পুলিশের পদবী চেনার উপায়: মাত্র কয়েকটি পদ্ধতিতে জানুন!

আপনারা অনেকেই জানতে চান পুলিশের পদবী চেনার উপায় সম্পর্কে। যেকোনো পুলিশ এর পদবী আপনি নিজেই যাচাই করে নিতে পারবেন। এজন্য আপনার শুধু জানতে হবে পুলিশের র‍্যাংক ব্যাজ কোনটাকে কি বলে সে সম্পর্কে।

বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ শুরু হয় অফিসার পদ থেকে। অফিসার পদ থেকে শুরু করে পর্যায়ক্রমে সিপাহি পদ পর্যন্ত পুলিশের ইউনিফর্মে বিভিন্ন চিহ্নের ব্যাজ যুক্ত করা হয়। পুলিশের ব্যাজ কোন পদে কি থাকে সে সম্পর্কে আজকে আমরা লিখতে চলেছি। যদি আপনার এ সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন।

পুলিশের পদবী চেনার উপায়

(toc) #title=(পোষ্ট সূচিপত্র)

পুলিশের পদবী চেনার উপায়

বাংলাদেশ পুলিশের পদবী চেনার একটি মাধ্যম হলো তাদের ইউনিফর্মে থাকা ব্যাজ দেখে। নিচের ব্যাজের ছবি দেখে ভালোভাবেই জানতে পারবেন কোন ব্যাজ কোন পদের জন্য দেয়া হয়ে থাকে। নিচের ছবিতে ব্যাজ ও পুলিশের পদবি নাম লেখা রয়েছে। ছবিটি ভালো ভাবে খেয়াল করলে ব্যাজ অনুযায়ী পদবী জানতে পারবেন।

পুলিশের পদবী চেনার উপায়

নিচে আমরা পর্যায় ক্রমে পুলিশের কিছু পদবী অনুযায়ী যে সকল র‍্যাংক ব্যাজ পায় সেগুলো ও পদবি অনুযায়ী কাজের ধরন বিস্তারিত লিখে দিলাম –

কনস্টেবল

বাংলাদেশ পুলিশের মধ্যে সবচেয়ে নিম্ন পদ হলো কনস্টেবল পদ। কনস্টেবল পদের জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক। সাধারণত তারা পরিক্ষায় পাস করার পরে ০৬ মাসের ট্রেনিং নিয়ে পদে যোগদান করে। তাদের ব্যাজে কোনো ধরণের স্ট্যার থাকে না।

নায়েক

সাধারণত কনস্টেবল পদে যারা যোগদান করেন তারা পদোন্নতির মাধ্যমে নায়েক পদে উত্তীর্ণ হয়। যারা নায়েক পদে থাকেন তাদের ব্যাজে দুটি লাল রঙের শেড থাকে।

এস আই

কনস্টেবল পদে যারা চাকরি করে তারা নায়েক পদে উন্নতি না করে কিছু বছর অভিজ্ঞতা নিয়ে পরিক্ষা দিয়ে এস আই পদে নিযুক্ত হয় তবে তাদের নিরস্ত্র বলে। তবে যারা নায়েক তারা যদি পরিক্ষা দিয়ে উত্তির্ণ হয়ে এস আই পদে নিযুক্ত হয় তবে তাদের সশস্ত্র বলা হয়।

সার্জেন্ট

সার্জেন্ট ও এস আই পদে একই গ্রেডে বেতন দেয়া হয় এবং পদ একই। তবে মূল পার্থক্য হলো কাজের ক্ষেত্রে। সার্জেন্ট পদে যারা কাজ করেন তারা ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকেন অন্য দিকে এস আই গণ থানায় কাজ করেন। সার্জেন্টদের কাধে ব্যাজে দুটি স্টার ও লাল রঙের শেড থাকে।

ইন্সপেক্টর

এস আই বা সার্জেন্ট পদে যারা কাজ করেন তারা পরিক্ষা দিয়ে ইন্সপেক্টর পদে উন্নিত হয়। ইন্সপেক্টর পদের কাজ হলো থানার ওসি ও অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করা। ইন্সপেক্টরদের ব্যাজে শাপলা ফুলের মতো একটি ব্যাজ থাকে।

এএসপি

বিসিএস পুলিশ ক্যাডার থেকে এ এসপি পদে নিযুক্ত করা হয়। তাদের কাজ হলো কয়েকটি থানার সমন্বয়ে গঠিত সার্কেলের প্রধান অথবা মেট্রোপলিটন এলাকার পুলিশ প্রধান হিসেবে কাজ করা। এএসপিদের ব্যাজে দুটি পিপস ডিজাইন করা থাকে।

এডিসনাল এসপি

এ এসপি পদ থেকে পদোন্নতি পাওয়ার পরে এডিসনাল এসপি হিসেবে দায়িত্ব পান। এডিশনাল এসপির ব্যাজে জাতীয় ফুল শাপলার ডিজাইন থাকে।

এসপি

এডিশনাল এসপি পদের চাকরিরত অবস্থায় এসপি পদে পদোন্নতি হয়। এসপি গণ জেলা পুলিশ, রিজার্ভ ফোর্স, মেট্রোপলিটন ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকে। এসপিদের ইউনিফর্মের ব্যাজে শাপলা ও একটি পিপস এর ডিজাইন থাকে।

এডিশনাল ডি আইজি

এসপি পদে চাকরিরত অবস্থায় পদোন্নতি পেয়ে এডিশনাল ডিআইজি হয়। তাদের ব্যাজে শাপলা ও দুটি পিপস এর ডিজাইন থাকে।

ডিআইজি

এডিশনাল ডিআইজি পদ হতে পদোন্নতি পেয়ে ডিআইজি পদে চাকরি হয়। ডিআইজি পদের পুলিশ মেট্রোপলিটন পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালণ করে থাকেন। তাদের ব্যাজে শাপলা ও তিনটি পিপস ডিজাইন থাকে।

এডিশনাল আইজিপি

ডি আইজি পদ থেকে পদোন্নতি পেয়ে এডিশনাল আইজিপির দায়িত্ব পায়। এডিশনাল আইজিপিদের ব্যাজে কোষমুক্ত তরবারি ও শাপলা।

আইজিপি

বাংলাদেশ পুলিশ প্রধানের পদ হলো আইজিপি। এডিশনাল আইজিপি পদ থেকে পদোন্নতি পাওয়ার পর আইজিপির দায়িত্ব পান। আইজিপির ব্যাজে তরবারি ও শাপলা ফুলের সাথে একটি পিপস এর ডিজাইন থাকে।

আরও পড়ুন- ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর শাস্তি: জেনে নিন কি হতে পারে

বাংলাদেশ পুলিশের রেংক সমূহ

বাংলাদেশ পুলিশের পদক্রম (Rank Structure) নিচে দেওয়া হলো:

  • ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (IGP)
  • এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (Add. IG)
  • ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (DIG)
  • এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (Add. DIG)
  • সুপারিনটেনডেন্ট অব পুলিশ (SP)
  • এডিশনাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ (Add. SP)
  • সিনিয়র এসিসট্যান্ট সুপারিনটেনডেন্ট অব পুলিশ (Senior ASP)
  • এসিসট্যান্ট সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ASP) বিসিএস দিয়ে শুরু
  • ইন্সপেক্টর
  • সাব ইন্সপেক্টর (SI)
  • সার্জেন্ট
  • এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (ASI)
  • হেড কন্সটেবল/ হাবিলদার
  • নায়েক
  • কনস্টেবল

আমাদের শেষ কথা

বাংলাদেশ পুলিশের যাত্রা শুরু হয় মুক্তিযুদ্ধের পর থেকে। অন্যান্য দেশের পুলিশের মতই বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালণ করে থাকে। আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাদের মন্তব্য করে জানাতে পারেন।

About sohansumona000@gmail.com

Check Also

ট্রাফিক আইন জরিমানা মোটরসাইকেল ২০২৫: জেনে নিন সব কিছু

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ সরকার নতুন ট্রাফিক আইন প্রবর্তন করেছেন। বিশেষ করে যারা ট্রাফিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *