কঠিন
- গরমও নয়, ঠান্ডাও নয়, তবুও সেটা ফু দিয়ে খাই। বলুন তো এটার উত্তর কি? উত্তরঃ বাদাম।
- হাত আছে পা নেই, বুক তার ফাটা। মানুষ গিলে খায়, নাই তার মাথা। উত্তরঃ শার্ট
- অজগরের মত এঁকেবেঁকে চলে, চুরমার করে পথে কিছু পেলে। উত্তরঃ নদী
- দিন-রাত পড়ে থাকি লাথি মারলে চলে, গ্রামের মধ্যে থাকে সে কথা নাহি বলে। উত্তরঃ ঢেঁকি
- দুই পায়ে আসে, চার পায়ে বসে, দুই পায়ে ঘষে, সবখানে বসে। উত্তরঃ মাছি
- দুই বর্ণের নাম যার নদীতে দেখা যায়, নাড়ীর টান থাকে বর্ণ বিচ্ছিন্ন হওয়ায়। উত্তরঃ মাঝি
- নড়ে চড়ে পড়ে না, সরে সরে সরে না। উত্তরঃ চোখ
- নয়নে নয়নে থাকে, নয়নের কেউ নয়। উত্তরঃ কাজল
- মুখ নাই কথা বলে, পা নাই হেঁটে চলে। উত্তরঃ ঘড়ি
- সবুজ হাড়ি হাটে যায়, হাটে গিয়ে চিমটি খায়। বুড়ো হলে কেটেকুটে ডুগডুগি বাজায়। উত্তরঃ লাউ
- কথা ও ছবি হাওয়ায় ভাসে দেখে যে সবাই ঘরে বসে। উত্তরঃ টেলিভিশন
- আশি টাকার খাসি, নব্বই টাকার পোস্ত। এক পিঠ দেখা যায়, আর পিঠ কই দোস্ত? উত্তরঃ আকাশ
- প্রেমের প্রতীক এক পাঁচ অক্ষরের নাম। শেষের তিন ছেড়ে দিলে, অনেক তার দাম। উত্তরঃ তাজমহল
- সবার ঘরে সবার কাছে, আমার যে থাকা। ছয় মাস সঙ্গে থাকি, ছয় মাস একা। উত্তরঃ হাতপাখা
- সবাই তারে বলে পাখি, চার বর্ণে নাম তার। শেষের দুটো ছেড়ে দিলে মরুভূমিতে রাখি। উত্তরঃ উটপাখি
- সবাই থাকে আমার নিচে, মানুষ বাড়ি ধরা। রাতে আমি কাজের মানুষ দিনে আমি মরা। উত্তরঃ আলো ও বাতি
- তেরো মাস বয়সেতে হয় ছেলের মা, ছেলে হয় গণ্ডায় গণ্ডায় এক আজব মা। উত্তরঃ কলাগাছ
- উল্টে যদি দাও মোরে হয়ে যাব লতা, কে আমি ভেবেচিন্তে বলে ফেলো তা। উত্তরঃ তাল
- আগা গোড়া বেশি নয়, মাঝে বেশি জল। গাছে গাছে ফলে থাকে, সে কি দেশি ফল। উত্তরঃ কদম
- কালিদাস পণ্ডিতে কয় বাল্যকালের কথা, নয় হাজার তেতুল গাছে কয় হাজার পাতা? উত্তরঃ ১৮ হাজার
- তিন অক্ষরে গড়া তার বুকে মেঘ ভাসে, প্রথম অক্ষর বাদ দিলে নদীকূলে হাসে। উত্তরঃ আকাশ
- ত্রিফলার একটি ফল এবার বলতো ভাই, বলতে কিন্তু হবেই নামটি কিবা তাই। উত্তরঃ আমলকি
- তুমি আমার মনের মানুষ সবকিছু দিতে পারি, তবু কিন্তু তোমায় দেখে ওইটা দিতে নারি। উত্তরঃ ঘোমটা
- আকাশ ধুমধুম পাতালে কড়া, ভাঙল হাঁড়ি লাগল জোড়া। উত্তরঃ মেঘের ডাক ও বিজলি
- উড়লেও পাখি নয় বলো দেখি কারে কয়? উত্তরঃ চামচিকা/বাদুড়
- আত্মীয়রা বসাতে পারে না ভাগ, চোরে করতে পারে না চুরি। দান করলে হয় না ক্ষয়। উত্তরঃ জ্ঞান
- লক্ষ বছর ধরে থাকলেও একে একটানা এক মাসের বেশি দেখি যায় না। উত্তরঃ চাঁদ
- জামাই এলো কাজে- বলতে পারিনি লাজে, আমার একটা কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে। উত্তরঃ গাভীর দুধ দোহন করা
- ধাঁধা প্রশ্নঃ ঘুমানোর সময় ছাড়া আমরা কখন চোখ বন্ধ করি? উত্তরঃ হাঁচি দেওয়ার সময়
- ধাঁধা প্রশ্নঃ বৃষ্টি এল কিন্তু কেউ ভিজলো না কেন ? উত্তরঃ কারণ বৃষ্টি একটি মেয়ের নাম
- ধাঁধা প্রশ্নঃ কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দি থাকে? উত্তরঃ প্রাণীটি হলো মশা আর খাঁচা হলো মশারি
অংকের ধাঁধা উত্তর সহ
১। পাঁচটি সংখ্যা ১, ৩, ৫, ৭, ৯ আছে। এদের মধ্যে কোন দুটি সংখ্যা যোগ করলে ১৫ হয়?
উত্তর: ২ টি আপেল
২। একটি ট্রেন চলাচল করছে সায়ের সাড়ে ৩ টায়। তা এখন কত সময়ে পৌঁছতে হবে, যদি ৪৫ মিনিট ধরে ওই স্থানে পৌঁছা যায়?
উত্তর: সায়ের সাড়ে ৩ টার পর ট্রেন সায়ের ৩: ৪৫ টায় পৌঁছবে, অর্থাৎ ১৫ মিনিটে।
৩। একটি বাপ-পুত্র দুটির জন্য বয়সের যোগফল ৩৬ এবং বয়সের গুণফল ২৯৫। তাদের বয়স কত?
উত্তর: বাপের বয়স ২৯ এবং পুত্রের বয়স ৭
৪। যদি ৫ লোক ৫ মিনিটে ৫ দোকানে পৌঁছে, তাদের ৫০ লোক কত সময়ে পৌঁছতে পারে?
উত্তর: তাদের পৌঁছতে যাবে একই ৫ মিনিটে
ছোট ধাঁধা উত্তর সহ
৫। ধাঁধা প্রশ্নঃ কোথাও কোন জল দেখিনা মাঠের মাঝে জল, চার অক্ষরের নাম তার কী এমন সে ফল?
উত্তরঃ তরমুজ
৬। ধাঁধা প্রশ্নঃ পড়াশোনায় দিচ্ছো না তো ফাঁকি, বলতো আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে কত থাকে বাকি ?
উত্তরঃ কিছুইনা /শুন্য
৭। ধাঁধা প্রশ্নঃ কোন রুমের দরজা নেই ?
উত্তরঃ মাশরুম
৮। ধাঁধা প্রশ্নঃ তলে মাটি উপরে মাটি, তার মধ্যে সুন্দর বেটি।
উত্তরঃ হলুদ
৯। ধাঁধা প্রশ্নঃ এক থালা সুপারী গুণতে পারে কোন ব্যাপারী?
উত্তরঃ আকাশের তারা
১০। ধাঁধা প্রশ্নঃ ছোট বেলায় লম্বা, বড়ো হলে বেটে, বলো আমি কে ?
উত্তরঃ মোমবাতি
১১। ধাঁধা প্রশ্নঃ কোন বিলে জল নেই?
উত্তরঃ টেবিল
১২। ধাঁধা প্রশ্নঃ এমন কি জিনিস পা আছে কিন্তু হাঁটতে পারে না ?
উত্তরঃ টেবিল
ধাঁধা প্রশ্নঃ কোন বরকে সবাই চায় ?
উত্তরঃ খবর
১৩। ধাঁধা প্রশ্নঃ কোন সংখ্যা থেকে অর্ধেক বাদ দিলে তা শূন্য হয়ে যায়?
উত্তরঃ চার। চার (৪) কে মাঝখান থেকে দুই টুকরো করলে শূন্য হয়ে যাবে।
১৪। ধাঁধা প্রশ্নঃ কোন টেবিলের পা থাকে না?
উত্তরঃ ভেজিটেবিল
১৫। ধাঁধা প্রশ্নঃ কালো থাকলে পরিষ্কার, সাদা হলেই নাকি নোংরা - বলুন তো কি?
উত্তরঃ ব্ল্যাকবোর্ড। চক দিয়ে দীর্ঘ সময় লেখার পর সাদা হয়ে যায়, তাই পুনরায় ব্যবহার করার জন্য মুছতে হয়।
১৬। ধাঁধা প্রশ্নঃ কোন কোন মাসে ২৮ দিন হয়?
উত্তরঃ সব মাসেই ২৮ দিন হয়।
১৭। ধাঁধা প্রশ্নঃ একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই। দুটি পেলে, হবে চাষী ভাই।
উত্তরঃ বলদ
১৮। ধাঁধা প্রশ্নঃ আমি নিজে কিছু খাইনা, আমি নিজের মুখে অন্যকে খাওয়াই আমি কে ?
উত্তরঃ চামচ
১৯। ধাঁধা প্রশ্নঃ “কোন প্রাণী বল দেখি ছয় পায়ে হাঁটে, ঘুরতে তাকে তোমরা দেখো যেথায় খুশি পথে ঘাটে”।
উত্তরঃ পিঁপড়ে
10 টি মজার ধাঁধা
২০। ধাঁধা প্রশ্নঃ কোন হাঁস ডিম পারে না ? উত্তরঃ ইতিহাস
২১। ধাঁধা প্রশ্নঃ কোন পান খায় না? উত্তরঃ জাপান
২২। ধাঁধা প্রশ্নঃ বেড়ে যদি যায় একবার, কোনো ভাবেই কমে না ! কি? উত্তরঃ বয়স
২৩। ধাঁধা প্রশ্নঃ কোন মা ভাত দেয় না ? উত্তরঃ সিনেমা
২৪। ধাঁধা প্রশ্নঃ কোন পাখির ডিম নেই বলো দেখি দাদা ? উত্তরঃ বাদুর
২৫। ধাঁধা প্রশ্নঃ তোমাকে শুকিয়ে সে নিজে ভিজে বলো তো সে কে ? উত্তরঃ টাওয়েল/গামছা।
২৬। ধাঁধা প্রশ্নঃ এমন একটি ফুল যে হয়, উল্টা-পাল্টা যা-ই করি একই নাম হয়। উত্তরঃ লিলি ফুল
২৭। ধাঁধা প্রশ্নঃ সবকিছু সে পাড়ি দিয়ে যায়, নদীর পাশে গেলে থেমে যায়। উত্তরঃ রাস্তা
২৮। ধাঁধা প্রশ্নঃ মাসে আসে মাসে যায়, দিনে খায় না রাতে খায়। উত্তরঃ রোজা
২৯। ধাঁধা প্রশ্নঃ কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না ? উত্তরঃ গার্লস স্কুলে
৩০। ধাঁধা প্রশ্নঃ বাবার নাম কারেন্ট, মায়ের নাম বিজলি, ছেলের নাম বিদ্যুৎ, মেয়ের নাম মিটার, তাহলে মেয়ের শাশুরি নাম কি হবে? উত্তরঃ লোডশেডিং।
৩১। ধাঁধা প্রশ্নঃ কোন ডিম দেখা যায় না ? উত্তরঃ ঘোড়ার ডিম
100 টি মজার ধাঁধা ও উত্তর
৩২। ধাঁধা প্রশ্নঃ তুমি যত এগিয়ে যাও, আমি ততই পিছিয়ে পড়ি - কি?
উত্তরঃ পদচিহ্ন।
৩৩। ধাঁধা প্রশ্নঃ আলুর মায়ের তিন ছেলে, পটল ও লঙ্কা - তৃতীয় ছেলের নাম কি?
উত্তরঃ আলু।
৩৪। ধাঁধা প্রশ্নঃ আমি যতই স্পষ্ট হয় তুমি ততই অস্পষ্ট দেখো - আমি কে?
উত্তরঃ অন্ধকার।
৩৫। ধাঁধা প্রশ্নঃ ডানা নেই তবু উড়তে পারি, চোখ নেই তবু কানতে পারি - আমি কে?
উত্তরঃ মেঘ।
৩৬। ধাঁধা প্রশ্নঃ সাগর রয়েছে কিন্তু জল নেই - এমন কোথায় সম্ভব?
উত্তরঃ মানচিত্রে
৩৭। ধাঁধা প্রশ্নঃ উপরে যায় আবার নিচেও আসে, কিন্তু বিন্দুমাত্র নড়াচড়া করে না - কি?
উত্তরঃ সিঁড়ি
৩৮। ধাঁধা প্রশ্নঃ শহর রয়েছে বাড়ি নেই, জঙ্গল রয়েছে গাছ নেই, নদী রয়েছে জল নেই - আমি কি?
উত্তরঃ মানচিত্র বা ম্যাপ।
৩৯। ধাঁধা প্রশ্নঃ কোন জিনিস মানুষ একবার খেলে আর খেতে চায়না ?
উত্তরঃ ধোঁকা
৪০। ধাঁধা প্রশ্নঃ কোন তাল গাছে ধরে না?
উত্তরঃ হরতাল
৪১। ধাঁধা প্রশ্নঃ কোন জামা গাঁয়ে দেয় না?
উত্তরঃ পায়জামা
৪২। ধাঁধা প্রশ্নঃ কোন প্রশ্ন যার উত্তর সব সময় পরিবর্তিত হতে থাকে?
উত্তরঃ কয়টা বাজে !
৪৩। ধাঁধা প্রশ্নঃ দাঁত আছে একাধিক কিন্তু কামরাতে অক্ষম - কি?
উত্তরঃ চিরুনি
৪৪। ধাঁধা প্রশ্নঃ হালকা আমি তুলার মত, তা সত্ত্বেও বীর-বলবানরা ৫ মিনিট ধরে রাখতে পারেনা - আমি কি?
উত্তরঃ শ্বাস। কারণ বেশিক্ষণ শ্বাস স্তব্ধ করে রাখলে আমরা অবশ্যই মারা যাব।
৪৫। ধাঁধা প্রশ্নঃ কোন জিনিসের আবিষ্কার দেওয়ালের ভেতর দিয়ে দেখা সক্ষম করেছে?
উত্তরঃ জানালা।
৪৬। ধাঁধা প্রশ্নঃ কোন গান গাওয়া যায় না?
উত্তরঃ বাগান
৪৭। ধাঁধা প্রশ্নঃ কোন বরের গায়ে গন্ধ?
উত্তরঃ গোবর
৪৮। ধাঁধা প্রশ্নঃ কোন গুণ পুড়িয়ে খায়?
উত্তরঃ বেগুণ
৪৯। ধাঁধা প্রশ্নঃ আসছে কথা ভাসছে কথা কানের থেকে কানে বেতার জিনিস আসলে কী বুদ্ধিমানেই জানে।
উত্তরঃ মোবাইল
৫০। ধাঁধা প্রশ্নঃ কোন বিদেশি ভাষা ? নাম চার অক্ষরে, দ্বিতীয় কেটে দেখ জলে বাস করে।
উত্তরঃ ইংলিশ
৫১। ধাঁধা প্রশ্নঃ এখান থেকে ফেললাম ছুরি, বাঁশ কাটলাম আড়াই কুঁড়ি। বাঁশের মধ্যে গোটা গোটা, আমার বাড়ি চল্লিশ কোটা। কোঠার উপর কোট জমি, তার মধ্যে আছে এক রাণী।’
উত্তর: মৌমাছি।
পরিশেষে
আশা করি, আপনি ৩০০ টি মজার ধাঁধা গুলো আপনি আনন্দের সাথে উপভোগ করেছেন। সহজ ধাঁধা, ধাঁধা প্রশ্ন ও উত্তর নিয়ে এই পোস্ট সাজানো হয়েছিল। আরো এরকম মজার মজার লেখা পড়তে আমার অন্যান্য পোস্ট গুলো দেখুন।