সুন্দর ও মসৃন চুল তৈরি করার জন্য আমরা চুলে কত কিছুই না ব্যবহার করে থাকি। আমাদের বেশিরভাগ চুলের সমস্যা তৈরি হয় সঠিক শ্যাম্পু ব্যবহার না করার ফলে। ভালোমানের শ্যাম্পু নিয়মিত ব্যবহারে চুল হয় আরো বেশি সতেজ। তবে চুল অনুযায়ী ভালো মানের শ্যাম্পু ব্যবহারে অতিরিক্ত চুল পরতে পারে।
শ্যাম্পু চুলে ব্যবহার করার পূর্বেই আপনাকে জেনে নিতে হবে আপনার চুল কেমন ধরণের। যদি আপনার চুলে রুক্ষতার পরিমান বেশি থাকে তবে রুক্ষতা কমানোর জন্য ভালো মানের শ্যাম্পু ব্যবহার করতে হবে।
মাথায় খুসকি, চুলকানি ও বিভিন্ন প্রদাহ এর কারন হলো নিয়মিত চুলে শ্যাম্পু ব্যবহার না করা। দৈনন্দিন জীবনে আমাদের পরিবেশ থেকে নানান ধুলোবালি ও ময়লা স্ক্যাল্পে জমা হয়। শ্যাম্পুর মাধ্যমে সেগুলো ভালো ভাবে পরিস্কার করা যায়। তবে শ্যাম্পু ব্যবহার এর পূর্বে শতর্ক হওয়া প্রয়োজন আপনার চুলের জন্য কোন ধরণের শ্যাম্পু দিতে হবে।
(toc) #title=(পোষ্ট সূচিপত্র)
চুলের জন্য কোন শ্যাম্পু ভালো
চুলের জন্য কোনো নির্দিষ্ট ব্রান্ডের শ্যাম্পু সাজেশন করা কঠিন। বাজারে অনেক ভালো নামি দামি ব্রান্ডের চুলের শ্যাম্পু পাওয়া যায়। তবে চুলের ধরণ অনুযায়ী সেগুলো ব্যবহার করতে হবে। যদি আপনি আপনার চুলের ধরন বুঝতে পারেন তবে নির্দিষ্ট একটি ব্রান্ডের শ্যাম্পু প্রতিদিন ব্যবহার করতে পারেন।
চুলের শ্যাম্পু ব্যবহার করার পূর্বেই চুলের সমস্যা গুলো আগে খুজে বের করতে হবে। নিচে আমরা চুলের কিছু সমস্যা ও চুলের ধরণ তুলে ধরলাম –
চুলে অনেক ধরণের সমস্যা দেখা যায়। শ্যাম্পু ক্রয় করার পূর্বেই আপনার কোন ধরণের সমস্যা হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে। চুলের কিছু সমস্যা হলো –
- খুসকি
- চুল পড়া
- রুক্ষ চুল ইত্যাদি।
আপনাকে এই সমস্যা গুলোর মধ্যে যে সমস্যা আছে সেটা খুজে বের করতে হবে। এর পরে আপনার চুলের ধরন যাচাই করতে হবে। সাধারণত চুল অনেক ধরনের হয়ে থাকে। যেমন –
- সোজা চুল
- কোকড়া চুল
- তৈলাক্ত চুল
- শুস্ক চুল
আপনি যদি আপনার চুলের সমস্যা ও চুলের ধরন ভালো ভাবে যাচাই করে নিতে পারবেন। তাহলে সমস্যা ও ধরন অনুযায়ী শ্যাম্পুর ব্রান্ড বাছাই করে নিতে পারবেন। নিচে আমরা চুলের ধরন অনুযায়ী যে ধরণের শ্যাম্পু ব্যবহার করা উচিত সে সম্পর্কে উল্লেখ্য করলাম –
আরও পড়ুন - শীতে মেয়েদের জন্য কোন ক্রিম সবচেয়ে ভালো
#1 সোজা চুল
যদি আপনার চুলের ধরন সোজা হয়ে থাকে তাহলে এমন ব্রান্ডের শ্যাম্পু ব্যবহার করুন যার মধ্যে মায়েশ্চারাইজিং উপাদান রয়েছে। যেমন: এলোভেরা, শিয়াবটার, কোকোনাট ইত্যাদি উপাদান রয়েছে এমন সব শ্যাম্পু এই ধরণের চুলের জন্য ভালো কাজ করে।
#2 তৈলাক্ত চুল
যদি আপনার চুলের ধরণ তৈলাক্ত হয়ে থাকে তবে প্লেন শ্যাম্পু বা হার্বাল শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এই ধরণের শ্যাম্পু গুলোতে সালফেট এর পরিমান অনেক কম থাকে।
#3 কোকড়া চুল
যদি আপনার চুলের ধরণ কোকড়া হয়ে থাকে তবে মায়েশ্চারাইজিং বা ডিফাইনিং ধরণের শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এই ধরণের চুলের জন্য এই শ্যাম্পু গুলো বেশ ভালো কাজ করে।
#4 চুল পড়া
যদি অতিরিক্ত পরিমানে চুল পরে তবে প্রোটিন উপাদান রয়েছে এমন সব শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
#5 স্বাভাবিক চুল
যদি আপনার চুল স্বাভাবিক হয়ে থাকে তাহলে আপনি যে কোনো ধরণের শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
সুন্দর ও মশৃন চুল সবাই চায় তবে চুলের যত্ন সঠিক ভাবে নেয় না। নিয়মিত চুলের যত্ন নিতে এই টিপস গুলো ফলো করতে পারেন –
- প্রতিদিন শ্যাম্পু ব্যবহার না করলেও সপ্তাহে অন্ত ৩-৪ বার শ্যাম্পু করার চেষ্টা করুন
- শ্যাম্পু করার পর ঠান্ডা পানি দিয়ে চুল ভালো ভাবে ধুয়ে নিন
- চুলের জন্য ভালো মানের কন্ডিশনার ব্যবহার করুন
- বিভিন্ন ধরণের হেয়ার মাস্ক ব্যবহার করুন
- রোদ থেকে চুল রক্ষা করুন
- চুল বেধে রাখার চেষ্টা করুন
আরও পড়ুন - টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির ট্যাবলেট: প্রাকৃতিক ও কার্যকর উপায়
বাচ্চাদের জন্য কোন শ্যাম্পু ভালো
বাচ্চাদের ক্ষেত্রে শ্যাম্পু ব্যবহারের জন্য অনেক সতর্ক হওয়া প্রয়োজন। বাচ্চাদের ত্বক অনেক বেশি নরম হয়ে থাকে তাই সাধারণ যে কোনো শ্যাম্পু ব্যবহার করবেন না। বাচ্চাদের জন্য বাজারে অনেক ভালো মানের শ্যাম্পু পাওয়া যায়। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে যেসব শ্যাম্পু ব্যবহার করা হয় সেগুলো হলো –
- জনসনস বেবি শ্যাম্পু
- মেরিল বেবি শ্যাম্পু
- সিওডিল বেবি শ্যাম্পু
- কোডোমো বেবি শ্যাম্পু
ইত্যাদি ছাড়াও অনেক ভালো ব্রান্ডের শ্যাম্পু পাওয়া যায়। শ্যাম্পু কেনার পূর্বে যাচাই করে নিবেন বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারে কোনো সমস্যা হবে কি না। শুধু মাত্র বাচ্চাদের জন্য তৈরি করা এসব শ্যাম্পু গুলোর মান ভালো হয়ে থাকে। নিচে শ্যাম্পু গুলোর দাম ও মান সম্পর্কে লিখে দিলাম –
#1 জনসন বেবি শ্যাম্পু
বাচ্চাদের জন্য জনপ্রিয় একটি শ্যাম্পুর নাম হলো জনসন বেবি শ্যাম্পু। এই শ্যাম্পুতে কোনো ধরণের টিয়ার ব্যবহার করা হয় না। যার ফলে যদি কোনো ভাবে বাচ্চাদের চোখেও এই শ্যাম্পু চলে যায় কোনো সমস্যা হবে না। আপনার বাচ্চার জন্য চাইলে জনসন বেবি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। বাজারে আপনি এই শ্যাম্পু ২০০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
#2 মেরিল বেবি শ্যাম্পু
বাচ্চাদের জন্য আরো একটি ভালো মানের শ্যাম্পু হলো মেরিল বেবি শ্যাম্পু। বাচ্চাদের ত্বক অনুযায়ী এই শ্যম্পু গুলো তৈরি করা হয়। আপনার বাচ্চার জন্য চাইলে ব্যবহার করতে পারেন মেরিল বেবি শ্যাম্পু। বাজারে মেরিল বেবি শ্যাম্পু ১০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
#3 সিওডিল বেবি শ্যাম্পু
বাচ্চাদের জন্য আরো একটি ভালো মানের শ্যাম্পু হলো সিওডিল বেবি শ্যাম্পু। সিওডিল বেবি শ্যাম্পুতে ক্ষতিকারক কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না। মূলত এই শ্যাম্পু গুলো বাচ্চাদের ত্বকের যত্নের জন্য তৈরি করা হয়েছে। বাজারে আপনি সিওডিল শ্যাম্পু ১০০ থেকে ২০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
#4 কোডোমো বেবি শ্যাম্পু
বাচ্চাদের জন্য ভালো একটি শ্যাম্পুর ব্রান্ড হলো কোডোমো বেবি শ্যাম্পু। অল্প দামের মধ্যে এই শ্যাম্পু গুলো পাওয়া যায়। গুনগত মানের দিক থেকেও এই শ্যাম্পুটি বেশ ভালো। বাজারে কোডোমো শ্যাম্পু ১০০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন।
বাচ্চাদের শ্যাম্পু ব্যবহারের সতর্কতা
বাচ্চাদের শ্যাম্পু দেয়ার পূর্বেই সতর্কতা অবলম্বন করা জরুরি। বাচ্চাদের শ্যাম্পু দিলে সেটা চোখে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে বাজার থেকে এমন সব শ্যাম্পু ক্রয় করতে হবে যেগুলো বাচ্চাদের চোখে গেলেও কোনো ধরণের সমস্যা হবে না।
এছাড়াও বড়দের ব্যবহার করা শ্যাম্পু কোনো ভাবেই বাচ্চাদের দেয়া যাবে না। বাচ্চাদের চুল ও চুলের স্ক্যাল্প ও ত্বক অনেক বেশি নরম হয়ে থাকে। এক্ষেত্রে বড়দের শ্যাম্পু ব্যবহার করলে বাচ্চাদের নানান ধরণের সমস্যা তৈরি হতে পারে।
আরও পড়ুন: ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো বিস্তারিত জেনে নিন
জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
রঙ করা চুলের জন্য কোন শ্যাম্পু ভালো?
চুলে যদি রঙ করা থাকে তাহলে সাধারণ শ্যাম্পু ব্যবহার করলে রঙ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে ও প্রতিদিন ব্যবহার করলে উঠে যায়। এ ক্ষেত্রে কালার প্রটেক্টিং শ্যাম্পু ব্যবহার করুন।
বাচ্চাদের জন্য কোন শ্যাম্পু ব্যবহার করব?
বাচ্চাদের শ্যাম্পু দেয়ার ক্ষেত্রে বাজার থেকে শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করা শ্যাম্পু গুলো ক্রয় করে ব্যবহার করুন।
আমাদের শেষ কথা
চুলের জন্য কোন শ্যাম্পু ভালো আর্টিকেলে আমরা চুলের জন্য কোন ধরণের শ্যাম্পু ব্যবহার করতে হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত লিখে দিলাম। মূলত আপনার চুলের সমস্যা যদি ভালো ভাবে পর্যবেক্ষণ করতে পারেন তবে চুলের জন্য কোন শ্যাম্পুটি সবচেয়ে ভালো কাজ করবে এটাও বুঝতে পারবেন। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আর্টিকেল সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট করুন। আপনার প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।