সিএমসি ভেলোর ডাক্তারের তালিকা – সঠিক চিকিৎসা নিন

হাসিবুর
লিখেছেন -

সিএমসি (খ্রিস্টান মেডিকেল কলেজ) ভেলোর ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি প্রসিদ্ধ চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন বিভাগে দক্ষ এবং অভিজ্ঞ চিকিৎসকগণ রোগীদের সেবা প্রদান করে থাকেন। আমরা মূলত আজকের এই নিবন্ধে সবচেয়ে জনপ্রিয় ডাক্তারদের নাম ও তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম সম্পর্কে জানাবো। তবে আপনি যদি বিশেষজ্ঞ ডাক্তারদের পুরো তালিকা পেতে চান তাহলে সিএমসি ভেলোরের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সরাসরি হাসপাতালে যোগাযোগ করুন। বিস্তারিত দেখুন নিচে।

সিএমসি ভেলোর ডাক্তারের তালিকা

(toc) #title=(সুচিপত্র)

সিএমসি ভেলোর ডাক্তারের তালিকা

সিএমসি ভেলোরে রয়েছে কার্ডিয়লজি, নিউরোলজি, অনকোলজি, অর্থপেডিক্স, পিডিয়াট্রিকস সহ বিভিন্ন বিভাগীয় ডাক্তার। তাই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারবেন। মূলত সিএমসি ভেলোর ডাক্তারের তালিকা অনেক বেশি লম্বা, সেই সাথে ক্লিনিক অনুযায়ী আলাদা আলাদা ডাক্তার রয়েছেন বিভিন্ন চিকিৎসার জন্য। যেমন আপনি যদি আলফা ক্লিনিক এর অন্তর্ভুক্ত ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা পেতে চান সেক্ষেত্রে নিচের তালিকাটি অনুসরণ করুন। কেননা এই তালিকায় আমরা যে ডাক্তারদের নাম উল্লেখ করছি তারাই মূলত সিএমসি ভেলোর আলফা ক্লিনিক এ নিয়োজিত রয়েছেন। যথা-

1 Rabin K Chacko
2 Sowmya Sathyendra
3 Sudha Jasmine S
4 Sushil Thomas Alexander
5 Turaka Vijay Prakash
6 Rini B
7 Ronald Albert Benton Carey
8 Ravikar Ralph
9 Tarun K George
10 Karthik G
11 Mohammad Sadiq J
12 Nirmal Raj Francis
13 Maria Koshy K
14 Sohini Das
15 Tina George
16 Rohit Barnabas
17 Manoj Job S.B.
18 Jonathan Arul Jeevan
19 Venkatesan S
20 Moses Kirubairaj A.J.
21 Prince Christopher R.H
23 Muruga Bharathy K
24 Krishna Shankar G.
25 Sunil Abraham
26 Vimal Abraham
27 Shini Susan Samuel
28 Roshni Sharma
29 Zachariah Mathew
30 Ramya I
31 Punitha J V
32 Samuel George Hansdak
33 Santosh Koshy
34 Thambu David Sudarsanam
35 Vineeth Varghese Thomas
36 Josh Thomas Georgy
37 John Davis Prasad
38 Manna Sera Jacob

উল্লেখিত এই প্রত্যেকটি ডাক্তারের সঙ্গে যদি আপনি সরাসরি যোগাযোগ করতে চান অথবা এপয়েন্টমেন্ট করে রাখতে চান সেক্ষেত্রে (click here) সাজেস্টকৃত লিংকে ভিজিট করুন অতঃপর অনুসন্ধান করে কালেক্ট করুন সিএমসি ভেলোর ডাক্তারের মোবাইল নম্বর। পাশাপাশি সিএমসি ভেলোর ডাক্তারদের মধ্যে থেকে অন্যান্য আরো কয়েকজন জনপ্রিয় ডাক্তারদের নাম জানুন নিচের তালিকাটি এক নজরে দেখার মাধ্যমে।

মূলত প্রাইভেট ক্লিনিকে নিম্ন বর্ণিত ডাক্তাররা অভিজ্ঞ ডাক্তার হিসেবে দীর্ঘদিন থেকে চিকিৎসা দিয়ে আসছেন। তাই আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দেখে নিন প্রাইভেট ক্লিনিক এর সিএমসি ভেলোর ডাক্তারদের তালিকা। যথা –

Medicine 1
1 Anand Zachariah
2 Ravikar Ralph
3 Jambugulam Mohan
4 Krupa George
5 Amith Balachandran
6 Appu Thadathil Elias
Medicine 2
1 Tina George
2 Anna Paul
3 Appu Thadathil Elias
4 Catharine Priscilla Paul
5 Adarsh Joseph Philip
6 Renju Mathew Alex
7 Thambu David S.
8 Vignesh Kumar C
Medicine 3
1 Susan Kurian
2 Sowmya Sathiyendra
3 Sudha Jasmine
4 Audrin Lenin
5 Sheba Meriam Thomas
6 Nalini Sarah Newbigging
7 Caroline Nandita E.
Medicine 4
1 Abraham O C
2 Prabhu Ram R
3 Ronald Albert Benton Carey
4 Tarun K George
5 Sheba Meriam Thomas
6 Divya Elizabeth Mathew
7 Anuka Alena Abraham
8 Esther Inbarani A
9 Samuel George Hansdak
Medicine 5
1 Karthik G
2 Jonathan Arul Jeevan J
3 Amita Jacob

এছাড়াও Geriatric ক্লিনিকে রয়েছেন আরো কিছু বিশেষজ্ঞ ডাক্তার। তারা হলেন—

  • Prasad Mathews K
  • Surekha
  • A Reuben Jerrald Felix
  • Gopinath K G.
  • Benny Paul Wilson
  • Anju Anna George
  • Joanne Lydia Rajkumar
  • Raeba Eldhose
  • Rakesh Mishra

কিভাবে বুঝবেন আপনার ভাঙ্গা হাড় জোড়া লাগছে জানতে আমাদের লেখা এই পোষ্টটি পড়তে পারেন।

সিএমসি ভেলোর নিউরোলজি ডাক্তারের তালিকা

কেউ কেউ আবার সিএমসি ভেলোর এর প্রসিদ্ধ নিউরোলজি ডাক্তারদের তালিকা আলাদা ভাবে অনুসন্ধান করে থাকেন। মূলত এ পর্যায়ে আমরা নিউরোলজি ডাক্তারের তালিকাটি সংযুক্ত করছি।

Neurosurgery- 1 ডাক্তারের নাম
1 Krishna Prabhu R
2 Wilson Prasant D Souza
3 Jeena Joseph
Neurosurgery- 2ডাক্তারের নাম
1Vedantam Rajshekhar
2Bijesh R
3Ranjit K Murthy
4Ananth P Abraham
Neurosurgery- 3 ডাক্তারের নাম
1 Charan Makkina
2 Baylis Vivek Joseph
3 Tony Varghese Panicker

এছাড়াও বেস্ট নিউরোলজি ডক্টর হিসেবে সিএমসি ভেলোরে আরো রয়েছেন–

1. Sanjit Aaron

2. Ajith Sivadasan

3. Shaikh Atif Iqbalahmed

4. Aditya Vijayakrishnan Nair

5. Arun Mathai Mani

6. Prabhakar A.T.

7. Rohit Ninan Benjamin

8. Angel Miraclin Jebakumari T

9. Vivek Mathew

10.Maya Thomas

11. Narmadham K B

12. Joshi Shridhar Popbhai

13. Sangeetha Y.

14. Jiju Joseph

আর এই ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে অথবা এপয়েন্টমেন্ট নিতে চাইলে আপনাকে যেতে হবে সিএমসি ভেলোর এর অফিসিয়াল ওয়েবসাইটে। অতঃপর সরাসরি https://clin.cmcvellore.ac.in লিংকে প্রবেশ করে আপনি রেজিস্ট্রেশন কার্যপ্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে পর্যায়ক্রমে কয়েকটি ধাপ অনুসরণ করলে সংগ্রহ করতে পারবেন যেকোনো ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট। এমনকি এই কাজটা আপনি তাদের অ্যাপস ব্যবহার করেও আরো ঝামেলা ছাড়া করতে পারবেন। সিএমসি ভেলোরের অ্যাপ ডাউনলোড লিংক এখানে

আলকুশি বীজের উপকারিতা ও অপকারিতা যদি না জানেন তবে আমাদের লেখা এই পোষ্টটি পড়তে পারেন।

সিএমসি ভেলোর অর্থোপেডিক ডাক্তারের তালিকা

যাদের অর্থোপেডিক ডাক্তারের প্রয়োজন তারা আবার সিএমসি ভেলোর এর কর্মরত অর্থপেডিক ডাক্তারের তালিকা আলাদা ভাবে সংগ্রহের চেষ্টা করেন। আপনাদের সুবিধার কথা চিন্তা করে আলোচনার এ পর্যায়ে সিএমসি ভেলোরের অর্থপেডিক ডাক্তারের তালিকাটি সংযুক্ত করছি। 

Orthopaedic Surgeons in Cmc,Vellore

  • Dr. Anil Kumar Chintada
  • Dr. Venkatesh Krishnan
  • Dr. Ajay Aj
  • Dr. G T Sai Prasanth
  • Dr. Mohamad Gouse
  • Dr. Anto Anand
  • Dr. Manivannun Kalyanasundaram
  • Dr. Keerthi K
  • Dr. Mahendiran A Mahi
  • Dr. Samuel Santhosh
  • Dr. Rakesh P
  • Dr. Debasish Danda
  • Dr. Manikannan Subramaniyan
  • Dr. Anooup Gorge Alex
  • Dr. Pratheesh George Mathen
  • Dr. Rishiraj Bhatt
  • Dr. Akja Jha
  • Dr. Praveen Kumar
  • Dr. Abira Nousheen
  • Dr. Harish Kumar

সিএমসি ভেলোর গ্যাস্ট্রোএন্টারোলজি ডাক্তারদের তালিকা

সিএমসি ভেলোর হাসপাতালে বেশ কয়েকজন জনপ্রিয় ডাক্তার রয়েছেন যারা গ্যাস্ট্রোএন্টারোলজি ডাক্তার হিসেবে দীর্ঘদিন যাবত চিকিৎসা করে আসছেন। আপনার যদি সিএমসি ভেলোর গ্যাস্ট্রোএন্টারোলজি ডাক্তারদের তালিকা প্রয়োজন পড়ে তাহলে নিচের তালিকাটি অনুসরণ করুন এবং এপয়েন্টমেন্ট নেওয়ার মাধ্যমে সরাসরি তাদের সাথে যোগাযোগ করুন। 

CMC vellore gastroentrerology doctor list

  • Dr. A. J. Joshep 
  • Dr. Ebby George Simon
  • Dr. Amit Kumar Dutta
  • Dr. Sudipta Dhar Chowdhury
  • Dr. Deepu David
  • Dr. Reuben Thomas Kurien

সিএমসি ভেলোর কিডনি ডাক্তারের তালিকা

যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য প্রয়োজন পড়ে Nephrology বিশেষজ্ঞ চিকিৎসক। তো আপনার যদি এ জাতীয় কোন সমস্যা থাকে তাহলে সিএমসি ভেলোর কিডনি ডাক্তারের তালিকাটি এখনই দেখুন এবং আপনার পছন্দ অনুযায়ী যে কোন একজন ডাক্তারের কাছে এপয়েন্টমেন্ট নিয়ে চিকিৎসা করুন এক মুহূর্ত দেরি না করে। কেননা এ পর্যায়ে আমরা এমন কয়েকজন ডাক্তারের নাম সাজেস্ট করছি যারা দীর্ঘদিন থেকে কিডনি ডাক্তার হিসেবে চিকিৎসা দিয়ে আসছেন। তাদের সম্পর্কে বিস্তারিত জানতে সিএমসি ভেলোর এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং ডিটেলস সম্পর্কে জানুন।

  1. Dr. Santosh Varughese
  2. Dr. Shibu Jacob 
  3. Dr. Vinoi George David 
  4. Dr. Alexander
  5. Dr. Gautam Rajan 
  6. Dr. Anjali Mohapatra 
  7. Dr. Anna T Valson
  8. Dr. Kakde Shailesh Tulshi Das
  9. Dr. Pradeep M. Koshy

সিএমসি ভেলোর গাইনি ডাক্তারের তালিকা

এছাড়াও টিএমসি ভেলোর গাইনি ডাক্তারের তালিকা অনুসন্ধান করেন অনেকেই। আর তাদের জন্য আমরা নিম্ন বর্ণিত ছকটি তুলে ধরছি। আপনি চাইলে নিচে উল্লেখিত যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন গাইনি চিকিৎসার জন্য।

  • Dr. Elsy Thomas
  • Dr. Jessie Lionel
  • Dr. Dibu Sam
  • Dr. Beena 
  • Dr. Aruna 
  • Dr. Lilly Varghese
  • Dr. Vaibhav Londhe
  • Dr. Emily Divya Ebenezer
  • Dr. Abraham Peedicayil,
  • Dr. Rachel George Chandy
  • Dr. Anitha Thomas

সিএমসি ভেলোর অনলাইন অ্যাপয়েন্টমেন্ট / CMC Vellore ডাক্তারদের তালিকা যোগাযোগ নম্বর

আপনি চাইলে সিএমসি ভেলোর এর ডাক্তারদের সাথে যোগাযোগ করতে চাইলে অথবা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে তিন ভাবে রেজিস্ট্রেশন কার্যপ্রক্রিয়া সম্পাদন করতে পারবেন। একটি হচ্ছে অনলাইন পদ্ধতি, দ্বিতীয়টি হল ভিডিও কলিং এবং তৃতীয় মাধ্যমটি হচ্ছে সরাসরি কাউন্টে গিয়ে অ্যাপয়েনমেন্ট নেওয়ার মাধ্যমে। অনলাইনে রেজিস্ট্রেশন কার্যপ্রক্রিয়া সম্পাদন করেন আজকালকার গ্রাহকরা।

যাই হোক আপনি সিএমসি ভেলোর এর যে কোন চিকিৎসকের সাথে যোগাযোগ করতে অর্থাৎ তাদের এপয়েনমেন্ট নিতে হলে সরাসরি ভিজিট করবেন clin.cmcvellore.ac.in এই ওয়েবসাইট। অতঃপর রেজিস্ট্রেশন কার্যপ্রক্রিয়া সম্পাদনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করবেন। ব্যাস এতোটুকুই। এছাড়াও আপনি এই ওয়েবসাইটে গিয়ে যেকোনো ডাক্তারদের ফোন নাম্বার এবং তাদের সম্পর্কে ডিটেলস জানতে পারবেন।

তো পাঠক বন্ধুরা, এই ছিল সিএমসি ভেলোর ডাক্তারের তালিকা এবং সঠিক ডাক্তার খুঁজে পাওয়ার ব্যাপারে আমাদের আজকের আলোচনা। যদি এ নিয়ে কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!