সরকারি চাকরিজীবিদের প্রতি বছর ১ জুলাই বেতন বৃদ্ধি পায়। কিন্তু অনেকেই আমরা জানিনা কিভাবে ইনক্রেমেন্ট হয়েছে কি না সেটা বের করব। ইনক্রিমেন্ট মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কয়েকটি সহজ ধাপে বের করা যায়।
আপনি যদি না জেনে থাকেন কিভাবে ইনক্রিমেন্ট বের করতে হয় তবে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আমাদের আজকের আর্টিকেলে আমরা জানবো ইনক্রিমেন্ট বের করার উপায় সম্পর্কে।
(toc) #title=(পোষ্ট সূচিপত্র)
ইনক্রিমেন্ট বের করতে কি কি লাগে
ইনক্রিমেন্ট বের করার জন্য অনেক কিছু লাগবে না। তবে যেসব বিষয় গুলো লাগবে –
- আপনার জাতীয় পরিচয় পত্র
- মোবাইল ফোন বা কম্পিউটার
- ইন্টারনেট কানেকসন
- পূর্বের ইনক্রিমেন্টের ভ্যারিফিকেসন নাম্বার
- মোবাইল ফোন নাম্বার
ইনক্রিমেন্ট বের করার উপায়
উপরের বিষয় গুলো যদি আপনার থাকে তাহলে এবার কয়েকটি ধাপ অনুসরন করে বের করে ফেলুন আপনার ইনক্রিমেন্ট হয়েছে কিনা –
১ম ধাপ – প্রথমে আপনাকে ইনক্রিমেন্ট বের করার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের লিংক https://ibas.finance.gov.bd/Fixation অথবা এখানে ক্লিক করুন।
২য় ধাপ – ওয়েবসাইটে প্রবেশ করার পরে “পরবর্তী ধাপ” অপশনে যেতে হবে।
৩য় ধাপ – এবার এখানে দেয়া নির্দেশনা গুলো ভালোভাবে পড়ুন। পড়া শেষে “আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি” অপশনে টিক মার্ক দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করুন।
৪র্থ ধাপ – এবার এখানে অনেক গুলো অপশন পাবেন সেখান থেকে ইনক্রিমেন্ট অপশনে ক্লিক করে দিন।
৫ম ধাপ – এবার আপনি আপনার চাকরির ধরণ সিলেক্ট করুন।
৬ষ্ঠ ধাপ – এবার আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। প্রথম বক্সে জাতীয় পরিচয় পত্রের নাম্বার, এর পর পূর্বের ইনক্রিমেন্ট এর ভ্যারিফিকেসন নাম্বার এরপর ক্যাপচা কোড পূরণ করতে হবে।
৭ম ধাপ – এরপর সাবমিট করলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি নাম্বার যাবে সেটা দিতে হবে।
৮ম ধাপ – এর পর এখান থেকে যে তারিখের ইনক্রিমেন্ট বের করতে চান সেটা সিলেক্ট করে দিলেই ইনক্রিমেন্ট বের হয়ে যাবে। প্রিন্ট করুন অপসনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।
আরও জানুন- সার্টিফিকেট সংশোধন করার নিয়ম ২০২৫: শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
ইনক্রিমেন্ট বের করার নিয়ম ভিডিওতে দেখুন
ইনক্রিমেন্ট বের করার নিয়ম নিচের ভিডিও থেকে ভালো ভাবে দেখে নিতে পারেন –
আমাদের শেষ কথা
ইনক্রিমেন্ট বের করার নিয়ম আর্টিকেলে আমরা জানালাম কিভাবে আপনারা সহজেই ইনক্রিমেন্ট বের করতে পারবেন। যদি বুঝতে অসুবিধা হয় তবে আমাদের জানাতে পারেন, ধন্যবাদ।