রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত ২০২৫

হাসিবুর
লিখেছেন -

অবশেষে নানান জল্পনা কল্পনা শেষে দেশের বাজারে পাওয়া যাচ্ছে রয়েল এনফিল্ড এর বাইক। প্রায় সকল বাইকারদের প্রত্যাশা পূরনে ইতিমধ্যেই দেশের বাজারে বিক্রি শুরু হয়েছে অফিসিয়াল ভাবে রয়েল এনফিল্ড এর বাইক গুলো। রয়েল এনফিল্ড বাইক দেশের বাজারে ছাড়ার কথা দীর্ঘ ১ বছর আগে বলা হলেও বর্তমান মাসেই বাজারে ০৪ টি জনপ্রিয় মডেল তারা বাজারে ছেড়েছে।

সারাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় একটি বাইকের ব্রান্ড হলো রয়েল এনফিল্ড। বাংলাদেশে ইফাদ গ্রুপ রয়েল ইনফিল্ডের উৎপাদন করে। এছাড়াও ঢাকাতে এনফিল্ডের প্রথম ফ্ল্যাগশিপ প্রদর্শনী কিছু দিন পূর্বেই হয়েছে।

আপনি কি রয়েল এনফিল্ড বাইকের বাংলাদেশ এর দাম সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আমাদের আজকের আর্টিকেলে আমরা জানাবো রয়েল এনফিল্ড এর বাংলাদেশের দাম সম্পর্কে।

রয়েল এনফিল্ড

(toc) #title=(পোষ্ট সূচিপত্র)

রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশ দাম কত

ইতিমধ্যেই রয়েল এনফিল্ড বাংলাদেশের বাজারে চারটি মডেল লঞ্চ করেছে। এই চারটি মডেল তাদের নিজ নিজ সেগমেন্টে অনেক বেশি জনপ্রিয়। মডেল চারটি হল, Royal Enfield Hunter 350, Royal Enfield Classic 350, Royal Enfield Bullet 350, এবং Royal Enfield Meteor 350। 

  • রয়েল এনফিল্ড হান্টার
  • রয়েল এনফিল্ড ক্লাসিক
  • রয়েল এনফিল্ড বুলেট
  • রয়েল এনফিল্ড মিটিওর

রয়েল ইনফিল্ডের ০৪ টি মডেলের দাম ভিন্ন ভিন্ন করে রাখা হয়েছে। আপনারা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৪ লাখ ৩৫ হাজার টাকার মধ্যে ০৪ টি বাইক ক্রয় করতে পারবেন।

রিলেটেড: বিশ্বাসযোগ্য সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম, ঢাকা - কিনুন আজই

আমরা আশা করছি সব গুলো মডেল বাংলাদেশের বাইকারদের মাঝে জনপ্রিয়তা লাভ করবে। লঞ্চিং ইভেন্টের সবচেয়ে মুল আকর্ষণ ছিল বাইক গুলোর দাম। বলা যায় বেশ আকর্ষণীয় দামেই বাংলাদেশে রয়েল এনফিল্ড লঞ্চ করেছে।

রয়েল ইনফিল্ড চারটি মডেলের দাম যথাক্রমে -

  • Royal Enfield Hunter 350 - 3,50,000/-
  • Royal Enfield Classic 350 - 4,05,000/-
  • Royal Enfield Bullet 350 - 4,10,000/-
  • Royal Enfield Meteor 350 - 4,35,000/-

আশা করছি দ্রুত বাংলাদেশের সকল রয়েল এনফিল্ড শোরুমে এই চারটি মডেল পাওয়া যাবে। বিস্তারিত জানতে আপনার কাছাকাছি রয়েল এনফিল্ড শোরুমে যোগাযোগ করুন। নিচে আমরা প্রতিটি বাইকের দাম ও ছবি নির্দিষ্ট ভাবে দিয়ে দিলাম।

#1 রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ দাম

রয়েল এনফিল্ড হান্টার ৩৫০

রয়েল এনফিল্ডের বাজারে ছাড়া ০৪ টি বাইকের মধ্যে সবচেয়ে কম দামের বাইক হান্টার মডেলটি। বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বাইকটি। বর্তমানে এটির বাজার মূল্য হলো ৩ লাখ ৫০ হাজার টাকা। বাইক টির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হলো –

  • রয়েল এনফিল্ড হান্টার ৩৫০
  • ৩৫০ সিসি
  • বাইকের ধরণ – ক্রুসার
  • ব্রান্ডের নাম – রয়েল এনফিল্ড
  • পাওয়ার – 20.20 BHP
  • টিউবলেস টায়ার
  • বাংলাদেশে অফিসিয়াল ভাবে বাইকটির দাম হলো ৩ লাখ ৫০ হাজার টাকা।

#2 রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ প্রাইস ইন বাংলাদেশ

রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ প্রাইস ইন বাংলাদেশ

রয়েল এনফিল্ডের এই বাইকটির ডিজাইন সবার নজড় কেড়েছে। অসাধারণ সুন্দর ডিজাইনের এই বাইকটি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। হান্টার এর চেয়ে দামে বেশি হলেও ডিজাইন এর দিক থেকে হান্টার মডেলের চেয়ে অনেক এগিয়ে ক্লাসিক মডেলটি। বর্তমানে রয়েল এনফিল্ড ক্লাসিক এর দাম ৪ লাখ ৫ হাজার টাকা। নিচে বাইকটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট দেখে নিন –

  • রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০
  • ৩৫০ সিসি।
  • বাইকের ধরন – ক্যাফে রেসার
  • ব্রান্ডের নাম – রয়েল এনফিল্ড
  • পাওয়ার – 19.93 BHP.
  • টিউবলেস টায়ার
  • বর্তমানে বাংলাদেশে বাইকটির অফিসিয়াল দাম ৪ লাখ ৫ হাজার টাকা।

#3 রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ প্রাইস ইন বাংলাদেশ

রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ প্রাইস ইন বাংলাদেশ

রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ এর অসাধারণ ডিজাইন সকল বাইকারদের নজর কাড়ে। এই বাইকটির ডিজাইন বাইকটিকে অনন্য এক মাত্রায় নিয়ে গেছে। বর্তমানে বাজারে বাইকটি আপনারা ৪ লাখ ১০ হাজার টাকায় ক্রয় করতে পারবেন। নিচে বাইকটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট দেখে নিতে পারেন –

  • রয়েল এনফিল্ড বুলেট ৩৫০
  • ৩৫০ সিসি।
  • বাইকের ধরন – ক্রুস
  • ব্রান্ডের নাম – রয়েল এনফিল্ড
  • পাওয়ার – 20.20 BHP.
  • টিউব টায়ার
  • কালার – কালো - সোনালি।
  • বাংলাদেশে এই বাইকটির অফিসিয়াল দাম ৪ লাখ ১০ হাজার টাকা।

#4 রয়েল এনফিল্ড মিটিওর ৩৫০ প্রাইস ইন বাংলাদেশ

রয়েল এনফিল্ড মিটিওর ৩৫০ প্রাইস ইন বাংলাদেশ

রয়েল এনফিল্ড এর ০৪ টি বাইকের মধ্যে সবচেয়ে দামি বাইকটির দাম হলো রয়েল এনফিল্ড মিটিওর ৩৫০। অত্যাধুনিক প্রযুক্তি ও ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে আকর্ষনীয় ডিজাইন। বর্তমানে বাজারে বাইকটির দাম ৪ লাখ ৩৫ হাজার টাকা। নিচে বাইকটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট দেখে নিন –

  • ৩৫০ সিসি
  • বাইকের ধরন – ক্রুসার
  • পাওয়ার – 20.12 BHP.
  • টিউবলেস টায়ার
  • বর্তমানে বাংলাদেশে বাইকটির অফিসিয়াল দাম ৪ লাখ ৩৫ হাজার টাকা।

রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ দাম কত

আপনারা অনেকেই জানতে চান রয়েল ইনফিল্ড বুলেট এর দাম কত। ০৪ টি বাইকের দাম আমরা পূর্বেই দিয়েছি উপরে। তবে এখানেও আবার আলাদা করে দিচ্ছি। রয়েল এনফিল্ড বুলেট বাইকটির ডিজাইন অনেক বেশি সুন্দর করে করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে বাইকটি অফিসিয়াল ভাবে ক্রয় করতে পারবেন। বাইকটির অফিসিয়াল মূল্য হলো ৪ লাখ ১০ হাজার টাকা।

রয়েল এনফিল্ড কোন দেশের কোম্পানি?

অনেকেই জানেন না রয়েল এনফিল্ড আসলে কোন দেশি কোম্পানি। না জানার অনেক গুলো কারনের মধ্যে একটি হলো পূর্বে এনফিল্ড এর কোনো বাইক অফিসিয়াল ভাবে বাংলাদেশে লঞ্চ করা হয়নি। তবে ২০২৫ সালের অক্টোবর এর শেষের দিকে এনফিল্ডের এক সাথে ০৪ টি মডেল বাংলাদেশের বাজারে অফিসিয়াল ভাবে লঞ্চ করে।

মূলত রয়েল এনফিল্ড হলো একটি ভারতীয় মোটরসাইকেল কোম্পানি। কোম্পানি টি ভারতের চেন্নাইয়ে অবস্থিত। সারাবিশ্বের মধ্যে অনেক বেশি জনপ্রিয় রয়েল এনফিল্ড ব্রান্ড। কোম্পানির প্রাথমিক যাত্রা শুরু হয় ইংল্যান্ড থেকে। রয়েল এনফিল্ড ব্রান্ড মূলত সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করে হিমালয়ের মত রাস্তার জন্য বাইক তৈরি করে।

রয়েল এনফিল্ড বাংলাদেশে কবে আসবে?

ইতিমধ্যেই বাংলাদেশের বাজারে রয়েল এনফিল্ডের বাইক অফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে। ২০২৫ সালের অক্টোবর এর শেষের দিকে ০৪ টি মডেল বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ করা হয়েছে। বাজারে ০৪ টি মডেল অফিসিয়াল দামে ক্রয় করতে পারবেন।

আমাদের শেষ কথা

রয়েল এনফিল্ড বাইকের বাংলাদেশে দাম কত আর্টিকেলে আমরা রয়েল এনফিল্ড ০৪ টি মডেলের দাম বিস্তারিত ভাবে উল্লেখ করে দিলাম। তবে বাইকের দাম যে কোনো সময়ে কমতে বা বাড়তে পারে। তাই এখানে দেয়া দামের সাথে বাজারের দামের সামান্য পার্থক্য দেখা যেতে পারে। আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. explore more
Ok, Go it!