বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে প্রচুর শস্য ফলে। এছাড়াও নানান জাতের সবজি, ফুল ফল ও বৃক্ষ জাতীয় গাছ হয়। এজন্য এসব ফল ফসলের গাছের যত্ন নিতে হয়। গাছের বড় শত্রু কীটপতঙ্গ যা গাছের ক্ষতি করে গাছ মেরে ফেলে ও ফল ফুল নষ্ট করে। এসব কীটপতঙ্গ ও ছত্রাকের আক্রমণ থেকে গাছ ও ফসল রক্ষা করতে ব্যবহার করতে হয় নানা ধরনের কীটনাশক।
বাজারে অনেক কীটনাশক আছে। কিন্তু সব কীটনাশক ভালো নয় বা পরিবেশের জন্য ক্ষতিকর। তবুও কিছু কিছু কোম্পানি ভালো মানের কীটনাশক বিক্রি করে। তেমনি একটা কোম্পানি হলো বায়ার। এই বায়ার কোম্পানির কীটনাশকের মূল্য তালিকা ২০২৫ নিয়েই আজকের আর্টিকেলটি লেখা।
বাংলাদেশের কৃষি ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত একটি নাম হচ্ছে বায়ার কীটনাশক। যারা কৃষিতে সফল হতে চান এবং কৃষি বিষয় সম্পর্কে ধারণা অর্জন করতে চান তারা মূলত প্রশ্ন করে থাকেন ২০২৫ সালে বায়ার কোম্পানির কীটনাশকের মূল্য তালিকা কেমন কি সে বিষয়ে। তাই আজকের এই নিবন্ধে আমরা বায়ার কীটনাশকের দাম নিয়ে বিস্তারিত আলোচনা করব।
(toc) #title=(সুচিপত্র)
বায়ার কীটনাশক সম্পর্কে কিছু কথা
সত্যি বলতে বায়ার কীটনাশকগুলো তাদের উচ্চ কার্যকারিতা, উন্নত প্রযুক্তি এবং দীর্ঘ সময় যাবত প্রভাব বিস্তারের জন্য অধিক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আর তাই ২০২৫ সালে বিভিন্ন ধরনের বায়ার কীটনাশক উপলব্ধ রয়েছে, যা বিভিন্ন ধরনের ফসলের জন্য অত্যন্ত কার্যকরী।
আরও জানুন: সিনজেনটা কীটনাশক মূল্য তালিকা 2025: জেনে নিন সঠিক দাম
বিশেষ করে বায়ার কীটনাশক গুলো ফসলের পোকামাকড় এবং রোগের বিরুদ্ধে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করতে সক্ষম। তাই আপনি যদি উন্নত প্রযুক্তি দ্বারা প্রস্তুত করা এবং ফসলের উৎপাদন বাড়াতে সহায়ক এমন কীটনাশক ব্যবহার করতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে বায়ার কীটনাশক। এই কীটনাশক গুলোর মধ্যে রয়েছে ইনসেক্টিসাইড, ফাঙ্গিসাইড, হার্বিসাইড, এবং অন্যান্য বিশেষায়িত পণ্য, যা নির্দিষ্ট ফসলের জন্য ব্যবহার করা হয়।
বায়ার কীটনাশকের মূল্য তালিকা ২০২৫
২০২৫ সালে বায়ার বিভিন্ন ধরনের কীটনাশক বাজারে এনেছে। আর নতুন বাজারে আসা সবচেয়ে কার্যকরী কীটনাশক গুলোর নাম এবং তাদের দাম জানতে নিচের তালিকাটি অনুসরণ করুন।
কীটনাশক নাম | প্যাক সাইজ | মূল্য তালিকা |
---|---|---|
এডমায়ার ২০০ এস এল | ১ লিটার | ৪১৩৫ টাকা |
এন্ট্রাকল ৭০ ডব্লিউপি | ১০০গ্রাম ৫০০ মিলি ১কেজি | ১২৫ টাকা ৫০০ টাকা ৯২০ টাকা |
এসেন্ড ৩ জি আর | ১ কেজি | ২১০ টাকা |
বেল্ট ২৪ ডব্লিউজি | ১০ গ্রাম ২৫ গ্রাম | ৯৫ টাকা ২১৫ টাকা |
বেল্ট এক্সপার্ট ৪৮ এস সি | ৫০ মিলি ১০০ মিলি | ৩৪৫ টাকা ৬৬৫ টাকা |
ক্যালিপসো ২৪০ এস সি | ৫০ মিলি ১ লিটার | ২১৫ টাকা ৩৭০০ টাকা |
কনফিডর ৭০ ডব্লিউ জি | ২ গ্রাম ১০ গ্রাম | ৪০ টাকা ১৬০ টাকা |
কাউন্সিল প্রাইম ২০ এস সি | ৩০ মিলি | ২৮০ টাকা |
কমপ্লেসাল সুপার এএ | ২৫০ মিলি ৫০০ মিলি ১ লিটার | ৩০০ টাকা ৫৫০ টাকা ৯০০ টাকা |
ডেসিস ২.৫ ই সি | ১০০ মিলি ৫০০ মিলি ১ লিটার | ১৫৫ টাকা ৬৩০ টাকা ১০৮০ টাকা |
ডায়থেন এম ৪৫ | ১০০ গ্রাম ৫০০ গ্রাম ১ কেজি | ১৩৫ টাকা ৪৭০ টাকা ৮৭০ টাকা |
ফলিকুর ২৫০ ই সি | ৫০ মিলি ১০০ মিলি ৫০০ মিলি | ১৬৫ টাকা ৩১০ টাকা ১২২০ টাকা |
রাউন্ড আপ ৪১ এস এল | ৫০০ মিলি ১ লিটার | ৪৪০ টাকা ৭০০ টাকা |
গ্ল্যামোর ৮০ ডব্লিউ জি | ৫০ গ্রাম ১৫ গ্রাম ৫০ গ্রাম | ৭০ টাকা ২১৫ টাকা ৬১০ টাকা |
ইনফিনিটো প্রো ৭২.৭ ডব্লিউ জি | ৫০ গ্রাম ১০০ গ্রাম ৫০০ গ্রাম | ১২০ টাকা ২১০ টাকা ৯৩০ টাকা |
বিকানো ৫০ এস সি | ২৫০ মিলি | ৪৪০০ টাকা |
লুনা সেনসেশন ৫০ এস সি | ৫০ মিলি ১০০ মিলি | ৪৮৫ টাকা ৯০০ টাকা |
মোভেন্টো ৫০ ও ডি | ৫০ মিলি | ১৭৫ টাকা |
মেলোডি ডুও ৬৮.৫ ডব্লিও পি | ২৫০ গ্রাম ৫০০ গ্রাম | ৪৬০ টাকা ৮৫০ টাকা |
নাটিভো ৭৫ ডব্লিউ জি | ১০ গ্রাম ৪০ গ্রাম ১০০ গ্রাম | ১২০ টাকা ৩৬৫ টাকা ৭৯৫ টাকা |
ওবেরন ২৪০ এস সি | ৫০ মিলি ৫ লিটার | ২৩৫ টাকা ২৩,৫০০ টাকা |
সেভিন ৮৫ এস পি | ১০০ গ্রাম ৫০০ গ্রাম | ২৪০ টাকা ৯৯০ টাকা |
সিকিউর ৬০০ ডব্লিউ জি | ৫০ গ্রাম ২৫০ গ্রাম ৫০০ গ্রাম | ১৮৫ টাকা ৮৫০ টাকা ১৬০০ টাকা |
সেনকর ডব্লিউ পি | ৫০ মিলি | ২২০ টাকা |
স্লোমন ৩০০ ওডি | ১০০ মিলি ১ লিটার | ২৪০ টাকা ২৩০০ টাকা |
সানরাইজ ১৫০ ডব্লিউ জি | ১০ গ্রাম | ১১০ টাকা |
হুইপ সুপার ৯ ই সি | ১০০ মিলি | ২০৫ টাকা |
ভায়েগো | ৪০ মিলি ৮০ মিলি | ৪৮০ টাকা ৯৩০ টাকা |
তবে হ্যাঁ, এর বাইরেও বায়ারের আরো অন্যান্য কীটনাশক রয়েছে। তো আপনি যদি সেগুলোর কাজ সম্পর্কে জানতে চান তাহলে আমরা বলব আমাদের সাজেস্টককৃত ভিডিওটি দেখুন। কেননা এই ভিডিওতে সারা বাংলাদেশে বায়ারের সকল কীটনাশকের কার্যকারিতা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। যেগুলো জানলে আপনি খুব সহজেই সঠিকভাবে বায়ার কীটনাশক ব্যবহার করতে পারবেন।
আরও জানুন: বাংলাদেশের সেরা কীটনাশক কোম্পানির তালিকা ২০২৫: কৃষকদের পছন্দ
বায়ার কোম্পানির বিভিন্ন কীটনাশকের কাজ
অনেক ধরনের কীটনাশক রয়েছে। তবে ইতোমধ্যে আমরা ২০২৫ সালে বায়ার কীটনাশকের নতুন মূল্য তালিকায় যেগুলোর নাম উল্লেখ করেছি তার কার্যকারিতা সম্পর্কে অল্প বিস্তর ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই নিচের অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন।
১. বায়ার মোভেন্টো
বায়ার মোভেন্টো একটি কীটনাশক, যা ক্ষতিকারক কীটপতঙ্গ দমন করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটি সাধারণত কৃষি ক্ষেত্রে ফসলের উপর ব্যবহৃত হয়। মোভেন্টো ইনসেক্টিসাইডের প্রধান কার্যকরী উপাদান হচ্ছে ইমিডাক্লোপ্রিড (Imidacloprid), যা কীটপতঙ্গের স্নায়ুতন্ত্রের উপর আক্রমণ করে এবং তাদের মৃত্যু ঘটায়।
এটি বিভিন্ন ধরনের কীটপতঙ্গ যেমন– সাদা মাছি, জব পোকা, ও পাতা মুচকি পোকার বিরুদ্ধে কার্যকরী। আপনি যদি ফসলকে পোকামাকড় থেকে সুরক্ষা প্রদান করতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে সহায়ক বায়ার মোভেন্টো। যেটা ব্যবহার করার আগে, অবশ্যই ব্যবহারের নির্দেশাবলী এবং সুরক্ষা ব্যবস্থা ভালোভাবে পড়ে নেবেন এবং কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করবেন। কেননা এতে করে এর কার্যকারিতা গুলো সম্পূর্ণভাবে ভোগ করা যায়।
২. বায়ার কনফিডর
বায়ার মোভেন্টো কীটনাশকের মত আরেকটি জনপ্রিয় কীটনাশক বায়ার কনফিডার। আর এই বায়ার কনফিডর (Bayer Confidor) ও কৃষিতে ব্যবহার করা হয়। এটি মূলত ইমিডাক্লোপ্রিড (Imidacloprid) নামক একটি সক্রিয় উপাদান দ্বারা প্রস্তুতকৃত কীটনাশক। যা ব্যবহার করে ফসলের উপর আক্রমণকারী বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড় যেমন এফিড পোকা, সাদা মাছি, এবং থ্রিপস পোকা থেকে রক্ষা পাওয়া যায়।
তাই আপনি যদি আপনার ফসলের পোকামাকড় ধ্বংস করতে চান তাহলে ব্যবহার করতে পারেন এই কীটনাশক। কেননা এটি ফসলের মধ্যে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে সুরক্ষা প্রদানে সর্বোচ্চ সাহায্য করতে পারে। যার মূল্য ২ গ্রাম এর দাম ৪০ টাকা, ১০ গ্রাম ১৬০ টাকা।
৩. বায়ার রাউন্ডআপ
বায়ার ডেলসেন, বায়ার সেক্টরা, বায়ার কনফিডর এবং বায়ার মোভেন্টোর মত আরেকটি কীটনাশক হচ্ছে বায়ার রাউন্ডআপ। আর এই বায়ার রাউন্ডআপ একটি বিখ্যাত হার্বিসাইড বা আগাছা নিধনকারী এবং এটি গ্লাইফোসেট নামের একটি সক্রিয় উপাদান এর সাহায্যে অনেক ধরনের আগাছা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে।
তাই আপনি যদি আপনার ফসলি জমিতে হওয়া আগাছা পুরোপুরি ভাবে নির্মূল করতে চান তাহলে এটি ব্যবহার করতে পারেন। কেননা বায়ার রাউন্ডআপ জমির মাটিতে শোষিত হয়ে দ্রুত কাজ করে এবং আগাছা নির্মূল করে।
এখন আসুন বায়ার কীটনাশক গুলোর সুবিধা এবং এর কিছু অসুবিধা সম্পর্কে অবগত হওয়া যাক।
বায়ার কীটনাশক গুলোর সুবিধা অসুবিধা
বায়ার কীটনাশকের মূল সুবিধা হলো এর উচ্চ কার্যকারিতা এবং দীর্ঘস্থায়ী প্রভাব। তবে, অধিক ব্যবহারের ফলে কিছু ক্ষতিকর প্রভাবও দেখা দিতে পারে। যেমন: মাটির উর্বরতা হ্রাস, পানি দূষণ, এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব।
সুবিধা
বায়ার কীটনাশক উন্নত প্রযুক্তিতে তৈরি যে কারণে এটি ফলন বাড়াতে এবং পরিবেশে প্রভাব কমাতে সাহায্য করে থাকে।
- বার কীটনাশক গুলো খুবই কার্যকর এবং এই কীটনাশকগুলো ব্যবহারে বিভিন্ন ধরনের কীটপতঙ্গের বিনাশ ঘটে ফলে ফসলের ক্ষতির সম্ভাবনা কমে যায়।
- এই কীটনাশকগুলো নিরাপদ ব্যবহারের নির্দেশনা মেনে চললে দারুন কাজে আসে এবং পরিবেশবান্ধব হয়ে ওঠে।
অসুবিধা
- বায়ার কীটনাশক মাত্রাতিরিক্ত ব্যবহারে পরিবেশের ক্ষতি করে যেমন মাটি, পানি ও বায়ু দূষণ।
- একই কীটনাশক গুলো অতিরিক্ত ব্যবহার করার কারণে মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করতে পারে মানে ত্বক বা চোখের ক্ষতি হতে পারে কখনো কখনো শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়।
এজন্য অবশ্যই বায়ার কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন এবং সঠিক নির্দেশনাবলী মেনে কৃষি ক্ষেত্রে এর প্রয়োগ করুন।
আমার শেষকথা
মনে রাখবেন বায়ার কীটনাশক কৃষি ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। তাই আপনি যদি কৃষিক্ষেত্রে উন্নতি করতে চান অর্থাৎ ফসলের রোগবালাই এবং পোকামাকড় থেকে রক্ষা পেতে চান তাহলে ২০২৫ সালে বায়ার বিভিন্ন ধরনের উন্নতমানের কীটনাশক হিসেবে যেগুলো বাজারে এনেছে সেগুলো ব্যবহার করুন।
বায়ার কোম্পানি অসংখ্য কীটনাশক বিক্রি করে। নানান ধরণের কীটপতঙ্গ, আগাছা, ছত্রাক, গাছের রোগবালাই দূরীকরণের জন্য নানা ধরনের কীটনাশক তৈরি করা হয়েছে। আজ তেমনি কয়েকটি বায়ার কীটনাশকের মূল্য তালিকা জানালাম। আশা করি কৃষক ও বাগানীদের উপকার হবে।
বায়ার কীটনাশকের মূল্য তালিকা নিয়ে যদি আরো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের আলোচনার সমাপ্তি টানছি এখানেই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।