ইংরেজি সাত দিনের নাম: কিভাবে রাখা হল এবং জানা জরুরি কেন?

হাসিবুর
লিখেছেন -
0

ইংরেজিতে সপ্তাহের সাত দিনের নাম আমরা সবাই জানি, ছোটবেলায় এগুলো মুখস্ত করতে হয়েছে। কিন্তু কেউ কি জানি এই দিনের নামগুলো কোথা থেকে এলো, চলুন আজকে জেনে নেই।

ইংরেজি সাত দিনের নাম আমাদের দৈনন্দিন জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর প্রায় সব দেশেই সপ্তাহের সাতটি দিন একটি নির্দিষ্ট ক্রমে ব্যবহার করা হয়, যা মূলত গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে। এই সাতটি দিনের নাম এসেছে প্রাচীন রোমান সভ্যতা থেকে, যেখানে প্রতিটি দিন ছিল বিভিন্ন দেব-দেবীর নামে উৎসর্গীকৃত। আজকের আধুনিক যুগে, এই সাতটি দিনের নাম বিভিন্ন ভাষায় ব্যবহৃত হলেও, এর মূল ইংরেজি নামগুলো বিশ্বব্যাপী বহুল প্রচলিত এবং স্বীকৃত।

ইংরেজি সাত দিনের নাম

(toc) #title=(সুচিপত্র)

ইংরেজি সাত দিনের নামের ইতিহাস

আগের যুগে মানুষ, চাঁদ তারার গতিবিধি দেখে দিন মাসের হিসাব রাখতো। প্রাচীন কালে নানা দেশে আট দিনের সপ্তাহ, নয় দিনের সপ্তাহ এমনকি দশ দিনের সপ্তাহও প্রচলিত ছিলো।

প্রাচীন রোমে ‘আট দিনের’ সপ্তাহ চালু ছিলো। এখনকার মতোই সাত দিন, আর অতিরিক্ত একটা দিন বরাদ্দ ছিলো বেচাকেনা করবার জন্য। এই দিনটি ‘হাটবার’ নামে পরিচিত ছিলো। পরে অবশ্য খ্রিস্টান অধ্যুষিত হবার পর রোমানদের ওখানে নতুন ক্যালেন্ডার চালু হয়, আর খ্রিস্ট-ধর্মের প্রভাবে হাটবার বাদ দিয়ে সাত দিনেই সপ্তাহ নির্ধারিত হয়। ৩২১ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কন্সট্যান্টাইন গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানীরা যে নিখুঁত হিসেব-নিকেশ করে নতুন ক্যালেন্ডার চালু করে সপ্তাহের দিন সংখ্যা ৭ এ নির্দিষ্ট করেন।

কিন্তু মানুষ যত সভ্য হল ততই দিন মাসের নামকরনের প্রয়োজনীয়তা অনুভব করতে লাগলো। এই নামগুলোর উৎপত্তি ঠিক কোন ভাষা হতে, তা নিয়ে ঐতিহাসিকদের বিভিন্ন মত দেখা যায়। তবে, প্রধান মতটি হচ্ছে, ইংরেজি এই বারগুলোর নাম এসেছে স্যাক্সন ও রোমান ভাষা থেকে।

Saturday: Saturn হলেন রোমান দেবতা যিনি খুশি হলে ভালো ফসল দেন কৃষকদেরকে। এই দেবতা স্যাটার্ন থেকেই ইংরেজিতে এসেছে Saturday।

Sunday: স্যাক্সনরা এই দিনটিকে ভাবতো সূর্য দেবতার দিন। স্যাক্সন ভাষায় সূর্যকে বলে Sunne। সেখান থেকেই এসেছে Sun। এভাবেই আমরা পেলাম Sunday বা রবিবার।

Monday: এই দিনের নাম কিন্তু এসেছে চাঁদ থেকে, এটা আসলে Moon’s day থেকে পরিবর্তিত হয়ে এই রূপে এসেছে। রোমার ভাষায় চাঁদ কে বলে Moon. Moon থেকেই এসেছে Monday।

Tuesday: গ্রিক শাস্ত্রমতে, Ares নামে এক দেবতা আছেন, যিনি যুদ্ধ আর ধ্বংসের প্রতীক। এর নামে আকাশে দৃশ্যমান মঙ্গলগ্রহের নাম রাখা হয়েছে Ares. আর এই গ্রহের নাম অনুসরণ করেই আবার গ্রিক ভাষাতে মঙ্গলবারের নাম রাখা হয়েছে ‘Ares এর দিন’। রোমান ভাষায় অনুরূপ দেবতা হচ্ছেন Mars। তবে, স্যাক্সনদের ধর্মবিশ্বাস মতে, Ares এর অনুরূপ যুদ্ধ আর ধ্বংসের দেবতা হলেন Tiu, আর এই দেবতার নামানুসারেই এই দিনের নামকরুন করা হয়েছে Tuesday।

Wednesday: স্যাক্সনদের দেবী Woden এর নাম থেকে এসেছে Woden’s Day, আর সেখান থেকে Wednesday।

Thursday: অ্যাংলো-স্যাক্সনরা বিশ্বাস করে, বজ্রপাতের দেবতা হলেন থর। সেখান থেকে তারা নাম দিয়েছে Thor’s day বা Thursday।

Friday: অ্যাংলো-স্যাক্সনদের কাছে সৌন্দর্যের দেবী হলেন ফ্রিগ, সেখান থেকেই এসেছে ইংরেজি Friday।

দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম অর্থসহ সম্পর্কে বিস্তারিত আমাদের এই পোষ্টে আলোচনা করেছি।

সপ্তাহের দিনগুলোর নামের তালিকা - ইংরেজিতে

ইংরেজি সপ্তাহের সাত দিনের নামগুলো হলো:

  1. Sunday
  2. Monday
  3. Tuesday
  4. Wednesday
  5. Thursday
  6. Friday
  7. Saturday

৭ দিনের নাম বাংলা, ইংরেজি, আরবি

বাংলাইংরেজিআরবি
শনিবারSaturdayইয়ামুছ ছাবত
রবিবারSundayইয়ামুল আহাদ
সোমবারMondayইয়ামুল ইছনাইন
মঙ্গলবারTuesdayইয়ামুল ছালাছা
বুধবারWednesdayইয়ামুল আর’বা
বৃহস্পতিবারThursdayইয়ামুল খামিছ
শুক্রবারFridayইয়ামুল জু’মা

English to Bangla

Friday = ফ্রাইডে = শুক্রবার

Saturday = সাটারডে = শনিবার

Sunday = সানডে = রবিবার

Monday = মানডে = সোমবার

Tuesday = টুয়িসডে = মঙ্গলবার

Wednesday = উইডনেজডে = বুধবার

Thursday = থার্সডে = বৃহস্পতিবার

নুডুলস এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানেন কি? যদি না জেনে থাকেন তবে আমাদের লেখা এই পোষ্টটি পড়তে পারেন। 

English to Arabic

Friday = يوم الجمعة

Saturday = يوم السبت

Sunday = يوم الأحد

Monday = يوم الاثنين

Tuesday = يوم الثلاثاء

Wednesday = يوم الاربعاء

Thursday = يوم الخميس

English to Italian

Friday = Venerdi

Saturday = Sabato

Sunday = Domenikca

Monday = Lunedi

Tuesday = Martedi

Wednesday = Mercoledi

Thursday = Giovedi

English to Spanish

Friday = Viernes

Saturday = Sábado

Sunday = Domingo

Monday = Lunes

Tuesday = Martes

Wednesday = Miércoles

Thursday = Jueves

English to Greek

Friday = Παρασκευή

Saturday = Σάββατο

Sunday = Κυριακή

Monday = Δευτέρα

Tuesday = Τρίτη

Wednesday = Τετάρτη

Thursday = Πέμπτη

কি খেলে টিউমার ভালো হয়? (ডাক্তারের পরামর্শ সেরা 20টি খাবার) জানতে আমাদের লেখা এই পোস্টটি একবার পড়ে নিতে পারেন।

উপসংহার

প্রতিদিনই দৈনন্দিন কাজে আমরা সপ্তাহের সাত দিনের নাম ব্যবহার করলেও কয়জনই বা এই নামগুলোর ইতিহাস জানি? এই শব্দগুলো ছাড়া আমাদের নিত্যদিন আমরা চিন্তাই করতে পারি না। অথচ, এগুলোর নামকরণের পেছনেও যে একটা গল্প আছে, তা জেনে একজন মুসলিম অবাক হয়ে জাবেন।

Tags:

আপনার মতামত জানান এখানে

0 কমেন্ট

আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

কমেন্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!