বিশ্বের বড় বড় কোম্পানির মাঝে গুগল একটি জনপ্রিয় স্বপ্নের প্রতিষ্ঠান। গুগল সম্পর্কে অবগত নয় বিশ্বে এরকম মানুষের সংখ্যা একদমই বিরল।
যেকোন প্রাতিষ্ঠানিক কিংবা নিজস্ব প্রয়োজনে একজন মূল্যবান গাইডলাইন বা শিক্ষক হিসেবে গুগল সর্বদাই মানুষের সেবায় নিয়োজিত।
সেবার পাশাপাশি নিজস্ব কর্মীদের পারিশ্রমিকের ক্ষেত্রেও কার্পণ্য করে না গুগল। গুগল মেধার মূল্য দিতে জানেন তাই তো অন্য প্রতিষ্ঠানের তুলনায় মোটা অংকের টাকা দিয়ে থাকেন কর্মীদের সাথে আরও নানা সুযোগ-সুবিধা তো রয়েছেই।
ক্যারিয়ার হিসেবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের গুগলে বেতন ও সুযোগ সুবিধা কেমন তা জানতে আগ্রহী অনেকেই। তাই আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব একজন গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মাসিক বেতন কত সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাহিদা এবং বর্তমানে বাংলাদেশে ইনকাম ও কর্মসংস্থানের সুযোগ সুবিধা কেমন এই বিষয় নিয়ে।
তাই গুগলে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মাসিক বেতন কত তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকুন আর্টিকেলের শেষ অব্দি পর্যন্ত!
(toc) #title=(পোষ্ট সূচিপত্র)
সফটওয়্যার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কী?
সফটওয়্যার ইঞ্জিনিয়ার সম্পর্কে জানার পূর্বে আমাদের প্রথমে জানার প্রয়োজন আসলে সফটওয়্যার কি? সহজ ভাষায় সফটওয়্যার হচ্ছে পোগ্রাম বা ডেটা ও কিছু ইলেকট্রনিক নির্দেশনা যা মূলত কম্পিউটারের বিভিন্ন ল্যাংগুয়েজ দ্বারা পরিচালিত হয়।
সফটওয়্যার মূলত তিন ধরনের হয়ে থাকে -
- সিস্টেম সফটওয়্যার
- অ্যাপ্লিকেশন সফটওয়্যার
- প্রোগ্রামিং সফটওয়্যার
এই তিন ধরনের সফটওয়্যার এর কাজ মূলত কম্পিউটারের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ছাড়া পরিচালিত হয়ে থাকে। যেমন: ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো -
- ফ্রন্ট-এন্ড (Front-end) কাজ - এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপট (HTML, CSS, JavaScript).
- ব্যাক-এন্ড (Back-end) কাজ - পিএইসপি, পাইথন, সি, সি প্লাস প্লাস (PHP, python, c, c++) ইত্যাদি ল্যাঙ্গুয়েজ দ্বারা পরিচালিত হয়ে থাকে।
আরো পড়ুনঃ গুগলে সর্বোচ্চ বেতন কত | গুগলে মাসিক বেতন কত
একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মূলত এই তিন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে থাকে। সহজ কথায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমন একজন ইঞ্জিনিয়ার যে কিনা সফটওয়্যার তৈরি ডিজাইন, ইমপ্লিমেন্টেশন ও রক্ষণাবেক্ষণ সহ সফটওয়্যারের যাবতীয় সব ধরনের কাজ করে থাকে।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর মাসিক বেতন কত ?
সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বেতন কত? তা মূলত কাজের উপর নির্ভর করে। যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংদের অনেকগুলো বিষয়ের উপর লক্ষ রেখে কাজ করতে হয় তাই সঠিক বেতন নির্ধারণ করাটা মুশকিল।
সাধারণত বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বেতন ২০ হাজার থেকে শুরু করে আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জুনিয়র ও সিনিয়র পজিশন অনুযায়ী বেতনের তারতম্য হয়ে থাকে।
প্রথম দিকে মাসিক বেতন ১০-১২ হাজার হলেও অভিজ্ঞতা অনুসারে ৪০ কিংবা ৮০ হাজার পর্যন্ত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মাসিক বেতন হয়ে থাকে। এছাড়াও একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এক মাসে প্রায় গড়ে ২ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে।
গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মাসিক বেতন কত ?
পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বেতন দেওয়ার তালিকার মধ্যে গুগল প্রথম দিকে স্থান করে নিয়েছে। অ্যাপেল, অ্যামাজন ও মাইক্রোসফটের মতন কোম্পানিগুলোর কর্মচারীদের বেতনের চাইতে দ্বিগুণ বেতন দেওয়া হয় গুগলে কর্মকর্তা-কর্মচারীদের।
বর্তমানে গুগলে প্রায় ২ লাখের কাছাকাছি কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। গুগলে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বেতন বাৎসরিক ১ লাখ ১৮ হাজার ডলার থেকে শুরু। যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দ্বারায় ১ কোটি ৩০ লাখ টাকার বেশি। সিনিয়র হলে এই বেতনের অংক দাঁড়ায় দেড় থেকে ২ লাখ ডলারের বেশী। এটি টোটাল বাৎসরিক হিসাব। মাসিক হিসাব করলে প্রতিমাসে ৩০ লাখের বেশি একজন গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ার পেয়ে থাকেন। মনে রাখা ভালো লোকেশন ভেদে গুগলের স্যালারি ভিন্ন হতে পারে।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পজিশন অনুযায়ী গুগল মূলত তাদের কর্মচারীদের বেস (base), স্টক (stock) স্যালারি দিয়ে থাকে থাকেন। এছাড়াও কোম্পানি হিসেবে গুগলে জয়েন করার জন্য গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে বোনাস (bonus) স্যালারি দিয়ে থাকেন।
গুগলে একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্টাফ প্রায় ২ কোটি থেকে ৫ লাখ টাকা পর্যন্ত দক্ষতা অনুযায়ী মাসিক আয় করতে পারেন।
গুগলে যে বিষয়গুলোর উপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর বেতন নির্ভর করে?
দ্রুত ও স্মার্ট কাজের ধরন - কম সময়ের মধ্যে কিভাবে দ্রুত এবং স্মার্টলি কাজ হ্যান্ডওভার করা যায় তার উপর অনেকাংশেই নির্ভর করে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মাসিক বেতন।
কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জ্ঞান - গুগলে কাজ করতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ভালো দক্ষতা থাকা প্রয়োজন।
কাজের দক্ষতা - বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর গভীর ধারণার পাশাপাশি প্রবলেম সলভিং করার মতন দক্ষতার মাধ্যমেও স্যালারি তারতম্য দেখা যায়।
অভিজ্ঞতা - ভালো ডিগ্রী এবং কাজ জানার পরও যদি আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে প্রথমদিকে হয়তো গুগলে স্যালারি কম হতে পারে কিন্তু সময়ের সাথে অভিজ্ঞতা বাড়লে গুগলে স্যালারি তারতম্য দেখা দেয়।
দেশ অনুযায়ী আর্থিক অর্থনৈতিক অবস্থা - দেশের অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে গুগলের স্যালারি তারতম্য দেখা দেয়। দেখা যায় কানাডা বা যুক্তরাষ্ট্রে একই পজিশনে কাজ করে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাসে ১৫ থেকে ২০ লাখ অন্যদিকে বাংলাদেশের কাজ করে সর্বোচ্চ ৬ থেকে ৭ লাখ টাকা সঞ্চয় করতে পারে।
বাংলাদেশে গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মাসিক বেতন?
গুগলে বাংলাদেশ থেকে প্রায় ৭০ থেকে ৮০ জন কর্মচারী রয়েছে। যাদের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশের ইঞ্জিনিয়ার শিশির খান সর্বপ্রথম গুগলে যোগদান করেন।
এছাড়াও গুগলে বাংলাদেশের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাসে সর্বোচ্চ ২ লাখ টাকার মতন ইনকাম করতে পারেন।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বিভিন্ন পদ অনুযায়ী গুগলে স্যালারি একটি তালিকা তুলে ধরা হল:
পরিশেষে
গুগল, অ্যাপেল, অ্যামাজন কিংবা মাইক্রোসফট যে কোম্পানি হোক না কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যদি নিজেকে দক্ষ প্রমাণ করতে পারেন তাহলে মোটা অংকের টাকা গুনতে হবে।
একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনাকে অবশ্যই কোডিং সম্পর্কে ভালো নলেজ এর পাশাপাশি কাজ করার মতন ধৈর্য ও কাজের মধ্যে সৃজনশীলতা থাকতে হবে।
গুগল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মাসিক বেতন কত ছাড়াও সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সম্পর্কে আরো যাবতীয় সকল তথ্য ও আপডেট পেতে কমেন্ট বক্সে টোকা দিন এবং আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আরো জেনে নিন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর বেতন কত।